Kushtia Tv কুষ্টিয়া টিভি

Kushtia Tv কুষ্টিয়া টিভি আপনার চারপাশের ঘটনা জানতে ও জানাতে আমাদের সাথেই থাকুন।

28/12/2024

কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জেরে ১২০০ মুরগি চুরি!
বিস্তারিত কমেন্টে...

28/12/2024

ওসি বললেন ১৫/১৬ বছর আমিও খুব নির্যাতনে ছিলাম। এমন সমাবেশ দেখলেই আসতে মন চাই, বক্তব্য দেওয়ার জন্য মন চাই। সবতো ইচ্ছা করলেই পারা যায় না। তিনি বিএনপি নেতাদেরকে আমাদের নেতৃবৃন্দ বলে সম্বোধন করে সকলকে এক থাকার আহবান জানান???

ওসি বলেন এমন সমাবেশ দেখলেই আসতে মন চাই, বক্তব্য দেওয়ার জন্য মন চাই। সবতো ইচ্ছা করলেই পারা যায় না। তিনি বিএনপি নেতাদের আম...
28/12/2024

ওসি বলেন এমন সমাবেশ দেখলেই আসতে মন চাই, বক্তব্য দেওয়ার জন্য মন চাই। সবতো ইচ্ছা করলেই পারা যায় না। তিনি বিএনপি নেতাদের
আমাদের নেতৃবৃন্দ বলে সম্বোধন করে সকলকে এক থাকার আহবান জানান???

কুষ্টিয়া সুগার মিলের যন্ত্রাংশ রাজশাহী সুগার মিলে স্থানান্তর করার চেষ্টা করা হলে স্থানীয় জনতা ও কুষ্টিয়া শ্রমিক কল্যা...
28/12/2024

কুষ্টিয়া সুগার মিলের যন্ত্রাংশ রাজশাহী সুগার মিলে স্থানান্তর করার চেষ্টা করা হলে স্থানীয় জনতা ও কুষ্টিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীদের বাঁধার মুখে পড়ে।

কুষ্টিয়ায় বিএনপি কর্মী সুজন মালিথাকে হত্যা মামলায় সাবেক এসপি গ্রেফতারকুষ্টিয়ায় বিএনপি কর্মী সুজন মালিথাকে বাড়ি থেকে তুলে...
26/12/2024

কুষ্টিয়ায় বিএনপি কর্মী সুজন মালিথাকে হত্যা মামলায় সাবেক এসপি গ্রেফতার

কুষ্টিয়ায় বিএনপি কর্মী সুজন মালিথাকে বাড়ি থেকে তুলে নিয়ে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি সাবেক পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে তাকে কুষ্টিয়ার আদালতে নেওয়া হয়। গত ২৪ তারিখ সিলেট থেকে তাকে গ্রেফতার করা হয়। উপ-পুলিশ কমিশনার তানভীর আরাফাত সিলেট রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত ছিলেন।
এর আগে ২০১৯ সালে তানভীর কুষ্টিয়ায় পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। সেসময় জামায়াত বিরোধী বক্তব্য, নির্বাচন চলাকালীন দায়িত্বরত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে দুর্ব্যবহার এবং সাংবাদিককে হত্যার হুমকি দেওয়াসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে তিনি বেশ আলোচিত হয়ে উঠেন। তার গ্রামের বাড়ি খুলনার খালিশপুর উপজেলায়।
তানভীর আরাফাতের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব বলেন, সাবেক এসপি তানভীর আরাফাতকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় বিএনপি কর্মী সুজন হত্যাসহ ২টি মামলা রয়েছে।
নিহত সুজন মালিথা কুষ্টিয়া সদর উপজেলার টাকিমারা গ্রামের ইসমাইল মালিথার ছেলে। মামলার বাদী সুজন হোসেন কুষ্টিয়া শহরের মিললাইন এলাকার লালন শাহ সড়কের আব্দুর রাজ্জাকের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে পুলিশের সাথে ক্রসফায়ারে সদর উপজেলার টাকিমারা এলাকার বিএনপি কর্মী সুজন মালিথা নিহত হয়। ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর গত ২৯ সেপ্টেম্বর নিহত সুজনের রাজনৈতিক বড় ভাই একই এলাকার সুজন হোসেন (৪২) বাদী হয়ে ওই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় তৎকালীন পুলিশ সুপার তানভীর আরাফাতকে প্রধান আসামী এবং কুষ্টিয়া মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন, কুষ্টিয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফসহ ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামি করা হয়।
মামলার এজাহারে বাদী সুজন হোসেন উল্লেখ করেন, বিএনপির কর্মী সুজন মালিথা নিয়মিত বিএনপির বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত থেকে নেতাকর্মীদের উৎসাহ প্রদান করতো। যার কারণে আসামিদের কাছে সুজন মালিথা শত্রু হিসেবে পরিণত হয়।
যার কারণে আসামিরা আমার দলীয় ছোট ভাইকে হত্যার ষড়যন্ত্র করতে থাকে। তারই জের ধরে ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে আসামিরা সকলে মিলে সুজনের বাসায় প্রবেশ করে এবং তাকে জোরপূর্বক তার বাসা থেকে তুলে নিয়ে অজ্ঞাতস্থানে চলে যায়। এর পর সুজন মালিথার পরিবারের লোকজন তাকে দীর্ঘক্ষণ খোঁজাখুজির একপর্যায়ে এলকাবাসীর মাধ্যমে জানতে পারি যে, পূর্ব শত্রুতার জের ধরে তাকে বাসা থেকে তুলে নিয়ে রাত ১টা ৩০ মিনিটে কুষ্টিয়া মডেল থানাধীন মোল্লাতেঘরিয়া পূর্ব ক্যানালের পাড়ে গুলি করে হত্যা করে।
পরের দিন লাশ উদ্ধারের পর নিহত সুজন মালিথার পরিবারের লোকজন আসামিদের কাছে গিয়ে সুজন মালিথাকে হত্যার কারণ জিজ্ঞাসা করলে তারা কোনো সদুত্তর না দিয়ে আমাদের তাড়িয়ে দেয়। পরবর্তীতে একাধিকবার উক্ত ঘটনার বিষয়ে মামলা করার চেষ্টা করলে আসামিরা আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখায়। ঘটনার বিষয়ে এলাকার অনেকেই অবগত আছেন।
২০২০ সালের ২১ ডিসেম্বর কুষ্টিয়ায় ‘কুমারখালী নাগরিক পরিষদ’র ব্যানারে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সেলিম আলতাফ। সেখানে অতিথি ছিলেন কুষ্টিয়ার তৎকালীন এসপি এস এম তানভীর আরাফাত।
তিনি তার বক্তব্যে বিরোধী পক্ষগুলোকে ‘তিনটি অপশন’ দেন । তানভীর আরাফাত বলেন, ‘এক. উল্টাপাল্টা করবা হাত ভেঙে দেব, জেল খাটতে হবে। দুই. একেবারে চুপ করে থাকবেন, দেশের স্বাধীনতা ও বঙ্গবন্ধুর ইতিহাস নিয়ে কোনো প্রশ্ন করতে পারবেন না। তিন. আপনার যদি বাংলাদেশ পছন্দ না হয়, তাহলে ইউ আর ওয়েলকাম টু গো ইউর পেয়ারা পাকিস্তান। ’

কুষ্টিয়ার সাবেক এসপি তানভীর আরাফাত গ্রে-প্তার। বিএনপির কর্মী সুজন মালিথাকে গু-লি করে হ-ত্যার অভি-যোগে তাকে গ্রে-প্তার কর...
26/12/2024

কুষ্টিয়ার সাবেক এসপি তানভীর আরাফাত গ্রে-প্তার। বিএনপির কর্মী সুজন মালিথাকে গু-লি করে হ-ত্যার অভি-যোগে তাকে গ্রে-প্তার করা হয়েছে। ঐ মাম-লার প্রধান আসা-মি তিনি।

25/12/2024

কুষ্টিয়ায় এক নারী পুলিশ সদস্যের আ-ত্মহ-ত্যা, কান্নায় ভেঙে পড়েছেন স্বামী!

24/12/2024

কুষ্টিয়া গড়াই নদীর সেই ভাইরাল কুমির আজ জেলেদের জালে আটকা পড়েছে, এই বিশাল আকৃতির কুমির নিয়ে চলছে দিনভর হৈচৈ। বন বিভাগ সারাদিন পর্যবেক্ষণ করে পুনরায় পদ্মা নদীতে ছেড়ে দেওয়া হলো।

24/12/2024

কুষ্টিয়ায় বিয়ের দাবিতে ৬ দিনে ৩ নারীর অনশন,
সব নারী গুলো বিবাহিত ও সন্তানের জননী।
কিন্ত অনশনের ফলাফল শূন্য, এখনও বিয়ে করেনি কেউ!

এখানে সতর্ক হওয়া কার বেশি প্রয়োজন, পুরুষ না নারীর?

বিয়ের দাবিতে কুষ্টিয়া রোডস এন্ড হাইওয়ের উপ-বিভাগীয় প্রকৌশলীর দরজার সামনে বসে এক মহিলার অনশন!
23/12/2024

বিয়ের দাবিতে কুষ্টিয়া রোডস এন্ড হাইওয়ের উপ-বিভাগীয় প্রকৌশলীর দরজার সামনে বসে এক মহিলার অনশন!

23/12/2024

কুষ্টিয়ায়
বিয়ের দাবিতে
৬ দিনে তিন নারীর অনশন, তিনজনই বিবাহিত!

একমাত্র এখানেই আইন পুরোপুরি উল্টো হবে!আপনাদের মতামত কি???
23/12/2024

একমাত্র এখানেই আইন পুরোপুরি উল্টো হবে!
আপনাদের মতামত কি???

23/12/2024

শুধু কাফনের কাপড় নয় কুষ্টিয়ার গোরস্থান গুলোতে
দাফন করতে
অনেক টাকার হিসাব।

গতকাল রবিবার বিকাল ৩ টায় ভেড়ামারা উপজেলা পরিষদের অডিটরিয়ামে বিএনপির কর্মী সম্মেলনের পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়....
23/12/2024

গতকাল রবিবার বিকাল ৩ টায় ভেড়ামারা উপজেলা পরিষদের অডিটরিয়ামে বিএনপির কর্মী সম্মেলনের পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়....

অভিনন্দন নবাগত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ হোসেন ইমাম। আমরা চাই আপনার ছোঁয়ায় হাসপাতাল হয়ে উঠুক দুর্নীতিমুক্ত। স...
22/12/2024

অভিনন্দন
নবাগত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ হোসেন ইমাম। আমরা চাই আপনার ছোঁয়ায় হাসপাতাল হয়ে উঠুক দুর্নীতিমুক্ত। সকল বদনাম ঘুচিয়ে সেবার তীর্থ কেন্দ্র হয়ে উঠুক কুষ্টিয়া জেনারেল হাসপাতাল।

কুষ্টিয়া ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক "অন্তর ইসলাম"  কুষ্টিয়া সরকারি কলেজ মাঠ এলাকা থেকে ২১/১২/২০২৪ ইং তারিখ ...
22/12/2024

কুষ্টিয়া ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক "অন্তর ইসলাম" কুষ্টিয়া সরকারি কলেজ মাঠ এলাকা থেকে ২১/১২/২০২৪ ইং তারিখ রাত আনুমানিক ১০:৩০ মিনিটে কুষ্টিয়া মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৫ ই আগস্টের ঘটনার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

21/12/2024

ইবির ১১ মাইলে গরু বোঝাই নছিমন থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে নি.হ.ত ১

Address

268 Tamiz Uddin Market, Level 2, Pach Rastar Mor
Kushtia
7000

Alerts

Be the first to know and let us send you an email when Kushtia Tv কুষ্টিয়া টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kushtia Tv কুষ্টিয়া টিভি:

Videos

Share