26/12/2024
নিখোজ সংবাদ
আসসালামু আলাইকুম।
ছবির ছেলেটির নাম : আবু সাঈদ
তার বয়স ১৪ বছর।
তার বাবার নাম : আবু সিদ্দিক
মাতার নাম : তাহমিনা আক্তার
সে আজ সন্ধ্যা পর হতে আল মঈন ইসলামী একাডেমী মাদরাসা হতে নিখোজ হইয়াছে। সে একজন কোরআনে হাফেজ। মাদরাসা থেকে ছুটি নিয়েছে বাড়ি যাবে বলে এখনো বাসায় ফিরে নি। তাহার পরনে ছিলো পাঞ্জাবি,টুপি । যদি কোন সুহৃদয়বান ব্যাক্তি উক্ত ছেলেটির কোন সন্ধান পেয়ে থাকেন তবে নিন্মোক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য সবিনয় অনুরোধ করা হল।
*** যোগাযোগ **
ভবানীগঞ্জ,লক্ষ্মীপুর
মোবাইল নাম্বার: ০১৭০৮৩০১৮৫৮(ছেলের বাবা)