Jokhon Ja Dekhci

Jokhon Ja Dekhci Is the page created especially for the entertainment.

17/01/2025
 #দৃষ্টি_আকর্ষন বিভিন্ন কারণে দীর্ঘ ৫/৬ বছর বিরতির পর আবারও কাচারীবাড়ি দুর্গা মন্দির কমিটি কর্তৃক আয়োজিত ষোলপ্রহর ব্যা...
21/12/2024

#দৃষ্টি_আকর্ষন

বিভিন্ন কারণে দীর্ঘ ৫/৬ বছর বিরতির পর আবারও কাচারীবাড়ি দুর্গা মন্দির কমিটি কর্তৃক আয়োজিত ষোলপ্রহর ব্যাপী মহানাম যজ্ঞাঅনুষ্ঠান ও অষ্টপ্রহর ব্যাপী লীলা কীর্তন চলছে। অনেকদিন পর এই আয়োজনে লালমনিরহাট জেলার হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে এক বিশেষ উন্মাদনা এবং আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে, বিশেষ করে জেলার থানাপাড়া,স্বর্ণকার পট্টি ,আদর্শ পাড়া,সাপটানা,কালীবাড়ি এলাকাসহ অন্যান্য যে সকল এলাকায় হিন্দু সম্প্রদায়ের মানুষের বসবাস বেশি সেসকল এলাকায় খুশির আমেজ বিরাজ করছে ঠিক দূর্গা পূজার সময় যেমনটা ঘটে। তাই কাচারীবাড়ি দুর্গা মন্দির কমিটির কাছে দৃষ্টি আকর্ষণ করে বিশেষভাবে অনুরোধ করছি যে, অতীতের বছরগুলোর ন্যায় এই ষোলপ্রহর ব্যাপী নামকীর্তন এবং অষ্টকালীন লীলাকীর্তন অনুষ্ঠান সকল বাধা বিপত্তি কাটিয়ে যেন এভাবেই প্রতিবছর আয়োজনের উদ্যোগ নিয়ে সুন্দরভাবে অনুষ্ঠানটি সুসম্পন্ন করা হয়।
আমরা আশাবাদী রইলাম এবং একই সঙ্গে এলাকাবাসীর বিশেষ সহযোগিতাও একান্ত কাম্য।

ধন্যবাদ।

10/11/2024

উপদেষ্টা পরিষদে আরও যুক্ত হচ্ছেন ৫ জন, সন্ধ্যায় শপথ

09/11/2024

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাচ্ছে না ভারত।

06/10/2024

সুখবর সুখবর সুখবর
নাজ সুজে চলছে যেকোন জুতা সেন্ডেলের উপর ৩০% মূল্য ছাড়। এ সুযোগ সিমীত সময়ের জন্য।
আপনারা আমন্ত্রিত।
নাজ সুজ
বাটা মোড়, লালমনিরহাট।

06/06/2024

লালমনিরহাটে ২০০ বছরের ঐতিহ্যবাহী ‘হালা বটের তল’ নামের সেই বিখ্যাত হালা বটগাছটি ঝড়ে ভেঙে পড়েছে। গাছটি ভেঙে পড়ায় স্থানীয় অনেক মানুষ কেঁদেছেন, দুঃখপ্রকাশ করেছেন জেলার জনপ্রতনিধিরা।

শনিবার (১ জুন) দিবাগত রাতে আকাশে মেঘের ঘনঘটার সঙ্গে সঙ্গে শুরু হয় ঝড় আর প্রচণ্ড বৃষ্টি। এই ঝড় আর বৃষ্টির মধ্যেই মর মর বিকট শব্দে হঠাৎ ভেঙে পড়ে বটগাছটি। এই বটগাছের নামেই এখানকার নামকরণ করা হয় হালাবটের তল।


21/04/2024
03/04/2024

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ খ্রিষ্টাব্দের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ
02/04/2024

এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

01/04/2024

যারা ঈদে বাড়ি ফিরবেন তাদের উদ্দেশ্যে কিছু কথা। সম্প্রতি একটা কেমিক্যাল এর ব্যবহার তথ্য প্রযুক্তির কল্যাণে কিছু অসৎ মানুষের হাতে পড়েছে। কেমিক্যাল টার নাম হচ্ছে স্কোপোলামিন। এটা সাধারণত সাড়ে তিন ফিট দূর থেকেও বাতাসের মাধ্যমে একজন মানুষকে আসক্ত করতে পারে। এই কেমিক্যালটা আমাদের ন্যাসাল রুটের মাধ্যমে যখন ভেতরে প্রবেশ করে তখন মানুষের মস্তিষ্কের প্রাইমারি ইনিশিয়াল স্টেজ অফ থিংকিং সহজ বাংলায় বললে মানুষের চিন্তা করার ক্ষমতা নষ্ট করে দেয়। যে কারণে মানুষ তাৎক্ষণিকভাবে সামনে থাকা মানুষের নাচের পুতুলে পরিণত হয়। তখন আপনাকে ওই লোক যা কমান্ড দেবে আপনি সেটাই করবেন। এটা থেকে বাঁচতে আমি কিছু বিষয়ের কথা বলছি এগুলো মাথায় রাখবেন।

১. অপরিচিত কারো থেকে কোন কিছু খাবেন না সে যত ভালই মনে হোক না কেন।

২. সব সময় মাস্ক পরবেন।

৩. আপনার মুখের সামনে অপরিচিত কোন লোকের হাত আনতে দিবেন না হাতটা আপাত দৃষ্টিতে খালি মনে হলেও।

৪. যেন তারা লোকের কাছ থেকে মাস্ক কিনবেন না।

৫. একা যাত্রী হয়ে কোন গাড়িতে উঠবেন না।

৬. সিটে অথবা সিটের আশেপাশে পড়ে থাকা পানি কখনোই চোখে মুখে দিবেন না।

৭. অপরিচিত কোন লোক আপনার এড্রেস জানার জন্য কোন কাগজ হাতে দিতে চাইলে সেটা ধরবেন না।

৮. কোন কাগজ ঠিকানা দেখার বাহানা করে আপনার চোখের সামনে আনতে দেবেন না।

৯. গাড়ির ভেতরে কেউ আপনাকে মুখ দিয়ে বাতাস করার সাথে সাথে চিৎকার করে উঠবেন। আশেপাশে থাকা সবাইকে অবহিত করবেন যে আমি যদি অজ্ঞান হয়ে যাই তার জন্য আমার এই পাশে বসা লোক দায়ী।

১০. দেখতে একেবারে হুজুর, দেখে মনে হবে মৃত্যুর পরে ১০ হাজার ফেরেশতা ওনাকে গার্ডও বনা দেবে এরকম কোন লোক ইফতারের সময় ইফতার অথবা খেজুর দিলে খাবেন না। অনেক সময় মানুষকে বিশ্বাস করানোর জন্য ছোলা এবং মুড়ির ভেতরে কোন কিছু দেওয়া থাকে না। সেটা আগে নিজেরা খেয়ে মানুষকে বিশ্বাস অর্জন করে ওটার মাঝখান দিয়ে হয়তো খেজুর অথবা পানির ভেতরে কিছু দিয়ে দিতে পারে।

১১. গাড়ির ভেতরে কারো সঙ্গে বন্ধুত্ব করবেন না মনে রাখবেন গাড়ি থেকে নেমে গেলেই আপনাদের বন্ধুত্ব শেষ হয়ে যাবে তার চাইতে ভালো গাড়ির ভেতরে বন্ধুত্ব নাই হোক।
১২. মাস্ক বিষয়ে সতর্ক হবেন অবশ্যই কাপড়ের মাস্ক ব্যবহার করবেন

১৩. আমার মোবাইলে ঘড়ির টাইমটা একটু ঠিক করে দেন এ কথা বলে হাতে কোন মোবাইল দিতে চাইলে সেটা নিবেন না। কারন স্কোপোলামিন আপনার হাতে লাগলে আপনি মনের অজান্তেই কখনো মুখের কাছে নেবেন এটা একটা স্বাভাবিক। আর ওটার জন্যই ফাঁদ পেতে ওয়েট করবে ওই লোক।

01/04/2024

#সতর্কতামূলক_পোস্ট !!!⚠⚠
বেশ কিছুদিন ধরে অপরিচিত কয়েকটি নাম্বার থেকে ফোন আসে । ফোন রিসিভ করে ওপাশ থেকে অস্পষ্ট কথা শুনতে পাই, তার পরে কেটে দেয়।

হঠাৎ আগের ঐ নাম্বারের মতই আরেকটা নাম্বার কিন্তু এবার রবি নাম্বার থেকে ফোন বেজে ওঠে। রিসিভ করার ৩-৫ সেকেন্ড পর একজন মহিলা ইংরেজিতে প্রশ্ন করে আপনি কি ইংরেজিতে কথা বলতে পারবেন ?

আমিও হ্যা সুচক উত্তর দেয়ায় অপর পাশ থেকে কথা বলা শুরু করল। কথা বলার ধরন ছিল মোটামুটি এমন- যে
- আপনার জন্য একটা চাকরির অফার আছে। ঘরে বসে চাকরি/ ইন-কাম করতে পারবেন।
😱মাসে ২০০০ ডলার দেয়া হবে।
এটা- কি ধরনের চাকরি?🤣

- আমাদের ইউটিউব চ্যানেলের জন্য কন্টেন্ট করতে পারেন। আরও এমন অনেক কিছু বলতে থাকে। (মহিলা মোটামুটি নেটিভ ল্যাংগুয়েজ এ কথা বলছিল খুব দ্রুত যার কারনে কিছুই বুঝতে পারছিলাম না শেষের দিকে)

আমি বলার পরে কিছুক্ষন পর ধীরে কথা বললো।
তখন আমি বললাম এইটা তো একপ্রকার "স্ক্যামে" !
একটা বলার পর সাথে সাথে কলটি কেটে দিলো।
Note: কল দেয়ার পর কথা না বললে কলটি কেটে দিন,২০ সেকেন্ড এর অধিক কথা না বললে কল কেটে দিন।

আমার এক কলিগ আমার কনভার্সেশন দেখে সে বলে এটা একটা হ্যাকিং কল।
এটাকে বলে GSM হ্যাকিং কল যা নাকি কলারের সাথে কথা বলতে বলতে মোবাইলের সেলুলর ডাটা কানেক্ট করে নেই। পরবর্তীতে ঐ নেটওয়ার্ক এর সাথে সংযুক্ত মোবাইলের তথ্য হ্যাক করতে থাকে।
তার জন্য হ্যাকাররা একথা সেকথা বলে সময়ক্ষেপন করার চেষ্টা করে। এবং তারা যেসব নাম্বার ব্যবহার করে সব বন্ধ হওয়া নাম্বার যা ইন্টারনেটের মাধ্যমে যুক্ত করে।
কি এক অদ্ভুত দুনিয়ায় বাস করতেছি। নিজের ফোনটাও এখন নিরাপদ না।

🛑এত বড় লেখার একটায় উদ্দেশ্য সতর্ক করা। আমরা অনেকেই এসব কল বুঝতে পেরেও অনেক্ষন কথা বলি একটু মজা করার জন্যে। অনেকে ভাবে আমার মোবাইলে কি এমন তথ্য আছে যে হ্যাক করবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে-কোন ব্যক্তিগত তথ্য অন্যের কাছে আপনাকে উত্যক্ত করার জন্য যথেষ্ট।

❌এরকম কল পেলে অবশ্যই কোন কথা ছাড়া ফোন কেটে দেন।
ভাল কাটুক আপনাদের দিনগুলো।

07/02/2024

অফার নিতে হোয়াটসঅ্যাপ করুন
01717413964

জাপানের একটি জনহীন রেলওয়ে স্টেশন শুধুমাত্র এক ছাত্রীর জন্য এখনও চালু রয়েছে। যাতে সে ঠিক সময়ে স্কুলে পৌঁছতে পারে। সারা দি...
19/01/2024

জাপানের একটি জনহীন রেলওয়ে স্টেশন শুধুমাত্র এক ছাত্রীর জন্য এখনও চালু রয়েছে। যাতে সে ঠিক সময়ে স্কুলে পৌঁছতে পারে। সারা দিনে ওই একটি ট্রেন তাঁকে স্কুলে পৌঁছে দেয় এবং বিকেলে তাঁকে ফের ওই জনহীন স্টেশনে নামিয়ে দিয়ে যায়।
হ্যা এটাই নিহোন (জাপান)!!

জাপানের হোক্কাইডো দ্বীপের একদম উত্তর প্রান্তে রয়েছে কামি শিরাতাকি স্টেশন। নিতান্তই অজপাড়া-গাঁ বলতে যা বোঝায় অনেকটা তাই। যাতায়াতের জন্য অন্যান্য মাধ্যম থাকায় রেলপথে কেউই খুব একটা কোথাও যাওয়া আসা করেন না। এ কারণেই রেল দপ্তর ওই স্টেশনটি বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করে। কিন্তু পরিদর্শকরা তখন লক্ষ করেন, একটি মেয়ে সারা বছর ট্রেন ধরে স্কুলে যাতায়াত করে। ট্রেন না চললে তাঁর স্কুলে পৌঁছতে খুবই কষ্ট হবে। তাই ওই ছাত্রীর জন্যই একটি গোটা স্টেশন চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

শুধু তাই নয়, মেয়েটি যাতে সঠিক সময়ে স্কুলে পৌঁছতে পারে তার জন্য ট্রেনের টাইমও পাল্টে দেওয়া হয়। সারা দিনে ওই একটি ট্রেন তাঁকে স্কুলে পৌঁছে দেয় এবং বিকেলে তাঁকে ফের ওই জনহীন স্টেশনে নামিয়ে দিয়ে যায়। রেল দপ্তর এমনটা সিদ্ধান্ত নিয়েছে যে, যত দিন না মেয়েটি স্নাতক হচ্ছে, তত দিন এই ট্রেন পরিষেবা চালু রাখা হবে।
(সংগৃহীত এবং ঘটনাটি প্রায় ১ যুগ আগের)
Copy post

31/12/2023

Happy
New
Year
2024

বিকেলের শেষ আলো __________🥰
09/11/2023

বিকেলের শেষ আলো __________🥰

22/09/2023

প্রাচীন ও রহস্যময় এক দিঘি যার নাম সিন্দুরমতি। দিঘিটি সম্পর্কে অজানা অনেক তথ্য বিস্তারিতভাবে তুলে ধ‌রা হয়েছে এই ভিডিও কন্টেন্টটির মাধ্যমে।

#সিন্দুরমতি

Address

Lalmonirhat
5500

Telephone

+8801670774514

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jokhon Ja Dekhci posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jokhon Ja Dekhci:

Videos

Share