Humanity Of Rohid

Humanity Of Rohid যেহেতু সৃষ্টির সেরা জীব হিসেবে জন্ম নিয়েছি সেহেতু মৃত্যুর আগ পর্যন্ত ভালো কাজ করে যেতে চাই

মানবিক কাজ প্রতিনিয়ত করে আসলেও আজকের কাজটি ছিল একটু ভিন্ন। রাত বাজে আটটা আমি তখনো কুষ্টিয়া এনএস রোড জ্যামে। এর ভিতরে আ...
24/06/2024

মানবিক কাজ প্রতিনিয়ত করে আসলেও আজকের কাজটি ছিল একটু ভিন্ন। রাত বাজে আটটা আমি তখনো কুষ্টিয়া এনএস রোড জ্যামে। এর ভিতরে আমার একজন স্যার তিনবার ফোন দিয়েছিল কিন্তু জ্যামে থাকার কারণে তার ফোন আমি রিসিভ করতে পারি নাই পরবর্তীতে জ্যামের থেকে বের হয়ে তাকে কল করি এবং ফোন রিসিভ করার সাথে সাথে সে কান্না জড়িত কন্ঠে বলে ওঠে আমার মায়ের অবস্থা খুবই খারাপ অক্সিজেন সিলিন্ডার লাগবে। কোথাও পাচ্ছি না তুমি একটু সাহায্য করো রহিদ নাই আমার মাকে বাঁচানো সম্ভব না। যেহেতু করোনা কালীন সময়ে জরুরী অক্সিজেন সেবা চালু করেছিলাম সেই সময় আমার কাছে অক্সিজেন সিলিন্ডার ছিল। কিন্তু করোনা স্বাভাবিক হয়ে যাওয়ার পরে সিলিন্ডার গুলো আবার ঢাকায় পাঠিয়ে দিয়েছি তাই আমার কাছে কোন সিলিন্ডার ছিল না। স্যারকে বললাম যে আমার কাছে অক্সিজেন সিলিন্ডার তো নাই। এটা বলাতে স্যার আরো ভেঙে পড়ল। স্যারকে বললাম আমি সর্বোচ্চ চেষ্টা করছি ম্যানেজ করার। পরবর্তীতে আমাদের এক বন্ধু কাছ থেকে তার চাচার নাম্বার নিয়ে তার চাচাকে ফোন দিলাম। তার অক্সিজেন সিলিন্ডারের দোকান ছিল। করোনা কালীন সময় তার দোকান থেকেই সিলিন্ডার রিফিল করতাম। তাকে পরিচয় দিয়ে বিস্তারিত বললাম। সে বলল দোকান অলরেডি বন্ধ করে দিয়েছে তবে ১০ মিনিটের ভিতরে যদি আসতে পারি তাহলে রিফিল করে দেওয়া সম্ভব। পরবর্তীতে স্যারকে বললাম আপনি খালি সিলিন্ডার নিয়ে বাসার সামনে দাঁড়ান আমি মটরসাইকেল নিয়ে আসতেছি। পরে তাড়াহুড়া করে গাড়ি চালিয়ে স্যার কে নিয়ে রওনা দিলাম নিশান মোড়ে ওখান থেকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে এসে তারাতাড়ি লাগিয়ে দিলাম এবং কিভাবে সেট করবে স্যারকে শিখিয়ে দিলাম।

25/05/2024

মানুষের উপকার করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন

23/05/2024

আলহামদুলিল্লাহ ও নেগেটিভ রক্ত মেনেজ।
প্রতিদিন রক্ত মেনেজ করে দিলেও আজকের গল্প টা ছিল একটু ভিন্ন। রোগী ছিল চুয়াডাঙ্গায় আর রক্তের গ্রুপ ছিল ও নেগেটিভ। কথা ছিল কুষ্টিয়াতে রক্ত পেলে কুষ্টিয়া থেকে রক্ত রেডি করে নিয়ে যাওয়া হবে চুয়াডাঙ্গায়। কুষ্টিয়ায় কোথায় না পেয়ে অবশেষে রিফাতের রেফারেন্সে মিরপুর একটা ডোনার পেলাম। তবে ডোনার কথা হচ্ছে সে রক্ত দিতে ইচ্ছুক তবে সে কুষ্টিয়াতে যেতে পারবে না অবশেষে কুষ্টিয়াতে থেকে রিদুল কে সাথে নিয়ে পলাশ ভাই,এবং সম্রাট ভাই সহ ২ গাড়ি নিয়ে ৪জন রওনা দিলাম। যাওয়ার আগে এখান থেকেই ব্লাড ব্যাগ সহ রক্ত কালেকশন করার যাবতীয় জিনিস সাথে নিলাম পরবর্তীতে ডোনারকে মশান বাজারে জামাল ভাইয়ের বাসায় নিয়ে এসো ব্লাড টানলাম। পরবর্তীতে ব্লাড চুয়াডাঙ্গা পাঠানো হল

01/05/2024

আসসালামু আলাইকুম।
কুষ্টিয়া সদর হসপিটালের একজন অজ্ঞাত পাগলী মা এসেছে। তার একপায়ের অর্ধেক পচে হাড় দেখা যাচ্ছে খুবই খারাপ অবস্থা। পা কেটে ফেলা লাগবে। এই বিষয়ে হসপিটাল কতৃপক্ষ যাবতীয় ব্যবস্থা করবে বলে জানিয়েছেন । কিন্তু পায়ের অবস্থা খারাপ তাই এই মহূর্তে অপারেশন করা সম্ভব হচ্ছে না। তাই ডাক্তারের পরামর্শ মতে প্রতিদিন তার পা ডেসিং করতে হচ্ছে। তার পা প্রতিদিন ডেসিং করতে অনেক টাকার প্রয়োজন হচ্ছে যেটা পুরোটাই হসপিটালের স্টাফ রমজান ভাই নিজের কাছ থেকে খরচ করছে। যেটা প্রতিদিন খরচ করা তার পক্ষে সম্ভব না।এছাড়াও পা কাটার পর সুস্থ হওয়া পযন্ত তার দেখা শোনার জন্য যে একজন মহিলাকে রাখা হয়েছে। সেই মহিলাকে কিছু টাকা দিতে হবে। তাই সকলের কাছে অনুরোধ রইল বিষয়টি সবাই দেখবেন। যার যার জায়গায় থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন🙏। আপনাদের সামান্য কিছু টাকায় একটা পাগলী মাকে সুস্থ হয়ে উঠতে সাহায্য করবে। সরাসরি কোন বিষয়ে আপডেট জানার এবং সাহায্য করতে চাইলে রমজান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন।

আর সকলের কাছে অনুরোধ ভিডিও শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিন 🙏

09/03/2024

তাদের আবদার মিটানোর প্রচেষ্টা...

31/01/2024

প্রতিদিন ফরজের নামাযের পরে হাঁটতে যায় আর ঠিক সেইসময় এইভাবেই পিছে পিছে ঘুরে খাওয়ার জন্য।
এদের খাওয়াতে পারলে আলাদা একটা তৃপ্তি মিলে 🥰

I have reached 900 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
03/12/2023

I have reached 900 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

Address

Kushtia
7000

Telephone

+8801765602519

Website

Alerts

Be the first to know and let us send you an email when Humanity Of Rohid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Humanity Of Rohid:

Videos

Share


Other Digital creator in Kushtia

Show All