23/12/2024
জায়গা জমির বিরোধের জেরে আগুনদিয়ে ঘর পুরিয়ে দেওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে।
মাদারীপুরের রাজৈরে রিদয়নন্দী গ্রামের কৃষক কাউসার ভান্ডারির ২টি ঘর ও বিধবা ভিক্ষুক রাশিদা বেগমের একটি ঘর আগুনে পুরে সব শেষ হয়ে গেছে অভিযোগের তীর প্রতিবেশী রফিক খানের দিকে।
সোমবার (২৩ ডিসেম্বর) রাত দুইটার সময় আগুন লাগে পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভায় ততক্ষণে সব পুরে শেষ হয়ে যায়।
ভুক্তভোগী কাউসার ভান্ডারী জানান, প্রতিবেশী রফিক খানের সাথে আমার জায়গা জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। অনেকবার সালিশ মিমাংসা হলেও সে শত্রুতা পোষন করে রাতে আমার বসতভিটায় আগুন জালিয়ে দেয়। এতে আমার ২ টি ঘর ও প্রতিবেশী রাসিদার ঘর পুরে সব শেষ হয়ে গেছে। আমরা এখন থাকবো কোথায়।
বিধবা রাসিদা বলেন, বাবা আমি ভিক্ষা করে খাই আমার সব শেষ এখন আমি বাচমু কেমনে।
অভিযুক্ত রফিক খান বলেন, আগুন লাগারপর আমি হইচই শুনে দৌড়ে গিয়ে আগুন নিভাতে পানি দেই আমি এই কাজ করি নাই।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান জানান, বিষয়টি আমরা তদন্ত করছি। তারা মামলা করলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।