Ahnaf Foundation

Ahnaf Foundation সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়ানো এবং ঘুমিয়ে থাকা মানুষের বিবেক কে জাগ্রত করাই মূল লক্ষ্য
(1)

29/09/2024

সাকিব খান নতুন তুফান মুভি তাড়াতাড়ি দেখে নিন লাগলে Whats app number din

22/09/2024

❌❌❌❌❌

03/09/2024

যাকে সবাই সিংহ পুরুষ ভাবতো যার কথায় এলাকা কাঁপত আজ তার কি অবস্থা।
আমাদের শেখা উচিত এদের দেখে ক্ষমতা কখনও চিরস্থায়ী নয়।আল্লাহ আমাদের অহংকার থেকে দূরে রাখুক।

21/08/2024

সতর্কবার্তা : আপাতত ফাষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক , সোশ্যাল ইসলামী ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংকে লেনদেন না করায় ভাল হবে।

আমরা গর্বিত, যে আমাদের একজন লিজেন্ড বস মারিয়া কে আমরা সফলতার সাথে বিদায় দিতে পেরেছি ধন্যবাদ ও পুনরায় কোপা চ্যাম্পিয়ন...
15/07/2024

আমরা গর্বিত, যে আমাদের একজন লিজেন্ড বস মারিয়া কে আমরা সফলতার সাথে বিদায় দিতে পেরেছি ধন্যবাদ ও পুনরায় কোপা চ্যাম্পিয়ন টীম আর্জেন্টিনা।

29/05/2024

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ ঈশ্বরবা গ্রামের অধিবাসী ও কালীগঞ্জ কলেজের এইচএসসি প্রথম বর্ষের মেধাবীছাত্র মহিউদ্দিন সোহানকে ২০১৬ সালের ১০ এপ্রিল তুলে নিয়ে যায় পুলিশ। সোহানের অসহায় বাবা মা সেদিন পুত্রের সন্ধানে কয়েকশত গ্রামবাসী সহ গিয়েছিলেন ঝিনাইদহ -৪ ( কালিগঞ্জ) আসনের তৎকালীন এমপি আনোওয়ারুল আজিম আনারের কাছে। মেধাবী ও চরিত্রবান সোহানকে মুক্তির বিনিময়ে উপস্তিত গ্রামবাসীর অনেকে বলেছিলেন প্রয়োজনে আমরা আওয়ামী লীগ করব তবুও সোহানকে ছেড়ে দিতে বলুন। প্রতিউত্তরে এমপি সাহেব বলেছিলেন " আ'লীগ করার লোকের নাকি অভাব নেই।"
এরপর ২০ এপ্রিল ২০১৬ তারিখে কালীগঞ্জ থেকে প্রায় ৫০ কি.মি. দূরে চুয়াডাঙ্গায় সোহানের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। সকালে চুয়াডাঙ্গা সদর থানার ভুলাটিয়ার মাঠে ডান হাত ভাঙ্গা, বাম চোখ উপড়ানো মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় শহীদ মহিউদ্দীন সোহানের।
কান্নায় ভেঙে পড়ে সোহানের গ্রামবাসী! তারা তাদের গ্রামের শ্রেষ্ঠ একটি সন্তানকে হারিয়ে ফেললো।
শহীদ সোহানের মা সেদিন আর্তনাদ করে বলেছিলেন "মারবেই যখন আমার বাবুটারে। চোখ দুইটা তুইল্যা নিলো ক্যান বাবুর??"
আজ সেই আনোয়ারুল আজিম আনারের মৃত্যু সংবাদ শুনে বারবার সোহানের মায়ের করুন আর্তনাদ এবং শহীদ শোহানের চোখ উপড়ানো লাশের ছবি বারবার চোখে ভাসছে। আহারে কি নির্মম পরিহাস অথচ আজ এমপির মাংস টুকরাগুলো পাচ্ছে না।

আমরা মানুষজাতি কি আজ এতটা ভয়ংকর জানোয়ার এর মত হয়ে গেছি।

29/04/2024

মজার ব্যাপার

সময় থাকতে সকলের সতর্ক হই
22/04/2024

সময় থাকতে সকলের সতর্ক হই

22/04/2024

" Heat Wave" আসিতেছে?
----------------------------------
তাই সাবধান হোন।
সম্ভবতঃ ৪০°-৫০° সে.।
--------------------------------
স্বভাবিক পানি পান করুন।
ধীরে ধীরে।

ঠান্ডা পানি পান পরিহার করুন।
বরফ/বরফ পানি পুরোপুরিই পরিহার করুন।

বর্তমানে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরে এই HEAT WAVE চলছে।

করণীয় ও পরিত্যজ্য--------

১) যখন তাপমাত্রা ৪০°সে-এ পৌঁছে তখন খুব ঠান্ডা পানি পান করতে নিষেধ করেন চিকিৎসকগণ। কারণ এতে রক্তনালী হঠাৎই সঙ্কুচিত হয়ে
হঠাৎই স্ট্রোক হতে পারে।

২) যখন বাহিরের তাপমাত্রা ৩৮°সে অতিক্রম করে তখন ঘরে চলে আসুন বা ছায়ায় অবস্থান করুন।

ঠান্ডা পানি পান করবেন না। স্বভাবিক তাপের পানি পান করুন বা ঈষৎ গরম পানি।
তাও ধীরে ধীরে।

৩) ঘরে এসেই হাত-পা-মুখ ধুবেন না।হাত-মুখ ধোয়ার আগে একটু অপেক্ষা করুন। দেহকে ঘরের তাপের সাথে খাপ খেতে দিন ।

অন্ততঃ আধা ঘন্টা অপেক্ষা করুন হাত-মুখ ধোযার আগে বা গোসলের আগে।

৪) অল্প অল্প করে বারে বারে স্বাভাবিক পানি পান করুন।জ্যুস বা এজাতীয় পানিয় পরিহার করুন।

স্বাভাবিক শরবত,ডাব বা লবণ পানির শরবত পান করতে পারেন যদি তা আপনার জন্য অন্য কারণে নিষিদ্ধ না হয়ে থাকে।তবে তাও স্বল্প পরিমানে।

প্রচন্ড গরমে বা যদি আপনি খুবই ক্লান্ত থাকেন তবে ভুলেও বরফ মিশ্রিত পানি বা ফ্রিজের পানি পান করবেন না,যদিও ওইসময়

ঠান্ডা পানি খুব ভালো লাগে।এটা শরীরে প্রশান্তি ভাব এনে দেয়।কিন্তু এতে হঠাৎই দুর্ঘটনা ঘটতে পারে।

নিজে জানুন।
অন্যকে জানান।

10/04/2024

আহনাফ ফাউন্ডেশনের পক্ষ থেকে ২য় ধাপে সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হলো ।

Address

Purbo Thanapara
Lalmonirhat
5500

Telephone

+8801780841419

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ahnaf Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ahnaf Foundation:

Videos

Share

Category