M D H Nur Alom Khan

M D H Nur Alom Khan অল্পতেই সুখি হওয়া মানুষ গুলো এক সময় অন্যর খেলার পাত্র হয়ে যায়
যখন সে ঘুরে দাড়ায় বাকিরা অযোগ্য হয়ে যায়

এখন থেকে আম পাবেন
24/10/2024

এখন থেকে আম পাবেন

সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্র*লীগকে নিষিদ্ধ করা হয়েছে।
23/10/2024

সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্র*লীগকে নিষিদ্ধ করা হয়েছে।

বহু বছর পর আইসিএস পাবলিকেশন ইসলামি বইমেলায় স্টল দিয়েছে। স্টলের দিকে তাকাতেই ভালো লাগছে; আনন্দ লাগছে। আইসিএস পাবলিকেশনের ...
23/10/2024

বহু বছর পর আইসিএস পাবলিকেশন ইসলামি বইমেলায় স্টল দিয়েছে। স্টলের দিকে তাকাতেই ভালো লাগছে; আনন্দ লাগছে।

আইসিএস পাবলিকেশনের প্রকাশনা সামগ্রী আমাদের শৈশব সাজিয়েছে, আমাদেরকে ইসলামি আন্দোলনের সাথে পরিচিত করে তুলেছে। আইসিএস পাবলিকেশন, আমাদের পাবলিকেশন। আইসিএস পাবলিকেশন, আমাদের সকলের পাবলিকেশন।

তুরস্কের ইস্তাম্বুলে 'ইন্টারন্যাশনাল লিডারশিপ সামিট-২০২৪’ শিরোনামে ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাই...
22/10/2024

তুরস্কের ইস্তাম্বুলে 'ইন্টারন্যাশনাল লিডারশিপ সামিট-২০২৪’ শিরোনামে ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশন (ইফসু)-এর ২১-২২ অক্টোবর ২ দিনব্যাপী কনফারেন্স অনুষ্ঠিত হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ছাত্র ও যুব নেতৃবৃন্দ এ কনফারেন্সে অংশ নেন।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু'তাসিম বিল্লাহ।

কট
22/10/2024

কট

বায়তুল মোকাররমে ছাত্রশিবিরের আয়োজনে হা;মা'স প্রধান শ'হীদ ইয়াহি;য়া সি:নওয়ার-এর গা;য়েবা'না জানা;জা।
20/10/2024

বায়তুল মোকাররমে ছাত্রশিবিরের আয়োজনে হা;মা'স প্রধান শ'হীদ ইয়াহি;য়া সি:নওয়ার-এর গা;য়েবা'না জানা;জা।

তুরস্কের ইস্তাম্বুলে 'Islamic World Youth Forum 24' সম্মেলনে বক্তব্য রাখছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগা...
19/10/2024

তুরস্কের ইস্তাম্বুলে 'Islamic World Youth Forum 24' সম্মেলনে বক্তব্য রাখছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ। উক্ত সম্মেলনে ছাত্রশিবিরের প্রতিনিধি হিসেবে আরও উপস্থিত আছেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লাহ।

সম্মেলনে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনগুলো যোগ দিয়েছে।

দোসর
17/10/2024

দোসর

ঝিনাইদহে  জামায়াত  নেতার বক্তৃতায় পাঠকৃত অংশের বাংলা ভাবার্থ - 'বেদ পুরাণে আল্লাহ ও হজরত মুহাম্মদ (সা)'। জামায়াত নেতা...
13/10/2024

ঝিনাইদহে জামায়াত নেতার বক্তৃতায় পাঠকৃত অংশের বাংলা ভাবার্থ -

'বেদ পুরাণে আল্লাহ ও হজরত মুহাম্মদ (সা)'। জামায়াত নেতা মূলত জাকির নায়েকের এই বই থেকে কিছু অংশ পাঠ করেছিলেন।
অস্য ইল্লালে মিত্রাবরুণোরাজা তস্মাৎতানি দিব্যানি পুনস্তং দুধ্য হবয়ামি মিলং কবর ইল্লাল্লাং অল্লোরহসূল মহমদ রকং বরস্য অল্লো অল্লাম ইল্লাল্লোতে ইল্লল্ল। (৯ – অথর্ববেদীয় উপনিষদ)
এতস্মিন্নন্তিরে ম্লেচ্ছ আচার্যেন সমন্বিতঃ
মহামদ ইতিখ্যাতঃ শিষ্যশাখা সমন্বিতঃ (৫)
নৃপশ্চৈব মহাদেবং মরুস্থল নিবাসিনম্।
চন্দনাদিভিরভ্য্য তুষ্টাব মনসা হরম্ (৬)
নমস্তে গিরিজানাথ মরুস্থল নিবাসিনে।
ত্রিপুরাসুরনাশায় বহুমায়া প্রবর্তিনে (৭)
স্নেচ্ছৈগপ্তায় শ্রদ্ধায় সচ্চিদানন্দরূপিণে।
তুং মাং হি কিংকরং বিদ্ধি শরণার্থমুপাগতম্ (৮)
– ভবিষ্য পুরাণ: ৩:৩:৩-৫-৮ শ্লোক

ভাবানুবাদ– যথাসময়ে 'মহামদ' নামে জনৈক মহাপুরুষ আবির্ভূত হবেন। যাঁর নিবাস 'মরুস্থলে' (আরব দেশে)। সঙ্গে স্বীয় সহচরবৃন্দও থাকবেন।
হে মরুর প্রভু! হে জগতগুরু! আপনার প্রতি আমাদের স্তুতিবাদ। আপনি
জগতের সমুদয় কলুষাদি ধ্বংসের উপায় অবগত আছেন। আপনাকে প্রণতি জানাই।
হে মহাত্মা। আমরা আপনার দাসানুদাস। আমাদেরকে আপনার পদমূলে আশ্রয় প্রদান করুন।'
'অল্লো মহমদকং বরস্য..
অনুবাদ: আল্লাহর রসূল মুহাম্মদ (স)-কেই সবাই অনুকরণীয় হিসেবে গ্রহণ কর।'

ছোট বেলা থেকেই সুন্নি পরিবারে বড় হয়েছি, সুন্নি সকল মাহফিলে গিয়েছি, ওরসে গিয়েছি, চট্টগ্রামের মানুষ হওয়ায় আল্লামা হাশেমী র...
10/10/2024

ছোট বেলা থেকেই সুন্নি পরিবারে বড় হয়েছি, সুন্নি সকল মাহফিলে গিয়েছি, ওরসে গিয়েছি, চট্টগ্রামের মানুষ হওয়ায় আল্লামা হাশেমী র: এর ১২দিন ব্যাপি ঈদে মিলাদুন্নবিতে গিয়েছি, বিভিন্ন সুন্নি গ্রুপে যুক্ত ছিলাম।

এই এতকিছুতে ইনভলভড যে আমি ছিলাম, তাতে আল্টেমেটলি আমি কি জেনেছি জানেন? এই ২৫ বছর বয়সে এসে আমি শুধু তাদের মাহফিল এবং গ্রুপ থেকে শিখলাম-

১) নবী নূর
২) নবী গায়েব জানেন
৩) সকল ক্ষমতা আল্লাহ তায়ালা নবীর হাতে দিয়ে দিয়েছেন
৪) অলিদের অশেষ কেরামতি
৫) কওমি ও জামাতিদের নিয়ে সমালোচনা, গালি, দুশমনে রাসুল ইত্যাদি ইত্যাদি ট্যাগ দেওয়া।

এর বাহিরে আমি আর কিছু শিখিনি।

সুন্নি ওল্ড হুজুরদের মুখে শুধু এইসব-ই শুনে এসেছি। এইসব বললে কোমল সুন্নিদের অন্তরে বিদ্বেষ ঢুকিয়ে দেওয়া যায়, নিজের মার্কেট স্টেবল রাখা যায়।

আকিদাগত ভিন্নতা থাকতে পারে। শব্দচয়নে মানুষের ভুল হতে পারে। একজন মুসলিম হিসেবে বিষয়টা ইন্টারনালি সমাধান করাটা ছিল যৌক্তিক। তাই বলে সে দুশমনে রাসুল, তাওবা করতে হবে! নতুন করে কালেমা পড়তে হবে! তার সাথে কেউ কোলাকুলি করলে তার ও কালেমা পড়ে তাওবা পড়তে হবে! সিরিয়াসলি?

এইসব হুজুর নিজেদের মুসলিম প্রমাণের চেয়ে সুন্নি প্রমাণে বেশি তৎপর। ফলস্বরুপ জাতীয়ভাবে এদের গ্রহণযোগ্যতা খুবই কম। ধর্ম উপদেষ্টা হিসেবে আহমাদুল্লাহ হুজুরকে ডাকে। সুন্নিদের কোথাও কি ডাকল? কেন ডাকেনি, কেন সুন্নিদের পাত্তা দিল না, সেই চিন্তা কি একবারো মাথায় এসেছে আপনাদের?

সুন্নি হুজুররা মিজানুর রহমান আজহারীর সেই শব্দ চয়নকে কেন্দ্র করে বিষয়টাকে জাতীয় ইস্যু বানিয়েছেন। নিজেদের মার্কেট ধরে রাখতে সুন্নি আকিদার মানুষদের অন্তরে বিষ ভরে দিয়েছেন। কিন্তু আলটিমেটলি সুন্নি হুজুররাই দিনশেষে হিংসুটে হিসেবে সবার কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। দরকার ছিল উনাকে পার্সোনালি কল করে এমন শব্দচয়ন থেকে বিরত থাকার দাওয়াত দেওয়া। বিষয়টা আরো সুন্দর দেখাতো। এগ্রেসিবনেস এই জেনারেশন খায় না ভাই। এই জেনারেশন কোমলতাকে পছন্দ করেন। অথচ সুন্নি হুজুররা সেইসব ট্রিগার পয়েন্ট ধরতে পারেন না।

সুন্নিদের কাছে আশেকে রাসুল বলতে-

সে মিলাদ কিয়াম করতে হবে, নবীকে নূর মানতে হবে, গায়েব জানে সেইসব বিশ্বাস করতে হবে। অথচ রাসুলুল্লাহ সাঃ আল্লাহর প্রেরিত শেষ রাসুল এবং আল্লাহর পড়ে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী এই আকিদা পোষণ করাটায় ইনাফ ছিল।

হিন্দুর সাথে হাত মেলালে কেউ যেমন হিন্দু হয়না, তেমনি কোলাকুলি করলে কেউ নিজের আকিদা বিসর্জন দেয় না।

এই যে মুফতিয়ে আহলে সুন্নাত ট্যাগ বহনকারী এই হুজুরটা যে "কোলাকুলি করার কারণে কালেমা পড়ে তাওবা করতে হবে" এমন কথা বললেন না! সেটার ইফেক্ট টের পাবেন আপনারা। দেশ চলে যাচ্ছে সেক্যুদের হাতে। জামাত, কওমিরা সেইসব বিষয় নিয়ে চিন্তিত, কিন্তু সুন্নি হুজুরদের মেজাজ আবার ভিন্ন। দুনিয়া উলটে গেলেও এদের প্রথম পরিচয় হতে হবে এরা সুন্নি। যু*দ্বের সময় এরা মনে হয় আলাদা ভাবেই যু*দ্ধ করতে যাবে।

এখন আর সুন্নি সুন্নি করে আপনারা মার্কেট পাবেন না। লিখে রাখেন। নিজেদের তৈরি করা জগৎ থেকে বের হয়ে রিয়েল লাইফ সিনারিও দেখুন। সামনের জেনারেশনটা সুন্নি নামটাই ভুলে যাবে যদি এইসব বন্ধ না করেন।
C

🤭🤭🤭🤭সাংবাদিক:আ.লীগ নির্বাচনে আসুক আপনারা সেটা চান কি না?আমীরে জামায়াত: আ.লীগ জোর করে ক্ষমতায় থাকতে চেয়েছিল তবে তারা নির্...
10/10/2024

🤭🤭🤭🤭
সাংবাদিক:
আ.লীগ নির্বাচনে আসুক আপনারা সেটা চান কি না?

আমীরে জামায়াত:
আ.লীগ জোর করে ক্ষমতায় থাকতে চেয়েছিল তবে তারা নির্বাচন চায়নি। যারা নির্বাচন চায় না, তাদের উপর নির্বাচন চাপিয়ে দেয়া একটা জুলুমের শামিল। এটাও একটা বৈষম্য।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা’সংসদ বিষয়ক সংস্কার● সংসদের প্রধান বিরোধীদল থেকে একজন ডেপুটি স্পিকা...
09/10/2024

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা’

সংসদ বিষয়ক সংস্কার

● সংসদের প্রধান বিরোধীদল থেকে একজন ডেপুটি স্পিকার মনোনীত করতে হবে।
● সংসদীয় বিরোধী দলীয় নেতার নেতৃত্বে ছায়া মন্ত্রিসভা গঠনের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
● সংসদে বিরোধী দলীয় সদস্যদের পর্যাপ্ত সময় দিতে হবে।

07/10/2024
ছাত্রশিবির শেরপুর জেলা শাখার উদ্যোগে নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের শিংগীমারী, কলসপাড়সহ বিভিন্ন জায়গায় উপহার স...
07/10/2024

ছাত্রশিবির শেরপুর জেলা শাখার উদ্যোগে নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের শিংগীমারী, কলসপাড়সহ বিভিন্ন জায়গায় উপহার সামগ্রী প্রদান করা হয়। জেলা সভাপতি ছাত্রনেতা আশরাফুজ্জামান মাসুম এর নেতৃত্বে এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।❤️

06/10/2024
কুড়িগ্রামের বন্যাকবলিত এলাকায় শুকনো খাবার পৌঁছে দিচ্ছে ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখা।
06/10/2024

কুড়িগ্রামের বন্যাকবলিত এলাকায় শুকনো খাবার পৌঁছে দিচ্ছে ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখা।

শিবিরের কমিটিতে ছাত্রী নাই কেন?ইদানিং কিছু দায়িত্বশীল সংগঠনের পক্ষ থেকে একটি অযৌক্তিক প্রশ্নের অবতারনা করা হচ্ছে।  আর তা...
03/10/2024

শিবিরের কমিটিতে ছাত্রী নাই কেন?

ইদানিং কিছু দায়িত্বশীল সংগঠনের পক্ষ থেকে একটি অযৌক্তিক প্রশ্নের অবতারনা করা হচ্ছে। আর তা হলো শিবিরের কমিটিতে কেন ছাত্রী নাই। উদ্দেশ্য প্রনোদিতভাবেই এই প্রশ্ন করা হচ্ছে। তাদের প্রতি আমার প্রশ্ন প্রতিষ্ঠার চার দশক পেরিয়ে গেলেও কেনো তাদের ১ জন কেন্দ্রীয় সভাপতি বা সেক্রেটারি ছাত্রী বোনদের মধ্য থেকে হলোনা?
তারা কি অযোগ্য নাকি তাদের দলে নারীদের অবমূল্যায়ন করা হয়?
আর ছাত্র শিবিরের কমিটিতে কেন ছাত্রী নেই তার জবাব আমি ব্যক্তিগতভাবে এভাবেই দিয়ে থাকি..

প্রথমত, শিবির ইসলামী আদর্শবাদী একটি সংগঠন। বাংলাদেশে কোনো ইসলামি ছাত্র সংগঠনের কমিটিতে ছাত্রী নাই। প্রতিষ্ঠালগ্ন থেকেই তার গঠনতন্ত্র এভাবে তৈরি করা হয়েছে এবং এভাবেই কার্যক্রম চলছে।

দ্বিতীয়ত, ছাত্রীদের জন্য স্বতন্ত্র প্লাটফর্ম বা স্বতন্ত্র সংগঠনেই ইসলামী ছাত্রশিবির বিশ্বাস করে। তাদের নিজস্ব পরিসরে নেতৃত্ব থাকবে, নিজস্ব ও স্বতন্ত্র কর্মসূচি থাকবে।

তৃতীয়ত, নামাজ পড়া যেমনি ফরজ পর্দাও ইসলামে তেমনি ফরজ। বিবাহ পূর্ববর্তী নারী পুরুষ যদি একই সংগঠনবদ্ধ হয়ে রাজনৈতিক আন্দোলন করে তবে পর্দার ফরজ বিধান অবশ্যই লঙ্ঘিত হবে। যা ইসলামি আদর্শের সাথে সাংঘর্ষিক। কুরআনে বলা হয়েছে, তারা (মুমিনরা) যেনো তাদের দৃষ্টিকে অবনমিত রাখে এবং নিজেদের লজ্জা স্থানকে হেফাজত করে।

তাছাড়া বিবাহ বহির্ভূত নারী-পুরুষের সম্পর্ককে হাদিসে যিনা হিসেবে উল্লেখ করা হয়েছে যা হারাম। আর ইসলামী সংগঠনসমূহ আল্লাহর এই জমিনে তার বিধানের পূর্ন বাস্তবায়নের জন্যই কাজ করে। তাই কোনো ধরনের অনৈতিক কাজ ঘটতে পারে এমন সকল সম্ভাবনাকে ছাত্রশিবির এভোয়েড করে।

চতুর্থত, যে সকল ছাত্র সংগঠন মানব রচিত মতাদর্শ বাস্তবায়নে তৎপর তাদের সংগঠনে ছেলে-মেয়েদের অবাধ মেলামেশার কারনে নারীর সম্মান এবং মর্যাদা বহুলাংশে নষ্ট হচ্ছে। হাজার হাজার ঘটনার নজির রয়েছে যে তারা একত্রে দলীয় কার্যক্রম করতে গিয়ে নারীদের শ্লীলতাহানি করেছে, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে লিভ টুগেদার করেছে বছরের পর বছর, ধর্ষন করেছে, নারীদের দিয়ে দেহ ব্যবসা করিয়েছে, নারী ঘটিত কারনে সংঘর্ষ এবং হত্যার ঘটনা ঘটেছে, ইভটিজিং, সম্মিলিত মাদক সেবন, পরকিয়ার সম্পর্ক ইত্যাদি সমাজ বিধ্বংসী ও অনৈতিক ঘটনার নজিরে পত্রিকার পাতা ভরপুর হয়েছে।

অথচ ইসলামী ছাত্রশিবিরের নামে ৪৮ বছরের ইতিহাসে এমন কোনো ঘটনা নাই। সুতরাং এটা সময়ের দাবী ছাত্রীদের জন্য আলাদা সংগঠন থাকা। তাহলে নারীদের মর্যাদা রক্ষিত হবে কেননা তারা আমাদের মায়ের জাতি। অত্যাধিক সম্মানিত।

তবে নারী শিক্ষার্থীদের নিয়ে শিবিরের অসংখ্য গঠনমূলক কার্যক্রম রয়েছে। যেমন : বৃত্তি প্রকল্পে অংশগ্রহন, শিক্ষা সহায়তা, ক্যারিয়ার গাইড লাইন প্রোগ্রাম, নবীন বরণ অনুষ্ঠান, এ+ সংবর্ধনা, সেমিনারের আয়োজন ইত্যাদি

নুরুল ইসলাম সাদ্দাম ভাই
কেন্দ্রীয় দপ্তর সম্পাদক
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

আলহামদুলিল্লাহ, সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম।পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন। দুআর নিবেদন।
02/10/2024

আলহামদুলিল্লাহ, সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম।

পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন।

দুআর নিবেদন।

Address

Lalmonirhat

Alerts

Be the first to know and let us send you an email when M D H Nur Alom Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M D H Nur Alom Khan:

Videos

Share

Category