For The People's

For The People's This leading bengali online news and education site

13/01/2025

তারা'ই আসল ধর্ম ব্যাবসায়ী যারা শুধু নির্বাচন আসলেই মাথাই টুপি দেয়।

09/01/2025

শুভ বিকাল।🥰🥰🥰

06/01/2025

একদিকে দীর্ঘ দিনের জোট সঙ্গী জামাতকে নিয়ে বিএনপির কিছু ভন্ড চাঁদাবাজ নেতা,কর্মীরা আপত্তিকর সব মন্তব্য করে যাচ্ছে আবার আরেকদিকে জনাব তারেক রহমানের ঐক্যের ডাক!
কিভাবে সম্ভব।
তাহলে কি বিএনপিতে ঘাপটি মেরে থাকা ভারতীয় আওয়ামী বীর্যে জন্ম নেয়া দালাল,চাঁদাবাজরা তারেক রহমানের নির্দেশনা মানছেনা?
এরা কি বিএনপিতে থেকে হাসিনার উদ্দেশ্যে বাস্তবায়ন করছে নাকি।

06/01/2025

মেজর ডালিম কোনো ইতিহাস জানে না, ইতিহাস জানে আমার বন্ধু হেলাইল্লা!

06/01/2025

বেজন্মা বিএনপি নেতা দুদু জানেনা এদেশের কোটি হ্রদয়ের স্পন্দন মিজানুর রহমান আজহারির নাম!
আজহার না মাজহার!!!😭

এদেশের চাঁদাবাজ, টেন্ডারবাজ ভারতী" র" বীর্যে জন্ম নেয়া দুদুর জিব কেটে ফেলা ধরকার।
এই সন্ত্রাসীদেরকে বাংলার মাটি থেকে বিতাড়িত করা ধরকার।
যারাই এশেরে মাটিতে থেকে ইসলাম এবং তার প্রচারকদের নিয়ে কুৎসা রটনা করবে তাদের পিটের চামড়া তুলে নেয়া হবে।
সুতরাং সাবধান চাঁদাবাজ, টেন্ডারবাজদের হোতা দুদুদের মতো কুলাঙ্গাররা।

05/01/2025

লাখো বাঙ্গালির হ্রদ স্পন্দন শায়েখ মিজানুর রহমান আল আজহারী। উনি তো কোন দলের নাম বলেনি!কিন্তু বিএনপির ভন্ডরা যেভাবে হুজুরকে গালিগালাজ করতেছে তাহলে তারাই কি সেই খাওয়া দলের লোক 🤔

আওয়ামী লীগের নেতা কর্মীরাও যেখানে হুজুরকে সম্মান দেখাতো সেখানে এই খাওয়া দলের লোকেরা এসব উগ্রতা দেখাচ্ছে কোন সাহসে।
খাওয়া দলের ভন্ডদের বলতে চাই সময়ের আগে ভালো না হলে এই দেশ ছাড়া করবো তোদের।

04/01/2025

ছাত্রদলের গুন্ডাদের মিথ্যা বয়ান শুনে শুনে ক্লান্ত হয়ে যাচ্ছি!এই নাস্তিক গুজব দলকে ধ্বংস করে দিন মাবুদ। এদেরকে ন্যাংটা করে পিটানোর জন্য হলেও আরেকবার ছাত্রলীগের ভীষণ ধরকার।

ছাত্রদল সন্ত্রাসীদেরকে প্রতিহত করা সময়ের দাবী।
04/01/2025

ছাত্রদল সন্ত্রাসীদেরকে প্রতিহত করা সময়ের দাবী।

কেন্দ্রীয় শহীদমিনারে ফারুক হাসানের উপরে হা***মলা!

03/01/2025

বিএনপিতে ঘামটি মেরে থাকা আওয়ামী গুপ্তচর রুহুল কবির রিজভী, শামসুজ্জামান দুদু এবং ছাত্রদল সভাপতি রাকিব ও সেক্রেটারি নাছিরের অপকর্মের জন্য পুরো বিএনপিকে তথা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমানকে গালি দেয়া মোটেও কাম্য নয়।
বিএনপি নেতা কর্মীদের উচিত হবে আওয়ামীলীগের মতো মুক্তিযুদ্ধের চেতনার রাজনৈতিক ব্যাবসা ছেড়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারন করে রাজনীতি করা। নাহলে পরিনতি হবে আওয়ামীলীগের চেয়েও ভয়াবহ।

31/12/2024

ছাত্রলীগ যদি তার অন্যায়ের জন্য মাইর খেয়ে নিষিদ্ধ হতে পারে তাহলে একই অপরাধে চাঁদাবাজ, গুজববাজ ছাত্রদল কেনো নিষিদ্ধ হবেনা?

30/12/2024

বিএনপির মধ্যে ঘাপটি মেরে থাকা দালালদের কর্মকাণ্ড দেখে মনে হয় আগেই ভালো ছিলাম।
বিএনপি নামক দূর্নীতিবাজ অসৎ রাজনৈতিক দলের জন্য আওয়ামী লীগই ভালো ছিলো।
এদেরকে ন্যাংটা করে পিটানোর জন্য ছাত্রলীগকে ভীষণ ধরকার।
অন্তত আর একবারের জন্য হলেও আওয়ামী লীগের ফিরে আসা ধরকার বিএনপি পিটানোর জন্য।

30/12/2024

ঈদের পর জামায়াতের বিরুদ্ধে আন্দোলনে নামবো!😜😜😜

29/12/2024

ঝলমলে চাকচিক্ক আর গতিশীল শহরের ভিড়ে;
আধুনিকতার ছোঁয়া আমাকে আঁকড়ে ধরতেই,
কোনঠাসা হয়ে যেতে যেতে আমার ক্ষুদ্র পরিধির ভিতরে-
নতুন করে শূন্যতা আবিষ্কার করেছি ।।
যেখানে নতুন করে সংবিধান লিখতে হবে বলেই;
আমি হেরে গেছি বারে বারে ।

28/12/2024

কাকে ভাবলেই যেন আমার নিস্তরঙ্গ জলভরা শান্ত দিঘির জলে তীব্র তুমুল গতিতে মুহুর্মুহু ঢিল পড়ে।

অতঃপর দীঘি অশান্ত হয়ে উথালপাথাল ঢেউ তুলে কিরকম সব এলোমেলো করে দেয়।

আমি কি আমার এই সর্বনাশের কথা কাউকে বোঝাতে পেরেছি...?
হয়তো সে বুঝে ও বোঝার চেষ্টা করেনি!!!

প্রবাস মানে নীরব কান্না,বুক ভরা হাহাকার আর পরিবার পরিজনের দ্বায়িত্ব! তোর জীবনের প্রতিটি স্তর সাফল্য মন্ডিত হোক। সকল প্রব...
26/12/2024

প্রবাস মানে নীরব কান্না,বুক ভরা হাহাকার আর পরিবার পরিজনের দ্বায়িত্ব!
তোর জীবনের প্রতিটি স্তর সাফল্য মন্ডিত হোক।
সকল প্রবাসী ভাইদের জন্য অনেক অনেক ভালোবাসা।
তোকে অনেক মিস করবো প্রিয় ভাই আমার।❤️❤️❤️

25/12/2024

আসতাগফিরুল্লাহ...

24/12/2024

যে আগুন আলো দেয়না কিন্তু দহন করে সে আগুনেই দগ্ধ হয়ে প্রতিনিয়ত একটু একটু করে ক্ষয়ে যাচ্ছি আমি,হয়তো এভাবেই একদিন হারিয়ে যাবো পৃথিবীর বুক থেকে তবুও তোমাকে চাওয়া আমার শেষ হবেনা।🥲

23/12/2024

জীবনে এমন একটা মানুষ থাকা দরকার যার সাথে বকবক করলেও বিরক্ত হবে না!
খুব প্রয়োজন এরকম বিরক্ত করার একটা মানুষ।

Address

Lakshmipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when For The People's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to For The People's:

Videos

Share