আপডেট কুষ্টিয়া

আপডেট কুষ্টিয়া সংবাদপত্র / Newspaper
(2)

13/01/2025

কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় উচ্ছেদ অভিযান করতে এসে তোপের মুখে ম্যাজিস্ট্রেট, পরে যা ঘটলো।

কুষ্টিয়া ট্রাক লরি শ্রমিক ইউনিয়ন ১১১৮ প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ ওমর আলী ড্রাইভারের ইন্তেকালআপডেট কুষ্টিয়া, ১৩ জানুয়ারি ...
13/01/2025

কুষ্টিয়া ট্রাক লরি শ্রমিক ইউনিয়ন ১১১৮ প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ ওমর আলী ড্রাইভারের ইন্তেকাল

আপডেট কুষ্টিয়া, ১৩ জানুয়ারি ২০২৫।। কুষ্টিয়া ট্রাক লরি শ্রমিক ইউনিয়ন ১১১৮ প্রতিষ্ঠাতা সদস্য কবুরহাট কুঠিপাড়ার বাসিন্দা মোহাম্মদ ওমর আলী ড্রাইভার (৯০) ইন্তেকাল করেছেন। কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তিনি ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন)
আজ সকাল সাড়ে দশটায় কবুর হাট বানিয়াপাড়া গোরস্তানে জানাযা ও দাফন সম্পন্ন করা হয়েছে। তার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষে তার পু্ত্র সাবেক সড়ক সম্পাদক সরোয়ার ড্রাইভার সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

কুষ্টিয়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে স্কুল ছাত্রকে ছু'রিকা'ঘাতে হ*ত্যা! আপডেট কুষ্টিয়া,১২ জানুয়ারি ২০২৫।। কুষ্টিয়ার ...
12/01/2025

কুষ্টিয়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে স্কুল ছাত্রকে ছু'রিকা'ঘাতে হ*ত্যা!

আপডেট কুষ্টিয়া,১২ জানুয়ারি ২০২৫।। কুষ্টিয়ার মিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক স্কুল ছাত্র নি'হত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

রবিবার (১২জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের পশ্চিম রানাখড়িয়া চাঁদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নি'হত স্কুল ছাত্রের নাম আলা-আমিন সর্দার।তিনি ওই এলাকার রবিউল সর্দারের ছেলে।

আহত লিটন সর্দার একই এলাকার মৃত রুনু সদ্দারের ছেলে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানা যায়, আল-আমিন ও তার বাবা রবিউল ওই এলাকায় মাংসের ব্যবসা করতো। একই এলাকার আসাদুলের কাছে বেশ কিছুদিন আগের মাংস বিক্রির ২০ হাজার টাকা পাওনা ছিলো। কিন্তু আসাদুল টাকা না পরিশোধ করে তালবাহনা করছিলো। রবিবার বিকেলে রবিউল টাকা চাইলে দুইজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে রাতে আসাদুল তার দুই ছেলে আকুল ও আকাশ আরও কয়েকজন সাথে করে চাঁদ মার্কেটে এসে রবিউলের উপর হামলা চালায়। এসময় আল আমিন এবং লিটন প্রতিবাদ করলে আকুল ও আকাশের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আল আমিন এবং লিটনকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অপারেশন থিয়েটারে আলামিনের মৃত্যু হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা(আরএমও) হোসেন ইমাম বলেন, ধারালো কিছু দিয়ে পেটে আঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে ছেলেটির মৃত্যু হয়েছে।

এবিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন,ছুরিকাঘাতে আলামিন নামে একজনের মৃত্যু এবং একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

12/01/2025

কুষ্টিয়ার তালবাড়িয়া চাঁদ মার্কেট এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আলামিন নামে এক স্কুল ছাত্রকে কু'পিয়ে হ*ত্যা। আশংকাজনক অবস্থায় আরো একজন হাসপাতালে। নি'হত আল আমিন ওই এলাকার রবিউল সর্দারের ছেলে।

কুষ্টিয়ার বটতৈলে মাদক বিক্রির টাকা নিতে এসে জনগণের ধাওয়ায় পালালেন মাদক কর্মকর্তাআপডেট কুষ্টিয়া, ১২ জানুয়ারি ২০২৫।। মাদক ...
12/01/2025

কুষ্টিয়ার বটতৈলে মাদক বিক্রির টাকা নিতে এসে জনগণের ধাওয়ায় পালালেন মাদক কর্মকর্তা

আপডেট কুষ্টিয়া, ১২ জানুয়ারি ২০২৫।। মাদক বিক্রির টাকা আনতে গিয়ে স্থানীয়দের ধাওয়ায় পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এক কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত কর্মকর্তা কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী উপ-পরিদর্শক সোহরাব হোসেন (৪০) বলে জানা গেছে। অভিযুক্ত ওই কর্মকর্তা কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল মোড় এলাকার মৃত ইব্রাহিম মন্ডলের ছেলে মাদক ব্যবসায়ী ইসরাইল মন্ডল (৪০) এর সাথে মাদক ব্যবসা করে আসছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। মাদক ছাড়াও নারী দিয়ে দেহব্যবসা ও চুরির অভিযোগ রয়েছে অভিযুক্ত ইসরাইলের বিরুদ্ধে।

রবিবার (১৩ জানুয়ারি) বেলা ১২ টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বটতৈল মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে খবর পাওয়া যায়।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, অভিযুক্ত কর্মকর্তা প্রায়ই অভিযুক্ত ইসরাইলের বাড়িতে আসে। সাধারণত সকাল ১০ টার পরে যখন এলাকার পুরুষ মানুষ কাজে চলে যায় তখন অভিযুক্ত কর্মকর্তা একা অভিযুক্ত মাদক ব্যবসায়ীর বাড়িতে যায়। গিয়ে বিক্রির জন্য মাদকদ্রব্য দিয়ে আসে এবং পূর্বে দেওয়া মাদক বিক্রির টাকা নিয়ে আসে বলে স্থানীয় একটি সূত্র জানায়। ঘটনার দিন অভিযুক্ত কর্মকর্তা যথারীতি মাদকদ্রব্য দিতে ও টাকা আনতে গেলে স্থানীয়রা তাকে আটক এবং মুঠোফোন ছবি ও ভিডিয়ো ধারণের চেষ্টা করে। এসময় অভিযুক্ত কর্মকর্তা স্থানীয়দের মুঠোফোন কেড়ে নিয়ে ছবি ও ভিডিয়ো ডিলিট করে দেন। পরে তাঁদের আটক করে আসামি হিসাবে কোর্টে চালান দেবেন বলে হুমকি-ধামকি প্রদান করেন। এমতাবস্থায় স্থানীয়রা উত্তেজিত হলে অভিযুক্ত কর্মকর্তা অভিযুক্ত মাদক ব্যবসায়ীকে নিয়ে পালিয়ে যান। এছাড়াও অভিযুক্ত মাদক ব্যবসায়ী তার ভাইদের সহায়তায় প্রায় দশ বছর ধরে সস্ত্রীক মাদক ব্যবসা করে বলে স্থানীয়রা অভিযোগ করেন। মাদক ব্যবসা ছাড়াও অভিযুক্তরা বাইরে থেকে নারী এনে দেহব্যবসা করান বলে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে। এসব কাজে অভিযুক্ত মাদক ব্যবসায়ীর ভাই তারিফের স্ত্রী রাশিদা সর্বাত্মক সহযোগিতা করেন বলে জানান সূত্রটি। মাদক সেবন ও অসামাজিক কর্মকান্ড করতে আসা ব্যক্তিরা আশেপাশের বাড়ি থেকে স্বর্ণালংকার ও আসবাবপত্র সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যান বলে স্থানীয়রা অভিযোগ করেন। তাছাড়াও অভিযুক্তদের অসামাজিক কার্যালাপের শ্রুটিকটু আওয়াজে আশেপাশের মানুষ ঘুমাতে পারেন না বলে জানান তাঁরা। তাদের এসব মাদক ও অসামাজিক কার্যালাপের কুপ্রভাব সমাজের কিশোর ও যুবকদের বিপথে নিয়ে যাচ্ছেন বলে। এমতাবস্থায় স্থানীয়রা অভিযুক্ত কর্মকর্তা ও মাদক ব্যবসায়ীর দৃষ্টান্তমূলক শাস্তি ও স্থায়ীভাবে এসব কর্মকান্ড বন্ধের দাবি জানান।

এবিষয়ে অভিযুক্ত মাদক ব্যবসায়ী ইসরাইলের বক্তব্য নিতে যোগাযোগ করার চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি।

অভিযুক্ত কর্মকর্তা সোহরাব হোসেন প্রতিবেদককে মুঠোফোনে বলেন, " আমি একাই গিয়েছিলাম। কোনো হামলা হয়নি। ওখানে মহিলারা আমার ছবি তুলছিল,ভিডিয়ো করছিল। তখন আমার খারাপ লাগছিল। আমি চার বছর কুষ্টিয়াতে আছি। মহিলাকে বললাম, কেন ছবি তুলছেন? পরে উনি বলছে, ভিডিয়ো মুছে দিচ্ছি। আমি চলে আসলাম। ওর ওকানে অনেক কম্প্লেইন। আমার ওয়াইফের আপন বড়ো ভাই ভোলার ডিসি। আমার ছোট ভাই যমুনা টেলিভিশনের তুহিন আব্দুল্লাহ। আমার ওয়াইফ গভরমেন্ট প্রাইমারি স্কুলের টিচার। আমার তো টাকার অভাব নেই। দুইজন সরকারি চাকরি করি। মানুষ আসলে ভালো কাজে হেল্প করে না। আমার ডিপার্টমেন্টও হেল্প করছে না।"

কুষ্টিয়া মাদকব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এক কর্মকর্তা জানান, একা একা কোনো অভিযান পরিচালনা করা যায় না।"

12/01/2025

কিভাবে-কারা হামলা চালিয়েছে জানালেন আ'হতরা।কুষ্টিয়ার মিরপুরে মিটন বুড়াপাড়ায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়াকে কেন্দ্র করে ব্যাপক সংঘ'র্ষে ৩৫ জন আহ'ত

12/01/2025

চরম দুর্ভোগে যাত্রীরা....

রাজবাড়ী ও কু‌ষ্টিয়া জেলার বাস শ্রমিক‌দের দ্ব‌ন্দের জে‌রে রাজবাড়ী-কুষ্টিয়া রুটে বাস চলাচল বন্ধ !!

এলাকায় চরম উত্তেজনা........কুষ্টিয়ার মিরপুর উপজেলার বুরাপাড়ায় হামলায় জামায়াতের ৩৫ জন র'ক্তা'ক্ত জখম আপডেট কুষ্টিয়া, ১২ জ...
12/01/2025

এলাকায় চরম উত্তেজনা........
কুষ্টিয়ার মিরপুর উপজেলার বুরাপাড়ায় হামলায় জামায়াতের ৩৫ জন র'ক্তা'ক্ত জখম

আপডেট কুষ্টিয়া, ১২ জানুয়ারি ২০২৫।। ,বিদ্যালয়ের সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মেটন বুরাপাড়ায় জাসদের হামলায় জামায়াতের ৩৫ জন রক্তাক্ত হয়েছে। গুরুতর আহতাবস্থায় তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, কুষ্টিয়ার মিরপুর উপজেলার মেটন বুরাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি,জামায়াত ও জাসদের নেতাকর্মীরা সভাপতির নাম প্রস্তাব করেন। এডহক কমিটিতে জামায়াতের পক্ষ থেকে আমলা ইউনিয়ন জামায়াতের আমীর নাসিম রেজা মুকুলের আবেদন জমা দেন। কিন্তু বিএনপি নামধারী জাসদের সন্ত্রাসী ক্যাডাররা বল প্রয়োগ করে তাদের মনোনীত ব্যক্তিকে সভাপতি বানানোর জন্য চক্রান্ত ও ষড়যন্ত্র করেন।
এ সমস্যা সমাধানের জন্য জামায়াতের নেতৃবৃন্দ বিএনপির স্থানীয় নেতা ও প্রশাসনের সহযোগিতা চেয়েও ব্যর্থ হন। অবশেষে এ সমস্যাটি জটিল রুপ নেয়। স্থানীয় গ্রাম্য ক্রোন্দল সংঘাত সংঘর্ষে রুপ নেয়।
এক পর্যায়ে রোববার বিকালে বিএনপি নামধারী জাসদ সন্ত্রাসী ক্যাডাররা দেশায় ও আগ্নেয়াস্ত্র নিয়ে স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে। জাসদের ক্যাডাররা জামায়াতের নেতাকর্মীদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। আহত হয় জামায়াতের রুকন হাবিবুর রহমান(৪২), মকলেস হোসেন (৪০)সহ ৩০/৩৫ জন। আহতদের উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে জামায়াতের জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম জানান, বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট জটিল সমস্যা সমাধানের জন্য জামায়াতের নেতৃবৃন্দ বিএনপি নেতা ও প্রশাসনের শরণাপন্ন হন। স্থানীয় বিএনপি নেতারা সমস্যা সমাধানের আশ^াসও দেন। কিন্তু সে সমস্যার সমাধান আর হয়নি। ইতিমধ্যেই জাসদের ক্যডাররা তাদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। অবিলম্বে দোষীদের আটক করে আইনের মাধ্যমে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানায়।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিততি শান্ত করতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

12/01/2025

কুষ্টিয়ার মিরপুর উপজেলার বুরাপাড়ায় বিএনপি জামায়াতের সং ঘ'র্ষ।

আহত বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন।

তেমন কিছু না ছবিতে এ এস আই সোহরাব হোসেনের মোটরসাইকেলে মাদক ব্যবসায়ী ইসরাইল ! মাদক ব্যবসায়ী কুষ্টিয়ার বটতৈল এলাকার ইসরাই...
12/01/2025

তেমন কিছু না ছবিতে এ এস আই সোহরাব হোসেনের মোটরসাইকেলে মাদক ব্যবসায়ী ইসরাইল ! মাদক ব্যবসায়ী কুষ্টিয়ার বটতৈল এলাকার ইসরাইলের এর কাছে প্রতিমাসে দু একবার কুষ্টিয়া মাদক অধিদপ্তরের এ এস আই সোহরাব একা এসে ইসরাইলকে তার মোটরসাইকেলে উঠিয়ে আড়ালে কখনো মাঠের মধ্যে নিয়ে যান। কিছুক্ষণ পরে আবার নামিয়ে দিয়ে যান। আজও এসেছিলেন....। এলাকাবাসীর অভিযোগ মাদক ব্যবসায়ীকে ধরতে নয়, মাদক বিক্রি করতে আসেন তিনি..... বিস্তারিত আসছে.....

বিয়ের মাত্র দুই মাসেই কুষ্টিয়ার মেয়ে শাহানাজ এর ঢাকায় রহস্যজনক মৃত্যুআপডেট কুষ্টিয়া,১২ জানুয়ারি ২০২৫।। কুষ্টিয়ার মেয়ে আম...
12/01/2025

বিয়ের মাত্র দুই মাসেই কুষ্টিয়ার মেয়ে শাহানাজ এর ঢাকায় রহস্যজনক মৃত্যু

আপডেট কুষ্টিয়া,১২ জানুয়ারি ২০২৫।। কুষ্টিয়ার মেয়ে আমলা সদরপুরের সাবেক সেনা কর্মকতা আবু দাউদ ও মাসুমা খাতুন দম্পতির এক মাত্র মেয়ে সাহানাজ তাবাজসুম (৩৪) ঢাকা বাসায় রহস্যজনক মৃত্যু হয়েছে। ঢাকার বাসা থেকে ঝুলন্ত মর'দেহ উদ্ধার করেছে পুলিশ। উত্তরা ১৮ নাম্বার সেক্টরের কলাবতী ভবন থেকে ওই গৃহবধূ তাবাসসুমের মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। পরে সন্দেহভাজন স্বামী নাহিদ হাসনাতকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

মাত্র ১ মাস ২৫ দিন আগে শাহনাজ তাবাসসুম এর বিয়ে হয় নাহিদ হাসানের সাথে। ভালোবেসে বিয়ে করেন তারা।

নাহিদ একই এলাকা কুষ্টিয়ার মিরপুরের আমলা সদরপুরের মৃত মাহবুব হোসেনের ছেলে।

তাবাসসুম এর মা মাসুমা খাতুনের দাবি তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে শ্বশুরবাড়ির লোকজন।
(ছবি: স্বামী নাহিদ এর সাথে তাবাসসুম ও মর'দেহ)

12/01/2025

মাদক ব্যবসায়ী কুষ্টিয়ার বটতৈল এলাকার ইসরাইলের কাছে মাদক বিক্রির টাকা নিতে এসে এলাকাবাসীর ধাওয়া খেয়ে পালালেন কুষ্টিয়া মাদক অধিদপ্তরের এ এস আই সোহরাব ।

ওই এলাকার মাদক ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিমাসে মাসোয়ারা আদায় করেন বলে অভিযোগ এলাকাবাসীর।

12/01/2025

মাদক ব্যবসায়ী কুষ্টিয়ার বটতৈল এলাকার ইসরাইলের কাছে মাদক বিক্রির টাকা নিতে এসে এলাকাবাসীর ধাওয়া খেয়ে পালালেন কুষ্টিয়া মাদক অধিদপ্তরের সৌরভ অরফে সোহরাব হোসেন ।

ওই এলাকার মাদক ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিমাসে মাসোয়ারা আদায় করেন বলে অভিযোগ এলাকাবাসীর।

12/01/2025

LIVE ⏪(🔴)⏩সরাসরি
ভারতের বর্ধমান জেলার মাইথন পিকনিক স্পট থেকে।

জুলাই ঘোষণাপত্রে ৭ বিষয় অন্তর্ভুক্ত করার দাবিতে কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ আপডেট কুষ্টিয়া, ১১ ...
11/01/2025

জুলাই ঘোষণাপত্রে ৭ বিষয় অন্তর্ভুক্ত করার দাবিতে কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ

আপডেট কুষ্টিয়া, ১১ জানুয়ারি ২০২৫।। জুলাই ঘোষণাপত্রে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কার করা সহ ৭টি বিষয় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

শনিবার (১১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে দুটি সংগঠনের পক্ষ থেকে কুষ্টিয়ার নেতৃবৃন্দ শহরের জিলা স্কুল এলাকা থেকে মজমপুর গেট হতে এন এস রোডের ব্যবসায়ী সহ পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান। এছাড়াও পারভেজ মোশারফ, বেলাল হোসেন বাধন, সায়াদ ইসলাম শ্রেষ্ঠ, হাফিজ আল মাসুম,সুলতান মাহমুদ,সুমন,আব্দুল্লাহ আল মাহমুদ,আবির মাহমুদ সহ অনেকে।

জাতীয় নাগরিক কমিটি কুষ্টিয়া জেলা থেকে রফিকুল্লাহ কালবি, সুলতান মারুফ তালহা, আলী মুজাহিদ, সোয়াইব হাসান রাইয়ান, শাহীন রিংকু, রাসেল পারভেজ, সাইফুল্লাহ, ফিরোজ আহমেদ প্রমূখ।

এদিকে তাদের কর্মসূচিতে যেসব দাবি জানানো হয়।

১। জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করতে হবে।

২। ঘোষণাপত্রে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর নেতৃত্ব পরিষ্কারভাবে উল্লেখ থাকতে হবে।

৩। অভ্যুত্থানে আওয়ামী খুনি ও দোসরদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করতে হবে।

৪। ১৯৪৭ সালের পাকিস্তান আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কার করতে হবে।

৫। ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করতে হবে।

৬। নতুন রাজনৈতিক বন্দোবস্তে সব ধরনের বৈষম্য নিরসনের মধ্য দিয়ে নাগরিক পরিচয় প্রধান করে রাষ্ট্রকাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি থাকতে হবে।

৭। জুলাই অভ্যুত্থানের একমাত্র প্রধান লক্ষ্য আওয়ামী ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করা ছিল না; বরং গত ৫৩ বছরের বৈষম্য, শোষণ ও ফ্যাসিবাদি রাজনৈতিক ব্যবস্থা বিলোপ করার লক্ষ্যে এ অভ্যুত্থান সংঘটিত হয়েছে। সুতরাং বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো বিলোপ করতে সব ধরনের সংস্কারের ওয়াদা দিতে হবে।

দীর্ঘদিন যাবত কুষ্টিয়া পৌর গোরস্থানের মধ্যে এভাবেই কবরের উপরে গাছগুলো পড়ে আছে। এ ব্যাপারে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃ...
11/01/2025

দীর্ঘদিন যাবত কুষ্টিয়া পৌর গোরস্থানের মধ্যে এভাবেই কবরের উপরে গাছগুলো পড়ে আছে। এ ব্যাপারে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হইল।

11/01/2025

কুষ্টিয়ার সৈয়দ মাছ উদ রুমী সেতু'র অদুরে ব্রিজ ঘাটে ড্রামট্রাক চাপায় একজন নি'হত! পরে পুলিশের সামনেই উত্তে'জনা- হা'তাহা'তি!
এ ঘটনায় গুরুতর আহ'ত আরও ৩ জনকে নেয়া হয়েছে হাসপাতালে।

এই মাত্র পাওয়া....কুষ্টিয়ার সৈয়দ মাছ উদ রুমী সেতু'র অদুরে ব্রিজ ঘাটে ড্রামট্রাক চাপায় এক ভ্যানচালক নি'হত! এ ঘটনায় গুরুতর...
11/01/2025

এই মাত্র পাওয়া....

কুষ্টিয়ার সৈয়দ মাছ উদ রুমী সেতু'র অদুরে ব্রিজ ঘাটে ড্রামট্রাক চাপায় এক ভ্যানচালক নি'হত! এ ঘটনায় গুরুতর আহ'ত আরও ৩ জনকে নেয়া হচ্ছে হাসপাতালে......

Address

Kushtia
7002

Alerts

Be the first to know and let us send you an email when আপডেট কুষ্টিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আপডেট কুষ্টিয়া:

Videos

Share