Hasan Ali

Hasan Ali I'm Digital Marketer
(22)

07/06/2024

ভালোবাসার_শেষটা_হয়_এমন! 💘

05/06/2024

নারী_তোমাকে_বোঝা_পুরুষদের_পক্ষে_কষ্টসাধ্য !!

04/06/2024

রোগীর_যখন_প্রেম_রোগে_ধরে🤭

19/05/2024

অনেকসময়_কাছাকাছি_থেকেও মনের_মানুষটি_খুঁজে পাওয়া_যায়_না-(⁠•⁠‿⁠•⁠)
❤️🥰

18/05/2024

কোন_মানুষ_চায়_না_তার_প্রিয়_মানুষটিকে_হারাতে_কিন্তু_সময়_এবং_পরিস্থিতি_দূরে_ঠেলে_দেয় ❤️
#মায়া ゚

হযরত মুসা (আ.) এর আমলে দীর্ঘদিন যাবত বৃষ্টি বন্ধ ছিলো। তাঁর উম্মতরা তাঁর কাছে এসে বললো "হে নবী, আল্লাহর কাছে বৃষ্টির জন্...
05/05/2024

হযরত মুসা (আ.) এর আমলে দীর্ঘদিন যাবত বৃষ্টি বন্ধ ছিলো। তাঁর উম্মতরা তাঁর কাছে এসে বললো "হে নবী, আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন, এই বৃষ্টিহীন গরম আর সহ্য হয় না"।

হযরত মুসা (আ.) সবাইকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া করতে শুরু করলেন।

দোয়া করার সাথে সাথে রোদের তীব্রতা আরো বেড়ে গেলো।

হযরত মুসা (আ.) অবাক হলেন। তিনি জিজ্ঞাসা করলেন-

আল্লাহ, বৃষ্টির জন্য দোয়া করলাম, তুমি রোদের তেজ বাড়াইয়া দিলা।

আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো-

- এই জমায়েতে এমন এক ব্যক্তি আছে, যে চল্লিশ বছর যাবত আমার নাফরমানী, আমার বিরোধীতা করছে, একটি দিনের জন্যও আমার বাধ্য হয়নি। তাঁর কারনেই বৃষ্টি আসা বন্ধ আছে।

হযরত মুসা (আ.) জমায়েতের দিকে তাকিয়ে, সেই অচেনা, অজানা লোকটিকে বের হয়ে যেতে বললেন।

সেই লোকটি ভাবলো, এখন যদি বের হয়ে যাই, তবে সবার সামনে পাপী হিসেবে লজ্জা পাবো। আর যদি থাকি, তবে বৃষ্টি আসা বন্ধ থাকবে।

নিজের ইজ্জত বাঁচানোর স্বার্থে সে আল্লাহর কাছে দোয়া করলো "আল্লাহ, চল্লিশ বছর আমার পাপ গোপন রেখেছেন, আজকে সবার সামনে বেইজ্জতি করবেন না। ক্ষমা চাচ্ছি"।

একদিকে দোয়া শেষ হলো, অন্যদিকে আকাশ ভেঙ্গে বৃষ্টি শুরু হলো।

হযরত মুসা (আ.) আবারো অবাক হয়ে জিজ্জাসা করলেন-
আল্লাহ, কেউ তো জমায়েত থেকে বের হলো না, তবে বৃষ্টি দিয়ে দিলা যে?

আল্লাহ জবাব দিলেন-
- যার কারণে বৃষ্টি আসা বন্ধ ছিলো, তাঁর কারনেই বৃষ্টি শুরু হলো। আমি তাঁকে ক্ষমা করে দিয়েছি।

চল্লিশ বছরের পাপ, দশ সেকেন্ডে ক্ষমা...

হযরত মুসা (আ.) জিজ্জাসা করলেন-
- লোকটির নাম পরিচয় তো কিছুই জানালেন না।

আল্লাহ বললেন-
- যখন পাপে ডুবে ছিলো, তখনই জানাই নাই, এখন তওবা করেছে, এখন জানাবো? পাপীদের পাপ আমি যথাসম্ভব গোপন রাখি, এটা আমার সাথে আমার বান্দার নিজস্ব ব্যাপার।

অথচ আমরা নিজেরা পাপী হয়েও প্রতিদিন, প্রতিমুহূর্তে কারো না কারো নামে বদনাম / গীবত করতেই থাকি।

আল্লাহ আমাদের সকলের ছোট-বড় সকল পাপ মাফ করে দিন!
আমিন।

18/03/2024

মুই ঢাকায় আছি তোমারে বিয়ে করতে

I have reached 500 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
05/03/2024

I have reached 500 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

01/01/2024

🙎💭Happy social media New Year 😏
🤔সবকিছুই ঠান্ডা আছে! কিন্তু সোশ্যাল মিডিয়াটা গরম হয়ে গেছে
😆😆

Success is another step forward. সফল হওয়ার জন্য চ্যালেঞ্জ নেওয়াটা অতি গুরুত্বপূর্ণ 🗣️
25/11/2023

Success is another step forward.

সফল হওয়ার জন্য চ্যালেঞ্জ নেওয়াটা অতি গুরুত্বপূর্ণ 🗣️

➡️যারা উদ্যোক্তা ও বিজনেস করতে চান, কিন্তু পরে পিছিয়ে যান তাদের ৪টা সমস্যা খুবই লক্ষনীয় - ১. আমার তো টাকা নেই।২. আমার পর...
31/08/2023

➡️যারা উদ্যোক্তা ও বিজনেস করতে চান, কিন্তু পরে পিছিয়ে যান তাদের ৪টা সমস্যা খুবই লক্ষনীয় -

১. আমার তো টাকা নেই।
২. আমার পরিবার চায় না
৩. সামনে পরীক্ষা আছে
৪. আমি কি পারব?

✡️তো তাদের জন্য বলছি-

১. আমার তো টাকা নেই- আরে‌ ভাইয়া যার টাকা আছে তার তো কাজ করার দরকার নেই আপনার আমার টাকা নেই বলেই তো করতে হবে। ভাই টাকা তো আমার ও ছিল না আমি তো জোগাড় করেছি, আপনাকেও করতে হবে। আজেবাজে অনেক কাজে টাকা নষ্ট করতে পারেন কিন্তু নিজের ক্যারিয়ার এর জন্য কেন পারবেন না?🤔

২. পরিবার চায়না- ভাইয়া, আপনি যে রিলেশন করেন সেটা কি আপনার পরিবার চায়? আপনি সারাদিন মোবাইল টিপেন এটা কি আপনার পরিবার চায়?
আপনি যখন কিছু করবেন তখনই তো আপনার পরিবার আপনাকে Support করবে..তো ঐ যে Support টা ওইটা পাওয়ার জন্যই তো আপনাকে কিছু একটা করতে হবে🙂।
কিন্তু আসল সমস্যা পরিবার না, আসল সমস্যা হচ্ছে "টাকা"🙂।

৩. সামনে পরীক্ষা আছে- হরতাল ভাইয়া আপনার পরীক্ষা আছে, কিন্তু কথা হলো দিনে কত ঘন্টা আপনি পড়াশোনা করেন? আপনি সারাদিন অনলাইন এ থাকেন পড়েন না ভাই, পরীক্ষা হচ্ছে একটা অজুহাত, এখনেই যদি সব পড়তে হয় তাহলে এতোদিন আপনি কি করছিলেন? যদি আপনি পড়েই থাকেন তবুও আপনি পরীক্ষার অজুহাত দেন কেনো?
কিন্তু আসল সমস্যা আপনার পরীক্ষা ও না, আসল সমস্যা হচ্ছে "টাকা"।🙃

৪. আমি কি পারব? - এই কথাটা কখনো মাথায় আনবেন না যে আমি কি পারব? সব সময় ভাববেন অন্য কেউ যদি পারে তাহলে আমি কেন পারব না??তার থেকে তো আমার কিছুতে কমতি নেই...শুধু এতটুকু ভাববেন এই উদ্যোক্ত ও বিজনেস সেক্টরে যদি একজন ব্যক্তি সফল হয় তাহলে সেই একজন ব্যক্তিই হবেন আপনি..যদি নিজের প্রতি বিশ্বাস রাখেন তাহলে আপনাকে সফলতার দ্বারে যাওয়া লাগবে না...সফলতা আপনার কাছে এসে ধরা দিবে ইন শা আল্লাহ।
কিন্তু এটাও আসল সমস্যা না, আসল সমস্যা হচ্ছে ওই যে, "টাকা"।🙂

২০-৩০ হাজার টাকা বেতনের একটা চাকরির জন্য ১৫-২০ লক্ষ টাকা ঘুষ দিতে ঠিকই প্রস্তুত আছেন।
কিন্তু সারাজীবন সীমাহীন ইনকামের জন্য ২০০০ হাজার টাকা দিয়ে নিজের যোগ্যতা তৈরি করতে আপনি নারাজ।

➡সব সমস্যার একটাই কারণ সেটা হচ্ছে "টাকা"। ভাই আমি একটা কথাই বলবো যার র কোটি কোটি টাকা আছে তার কাজের দরকার নাই আপনার নেই বলেই আপনাকে "টাকা" জোগাড় করে কাজ শুরু করতে হবে।✨🌸
ইচ্ছা তাকলে উপায় হয়✅
নিজেকে পালটান। 🔥

✅অনলাইন জগতে💸💷
Successful হওয়ার জন্য প্রয়োজন

#ℹ️con_freelancer

25/08/2023

সুন্দর পেইজ পাশে আছি ইনশাআল্লাহ ভালোবাসা অবিরাম ��

সফল ব্যক্তি : সদা ইতিবাচক চিন্তা করেন ব্যর্থ ব্যক্তি :সদা নীতিবাচক চিন্তা করেন 😢সফল ব্যক্তি  : অন্যের সফলতায় প্রশংসা কর...
25/08/2023

সফল ব্যক্তি : সদা ইতিবাচক চিন্তা করেন
ব্যর্থ ব্যক্তি :সদা নীতিবাচক চিন্তা করেন 😢

সফল ব্যক্তি : অন্যের সফলতায় প্রশংসা করে
ব্যর্থ ব্যক্তি : অন্যের সফলতাই হিংসে করে😢

সফল ব্যক্তি : ভুল করলে স্বীকার করে
ব্যর্থ ব্যক্তি : নিজের ভুল অন্যের উপর চাপিয়ে দেয়😢

সফল ব্যক্তি : সদা নিজেকে উন্নত করে
ব্যর্থ ব্যক্তি : অন্যের ভুল ধরতে ব্যস্ত থাকে😢

সফল ব্যক্তি : সদা বিনয়ী থাকে
ব্যর্থ ব্যক্তি : অহমিকা মনোভাব পোষণ করে😢

সফল ব্যক্তি : সদা কাজের উপর মনোযোগ দেন
ব্যর্থ ব্যক্তি : কাজ না করে ফলাফলের প্রত্যাশা করেন😢

সফল ব্যক্তি : সদা দায়িত্ববান
ব্যর্থ ব্যক্তি : দায়িত্ব এড়িয়ে চলেন😢

সফল ব্যক্তি : সব সময় সমস্যার সমাধান খুঁজেন
ব্যর্থ ব্যক্তি : দুচোখে শুধু সমস্যা দেখেন

সফল ব্যক্তি : সদা আত্মবিশ্বাসী হন
ব্যর্থ ব্যক্তি : অন্যের উপর ভর করে চলেন😢

  the   wants to do something, the heart has to   ✅💯❤️
24/08/2023

the wants to do something, the heart has to ✅💯❤️

22/08/2023

আপনার পেজ এ ঘুরে আসলাম অনেক ভালো লাগলো আপনার পোস্ট গুলো। আমরা একে অপরকে সাপোর্ট করলে তবেই এগোতে পারবো আসা করি পাসে থাকবেন
ধন্যবাদ ���

14/08/2023

আপনার পেইজটি ঘুরে দেখলাম সুন্দর সাজানো গোছানো একটি পেইজ আশা করি সকলে পেজটি ঘুরে দেখবেন।অনেক অনেক শুভকামনা রইল।।

01/08/2023

কেন আপনি ফ্রিল্যান্সিং করবেনআপনি কাজ করতে পারবেন যেকোনোভাবে, যেকোনো স্থানে বসে, প্রয়োজনে যে কারো সাথে। অর্থাৎ আপনার কাজ...
29/07/2023

কেন আপনি ফ্রিল্যান্সিং করবেন

আপনি কাজ করতে পারবেন যেকোনোভাবে, যেকোনো স্থানে বসে, প্রয়োজনে যে কারো সাথে। অর্থাৎ আপনার কাজটি আপনি সম্পূর্ণ মুক্তভাবে করবেন। এছাড়াও এ ধরনের কাজের জন্য আপনার বিশাল অফিসেরও কোন প্রয়োজন নেই। স্বল্পপরিসরে অল্প কিছু দরকারি জিনিস নিয়েই মূলত নিজের দক্ষতাকে কাজে লাগিয়েই আপনি হতে পারবেন একজন সফল ফ্রিল্যান্সার।

এই কাজগুলো ক্লায়েন্টকে করে দিতে পারেন। সে হতে পারে দেশের বাইরে কিংবা দেশের ভিতরে, আপনি কাজের ফাঁকে ,চাকরির ফাঁকে কিংবা ব্যবসার ফাঁকে, ঘরে বসে কাজটি করে দিতে পারেন। এখন না হলে একঘন্টা পরে. নাহলে দুইদিন পরে অর্থাৎ তার সাথে কথা বলে আপনার প্রয়োজন মত কাজটা তাকে সম্পূর্ণ করে দিতে পারেন। এটাকেই বলা হয় ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্সিং।


21/07/2023

১০ উপকারী উক্তি

19/07/2023

Success and happiness

Good morning 🌞
10/06/2023

Good morning 🌞

14/05/2023

ঢাকা জাদু ঘর ভ্রমণ 💜

07/05/2023

Address

Lalmonirhat
01300

Telephone

+8801300173709

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hasan Ali posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hasan Ali:

Videos

Share


Other Digital creator in Lalmonirhat

Show All