ওয়াজ মাহফিল সংবাদ Waz Mahfil Media

ওয়াজ মাহফিল সংবাদ Waz Mahfil Media এখানে ইসলামী লেকচার,গুরুত্বপূর্ণ ওয়া অসাধারণ সব ইসলামী ও শিক্ষামুলক ভিডিও পেতে এই চ্যানেলে লাইক দিয়ে সাথেই থাকুন।

To get HSC ALIM result hit the like and comment your info
15/10/2024

To get HSC ALIM result hit the like and comment your info

15/09/2024

নবীজি (সল্লেল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমাদের প্রাণের চেয়ে প্রিয়। উনার প্রতি আমাদের অকৃত্রিম ভালোবাসা কোন বিদয়াত পালনের মাধ্যমে প্রমাণ করতে হবে না। কোন দিবস পালনের মাধ্যমেও নয়। উনার প্রতি ভালোবাসা উনার শিখানো দুরুদ বেশি বেশি পড়ার মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি। এছাড়াও উনার দেখানো পথ পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণের মাধ্যমে আমরা আমাদের প্রকৃত ভালোবাসা প্রমাণ করতে পারি। জীবনের প্রতিটি পরতে পরতে নবীজির সুন্নাহর অনুসরণই আমাদের মুক্তির একমাত্র উপায়। তাই আসুন সকল প্রকার মেকি ভালোবাসা বাদ দিয়ে প্রকৃত নবী প্রেমিক হই। সকল প্রকার বিদআতকে চিরতরে বিসর্জন দেই। আর যদি বিদআতকে ছাড়তে না পারেন তাহলে হাশর মাঠে নবীজির মুখে দূর হ দূর হ কথা শোনার জন্য প্রস্তুত থাকুন এবং হাউজে কাউসারের পানি পানের আশাও চিরতরে পরিত্যাগ করুন।

08/09/2024

Sura Maya'rij Recitation| Md. Masum Billah| কুরআন হাকিম তেলাওয়াত
#কুরআন

06/09/2024

লেনদেন সম্পর্কিত নিয়মঃ বাকারা (২৮২)।
এটি কুরআন মাজিদের সর্ববৃহৎ এবং অনেকের মত্র সর্বশেষ নাজিলকৃত আয়াত।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِذَا تَدَایَنۡتُمۡ بِدَیۡنٍ اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی فَاکۡتُبُوۡہُ ؕ وَلۡیَکۡتُبۡ بَّیۡنَکُمۡ کَاتِبٌۢ بِالۡعَدۡلِ ۪ وَلَا یَاۡبَ کَاتِبٌ اَنۡ یَّکۡتُبَ کَمَا عَلَّمَہُ اللّٰہُ فَلۡیَکۡتُبۡ ۚ وَلۡیُمۡلِلِ الَّذِیۡ عَلَیۡہِ الۡحَقُّ وَلۡیَتَّقِ اللّٰہَ رَبَّہٗ وَلَا یَبۡخَسۡ مِنۡہُ شَیۡئًا ؕ فَاِنۡ کَانَ الَّذِیۡ عَلَیۡہِ الۡحَقُّ سَفِیۡہًا اَوۡ ضَعِیۡفًا اَوۡ لَا یَسۡتَطِیۡعُ اَنۡ یُّمِلَّ ہُوَ فَلۡیُمۡلِلۡ وَلِیُّہٗ بِالۡعَدۡلِ ؕ وَاسۡتَشۡہِدُوۡا شَہِیۡدَیۡنِ مِنۡ رِّجَالِکُمۡ ۚ فَاِنۡ لَّمۡ یَکُوۡنَا رَجُلَیۡنِ فَرَجُلٌ وَّامۡرَاَتٰنِ مِمَّنۡ تَرۡضَوۡنَ مِنَ الشُّہَدَآءِ اَنۡ تَضِلَّ اِحۡدٰىہُمَا فَتُذَکِّرَ اِحۡدٰىہُمَا الۡاُخۡرٰی ؕ وَلَا یَاۡبَ الشُّہَدَآءُ اِذَا مَا دُعُوۡا ؕ وَلَا تَسۡـَٔمُوۡۤا اَنۡ تَکۡتُبُوۡہُ صَغِیۡرًا اَوۡ کَبِیۡرًا اِلٰۤی اَجَلِہٖ ؕ ذٰلِکُمۡ اَقۡسَطُ عِنۡدَ اللّٰہِ وَاَقۡوَمُ لِلشَّہَادَۃِ وَاَدۡنٰۤی اَلَّا تَرۡتَابُوۡۤا اِلَّاۤ اَنۡ تَکُوۡنَ تِجَارَۃً حَاضِرَۃً تُدِیۡرُوۡنَہَا بَیۡنَکُمۡ فَلَیۡسَ عَلَیۡکُمۡ جُنَاحٌ اَلَّا تَکۡتُبُوۡہَا ؕ وَاَشۡہِدُوۡۤا اِذَا تَبَایَعۡتُمۡ ۪ وَلَا یُضَآرَّ کَاتِبٌ وَّلَا شَہِیۡدٌ ۬ؕ وَاِنۡ تَفۡعَلُوۡا فَاِنَّہٗ فُسُوۡقٌۢ بِکُمۡ ؕ وَاتَّقُوا اللّٰہَ ؕ وَیُعَلِّمُکُمُ اللّٰہُ ؕ وَاللّٰہُ بِکُلِّ شَیۡءٍ عَلِیۡمٌ

অর্থঃ
হে মুমিনগণ! তোমরা যখন নির্দিষ্ট মেয়াদের জন্য কোনও ঋণের কারবার কর, তখন তা লিখে নাও। তোমাদের মধ্যে কোনও লেখক যেন ন্যায়নিষ্ঠভাবে (তা) লিখে দেয়। যে ব্যক্তি লিখতে জানে, সে যেন লিখতে অস্বীকার না করে। আল্লাহ যখন তাকে এটা শিক্ষা দিয়েছেন, তখন তার লেখা উচিত। হক যার উপর সাব্যস্ত হচ্ছে, সে যেন (তা) লেখায়। আর সে যেন তার প্রতিপালককে ভয় করে এবং তাতে (সেই হকের মধ্যে) কিছু না কমায়। যার উপর হক সাব্যস্ত হচ্ছে, সে যদি নির্বোধ অথবা দুর্বল হয় অথবা (অন্য কোনও কারণে লেখার বিষয়) লেখাতে সক্ষম না হয়, তবে তার অভিভাবক যেন ন্যায্যভাবে (তা) লেখায়। আর নিজেদের পুরুষদের মধ্য হতে দু’জনকে সাক্ষী বানাবে। যদি দু’জন পুরুষ উপস্থিত না থাকে, তবে একজন পুরুষ ও দু’জন স্ত্রীলোক সেই সকল সাক্ষীদের মধ্য হতে, যাদেরকে তোমরা পছন্দ কর, যাতে স্ত্রীলোকদের মধ্য হতে একজন ভুলে গেলে অন্যজন তাকে স্মরণ করিয়ে দিতে পারে। সাক্ষীদেরকে যখন (সাক্ষ্য দেওয়ার জন্য) ডাকা হবে, তখন তারা যেন অস্বীকার না করে। যে কারবার মেয়াদের সাথে সম্পৃক্ত তা ছোট হোক বা বড়, লিখতে বিরক্ত হয়ো না। এ বিষয়টি আল্লাহর নিকট অধিকতর ইনসাফসম্মত এবং সাক্ষ্যকে প্রতিষ্ঠিত রাখার পক্ষে বেশি সহায়ক এবং তোমাদের মধ্যে যাতে (ভবিষ্যতে) সন্দেহ দেখা না দেয় তার (নিশ্চয়তা বিধানের) নিকটতর। হাঁ, তোমরা তোমাদের মধ্যে যে ব্যবসার নগদ লেনদেন কর, তবে তা না লেখালে তোমাদের কোনও অসুবিধা নেই। যখন বেচাকেনা করবে তখন সাক্ষী রাখবে। যে লেখবে তাকে কোনও কষ্ট দেওয়া যাবে না এবং সাক্ষীকেও নয়। তোমরা যদি (তা) কর তবে তোমাদের পক্ষ হতে তা অবাধ্যতা হবে। তোমরা অন্তরে আল্লাহর ভয় রেখ। আল্লাহ তোমাদেরকে শিক্ষা দান করেন এবং আল্লাহ সর্ববিষয়ে জ্ঞাত।

খাদ্য মজুদ করে কৃত্রিম সংকট তৈরিকারীর জন্য সতর্কতা
01/09/2024

খাদ্য মজুদ করে কৃত্রিম সংকট তৈরিকারীর জন্য সতর্কতা

26/08/2024

পরম করুণাময় আল্লাহর নামে

2:262 الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ ثُمَّ لَا يُتْبِعُونَ مَا
أَنْفَقُوا مَنًّا وَلَا أَذًى ۙ لَهُمْ أَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
যারা স্বীয় ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, এরপর ব্যয় করার পর সে অনুগ্রহের কথা প্রকাশ করে না এবং কষ্টও দেয় না, তাদেরই জন্যে তাদের পালনকর্তার কাছে রয়েছে পুরস্কার এবং তাদের কোন আশংকা নেই, তারা চিন্তিতও হবে না।

2:263 قَوْلٌ مَعْرُوفٌ وَمَغْفِرَةٌ خَيْرٌ مِنْ صَدَقَةٍ يَتْبَعُهَا أَذًى ۗ وَاللَّهُ غَنِيٌّ حَلِيمٌ
নম্র কথা বলে দেয়া এবং ক্ষমা প্রদর্শন করা ঐ দান খয়রাত অপেক্ষা উত্তম, যার পরে কষ্ট দেয়া হয়। আল্লাহ তা’আলা সম্পদশালী, সহিঞ্চু।

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُبْطِلُوا صَدَقَاتِكُمْ بِالْمَنِّ وَالْأَذَىٰ كَالَّذِي يُنْفِقُ مَالَهُ رِئَاءَ النَّاسِ وَلَا يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ۖ فَمَثَلُهُ كَمَثَلِ صَفْوَانٍ عَلَيْهِ تُرَابٌ فَأَصَابَهُ وَابِلٌ فَتَرَكَهُ صَلْدًا ۖ لَا يَقْدِرُونَ عَلَىٰ شَيْءٍ مِمَّا كَسَبُوا ۗ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ
হে ঈমানদারগণ!তোমরা অনুগ্রহের কথা প্রকাশ করে এবং কষ্ট দিয়ে নিজেদের দান খয়রাত বরবাদ করো না সে ব্যক্তির মত যে নিজের ধন-সম্পদ লোক দেখানোর উদ্দেশ্যে ব্যয় করে এবং আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে না। অতএব, এ ব্যাক্তির দৃষ্টান্ত একটি মসৃণ পাথরের মত যার উপর কিছু মাটি পড়েছিল। অতঃপর এর উপর প্রবল বৃষ্টি বর্ষিত হলো, অনন্তর তাকে সম্পূর্ণ পরিষ্কার করে দিল। তারা ঐ বস্তুর কোন সওয়াব পায় না, যা তারা উপার্জন করেছে। আল্লাহ কাফের সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মেগা সার্কুলার চলছে। ৩১ আগস্ট আবেদনের শেষ তারিখ।
14/08/2024

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মেগা সার্কুলার চলছে। ৩১ আগস্ট আবেদনের শেষ তারিখ।

বাংলাদেশ রেলওয়েতে সরকারি চাকরির মেগা সার্কুলার চলছে। ৩৩৫ জনকে চাকরি দেওয়া হবে। দেরি না করে এখনই আবেদন করে ফেলুন। এ মাস...
13/08/2024

বাংলাদেশ রেলওয়েতে সরকারি চাকরির মেগা সার্কুলার চলছে। ৩৩৫ জনকে চাকরি দেওয়া হবে। দেরি না করে এখনই আবেদন করে ফেলুন। এ মাসেই শেষ হয়ে যাবে।

How to apply for Bangladesh Railway Job, new tutorial video job application in Bangladesh Railway. Train Examiner, train controller, trade apprentice job app...

08/08/2024

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী আর নিরপেক্ষ না করলে স্বৈরাচারের উত্থান থামানো যাবেনা। নির্বাচন কমিশন, প্রশাসন, বিচার বিভাগ, দুদককে অবশ্যই নিরপেক্ষ ও শক্তিশালী করতে হবে। কেউ প্রধানমন্ত্রী ২বার হতে পারবেনা এটা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে সংবিধান সংশোধন করতে হবে। এরপর যে দলই ক্ষমতায় আসবে আর সমস্যা হবেনা।

01/05/2024

Address

Laksam
Laksham
3570

Alerts

Be the first to know and let us send you an email when ওয়াজ মাহফিল সংবাদ Waz Mahfil Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Nearby media companies