Voice of Ezaz

Voice of Ezaz আকাশের রঙ বদলায়, ভাব বদলায়। যা বদলায় না তা হলো; আকাশের প্রতি মানুষের মুগ্ধতা!
(3)

11/12/2023

হঠাৎ দাম বেড়ে গেলে এড়িয়ে চলুন। হোক তা পিঁয়াজ অথবা মানুষ। দেখবেন পঁচে গলে আবার আগের জায়গায় ফিরে আসবে।

08/12/2023

যখন যেখানে খুশি চীপসের প্যাকেট, প্লাস্টিকের বোতল, পলিব্যাগ, ময়লা আবর্জনা ফেলছেন (যেখানে সেখানে থুতু ফেলার কথা বাদ-ই দিলাম)... বিদ্যুতের মেইন লাইন থেকে চুরি করে সাব লাইন নিচ্ছেন...

আর দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে যখন সমস্যায় পড়ছেন তখন দোষ দিচ্ছেন প্রশাসনের। আগে নিজে একজন ভালো নাগরিক হোন, নিজের দায়িত্বগুলো ঠিকঠাক পালন করুন তারপর দোষারোপ করুন।

আর যদি দোষারোপ করতে হয় তাহলে নিজের পরিবার কিংবা মা-বাবাকে করুন। কারণ মানুষকে বেসিক ডিসিপ্লিন এবং দায়িত্বশীলতার শিক্ষা দেয় তার পরিবার, মা। আপনি যদি যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলেন এটা প্রশাসনের দোষ না, আপনার পরিবারের দোষ, আপনার শিক্ষার অভাব।

পুথিগত শিক্ষায় শিক্ষিত না হয়ে সু-শিক্ষিত হোন।

08/12/2023

😁

06/12/2023

ভাগ্য বদলানো তাবিজ বিক্রেতার ভাগ্য টাই আজও বদলানো না

সাদা পোষাকে কিউইদের বিপক্ষে দ্বিতীয় জয়৷ সেটাও আবার ব্যাক টু ব্যাক৷ অথচ এই দুই টেস্টে ছিলেন না 'ভুইলা যাইয়েন না আমারে' ও ...
02/12/2023

সাদা পোষাকে কিউইদের বিপক্ষে দ্বিতীয় জয়৷ সেটাও আবার ব্যাক টু ব্যাক৷ অথচ এই দুই টেস্টে ছিলেন না 'ভুইলা যাইয়েন না আমারে' ও 'টাইমড আউট কাপ্তান'। ক্যারিয়ার শেষে আফসোসের লিস্ট নিয়ে বসলে, সেখানে এই দুইটা টেস্ট থাকবে তো?

সে যা-ই হোক, কাঁদা ছোঁড়াছুড়ি ছাড়া একটা ম্যাচ দেখার সুযোগ পেল ভক্তরা৷ হেভিওয়েট তারকাদের ছাড়া এই জয়, নতুন শুরুর আহবান...

01/12/2023
😴
26/11/2023

😴

25/11/2023

ডিসেম্বর থেকে আপনার অব্যবহৃত "গুগল একাউন্ট" বন্ধ হয়ে যাবে।

প্রয়োজনীয় কোন alternative গুগল একাউন্ট থাকলে একাউন্ট লগিন করে একটিভ করে নিন।

শেখ মোরসালিনের লং রেঞ্জের ঐ শটটায় গোল যতখানি সুন্দর ঠিক ততটাই নিষ্ঠুর সৌন্দর্য ছিল মোরসালিনের গোলের পর গ্যালারির বেষ্টনী...
21/11/2023

শেখ মোরসালিনের লং রেঞ্জের ঐ শটটায় গোল যতখানি সুন্দর ঠিক ততটাই নিষ্ঠুর সৌন্দর্য ছিল মোরসালিনের গোলের পর গ্যালারির বেষ্টনীতে গিয়ে সমর্থকদের সাথে উল্লাস।

মোরসালিন জাতীয় দল কিংবা ক্লাব ফুটবলে একইরকম গোল আগেও করেছেন এবং কি অদ্ভুত একটা বিশ্বাস রেখে গেলেন, এমন সব গোল মোরসালিন সামনেও করবেন।

এই যে বিশ্বাস, এই যে কামব্যাক, এই যে দর্শকদের কাছাকাছি গিয়ে বুনো গোল উদযাপন এমন ফুটবলই বাংলাদেশ দেখতে চায়। মোরসালিনের বয়স কম, ভুল করেছেন আগে, তার শাস্তিও পেয়েছে। এমন দিনে একটাই প্রত্যাশা হোক, মোরসালিনের ভুলগুলো দেশের ফুটবলের ফুল হয়েই ধরা দিক।

আর বাংলাদেশ দল? র‍্যাঙ্কিং যতো নিচেই থাকুক, এদেশের কোটি মানুষের ভালোবাসা আছে দলটার জন্য। এটা বোধকরি জামাল ও তার দল জানে, সঙ্গে অনুভব করলেই হয়। জয়তু বাংলাদেশ...

শুভ সন্ধ্যা পৃথিবীর সুন্দর মানুষেরা...🌸© বি করিম🌼
20/11/2023

শুভ সন্ধ্যা পৃথিবীর সুন্দর মানুষেরা...🌸

© বি করিম

🌼

অধিনায়ক কেমন হওয়া উচিত তার প্রপার উদাহরণ দিয়ে গেলেন প্যাট কামিন্স। প্রতিকূল কন্ডিশন, 130k বিপক্ষ সাপোর্টার্স, টুর্নাম...
20/11/2023

অধিনায়ক কেমন হওয়া উচিত তার প্রপার উদাহরণ দিয়ে গেলেন প্যাট কামিন্স।
প্রতিকূল কন্ডিশন, 130k বিপক্ষ সাপোর্টার্স, টুর্নামেন্ট খারাপ ভাবে শুরুর পরে কামব্যাক, ফাইনালের আগের প্রেস কনফারেন্স, ফাইনালে দলকে নেতৃত্ব ও নিজের পারফরম্যান্স। সব মিলে প্যাট কামিন্স ক্যাপ্টেন্সির দারুন এক এক্সাম্পল সেট করে গেলো এই বিশ্বকাপে।

সুখের পর দুঃখ ভাগাভাগি করে নেওয়াই প্রেম
19/11/2023

সুখের পর দুঃখ ভাগাভাগি করে নেওয়াই প্রেম

এই টুর্নামেন্টের আগে বিরাট কোহলির নক আউট স্টেজে কোন ফিফটি ছিলো না। এই অপবাদকে বুড়ো আঙুল দেখিয়ে গত সেমি ফাইনাল ম্যাচে সেঞ...
19/11/2023

এই টুর্নামেন্টের আগে বিরাট কোহলির নক আউট স্টেজে কোন ফিফটি ছিলো না। এই অপবাদকে বুড়ো আঙুল দেখিয়ে গত সেমি ফাইনাল ম্যাচে সেঞ্চুরি করার পর, আজ ফাইবালে ইতিমধ্যে ফিফটি করে ফেলছেন কিং বিরাট কোহলি।

আপনি তাকে অপছন্দ করতেই পারেন, কিন্তু তার শ্রেষ্ঠত্ব অস্বীকার করতে পারবেন না। তিনি সেরা, তিনি শ্রেষ্ঠ।

🖤
16/11/2023

🖤

বিশ্বকাপে ভারতের হয়ে প্রথম বোলার হিসেবে ৫০ উইকেট এবং আজ নিউজিল্যান্ডের সাথে ৭ উইকেট নেন মোহাম্মদ সামি।
15/11/2023

বিশ্বকাপে ভারতের হয়ে প্রথম বোলার হিসেবে ৫০ উইকেট এবং আজ নিউজিল্যান্ডের সাথে ৭ উইকেট নেন মোহাম্মদ সামি।

অভিনন্দন Virat Kohli  শচীনের ঘরে, শচীনের সামনে তার রেকর্ড ব্রেক করা, চাট্টিখানি কথা নয়।  অভিনন্দন দা গ্রেটেস্ট ক্রিকেটার...
15/11/2023

অভিনন্দন Virat Kohli শচীনের ঘরে, শচীনের সামনে তার রেকর্ড ব্রেক করা, চাট্টিখানি কথা নয়। অভিনন্দন দা গ্রেটেস্ট ক্রিকেটার, আমাদের সৌভাগ্য শচীন থেকে বিরাট সবাই কে চোখের সামনে রেকর্ড গড়া রেকর্ড ভাঙ্গা দুটাই দেখলাম🖤

জন্ম নেওয়ার অপরাধে জীবন মৃত্যুর কাছে ঋণী, শেষ নিশ্বাস ত্যাগ করা না পর্যন্ত এই হিসাব মিটবে না..!🌺
14/11/2023

জন্ম নেওয়ার অপরাধে জীবন মৃত্যুর কাছে ঋণী, শেষ নিশ্বাস ত্যাগ করা না পর্যন্ত এই হিসাব মিটবে না..!

🌺

13/11/2023

যে মানুষগুলো কঠিন মুহূর্তে পাশে এসে দাঁড়ায়, 😊
ওরা যেনো 🖤

জীবন থেকে কখনো না হারায়..!😇 🖤

13/11/2023

"তোরা ছিলি,তোরা আছিস,জানি তোরাই থাকবি"।
ওরা ছিলো, ওরা নাই আর ওরা থাকবেও না। বিশ্বাস না হইলে বেশি না, আপনি নিজের জীবনের গত এক বছর একবার মনে করে দেখেন।

জীবনের গতির জন্য হলেও কেউ কেউ আর নাই। কেউ আপনাকে ছেড়ে গিয়েছে, কাউকে আপনি ছেড়ে এসেছেন।
তাই যারা আছে ওদের ভালোবাসেন কিন্তু 'জানি তোরাই থাকবি' লাইনটা বিশ্বাস কইরেন না। কারণ মানুষ তার প্রায়োরিটি লিস্ট বদলায়...

নিষেধাজ্ঞা কাটিয়ে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ ২০২৬ প্রাক বাছাই খেলতে গেলেন মোরসালিন।
11/11/2023

নিষেধাজ্ঞা কাটিয়ে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ ২০২৬ প্রাক বাছাই খেলতে গেলেন মোরসালিন।

টি-টোয়েন্টি সিরিজের পর পাকিস্তানের মেয়েদের সাথে ওয়ানডে সিরিজও জিতলো বাংলাদেশের মেয়েরা..
10/11/2023

টি-টোয়েন্টি সিরিজের পর পাকিস্তানের মেয়েদের সাথে ওয়ানডে সিরিজও জিতলো বাংলাদেশের মেয়েরা..

তাদের সঙ্গে আমার দারুণ একটা বন্ধুত্ব হয়েছে। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। আমি কখনই এখান থেকে নিজেকে ডিলিট করব না।...
10/11/2023

তাদের সঙ্গে আমার দারুণ একটা বন্ধুত্ব হয়েছে। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। আমি কখনই এখান থেকে নিজেকে ডিলিট করব না। কথা বলার জন্য, আলোচনার জন্য গ্রুপটা আমি সবসময় খোলা রাখব।’

- এ্যালান ডোলান্ড।

09/11/2023

এই তিনটি জায়গায় মধ্যে এখন পর্যন্ত আপনার একবারও যাওয়া হয়নি কোনটিতে...?

স্টেডিয়াম
সিনেমা হল আর
শশুর বাড়ি.

কৌশিকের মাশরাফী হয়ে ওঠার প্রথম দিন।২২ বছর আগে আজকের দিনে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার দিন।
08/11/2023

কৌশিকের মাশরাফী হয়ে ওঠার প্রথম দিন।
২২ বছর আগে আজকের দিনে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার দিন।

জীবনে প্যাট কামিন্সের মতো একজন ঠান্ডা মাথার বন্ধু পেলে আপনিও হাজারো ঝড়, তুফান তোয়াক্কা করে জীবনের সেরা একটা ইংনিস খেলে ফ...
07/11/2023

জীবনে প্যাট কামিন্সের মতো একজন ঠান্ডা মাথার বন্ধু পেলে আপনিও হাজারো ঝড়, তুফান তোয়াক্কা করে জীবনের সেরা একটা ইংনিস খেলে ফেলবেন হাসতে হাসতেই।

অভিনন্দন চ্যাম্পিয়নস👌👌

05/11/2023

এই বিশ্বকাপে ভারতের বিপক্ষে শুধুমাত্র ২ জন ওপেনারই ফিফটি করতে পেরেছে।
তারা হচ্ছে লিটন দাস এবং তানজিদ তামিম!

25/10/2023

সবাই খালি সাকিব দেশে আসছে ,সাকিব নাকি দেশ প্রেমিক এসব নিয়ে প্রশ্ন তুলেছে ।
অথচ সে দেশ প্রেমিক হওয়ার কারণেই দেশ ছেড়ে বেশি দিন থাকতে পারে না ,দেশের মাটি ও মানুষকে খুব মিস করতেছিল । তাই একটু দেশে এসে দেশের মাটি ও মানুষের ঘ্রাণ নিতে এলো । এইটা কেউ বুঝলো না ,মানবতা আজ কোথায় ?
আপনারা একটু মানবিক হওয়ার চেষ্টা করুন ।😔©

20/10/2023

আর দুই মাস দেখবো,প্রেম না হলে! জানুয়ারী থেকে পড়াশোনায় সিরিয়াস হয়ে যাবো.!🙂

ঘুমে ধরছে তারপরও বসে আছি নাইলে পোলাপান কইব শোরুম উদ্বোধন করতে গেছি! 😴
20/10/2023

ঘুমে ধরছে তারপরও বসে আছি নাইলে পোলাপান কইব শোরুম উদ্বোধন করতে গেছি! 😴

19/10/2023

বাংলাদেশ হারলেই কি আর জিতলেই কি,তুমি তো জিতবা আমারে পাইলে।

©

টস জিতে ব্যাটিং করবে বাংলাদেশ। পুরোপুরি ফিট না হওয়ায় ভারতের বিপক্ষে খেলছেন না সাকিব।অধিনায়ক নাজমুল হাসান শান্ত। শুভকামনা...
19/10/2023

টস জিতে ব্যাটিং করবে বাংলাদেশ। পুরোপুরি ফিট না হওয়ায় ভারতের বিপক্ষে খেলছেন না সাকিব।অধিনায়ক নাজমুল হাসান শান্ত। শুভকামনা বাংলাদেশ। 🐅🇧🇩



DIFFERENT T-SHIRTS BUT SAME ENERGY ✅
17/10/2023

DIFFERENT T-SHIRTS BUT SAME ENERGY ✅

২০২৬ বিশ্বকাপের কোয়ালিফায়ারের ২য় রাউন্ডে বাংলাদেশ 🇧🇩😍অভিনন্দন টিম টাইগার্স 💥
17/10/2023

২০২৬ বিশ্বকাপের কোয়ালিফায়ারের ২য় রাউন্ডে বাংলাদেশ 🇧🇩😍
অভিনন্দন টিম টাইগার্স 💥

অভিনন্দন 💕লক্ষ্মীপুরের কৃতি সন্তান অধ্যাপক ড. Maksud Kamal  স্যারপ্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯তম ভিসি হতে ...
14/10/2023

অভিনন্দন 💕
লক্ষ্মীপুরের কৃতি সন্তান
অধ্যাপক ড. Maksud Kamal স্যার

প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯তম ভিসি হতে যাচ্ছেন।
লক্ষ্মীপুরবাসী হিসেবে আমরা গর্বিত ও আনন্দিত ❤️
মহান রব আপনাকে কবুল করুন, আমীন 🤲

🚨 নিউজিল্যান্ড টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। - মাহেদী হাসান আউট, মাহমুদউল্লাহ ইন।
13/10/2023

🚨 নিউজিল্যান্ড টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়।

- মাহেদী হাসান আউট, মাহমুদউল্লাহ ইন।

Address

Ramgati, Laxmipur
Lakshmipur

Telephone

+8801646068168

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Ezaz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice of Ezaz:

Videos

Share

Category