Abdul Hai Sarkar

Abdul Hai Sarkar ❝জীবন তখনই স্বার্থকতা পাবে যখন আপনি নতুন প্রজন্মের জন্য নতুনত্বের পথ তৈরি করবেন।❞

ধন্যবাদ🌺 জীবনের শেষ অধ্যায় গিয়ে ও তোমাকে-ই চাইবো 💔
(1)

21/12/2024

৯ম শ্রেণির পাঠ্য বইয়ে খা|"ন"কি মা"গী দিয়ে গল্প ছাপিয়েছে বর্তমান সরকারের দায়িত্বরত লোকেরা। আমার/আপনার সন্তানকে এগুলো শেখার জন্যই বুঝি ২৪ এ দেশ স্বাধীন করেছি? সবাই সবার জায়গা থেকে প্রতিবাদের আওয়াজ তুলুন
(ভিডিওটা ছড়িয়ে দিন শেয়ার করে)

"শয়তান আপনাকে দিয়ে জোরপূর্বক কিছু করাতে পারবে না। তাই, নিজের মানবীয় চাহিদাগুলো আল্লাহর নির্ধারিত পথে চালিত করুন। আর সম্ভ...
18/11/2024

"শয়তান আপনাকে দিয়ে জোরপূর্বক কিছু করাতে পারবে না। তাই, নিজের মানবীয় চাহিদাগুলো আল্লাহর নির্ধারিত পথে চালিত করুন। আর সম্ভব না হলে ধৈর্য ধরুন। দুনিয়ার জীবন খুবই ছোট, এই ধৈর্যের একদিন সমাপ্তি হবে। আর ইনশাআল্লাহ, এই ধৈর্যের জন্য একদিন অফুরন্ত পুরস্কার পাবেন।"

- বই : "শয়তানের থাবা"

- উস্তাদ নোমান আলী খান

20/10/2024

শারীরিক মানসিক উভয় অসুস্থতা থেকে হে আল্লাহ! হেফাজত করুন ।🤲🤲😥

হাজার বছর আগে বাঙ্গালি জাতির মুখের ভাষা ‘বাংলা’কে কেড়ে নিয়েছিল দক্ষিণ ভারত থেকে আগত সেন রাজারা। সেন রাজাদের হিন্দু পণ্ডি...
20/10/2024

হাজার বছর আগে বাঙ্গালি জাতির মুখের ভাষা ‘বাংলা’কে কেড়ে নিয়েছিল দক্ষিণ ভারত থেকে আগত সেন রাজারা। সেন রাজাদের হিন্দু পণ্ডিতরা নির্দেশ জারি করেছিল, 'যারা বাংলা ভাষা বলবে ও শুনবে তারা রৌরব নামক নরকে যাবে।' ওই সময় তুর্কি বংশোদ্ভূত ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খিলজি নির্যাতিত বাঙালিদের মুক্ত করতে এগিয়ে আসেন এবং ১২০৪ খ্রিষ্টাব্দে মাত্র ১৮ জন ঘোড়সওয়ারি নিয়ে সেন রাজাকে পরাজিত করে বাংলাকে স্বাধীন করেন। বক্তারা বলেন, ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খিলজির বাংলা বিজয়ের মাধ্যম সেই দিন শুধু ভূমির বিজয় হয়নি, সঙ্গে মুক্ত হয়েছিল বাঙ্গালিদের মুখের ভাষা ‘বাংলা’।

ভাষাবিদ দীনেশ চন্দ্র সেন বলেন, 'মুসলমান সম্রাটরা বর্তমান বঙ্গ-সাহিত্যের জন্মদাতা বললে অত্যুক্তি হয় না। বঙ্গ-সাহিত্য মুসলমানদেরই সৃষ্ট, বঙ্গ-ভাষা বাঙালি মুসলমানের মাতৃভাষা।' অধ্যাপক ও গবেষক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, 'যদি বাংলায় মুসলিম বিজয় ত্বরান্বিত না হতো এবং এ দেশে আরও কয়েক শতকের জন্য পূ্র্বের শাসন অব্যাহত থাকত, তবে বাংলা ভাষা বিলুপ্ত হয়ে যেত এবং অবহেলিত ও বিস্মৃত-প্রায় হয়ে অতীতের গর্ভে নিমজ্জিত হতো।'

মধ্যযুগে মুসলিম শাসকদের রাজকীয় পৃষ্ঠপোষকতায় বাংলা ভাষার যে সাহিত্যচর্চা শুরু হয়, তার মাধ্যমে বাংলা ভাষা একটি পরিপূর্ণ ভাষা হিসেবে আত্মপ্রকাশের যোগ্যতা অর্জন করে।

বাংলা ভাষাকে কলুষিত করার চেষ্টা যুগে যুগে আরও হয়। ১৮শ’ সনে ব্রিটিশরা কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করে বাংলা ভাষার আরবি ও ফারসি শব্দ বাদ দিয়ে সংস্কৃত শব্দ প্রবেশের উদ্দেশ্যে সাহিত্যচর্চা শুরু করে। তারা দেখাতে চায়—বাংলা ভাষার সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক নেই।

মুসলিমদের হেয় প্রতিপন্ন করতে প্রচার করা হয়, বাংলা ভাষায় প্রথম কুরআন মাজিদ অনুবাদ নাকি গিরিশ চন্দ্র সেন করেছেন। অথচ ১৮৮৬ খ্রিষ্টাব্দে গিরিশ চন্দ্র সেনের অনুবাদের বহু আগে ১৮০৮ খ্রিষ্টাব্দে বাংলা ভাষায় কুরআন মাজিদের আংশিক অনুবাদ করেন মাওলানা আমিরুদ্দিন বসুনিয়া। এরপর ১৮৩৬ খ্রিষ্টাব্দে মৌলবি নাঈমুদ্দিন পূরো কুরআনের বাংলা অনুবাদ সম্পন্ন করেন। অথচ এ ইতিহাস প্রচার করা হয় না।

সুত্র: খন্দকার কামরুল হুদা, স্বাধীনতা সংগ্রাম ও শেখ মুজিব, ১৯৯৫, পৃ. ৩২, বাংলাপিডিয়া

ভালো লেগেছে🌺❝মাঠপর্যায়ের কাজ করতে গিয়ে আমাদের সামান্য ভুল হতেই পারে! কাজ করলে ভুল হবেই! সুতরাং আমাদের কোনও কথা বা কাজের ...
29/09/2024

ভালো লেগেছে🌺

❝মাঠপর্যায়ের কাজ করতে গিয়ে আমাদের সামান্য ভুল হতেই পারে! কাজ করলে ভুল হবেই! সুতরাং আমাদের কোনও কথা বা কাজের মাধ্যমে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন; তাহলে উম্মাহর বৃহৎ ঐক্যের স্বার্থে ক্ষমা প্রার্থনা করছি। আপনারা আমাদের ক্ষমা করে দিন।❞🌺

পীর সাহেব চরমোনাই হাফিজাহুল্লাহু💝

পরামর্শ সভার সভাপতিত্ব করছেন দেশের কওমি মাদরাসাগুলোর সর্বোচ্চ অথরিটি আল-হাইয়াতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’...
21/09/2024

পরামর্শ সভার সভাপতিত্ব করছেন দেশের কওমি মাদরাসাগুলোর সর্বোচ্চ অথরিটি আল-হাইয়াতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র চেয়ারম্যান, কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’র সভাপতি, রাজধানীর জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া যাত্রাবাড়ি’র প্রিন্সিপাল, গুলশান সেন্ট্রাল মসজিদ ও ঈদগাহ সোসাইটি’র খতিব, মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশ’র আমীর মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।



সভায় ইতোমধ্যে উপস্থিত হয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, ইসলামি আন্দোলন বাংলাদেশ'র আমীর মুফতি সৈয়দ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই), মুফতি মিজানুর রহমান সাঈদ, মুফতী জাফর আহমাদ, মাওলানা মাহফুজুল হক, মুফতি সৈয়দ ফয়জুল করীম, অধ্যক্ষ ইউনুস আহমাদ, আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, মুফতি মোহাম্মদ আলী, মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা মহিউদ্দিন ইকরাম, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা সাদেক আহমদ সিদ্দিকী, মাওলানা আব্দুল আউয়াল (নারায়নগঞ্জ), মাওলানা মুসলেহুদ্দীন গওহরপুরী, মুফতি কেফায়াতুল্লাহ আযহারী, মাওলানা আবু জাফর কাসেমী, মাওলানা মুহিউল ইসলাম বুরহান, মাওলানা নুরুল ইসলাম (গাজীপুর), মাওলানা আলী আহমাদ (পীর সাহেব চণ্ডিবর্দি), মাওলানা শওকত হোসেন সরকার, মাওলানা নুরুল হুদা ফয়েজী, মাওলানা মাসউদুল করীম, মাওলানা ওবায়দুল্লাহ হামযা, মাওলানা বোরহানুদ্দীন রাব্বানী, মাওলানা আনওয়ারুল হক, মুফতি মাওলানা গোলামুর রহমান, শহীদুল আনওয়ার সাদী, মাওলানা আশরাফ আলী, মাওলানা রশীদ আহমদ, মাওলানা আবু তাহের নদভী, মুফতি সোহাইল প্রমুখ।

16/09/2024

আজ হিজরীর ১২-ই রবীউল আউওয়াল। এই দিনেই সকল সাহাবায়ে কিরাম রাদ্বিয়াল্লাহু আনহুমকে এতীম করে দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন প্রাণাধিক প্রিয় নাবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানিনা এই মুহূর্তে আরবের অবস্থা কেমন ছিলো। চিন্তা করতেও শরীরে কাঁপুনি ধরে যায়।

আসুন, সবাই দরুদ পড়ি।

প্রশান্তি
14/09/2024

প্রশান্তি

ইহা আমি কি পড়িলাম!কন্টেক্সটঃ 🫠কলকাতা সিভিল কোর্টের উকিল মিঃ চন্ডিদাস। তার এক মেয়ে ছিল যার নাম গৌরিবালা দাস। চন্ডিদাসের ...
27/08/2024

ইহা আমি কি পড়িলাম!

কন্টেক্সটঃ 🫠

কলকাতা সিভিল কোর্টের উকিল মিঃ চন্ডিদাস। তার এক মেয়ে ছিল যার নাম গৌরিবালা দাস। চন্ডিদাসের সহকারী উকিল মিঃ অরন্য কুমার চক্রবর্তী চন্ডিদাসের কলকাতাস্থ বাসায় নিয়মিত যাতায়াত করতো। এই সুযোগে চন্ডিদাসের মেয়ে গৌরিবালার সাথে অরন্য কুমার চক্রবর্তীর অবৈধ সম্পর্ক গড়ে উঠে। এভাবে চলতে থাকে দিনের পর দিন। তার ফলশ্রুতিতে এরই মধ্যে গৌরিবালা গর্ভবতী হয়ে পড়েন।

গৌরিবালা যখন বুঝতে পারলেন তিনি গর্ভবতী হয়েছেন তখন গৌরিবালা অরন্য কুমার চক্রবর্তীকে তাকে বিয়ে করার জন্য চাপ দেন। অরন্য কুমার চক্রবর্তী ইহাতে রাজি না হয়ে অবৈধ সম্পর্কের কথাও অস্বীকার করেন।

এদিকে চন্ডিদাস বিষয়টি জানার পর চিন্তিত হয়ে পড়েন। এরই মধ্যে গৌরিবালা ১২/১২/১৯২০ ইং তারিখে একটি পুত্র সন্তান জন্ম দেন। তার নাম রাখা হয় দেবদাস চক্রবর্তী। চন্ডিদাস অরন্য কুমার চক্রবর্তীকে গৌরিবালাকে উঠিয়ে নেয়ার জন্যচাপ দিতে থাকেন। কিন্তু অরন্য কুমার রাজি হন না। এরই মধ্যে গৌরিবালার ছেলে দেবদাস বয়স ২ বছরে উন্নিত হয়।

চন্ডিদাস হতাশা গ্রস্থ হয়ে পড়েন এবংভীষণ অসুস্থতা বোধ করেন। চন্ডিদাসের বিশ্বস্ত মহুরী শেখ লুতফুর রহমান ছিলেন একজন নিম্নবিত্ত পরিবারের সন্তান। চন্ডিদাস মেয়েকে নিয়ে সমাজে মুখ দেখাতে পারছেন না এমন অবস্থায় গৌরীবালার ছেলে দেবদাসের বয়স যখন ৩ বছর, তখন চন্ডিদাসের মহুরী শেখ লুৎফর রহমান চন্ডিদাসের সমূহ সম্পত্তিসহ গৌরিবালাকে বিয়ে করেন। তখন এফিডেভিট করে গৌরিবালার নাম রাখা হয় ছাহেরা বেগম এবং ছেলের নাম রাখা হয় দেবদাস চক্রবর্তীর পরিবর্তে শেখ মজিবুর রহমান।

এফিডেভিট নং- ১১৮

তারিখ- ১০/১১/১৯২৩ ইং সাল

কোলকাতা সিভিল কোর্ট, পচিমবঙ্গ, ভারত।

সাক্ষীঃ-

(১) জনাব আব্দুর রহমান সাফায়াত, কোর্ট দারোগা, কলিকাতা, থানা+পোঃ- ভান্ডারিয়া, সাবেক জেলা- বরিশাল।

(২) শ্রী অনিল কুমার, কোর্ট দারোগা, সাবেক জেলা- বরিশাল।

27/08/2024

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও
ইসলামি ছাত্রশিবির নিষিদ্ধের
প্রজ্ঞাপন বাতিল করেছে আদালত।
আলহামদুলিল্লাহ

26/08/2024

ফারাক্কার ১০৯ টি গেট খুলে দিয়েছে ভারত
আমাদের উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা
😓😓😓

25/08/2024

ছাত্রলীগ আনসার হয়ে ফিরে এসেছে এবার!
পি*টা*য়া ছাল তোলা হোক

22/08/2024

ইন্ডিয়ান পন্য এমন ভাবে বয়কট করা হবে যে বাংলাদেশের পোকামাকড় ও সে পন্যের গন্ধ পাবে না।

এদের এম্বাসি, মিডিয়া, ও বিভিন্ন মেইলে, এরকম মেসেজ পাঠাতে থাকুন।

সিংহ আজীবন সিংহ-ই থাকে,পরিবর্তনতো কেবল বয়সের হয়।
15/08/2024

সিংহ আজীবন সিংহ-ই থাকে,
পরিবর্তনতো কেবল বয়সের হয়।

Address

Lalmonirhat
322787

Telephone

+8801875656981

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdul Hai Sarkar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abdul Hai Sarkar:

Videos

Share