Islamic University Film Society - ইসলামী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ

  • Home
  • Bangladesh
  • Kushtia
  • Islamic University Film Society - ইসলামী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ

Islamic University Film Society - ইসলামী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ "Committed to honest film society movement"
Ested: 2010

TSCC,Islamic University,Kushtia,Bangladesh.
(6)

চলচ্চিত্রের ন্যায় জটিল ও বহুমূখী শিল্পমাধ্যমের সাথে সংযোগ সাধনের জন্য সুস্থ ধারার চলচ্চিত্রের বিকাশের লক্ষ্যে এবং সর্বোপরি চলচ্চিত্র সংস্কৃতি নির্মানের মহান উদ্দেশ্যে সৎ চলচ্চিত্র সংসদ আন্দোলনের প্রয়োজন রয়েছে। এই তাগিদ অনুভব করে ইসলামী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ প্রতিষ্ঠাকাল থেকে কাজ করে যাচ্ছে।

ক) সুস্থ ধারার শিল্পমান সমৃদ্ধ চলচ্চিত্র কর্মের প্রদর্শনী আয়োজনের মাধ্যমে প্রত্যক্ষ ভাবে চলচ্চিত্র

সমঝদার দর্শক সৃষ্টি করা।
খ) চলচ্চিত্র বিষয়ক পঠন-পাঠন দ্বারা মাধ্যমটি কে যথার্থ রূপে উপলব্ধি করা।
গ) চলচ্চিত্র বিষয়ক বুলেটিন,সাময়িকী ও পত্র-পত্রিকা প্রকাশনার মাধ্যমে চলচ্চিত্র সংস্কৃতির বিকাশ ঘটানো।
ঘ) চলচ্চিত্র বিষয়ক বইয়ের পাঠাগার ও চলচ্চিত্রের সংগ্রহশালা নির্মান।
ঙ) চলচ্চিত্র বিষয়ক সভা, সেমিনার, সিম্পোজিয়াম ও ফিল্ম এপ্রিসিয়েশন কোর্সসহ অন্যান্য গঠন মূলক কার্যক্রম গ্রহন করা।

বৃষ্টির এই দিনে দেখতে পারেন সিনেমা। বার বার পরিচালকদের হাত ধরে চলচ্চিত্রে ফিরে এসেছে বৃষ্টির কথা। ১ম ছবিঃ ‘পথের পাঁচালী’...
29/06/2024

বৃষ্টির এই দিনে দেখতে পারেন সিনেমা। বার বার পরিচালকদের হাত ধরে চলচ্চিত্রে ফিরে এসেছে বৃষ্টির কথা।

১ম ছবিঃ ‘পথের পাঁচালী’
সাদা কালো ফ্রেম, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আর সেই বৃষ্টিতে ভিজে এক দিদি তার ভাইয়ের মাথায় ঢাকা দিয়ে বলে চলেছে ‘নেবুর পাতায় করমচা, এই বৃষ্টি ধরে যা’। অপু-দুর্গার এই বৃষ্টিতে ভেজার দৃশ্য বাংলা তথা বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম আইকনিক দৃশ্য। ১৯৫২ সালে সত্যজিৎ রায় ‘পথের পাঁচালী’ ছবির শুটিং শুরু করেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসের ভিত্তিতে নির্মিত এই সিনেমার বিভিন্ন দৃশ্যে বৃষ্টি ছিল নায়কের পরিপন্থী। প্রাকৃতিক বৃষ্টিতে শুটিং করার কারণে বহুদিন অপেক্ষা করতে হয়েছিল সত্যজিৎ রায়কে। ছাতা মাথায় বসে থাকা এক ব্যক্তির মাথায় বৃষ্টির প্রথম ফোঁটা পড়া, পুকুরের জলে বৃষ্টি পড়ার শব্দ আবার প্রকৃতির মাঝে দাঁড়িয়ে দুই ভাই বোনের ভিজে চলা এই প্রতিটি দৃশ্যই যেন সিনেমার ইতিহাসে কালজয়ী দৃশ্য।

২য় ছবিঃ ‘মেঘে ঢাকা তারা’
বাংলা সিনেমার আরেক কালজয়ী সিনেমা 'মেঘে ঢাকা তারা'। ঋত্বিক ঘটক পরিচালিত এই ছবির সেই বিখ্যাত দৃশ্য যেখানে নীতা বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে আর পিছনে দাঁড়িয়ে রয়েছে তাংর দাদা। সেদিনও ভীষণ বৃষ্টি। কোথাও কি নীতার মনের কোনে জমে থাকা দুঃখেরই বহিঃপ্রকাশ এই বৃষ্টি! নাকি সেই বৃষ্টি মেঘকে সরিয়ে আরও সুস্পষ্ট করে দিয়েছিল আকাশের তারাকে? এই দৃশ্য নিয়ে বিশ্লেষণ রয়েছে বহু।

৩য় ছবিঃ ‘রেইনকোট’
ঋতুপর্ণ ঘোষ পরিচালিত এই ছবি এক বৃষ্টির দিনে দু’জন মানুষের স্মৃতি রোমন্থনের কথা বলে। ব্যবসার কাজে কলকাতা শহরে এসে বিনোদ এক বৃষ্টির দিনে তাঁর প্রাক্তন প্রেমিকা নীরজার সঙ্গে দেখা করতে যান। বাইরে বৃষ্টি আর দু’জনে ওল্টাতে থাকে একের পর এক স্মৃতির পাতা। ও হেনরির ‘দ্য গিফট অফ ম্যাজাই’ অবলম্বনে নির্মিত এই সিনেমায় বৃষ্টি যেন রূপকের ভূমিকা পালন করেছে। আর সেই অনুভূতিকেই আরও জোরদার করেছে এই ছবির গান।

৪র্থ ছবিঃ ‘উনিশে এপ্রিল’
ঋতুপর্ণ ঘোষ তাঁর বেশিরভাগ ছবিতেই বৃষ্টির বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। এরই মধ্যে উল্লেখযোগ্য একটি ছবি ‘উনিশে এপ্রিল’। মায়ের প্রতি মেয়ের অভিমান, রাগ, দুঃখ সবটাই বেরিয়ে আসে এক ঝড়ের রাতে। বাইরে বৃষ্টির ঝমঝম শব্দ। বাড়িতে সকলের অনুপস্থিতির সুযোগে রাগে অভিমানে আত্মহত্যার চেষ্টা করে অদিতি। কিন্তু প্রবল বৃষ্টি আর ঝড়ের কারণেই বাড়ি ফিরতে বাধ্য হন সরোজিনী। আর সেই রাতেই বৃষ্টির জলের সঙ্গেই ধুয়ে যায় মা ও মেয়ের মধ্যে তৈরি হওয়া সমস্ত ক্লেশ।

সোর্সঃ আনন্দবাজার

শুভ জন্মদিন কিংবদন্তি মৃণাল সেন ১৯২৩ সালের ১৪ মে বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহণ করেন প্রখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র পর...
14/05/2024

শুভ জন্মদিন কিংবদন্তি মৃণাল সেন

১৯২৩ সালের ১৪ মে বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহণ করেন প্রখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও লেখক মৃণাল সেন।
১৯৫৫ সালে মৃণাল সেনের প্রথম পরিচালিত সিনেমা ‘রাত-ভোর’ মুক্তি পায়। তার দ্বিতীয় সিনেমা ‘নীল আকাশের নীচে’ তাকে স্থানীয় পরিচিতি এনে দেয়। আর তৃতীয় সিনেমা ‘বাইশে শ্রাবণ’ থেকে তিনি আন্তর্জাতিক পরিচিতি পান।

১৯৬৯ সালে তার পরিচালিত সিনেমা ‘ভুবন সোম’ মুক্তি পায়। এই সিনেমায় বিখ্যাত অভিনেতা উৎপল দত্ত অভিনয় করেছিলেন। এটি অনেকের মতে মৃণাল সেনের শ্রেষ্ঠ সিনেমা।

‘ইন্টারভিউ’ (১৯৭১), ‘কলকাতা ৭১’ (১৯৭২) এবং ‘পদাতিক’ (১৯৭৩) সিনেমার তিনটির মাধ্যমে তিনি তৎকালীন কলকাতার অস্থির অবস্থাকে তুলে ধরেছিলেন। মধ্যবিত্ত সমাজের নীতিবোধকে মৃণাল সেন তুলে ধরেন তার খুবই প্রশংসিত দুটি সিনেমা ‘এক দিন প্রতিদিন’ (১৯৭৯) এবং ‘খারিজ’ (১৯৮২) এর মাধ্যমে।
‘খারিজ’ ১৯৮৩ সালের কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পেয়েছিল। ১৯৮০ সালের চলচ্চিত্র ‘আকালের সন্ধানে’।

তার শেষ সিনেমা ‘আমার ভুবন’ মুক্তি পায় ২০০২ সালে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর মৃণাল সেন নিজ বাসভবনে ৯৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের আজ শুভ জন্মদিন। চলচ্চিত্র নির্মাতা ছাড়াও তিনি ছিলেন একাধারে চলচ্চিত্র পরিচালক...
02/05/2024

কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের আজ শুভ জন্মদিন। চলচ্চিত্র নির্মাতা ছাড়াও তিনি ছিলেন একাধারে চলচ্চিত্র পরিচালক, সংগীত পরিচালক, চিত্রনাট্যকার, চিত্রকর ও লেখক।
১৯২১ সালের ২ মে কলকাতায় জন্মগ্রহণ করেন সত্যজিৎ রায়। কলকাতায় জন্ম হলেও তার পৈত্রিক নিবাস কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার মসুয়া গ্রামে।

উপেন্দ্রকিশোরের ছেলে সুকুমার রায় ছিলেন বাংলা সাহিত্য জনক ও শিশু সাহিত্যের সেরা লেখকদের একজন। দক্ষ চিত্রকর ও সমালোচক হিসেবেও সুকুমারের খ্যাতি ছিল। তারই সুযোগ্য একমাত্র সন্তান সত্যজিৎ রায়।
প্রেসিডেন্সি কলেজ ও শান্তিনিকেতনে পড়াশোনা করেন সত্যজিৎ রায়। তবে পড়াশোনার পর গতানুগতিক পেশায় নিজেকে জড়াতে পারেননি সত্যজিৎ। চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন ছিল তার। সে স্বপ্ন হাজারো ডানা পেতে শুরু করে ১৯৪৯ সালে ফ্রেন্স পরিচালক জঁ রনোয়ার সঙ্গে পরিচয়ের পর।

১৯৪৯ সালে ফরাসী পরিচালক জঁ রনোয়ার তার ‘দি রিভার’ চলচ্চিত্রের শুটিংয়ের জন্য কলকাতায় আসেন। আর ওই সময়ই তার সঙ্গে পরিচয় হওয়ার সুযোগ ঘটে সত্যজিতের।

সাক্ষাতে সত্যজিৎ রনোয়ারের সঙ্গে ‘পথের পাঁচালী’র চলচ্চিত্রায়ণ নিয়ে কথা বলেন। তার সিনেমা নির্মাণের পরিকল্পনা শুনে রনোয়ার তাকে এগিয়ে যেতে উৎসাহ দেন। তার ৬ বছর পরই ১৯৫৫ সালে সত্যজিৎ নির্মাণ করেন তার প্রথম ছবি ‘পথের পাঁচালী’।

প্রথম ছবিতেই ছক্কা হাঁকান খ্যাতিমান এ নির্মাতা। সিনেমাটি ১১টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে, যার মধ্যে অন্যতম ছিল কান চলচ্চিত্র উৎসবে ‘বেস্ট ডকুমেন্টরি ফিল্ম’ অর্জন।
চলচ্চিত্রের পাশাপাশি সাহিত্যকর্মেও তার অগাধ দক্ষতা ছিল। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প লিখেছেন তিনি। ফেলুদা, প্রফেসর শঙ্কু, তাড়িনি খুড়ো তার অমর চরিত্র।
বাঙালির অস্কার বিজয়ের সুখও আসে একমাত্র তার হাত ধরেই। ৩২টি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি সত্যজিৎ রায় পেয়েছেন ‘বিবিসির শ্রেষ্ঠ বাঙালি’ (১৩তম) উপাধি। পাশাপাশি, তার সাফল্যের ঝুঁড়িতে আছে পদ্মভূষণ ও ভারতরত্নের মতো সম্মানজনক পুরস্কার।

৩৭ বছরের বর্ণিল সাফল্যে ভরা কর্মজীবনের সমাপ্তি ঘটে ৭১ বছরে। জীবনের অমোঘ সত্য মৃত্যুতে গুণী এ নিমার্তা চলে গেলেও. চলচ্চিত্রপ্রেমীদের মননে আজীবন অক্ষুণ্ণ থাকবে সত্যজিৎ রায় নামটি।

৪৬তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (এমআইএফফ) স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছে 'এক কারখানার তিন কর্মীর যাপিত জীবন নিয়ে ...
28/04/2024

৪৬তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (এমআইএফফ) স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পেয়েছে 'এক কারখানার তিন কর্মীর যাপিত জীবন নিয়ে তৈরি' নির্মাতা আসিফ ইসলামের সিনেমা ‘নির্বাণ’

নির্বাণ চলচ্চিত্রের একটি দৃশ্য*

প্রয়াণ দিবসে সত্যজিৎ রায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা 💐
23/04/2024

প্রয়াণ দিবসে সত্যজিৎ রায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা 💐

ঈদ নিয়ে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। ইসলামী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিত...
10/04/2024

ঈদ নিয়ে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। ইসলামী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা।

২০১০ সালের ০৪ এপ্রিল কয়েকজন সিনেমা পাগল স্বাপ্নিক তরুণের হাত ধরে যাত্রা শুরু করে ইসলামী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। আজ...
04/04/2024

২০১০ সালের ০৪ এপ্রিল কয়েকজন সিনেমা পাগল স্বাপ্নিক তরুণের হাত ধরে যাত্রা শুরু করে ইসলামী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। আজ ০৪ এপ্রিল, ইসলামী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী।
ইসলামী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সকল কর্মী, শুভাকাঙ্ক্ষীসহ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
ইসলামী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের এই দীর্ঘ পথ পরিক্রমায় যারা পাশে ছিলেন সবসময় সবাইকে জানাই কৃতজ্ঞতা।

সবাইকে জাতীয় চলচ্চিত্র দিবসের শুভেচ্ছা। এবারের চলচ্চিত্র দিবসের মূল প্রতিপাদ্য হলো, ‘আমাদের চলচ্চিত্র আমাদের অহংকার, প্র...
03/04/2024

সবাইকে জাতীয় চলচ্চিত্র দিবসের শুভেচ্ছা।
এবারের চলচ্চিত্র দিবসের মূল প্রতিপাদ্য হলো, ‘আমাদের চলচ্চিত্র আমাদের অহংকার, প্রেক্ষাগৃহে দেখব ছবি এই হোক অঙ্গিকার’।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের এই দিনে তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরবর্তীতে দিনটিকে স্মরণ করে ২০১২ সাল থেকে জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন করা হয়।

Filmmaker Zahir Raihan used to call the film ‘Let There Be Light’ his dream project. He had also shot parts of the film ...
02/04/2024

Filmmaker Zahir Raihan used to call the film ‘Let There Be Light’ his dream project. He had also shot parts of the film back in 1970 but couldn’t complete it. The film hasn’t been released even after five decades.

Discover the untold story of Zahir Raihan's unfinished film 'Let There Be Light'. Despite being his dream project, the film remains unreleased even after five decades. Learn about the filmmaker's journey, the cast, and the challenges faced during the production. Find out how the film was rediscovere...

26/03/2024

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সকল বীর মুক্তিযোদ্ধাদের 💗

মহান স্বাধীনতা দিবসে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান, মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের। সবাইকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস...
26/03/2024

মহান স্বাধীনতা দিবসে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান, মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের। সবাইকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা।

25/03/2024

কালরাত্রিতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সকল শহীদদের। ১৯৭১ সালে বাংলাদেশের গণহত্যা নিয়ে এনবিসি টেলিভিশনের দূর্লভ ভিডিও প্রতিবেদন।

হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থী সিয়াম মির্জার চিকিৎসার অর্থ সংগ্রহের উদ্দেশ্যে আয়োজিত চ্যারিটি ফিল্ম ফেস্...
04/03/2024

হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থী সিয়াম মির্জার চিকিৎসার অর্থ সংগ্রহের উদ্দেশ্যে আয়োজিত চ্যারিটি ফিল্ম ফেস্টিভ্যালে এখন প্রদর্শিত হচ্ছে 'দ্য পারস্যুট অফ হ্যাপিনেস' চলচ্চিত্র 💗

04/03/2024

চলছে সত্যজিৎ রায় পরিচালিত "হীরক রাজার দেশে" চলচ্চিত্র 💗

ইবিসচের প্রেক্ষাগৃহ প্রস্তুত ✌️✌️কোলন ক্যান্সার আক্রান্ত সিয়াম মির্জাকে সহযোগিতা করতে চলে আসুন আগামীকাল সকাল ৯.৪৫ ঘটিকায়...
03/03/2024

ইবিসচের প্রেক্ষাগৃহ প্রস্তুত ✌️✌️
কোলন ক্যান্সার আক্রান্ত সিয়াম মির্জাকে সহযোগিতা করতে চলে আসুন আগামীকাল সকাল ৯.৪৫ ঘটিকায়।
ভেন্যু: বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তন, ইবি
সিনেমার টিকেট পাওয়া যাবে অডিটোরিয়াম প্রবেশদ্বারে।

বিস্তারিত কমেন্টে...

আগামী ৪ ও ৫ মার্চ ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইসলামী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে...
02/03/2024

আগামী ৪ ও ৫ মার্চ ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইসলামী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে বিশেষ চ্যারিটি ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে চারটি জনপ্রিয় চলচ্চিত্র।

কোলন ক্যান্সারে আক্রান্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিয়াম মির্জার চিকিৎসায় সাহায্যার্থে ‘চ্যারিটি ফি....

Address

TSCC Ground Floor, Islamic University
Kushtia
7003

Alerts

Be the first to know and let us send you an email when Islamic University Film Society - ইসলামী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islamic University Film Society - ইসলামী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ:

Videos

Share

Nearby media companies