Voice Of Rajoir ভয়েস অব রাজৈর

Voice Of Rajoir ভয়েস অব রাজৈর সত্য প্রকাশে সাহসী যাত্রা।

13/01/2025

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাদারীপুর জেলা কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ।

13/01/2025

বাংলাদেশ জামায়েত ইসলামী মাদারীপুর জেলা শাখার আয়োজনে শকুনি লেকপাড় মুক্তমঞ্চে কর্মী সম্মেলনে বক্তব্যে রাখেন বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের মাদারীপুর জেলা সভাপতি রিফাত হোসেন।

13/01/2025

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাদারীপুর জেলার কর্মী সম্মেলন ২০২৫..

13/01/2025

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাদারীপুর জেলার কর্মী সম্মেলন ২০২৫..
প্রধান অতিথি জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বক্তব্য রাখছেন

08/01/2025

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেষ সময় গত ৬ আগস্ট রাত ১ টায় রাজধানীর নয়াবাজারে পু'লি'শের ছো'ড়া বু'লে'টে শহীদ হন বেঁ'চে থাকার অব'লম্বন স্বামী পরিত্যক্তা মাকসুদা বেগমের একমাত্র ছেলে ।
বলছিলাম বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গু'লি'তে নি'হত হওয়া রাজৈর উপজেলার বদরপাশার পূর্ব দারাদিয়া গ্রামের শহী'দ শাওন মুফতির (২৩) কথা।

সন্তানকে হারিয়ে বর্তমানে অসহায় শাওনের মা ও মাদ্রাসা পড়ুয়া ছোট বোন মনিফা। তাদের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা ভয়েস অব রাজৈর প্রতিনিধি কথা বলেছেন শহীদ শাওনের মায়ের সাথে।

08/01/2025
05/01/2025

আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি।

Here’s to a fresh start, a new chapter, and countless opportunities. Wishing you a bright and prosperous 2025. Happy New...
31/12/2024

Here’s to a fresh start, a new chapter, and countless opportunities. Wishing you a bright and prosperous 2025. Happy New Year!

Goodwill
S M Ferdous Hossain
Editor & Publisher: Voice of Rajoir.
President : Bangladesh Mofosshol Journalist Forum rajoir.
Rajoir Upazila Secretary: SUJON (Citizen for good governance)
Founder Chairman: Blood Donors Association Rajoir (BDAR)

30/12/2024

রাজৈরে পাখি শিকারে বের হয়ে নিখোঁজ তিন শিশু

মাদারীপুর রাজৈর বাজিতপুর মোল্লাদী এলাকার ইয়াদুল(১০) ওসমান (১১) সহ আরি এক শিশু রবিবার দুপুরে পাখি শিকারে গুলালিবাশ নিয়ে বের হয়।রাত ১২ টা বেজে গেলেও তিন জনের কেউ বাড়ি ফিরে আসেনি।বিষয়টি নিয়ে এদের পরিবার সহ এলাকায় সকলে চিন্তিত রয়েছেন। কেউ তাদের খোজ পেলে দয়া করে নিচে উল্লেখ্য মোবাইল নম্বরে যোগাযোগ করতে বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে।

যোগাযোগে।
01902030066

29/12/2024

রাজৈর উপজেলার আমগ্রাম বাসাবাড়ি গ্রামে হাজী হাশমত আমেনা ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার শহীদুল ইসলাম।

25/12/2024

মাদারীপুরের রাজৈরে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী জাহিদুর রহমান লেবু।

24/12/2024

রাজৈরে হাজী হাশমত আমেনা ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাদারীপুর- ২ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী ও কানাডা প্রবাসী ড. আতিকুর রহমান বাবুল। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তার ভাগিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার শহীদুল ইসলাম।

23/12/2024

জায়গা জমির বিরোধের জেরে আগুনদিয়ে ঘর পুরিয়ে দেওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে।

মাদারীপুরের রাজৈরে রিদয়নন্দী গ্রামের কৃষক কাউসার ভান্ডারির ২টি ঘর ও বিধবা ভিক্ষুক রাশিদা বেগমের একটি ঘর আগুনে পুরে সব শেষ হয়ে গেছে অভিযোগের তীর প্রতিবেশী রফিক খানের দিকে।

সোমবার (২৩ ডিসেম্বর) রাত দুইটার সময় আগুন লাগে পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভায় ততক্ষণে সব পুরে শেষ হয়ে যায়।

ভুক্তভোগী কাউসার ভান্ডারী জানান, প্রতিবেশী রফিক খানের সাথে আমার জায়গা জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। অনেকবার সালিশ মিমাংসা হলেও সে শত্রুতা পোষন করে রাতে আমার বসতভিটায় আগুন জালিয়ে দেয়। এতে আমার ২ টি ঘর ও প্রতিবেশী রাসিদার ঘর পুরে সব শেষ হয়ে গেছে। আমরা এখন থাকবো কোথায়।

বিধবা রাসিদা বলেন, বাবা আমি ভিক্ষা করে খাই আমার সব শেষ এখন আমি বাচমু কেমনে।

অভিযুক্ত রফিক খান বলেন, আগুন লাগারপর আমি হইচই শুনে দৌড়ে গিয়ে আগুন নিভাতে পানি দেই আমি এই কাজ করি নাই।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান জানান, বিষয়টি আমরা তদন্ত করছি। তারা মামলা করলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বহুল প্রতিক্ষীত ও প্রত্যাশার অন্যতম মাধ্যম কালজয়ী সাংবাদিক ও প্রকৌশলী ড. মাহামুদুর রহমান সম্পাদিত দৈনিক আমার দেশ পত্রিক...
21/12/2024

বহুল প্রতিক্ষীত ও প্রত্যাশার অন্যতম মাধ্যম কালজয়ী সাংবাদিক ও প্রকৌশলী ড. মাহামুদুর রহমান সম্পাদিত দৈনিক আমার দেশ পত্রিকা। দীর্ঘ একযুগ বন্ধ থাকার পর আজ থেকে বাজারে পাওয়া যাচ্ছে দেশের জনপ্রিয় এই পত্রিকা। শুভ কামনা

Address

Madaripur
7910

Alerts

Be the first to know and let us send you an email when Voice Of Rajoir ভয়েস অব রাজৈর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice Of Rajoir ভয়েস অব রাজৈর:

Videos

Share