কুষ্টিয়া শহরের হাউজিং এলাকায় উচ্ছেদ অভিযান করতে এসে তোপের মুখে ম্যাজিস্ট্রেট, পরে যা ঘটলো।
কুষ্টিয়ার তালবাড়িয়া চাঁদ মার্কেট এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আলামিন নামে এক স্কুল ছাত্রকে কু'পিয়ে হ*ত্যা। আশংকাজনক অবস্থায় আরো একজন হাসপাতালে। নি'হত আল আমিন ওই এলাকার রবিউল সর্দারের ছেলে।
খাজানগরে গৃহবধূর উপর সংঘবদ্ধ হামলা
আপডেট কুষ্টিয়া,১০ জানুয়ারি ২০২৫।। কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের খাজানগর উত্তর পাড়ায় এক গৃহবধূর বসতবাড়ির ভিতরে ঢুকে সংঘবদ্ধ মহিলারা হামলা চালিয়ে মারাত্মক আহত করেছে খালেক শেখের কন্যা জোহরা খাতুনকে ।
এলাকাবাসীর হস্তক্ষেপের কারণে বেঁচে গেলেন গৃহবধূ জোহরা মরণাপন্ন অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল রোগী সূত্রে জানা গেছে শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে এক এলাকার ওয়াজুদ্দির স্ত্রী পারভিন, রশিদ আলীর স্ত্রী শুকুর জান,দুলালের স্ত্রী জুঁই,শওকত মোল্লার স্ত্রী শিল্পী খাতুন,সাইদুলের স্ত্রী শেফালী,সালাম আলীর কন্যা পলি খাতুন লাঠি,লোহার রড দিয়ে মুখ বেঁধে বেধড়ক মারপিট করে বর্বরোচিত ভাবে।
নির্যাতীতা জোহরা জানায় তিন দফা তাকে নির্যাতন করা হয়েছে। নির্যাতনে স
কিভাবে-কারা হামলা চালিয়েছে জানালেন আ'হতরা।কুষ্টিয়ার মিরপুরে মিটন বুড়াপাড়ায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়াকে কেন্দ্র করে ব্যাপক সংঘ'র্ষে ৩৫ জন আহ'ত
LIVE ⏪(🔴)⏩সরাসরি
ভারতের বর্ধমান জেলার মাইথন পিকনিক স্পট থেকে।
কুষ্টিয়ার সৈয়দ মাছ উদ রুমী সেতু'র অদুরে ব্রিজ ঘাটে ড্রামট্রাক চাপায় একজন নি'হত! পরে পুলিশের সামনেই উত্তে'জনা- হা'তাহা'তি!
এ ঘটনায় গুরুতর আহ'ত আরও ৩ জনকে নেয়া হয়েছে হাসপাতালে।
কুষ্টিয়ার আদম ব্যবসায়ী বিপুলের মাধ্যমে সাড়ে ৫ লাখ টাকায় সাপ্লাই ভিসায় সৌদি গিয়ে ৮ মাস বেকার থাকা নাফিজ এর আক্ষেপ। পর্ব- ৩
ছুটির দিনেও মেট্রো ট্রেনে যাত্রী একেবারে কমনয়।
খাজানগরে গৃহবধূর উপর সংঘবদ্ধ হামলা !
আপডেট কুষ্টিয়া,১০ জানুয়ারি ২০২৫।। কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের খাজানগর উত্তর পাড়ায় এক গৃহবধূর বসতবাড়ির ভিতরে ঢুকে সংঘবদ্ধ মহিলারা হামলা চালিয়ে মারাত্মক আহত করেছে খালেক শেখের কন্যা জোহরা খাতুনকে ।
এলাকাবাসীর হস্তক্ষেপের কারণে বেঁচে গেলেন গৃহবধূ জোহরা মরণাপন্ন অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল রোগী সূত্রে জানা গেছে শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে এক এলাকার ওয়াজুদ্দির স্ত্রী পারভিন, রশিদ আলীর স্ত্রী শুকুর জান,দুলালের স্ত্রী জুঁই,শওকত মোল্লার স্ত্রী শিল্পী খাতুন,সাইদুলের স্ত্রী শেফালী,সালাম আলীর কন্যা পলি খাতুন লাঠি,লোহার রড দিয়ে মুখ বেঁধে বেধড়ক মারপিট করে বর্বরোচিত ভাবে।
নির্যাতীতা জোহরা জানায় তিন দফা তাকে নির্যাতন করা হয়েছে। নির্যাতনে
কুষ্টিয়ার চৌড়হাসের আদম ব্যাপারী বিপুল মিথ্যা প্ররোচনায় তিন যুবককে বিদেশ নিয়ে গিয়ে অসহায় করে দিয়েছে। বিদেশে ভুক্তভোগীদের প্রতিশ্রুত কাজ দেয়নি। একজন মরুভূমিতে মানবেতর জীবনযাপন করছে। ভুক্তভোগীর পরিবার তার কাছে প্রতিকার চাইলে তিনি বাড়ির উপরে লোকজন নিয়ে গিয়ে হু'ম'কি দেয়। ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ দিলে তাদের উপর চড়াও হন। এই অভিযুক্ত প্রভাবশালী আদম ব্যাপারীর কবল থেকে মুক্তি চাই ভুক্তভোগী ও তাদের পরিবার।
পর্ব-২
Tik Tok শেষ করে দিচ্ছে হাজারো মানুষের জীবন। ঢাকা ইপিজেইডে এভাবে বিচারের দাবীতে ঘুরছেন রাস্তায় টিকটকার নারী। আপডেট কুষ্টিয়া
কুষ্টিয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল।