Safu's Creation

Safu's Creation Assalamualikum
Welcome To My Page
This page is created for entertainment.

প্রকৃতির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি সকল দুঃখ ভুলে।
22/09/2024

প্রকৃতির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি
সকল দুঃখ ভুলে।

আপনি যদি জীবনকে ভালোবাসেন তবে সময় নষ্ট করবেন না, কারণ সময়ই জীবন দিয়ে তৈরি। - ব্রুস লি
20/01/2024

আপনি যদি জীবনকে ভালোবাসেন তবে সময় নষ্ট করবেন না, কারণ সময়ই জীবন দিয়ে তৈরি।

- ব্রুস লি

সন্ধ্যার মৃদু অন্ধকারে তোলা আহসান মঞ্জিল।তারিখ: ০৪ - ১০ - ২০২৩সময়: ৫ টা ৫৬ লোকেশান : সদরঘাট লঞ্চ টার্মিনালের পাশেডিভাইস ...
10/10/2023

সন্ধ্যার মৃদু অন্ধকারে তোলা আহসান মঞ্জিল।
তারিখ: ০৪ - ১০ - ২০২৩
সময়: ৫ টা ৫৬
লোকেশান : সদরঘাট লঞ্চ টার্মিনালের পাশে
ডিভাইস : Realme 5i

05/10/2023
20/09/2023

উত্তার সমুদ্রের মাঝখানটায় ঠাঁই দাঁড়িয়ে আমি
কূল কিনারা পাইনা খুঁজে
ঝাপসা লাগে সবি।
কোনদিকেতে যাবো আমি
কোথায় পাবো কূল?

যেথায় সুখেরা দিবে ধরা
স্বপ্নেরা সব করবে খেলা
সেই কূলেতে হোক যে ঠাঁই
প্রার্থনাতে শুধু এইটুকুই চাই
স্রষ্টা যেন নেয় সেথায়
এই আকুতি তার কাছে জানাই।

✍️সাফায়েত হোসেন

14/09/2023

জীবন হচ্ছে ট্রেন এর মতো সে ছুটে চলে চিরন্তন সত্য মৃত্যুর দিকে,আর প্লাটফর্ম সেতো জীবনের প্রতিটা ধাপ। প্লাটফর্ম এ যেমন নতুন নতুন যাত্রী উঠে তেমনি জীবনের প্রতিটা ধাপে নতুন নতুন মানুষের সানিধ্যে লাভ করা যায়। কিন্তু শেষ গন্তব্য পর্যন্ত কয়জনই বা সাথে থাকে?হুম থাকে হাতে গোনা কিছু লোক তারা হয়ত প্রিয় বন্ধু,মা, বাবা, ভাইবোন,সহধর্মিণী বা কিছু আত্মীয় স্বজন আর বাকিরা পরবর্তী প্লাটফর্ম গুলোতেই নেমে যায়।
আর মৃত্যুর যাত্রী আমি একাই,একাই চলে যাই।।।
✍️সাফায়েত

10/09/2023

তুমি অসীম, তুমি উদার
তোমার মাঝেই শত সুখ তৃপ্তির আধার।
তুমি মহান,
তুমিতো দিয়েছো এই জীবন, মরণ, প্রাণ।
তোমাতেই পাই শান্তি সেজদায় করে আকুতি-মিনতি
দাওনা ফিরিয়ে তুমি তোমার দয়া থেকে
হোক সে অদম কিংবা পাপী ।
এই সমগ্র পৃথিবীর তরে যা কিছু আছে
সবি করেছ দান মোদেরও তরে।
মোদের জন্য তুমি প্রতি রাতে
প্রথম আসমানে এসে শোন কে তোমায় ডাকে।
যে চায় যাহা তাদের দেও তাহা যদি তা হয় তাদের জন্য কল্যানকর।
পথভ্রষ্টদের তুমি দেখাও পথ,
ক্ষমা প্রার্থীদের কর ক্ষমা যদিও সে গড়ে তুলে পাপের পাহাড়।
তাইতো তুমি ক্ষমাশীল নেইকো কেউ তোমার সমান।
তুমি এক ও অদ্বিতীয়,
তুমি রহিম, তুমি রহমান,
তুমি সকল গুণের আধার,
তুমিই করেছ শ্রেষ্ট মোদের এই ধরায়।
সব জাতীদের পথ দেখাতে প্রেরণ করেছ নবী
মোদের দিয়েছ তুমি মহান নবী সাথে দিয়েছো আল-কুরআন ।
হয়েছি শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা পেয়েছি শ্রেষ্ঠ আসমানী কিতাব।
ধন্য হয়েছি মোরা ধন্য এই ধরা।
✍️সাফায়েত হোসেন

06/09/2023

কেউ বুঝলোনা আমায়,
খুঁজলোনা মেঘের প্রতিটি বিন্দুতে,
দেখলোনা আমায় ওই আকাশের পানে ছেয়ে,
খুঁজলোনা আমায় পাহাড়ের চূড়ায় ওই ঝুম ঘরে,
কিংবা ক্লান্ত দুপুরের ঝর্ণার পাশে বসে থাকা এই আমিকে খুঁজলোনা।
শিমুল বনে পড়ে থাকা শিমুল ফুলের মাঝে খুঁজলোনা আমায়।
খুঁজলোনা সেই ফুল বনে,
যেথায় কাঠগোলাপ,বেলী,গোলাপ,
কামিনী ফুলের ঘ্রানে মুখরিত হয় চারপাশ।
✍️Safayet Hossain

02/09/2023

পাপীষ্ট মানুষের বিষাক্ত ছোবলে সমাজটা আজ ভঙ্গুর প্রায়,
কে আছো জোয়ান হও আগুয়ান
তোল হুঙ্কার ধরো সমাজের হাল
সমাজের সংস্কার যে আজ বড্ড দরকার।

চারিদিকে শুনি শুধু মৃত্যুর হাহাকার,
পাপিষ্ঠ,বলিষ্ট মানুষ যে আজ সমাজের প্রধান।
নারীরা আজ পাঠার বলী,
ঘর থেকে বের হলেই যায় ইজ্জত চলি।
কে আছো জোয়ান, হও আগুয়ান
চল এদের বিরুদ্ধে লড়ি।

নিচু জাত-উঁচু জাত, দরিদ্র-ধনী
ভেদাভেদের এই সমাজটা কে দিবে নতুন করে গড়ি।
সমাজের মূল যাঁরা সমাজের হাতিয়ার,
সেই কৃষক,শ্রমিক,জেলে, তাঁতী মানুষরাই
অবহেলিত আজ সবখানে সদায়।
পায়না তারা ন্যায্য মূল্য পায় না কথা বলার অধিকার
অন্যায়ে পায় না বিচার, পারেনা করতে লড়াই।
কে আছো জোয়ান হও আগুয়ান
চলো তাদের সম্মান রক্ষা করি
তাদের ন্যায্য মূল্যের দাবি তুলি।

আছো কি কেউ আছো কোন জোয়ান,
যে হবে আগুয়ান ধরবে সমাজের হাল,
এই সমাজে যে এমন জোয়ান বড্ড দরকার।

✍️সাফায়েত হোসেন
হাবিজাবি যা মাথায় আসছে তাই লিখলাম😝😝😝😁😁

01/09/2023

প্রিয় সুহাসিনী,
খুব করে জানতে ইচ্ছে হয়, কেমন আছেন আপনি?
আপনার সাথে কাটানো মূহুর্তগুলো এখনো আমায় কষ্ট দিয়ে যায়।বেশ তো ছিলাম একসাথে,পাশাপাশি বৃক্ষ হয়ে।কত আড্ডা,গল্প,কথোপকথনে মেতে থাকতাম।ভাবিনি এইভাবে কোন এক ঢেউ এসে আপনাকে অন্য কোন কূলে ভাসিয়ে নিয়ে যাবে।আপনি যাওয়ার পর আমি ও কিছুটা হেলে পড়েছি। প্রতিটা মূহুর্ত খুবই বিদঘুটে ছিলো।হয়তো কোনদিন কোন অচেনা ঢেউ এসে আমাকে ভাসিয়ে নিয়ে যাবে অন্য কোন কূলে।তবুও আপনি ঠিকই থেকে যাবেন আমার সাজানো গল্পে,কল্পনাতে।সেই বৃক্ষ হয়ে পাশাপাশি থাকার মূহুর্তগুলোতে।তবে দোয়া করি যেখানে, যেইখানেই থাকুন না কেন; সবসময় হাসিমুখে থাকেন,সুখে থাকেন,সুস্থ থাকেন।
ইতি,
আপনার সাফায়েত

Address

Ramgonj
Lakshmipur
3700

Alerts

Be the first to know and let us send you an email when Safu's Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Safu's Creation:

Videos

Share


Other Digital creator in Lakshmipur

Show All