30/06/2023
সমুদ্র থেকে আসে পৃথিবীর অর্ধেক অক্সিজেন।
শিশুকাল থেকে আমরা জেনে আসছি, বেঁচে থাকার অপরিহার্য উপাদান অক্সিজেন আসে বৃক্ষ থেকে। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় বৃক্ষের উৎপাদিত অক্সিজেনেই বেঁচে আছি আমরা। কিন্তু আপনি জানেন কি, পৃথিবীর বায়ুমণ্ডলের প্রায় অর্ধেক অক্সিজেন আসে সমুদ্র থেকে?
হ্যাঁ, সমুদ্রে বসবাসকারী ক্ষুদ্র এককোষী সামুদ্রিক উদ্ভিদ ফাইটোপ্লাংকটনের কল্যাণে পৃথিবীর বায়ুমণ্ডলে যে পরিমাণ অক্সিজেন বিমুক্ত হচ্ছে, তা মোট অক্সিজেনের অর্ধেক। কিন্তু ফাইটোপ্লাংকটনের এই নীরব ভূমিক সম্পর্কে আমরা ক’জন অবগত আছি?