চুয়াডাঙ্গা উলামা পরিষদের উদ্যোগে
ইসলামী মহাসম্মেলনে
চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে সরাসরি
লাইভ:০২
চুয়াডাঙ্গা উলামা পরিষদের উদ্যোগে
ইসলামী মহাসম্মেলনে
চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে সরাসরি
ছোট বেলার চিন্তা মুক্ত জীবন 💖
আর অনেকের মুছে যাওয়া সেই দিনগুলো 😥
নান্দনিক মোরগ ফুল 🍁
নুর নগর, চুয়াডাঙ্গা
যেই প্রকৃতির মায়ায় পড়তে সবাই বাধ্য ..!!
আট মাইল নবীন নগর
দুই মোটরসাইকেলের সং*ঘ*র্ষ
মোটরসাইকেল হাট,
দর্শনা আকুন্দবাড়ীয়া বটতলা থেকে সরাসরি।
ছয়ঘরিয়া ফ্রেন্ডস ক্লাব আয়োজিত
আব্দুল লতিফ স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট ২০২৪, দর্শনা,চুয়াডাঙ্গা।
২য় সেমিফাইনাল⚽
নাতে রাসূল (সাঃ) || ALOR NOKIB || আলোর নকীব || সাইমুর রহমান || Saimur Rahman
নাতে রাসূল (সাঃ) || ALOR NOKIB || আলোর নকীব || সাইমুর রহমান || Saimur Rahman
ঝক ঝক ঝক ট্রেন চলেছে
রাত দুপুরে অই।
ট্রেন চলেছে, ট্রেন চলেছে
ট্রেনের বাড়ি কই?
একটু জিরোয়, ফের ছুটে যায়
মাঠ পেরুলেই বন।
পুলের ওপর বাজনা বাজে
ঝন ঝনাঝন ঝন।
দেশ-বিদেশে বেড়ায় ঘুরে
নেইকো ঘোরার শেষ।
ইচ্ছে হলেই বাজায় বাঁশি,
দিন কেটে যায় বেশ।
থামবে হঠাৎ মজার গাড়ি
একটু কেশে খক।
আমায় নিয়ে ছুটবে আবার
ঝক ঝকাঝক ঝক।
তাফসীরুল কুরআন মাহফিল
মুফতি আমির হামজা
স্থান: আলমডাঙ্গা সরকারি কলেজ