News Kushtia 24.com

News Kushtia 24.com We will give you the latest news about our Kushtia. So keep your eyes open for the last news and kee

অভিনেতা দীনেশ ফাডনিস, জনপ্রিয়ভাবে 'ফ্রেডি' নামে পরিচিত, যিনি হিট টিভি সিরিজ সিআইডিতে তার উপস্থিতির কারণে একটি ঘরোয়া না...
05/12/2023

অভিনেতা দীনেশ ফাডনিস, জনপ্রিয়ভাবে 'ফ্রেডি' নামে পরিচিত, যিনি হিট টিভি সিরিজ সিআইডিতে তার উপস্থিতির কারণে একটি ঘরোয়া নাম হয়েছিলেন, আজ ৫ ডিসেম্বর মারা গেছেন। শোতে তার সহ-অভিনেতা "দয়ানন্দ শেঠি" ওরফে দয়া এটি নিশ্চিত করেছেন। ৫৭ বছর বয়সী এই অভিনেতা ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন এবং লিভার ড্যামেজে ভুগছিলেন।

কুষ্টিয়ার সদর উপজেলা আলামপুর ইউনিয়নের স্বস্তিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা  মরহুম মৃত আক্কেল গার্ড এর ছোট ছেলে।  শরিফুল...
09/10/2023

কুষ্টিয়ার সদর উপজেলা আলামপুর ইউনিয়নের স্বস্তিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম মৃত আক্কেল গার্ড এর ছোট ছেলে। শরিফুল ইসলাম, সে ঝুকিপূর্ণ অসুস্থতা নিয়ে কিডনি হাসপাতালে ভর্তি, তাহার ২ টি কিডনি অকেজো হয়ে গেছে।
সকলের নিকট তাহার জন্য দোয়া চাচ্ছেন ও সহৃদয়বান ব্যাক্তিদের নিকট সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আবেদন করছেন তার পরিবার।

তাহার কিডনি প্রতিস্থাপনের জন্য ও আনুসংগিক খরচের জন্য প্রায় ২০,০০,০০০/ টাকার প্রয়োজন, যা তাহার পরিবারের পক্ষে বহন করা মোটেও সম্ভব নয়।

যোগাযোগ :-

বড় ভাই মো: আবু বককর সিদ্দিক ডালিম

01711347682
হোয়াটসঅ্যাপ, ইমু, ম্যাসেন্জার।

03/10/2023

ভিসা ছাড়াই ওমরাহ্ করতে পারবেন বাংলাদেশিরা....
অক্টোবর ২০২৩;

বাংলাদেশিদের ভিসা ছাড়াই ওমরাহ্ পালনের সুযোগ দিচ্ছে সৌদি আরব। তবে এ ক্ষেত্রে সাউদিয়া এয়ারলাইন্সে ট্রানজিটের যাত্রী হতে হবে।

মঙ্গলবার (৩ অক্টোবর) সৌদি দূতাবাসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দেশটির রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল-দুহাইলান।

তিনি বলেন, বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে ওমরাহ্ পালন করতে পারবেন। তবে এ ক্ষেত্রে তাদের সাউদিয়া এয়ারলাইন্স বা সেদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন বিমানের ট্রানজিটের যাত্রী হতে হবে। ট্রানজিট যাত্রীরা ৯৬ ঘণ্টার জন্য সৌদি অবস্থান করে ওমরাহ্ পালন করতে পারবেন। পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সেনজেনের ভিসা থাকলেও সৌদিতে ওমরাহ্ পালন করা যাবে। এ ছাড়া কোনো এজেন্সি ছাড়াই নুসুক অ্যাপে নিবন্ধন করে যে কেউ ওমরাহ্ ভিসা করতে পারবেন।

এসময় সৌদি রাষ্ট্রদূত বলেন, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আগামী বছর বাংলাদেশ সফর করবেন। তিনি সফরে এলে, সেটা হবে ঐতিহাসিক ঘটনা।

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে সৌদি ভলান্টিয়ার প্রোগ্রাম ‘ইবসার’ উদ্বোধন উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে আরও বক্তব্য রাখেন কিং সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সহকারী সুপারভাইজার জেনারেল ড. আকিল আল-গামদি। ইবসার কর্মসূচির আওতায় ঢাকা জেলার ৫০টি প্রকল্পের ৫০টি স্কুলে ৩০ হাজার শিক্ষার্থীকে চক্ষুসেবা দেওয়া হবে।

সন্ত্রাসী...লিপ্টন বাহিনীর টান্ডব.....টারগেট চেয়ারম্যান সানোয়ার হোসেন মোল্লা!!!  কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়ন...
27/09/2023

সন্ত্রাসী...লিপ্টন বাহিনীর টান্ডব.....
টারগেট চেয়ারম্যান সানোয়ার হোসেন মোল্লা!!!

কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচারা এলাকায় লিপ্টন বাহিনীর গ্রুপের প্রায় ৪০ থেকে ৫০ রাউন্ড গুলি বর্ষন হয় এমতাবস্থায় এলাকাটিতে আতঙ্ক বিরাজ করলেও বর্তমানে পুলিশ নিয়ন্ত্রণে আছে, এমতাবস্থায় জানা যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, সন্ত্রাসী লিপ্টন বাহিনী, চেয়ারম্যান ছানোয়ার হোসেন মোল্লাকে তার ইউনিয়ন পরিষদের সামনে থেকে আত্যঘাতি হামলা চালায়, সেখানে কোন রকম আসামির হাত থেকে চেয়ারম্যান ছানোয়র হোসেন মোল্লা বেচে যায়।তারপর থেকে গ্রামে আতঙ্ক বিরাজ করছিল, আজ সন্ধা ৮ ঘটিকা নাগাদ সন্ত্রাসী লিপ্টন, কুমারখালি উপজেলার শালঘর মধুয়া গ্রামের তোফাজ্জেল- মনিরুলের বাড়িতে মিটিং অনুষ্টিত করে এবং উপস্থিত হয়, আদাবাড়িয়া, থেকে মোঃ আক্তারুজ্জামান আক্তার, বাঁশগ্রাম ফাজিল মাদ্রাসার শিক্ষক মোঃ ওলিদুর ইসলাম ওলিদ, শৈলগাড়ি গ্রামের, বাবু, সালামত,ইসাহক, মাসুম,সাকের, বসির, এবং দুর্বাচারা গ্রামের, রেজাউল ইসলাম,মজিদ মন্ডল,ছরো,মাদক ব্যবসায়ি আশিকুজ্জামান শুভ , আকবর,রনি,চোর সাইফুল, জাফর, লিটন, এবং মিজান ড্রাভার সফল বাবা ব্যবসায়ী রাসেল, সহযোগী, ইবাদত, চয়ন টকেন,আমজেদ,সনেট , সুজন, ভুট্টা,গাজা রফিকুল শালঘরমধুয়া গ্রামের মনিরুল , জিহাদ, রানা, বারিক,আলফাজ, আতিকুর, রাজু, হাসিব, সাকিব, সাইফুল খাঁ, কাদের বকস, জামতের আমির বারিক। দলের আরও অনেকে জরিত হয়ে আছে বলে জানা জাই, তারা দুর্বাচারা গ্রামের প্রায় ৩৫ টি বাড়ি ঘর ভাঙচুর এবং লুটপাট,করে এবং ২৬ টি গরু ৯ টি ছাগল ডাকাতি করে,,। এছাড়া এসমস্ত গরু ছাগল শালঘর মধুয়া গ্রামের জালাল বিশ্বাসের ছেলে মনিরুলের বাড়ি এবং মজনু কালের ছেলে জিহাদের বাড়িতে, এবং বারিকের বাড়িতে রাখা হয়,,,। এছাড়া, রাজ্জাক মোড় হতে কয়েকটি দোকান ভাঙ্গচুর করে এবং দোকানের মাল সহ নগদ টাকা পয়সা ছিনিয়ে নেই সন্ত্রাসী লিপ্টন বাহিনী।

প্রশাশনের দৃষ্টি আকর্শন করছি সন্ত্রাসী লিপ্টন বাহিনী ও তার সহযোগিদের আইনের আওতায় আনা হোক এবং সুষ্ঠ বিচার চাই।
জনগণের জোর দাবি।

কুষ্টিয়া ডিবি পুলিশের অভিযানে দৌলতপুর থেকে অস্ত্রসহ আটক-০১                   কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া ডিবি পুলিশের ...
26/09/2023

কুষ্টিয়া ডিবি পুলিশের অভিযানে দৌলতপুর থেকে অস্ত্রসহ আটক-০১


কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া ডিবি পুলিশের অভিযানে দৌলতপুর থেকে অস্ত্রসহ মোঃ আসাদুল ইসলাম (৪৫) নামের এক ব্যাক্তিকে আটক হয়েছে।

কুষ্টিয়া ডিবি পুলিশের এসআই অনুপ কুমার সরকার সঙ্গীয় এসআই মোঃ কায়েস মিয়া, এএসআই(নিঃ) মোঃ আঃ হাকিম, নায়েক পারভেজ কবির, কং-শামসু, কং-বুলবুল হোসেন, কং- মাহাবুবুর রহমান, কং- মুস্তাইন বিল্লাহ সকলেই জেলা গোয়েন্দা শাখা,টীমের সাঁড়াশি অভিযানে ২৫/০৯/২০২৩ ইং তারিখ দৌলতপুর উপজেলাধীন(উপজেলা পূর্ব পাড়া),মৃত আফসার প্রামানিক এর ছেলে আসাদুলের হেফাজত হতে ০১(এক)টি ওয়ান শুটারগান,যাহার বাটে দুই পাশে কাঠ সংযুক্ত এবং বাট সহ লম্বা ২৪ ইঞ্চি ফায়ারিং পিন ও ট্রিগার সংযুক্ত,যাহাতে বারো বোর কার্তুজ ব্যবহৃত হয়.০২(দুই) রাউন্ড কার্তুজ,০১ (এক) টি চাইনিজ কুড়াল যাহার দৈর্ঘ্য ১৫ ইঞ্চি,একটি সাদা রংয়ের বাজার করা প্লাস্টিকের ব্যাগ,একটি লাল রংয়ের রেজিঃবিহীন Pulser মোটরসাইকেল যাহার ইঞ্জিন-DIGBSK43989, চেসিস নং-MD2DHDJZZSOK35073 উদ্ধার করে।

দৌলতপুর উপজেলা মোড়ে অবস্থানকালে অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে ইং-২৫/০৯/২০২৩ তারিখ রাত্ত ২১.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযানিক দল,দৌলতপুর থানাধীন দৌলতপুর উপজেলা পূর্বপাড়া গ্রামস্থ গ্রেফতারকৃত ১নং আসামী মোঃ আসাদুল ইসলাম (৪৫), পিতা-মৃত আফসার প্রামানিক এর বসতবাড়ির শ্যান বার্থের মধ্যে দুইজন লোক অবৈধ অস্ত্র বিনিময় করিতেছে।

উক্ত সংবাদটি অভিযানিক টীম লিডার উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ও সংবাদের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক অভিযান পরিচালনার উদ্দেশ্যে ঘটনাস্থলে পৌছাইলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন লোক উক্ত বসত ঘর হইতে পালানোর চেষ্টাকালে নায়েক- মো. পারভেজ কবির এর সহায়তায় ঘটনাস্থল হইতে ১নং আসামী মো. আসাদুল ইসলামকে গ্রেফতার করে এবং অপর একজন কৌশলে পালিয়ে যায়।

উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করিলে সে তার নাম ঠিকানা সহ পলাতক আসামি দৌলতপুর উপজেলার, দৌলতখালী চৌধুরীপাড়া গ্রামের মোকলেতুর রহমান এর ছেলে মিজানুর রহমান মিজান (৪০) বলে তথ্য প্রমান পায় অভিযানিক দল।গ্রেফতার ও পলাতক আসামীদের বিরুদ্ধে দৌলতপুর থানাতে অবৈধ অস্ত্র তাহাদের হেফাজাতে রাখার অপরাধে অস্র আইন ১৮৭৮ এর ১৯ এ/১৯(১) ধারায় রুজু হয়েছে।অভিযানে বিষয়ে কুষ্টিয়া জেলা গোয়েন্দা শাখার ইন্সপেক্টর মোঃ মাহফুজুল হক চৌধুরী “পিপিএম”বলেন,আমাদের কুষ্টিয়া পুলিশ সুপার স্যারের নির্দেশ মোতাবেক ও স্যারের সঠিক দিক নির্দেশনায় এ অভিযান সফল হয়েছে,অস্র ও মাদকের ব্যবসার সাথে জড়িত ব্যাক্তি সে যে-ই-হোকনা কেনো কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবেনা,পলাতক আসামিকে গ্রেফতার অভিযান চলমান রয়েছে।

এবিষয়ে ডিবি পুলিশের এসআই অনুপ কুমার সরকার জানান,আমাদের কুষ্টিয়া জেলা পুলিশ সুপার স্যারের ঘোষিত নির্দেশ অনুযায়ী কোন অপরাধীকে ছাড় দেওয়া হবেনা,এছাড়া গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মাদক ও অস্রের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স ঘোষনা করেছেন সে মোতাবেক কুষ্টিয়া জেলাকে মাদকমুক্ত ও অস্র ব্যাবসায়ীদের বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিরোধ করার লক্ষ্যে এমন অভিযান অব্যাহত থাকবে।

25/09/2023

নাটোর কান্দিভিটুয়া চৌধুরী আমবাগানে অ/জ্ঞা/ত তরুণীর লা/শ উ/দ্ধা/র

25/09/2023

এইমাত্র সংবাদ,
কুষ্টিয়ার ভেড়ামারা শাপলা চত্বরে অস্ত্র প্রদর্শন করে
মাস্তানি করার সময় অস্ত্রধারী সন্ত্রাসী,
জনতা ও পুলিশের হাতে আগ্নেয়াস্ত্র সহ আটক।

24/09/2023

আজ দূপুরে আলামপুর ভূমি অফিসের (স্বস্তিপুর, কুষ্টিয়া ) পাশে ভাড়া বাসা থেকে গলায় ফাঁস অবস্থায় ঝুলন্ত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায় যুবকের নাম সজীব, বাড়ি যশোর। এখানে বউ নিয়ে ভাড়া থাকতেন তিনি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বউ পরকীয়ায় জড়িত হয়ে তাকে ছেড়ে যাওয়ায় এমনটি করেছেন।

20/09/2023

বতৈল সেনের চাতালে সড়ক দূর্ঘটনায় অটোরিকশা আরহী ডাইভারসহ ৬ জনের মধ্যে ২ জনকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। ২জনের মধ‍্যে একজন কাথুলিয়া গ্রামের ( নুরুজ্জামান ) সবাই তাদের জন্য দোয়া করবেন। 🤲আল্লাহ্ তাদের নেক হায়াত দান করুন

19/09/2023

১৮ সেপ্টেম্বর ২০২৩।। কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের খাজানগরে পিতা মোজা ড্রাইভার কর্তৃক তার ৯ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ..!!

১৮ সেপ্টেম্বর ২০২৩।। কুষ্টিয়ার খাজানগর এসোগড়ি এলাকায় বর্ষা নামের এক কিশোরী গৃহবধূর রহস্যজনক মৃত্যু! তার গলাই ফাঁস দেয়া অ...
19/09/2023

১৮ সেপ্টেম্বর ২০২৩।। কুষ্টিয়ার খাজানগর এসোগড়ি এলাকায় বর্ষা নামের এক কিশোরী গৃহবধূর রহস্যজনক মৃত্যু! তার গলাই ফাঁস দেয়া অবস্থায় ম*রদেহটির পা মাটিতে.....

04/09/2023

২ সেপ্টেম্বর ২০২৩।। কুষ্টিয়ার পোড়াদহের বেলগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন নিয়ে মারা'মারি! স্কুলের আসবাবপত্র ভাঙচুর। আহত-৩

কুষ্টিয়ায় মাদ্রাসা থেকে আল আমিন নামে এক ছাত্র নিখোঁজ ১ সেপ্টেম্বর ২০২৩।। কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর সাগর হুজুরের হ...
01/09/2023

কুষ্টিয়ায় মাদ্রাসা থেকে আল আমিন নামে এক ছাত্র নিখোঁজ

১ সেপ্টেম্বর ২০২৩।। কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর সাগর হুজুরের হাফেজিয়া মাদ্রাসা থেকে বৃহস্পতিবার বিকাল ৫ টা ৩০ মিনিটের সময় আল-আমিন খান (১২) নামে এক জন মাদ্রাসার ছাত্র হারী আছে।

মাদ্রাসা ছাত্র বি-মির্জাপুর শোমসপুর, খোকসা গ্রামের মৃত ইউনুস আলী খানের ছেলে।

এ ব্যাপারে খোকসা থানা একটি সাধারণ ডায়েরি করা হয়েছে যাহার জিডি নং -১৯ তারিখ ০১/০৯/২০২৩ ইং।
হারিয়ে যাওয়া মাদ্রাসা ছাত্র আল আমিন খান কে কেউ সন্ধান পেলে তার খালু মোহাম্মদ নূরনবী বাবুকে মোবাইল নম্বর - ০১৭১১৯৩৯৬৭৫ যোগাযোগ করার জন্য সবিনয় অনুরোধ জানিয়েছেন।

31/08/2023

বিদ্যুৎ খুটিতে বেঁধে মারধর।।
গত ৩০-০৮-২০২৩ ইং তারিখ আনুমানিক সন্ধ্যা ৭:০০ টার সময় কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের ভাদালিয়া বাস স্ট্যান্ডে চাঁদার টাকা না দেওয়ায়, চুরির অপবাদ দিয়ে বৈদ্যুতিক খুটির সাথে বেঁধে রেখে কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য ও আলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ওহিদুল হক সকাতীর ছেলে কলেজ ছাত্র মো: লাম সকাতী (১৮) ও তার চাচাতো ভাই হুরাইরা সকাতী (১৬) কে অমানবিক নির্যাতন করেন স্বস্তিপুর গ্রামের চাঁদাবাজ রহুল আমিন ও নুর ইসলাম গং। নিচের ভিডিওতে দেখুন।

30/08/2023

ভাদালিয়া বাজার
গরম।

বেইমানি মিথ্যে অপবাদ একটা মানুষের জীবনে কি পরিমান প্রভাব ফেলে তার বাস্তব দৃশ্যপট আমার উপর দিয়েই যাচ্ছে। আসলে বেইমানি তো...
30/08/2023

বেইমানি মিথ্যে অপবাদ একটা মানুষের জীবনে কি পরিমান প্রভাব ফেলে তার বাস্তব দৃশ্যপট আমার উপর দিয়েই যাচ্ছে।

আসলে বেইমানি তো শুধু আমার সাথে মিথ্যে অপবাদ শুধু আমাকেই দেয়া হয়নি। মুনাফিক্ব সরদার আব্দুল্লাহ ইবনু উবাই ইবনে সুলূলের মুনাফিক্বীর শিকার হয়েছিলেন নবীপত্নী মা আয়েশা (রাঃ)। যে কারণে স্বয়ং রাসূলুল্লাহ (ছাঃ) এক বিব্রতকর অবস্থায় পড়েন।

রাসূলুল্লাহ (ছাঃ) যখন সফরে যেতে ইচ্ছা করতেন, তখন তিনি তাঁর স্ত্রীগণের মধ্যে (নির্বাচনের জন্য) লটারী করতেন। এতে যার নাম উঠত তাকেই তিনি সঙ্গে নিয়ে সফরে যেতেন। আয়েশা (রাঃ) বলেন, এমনি এক যুদ্ধে তিনি আমাদের মাঝে লটারী করেন, এতে আমার নাম উঠে আসে। তাই আমিই রাসূলুল্লাহ (ছাঃ)-এর সঙ্গে সফরে গেলাম। এ ঘটনাটি পর্দার হুকুম নাযিলের পর ঘটেছিল। তখন আমাকে হাওদাসহ সওয়ারীতে উঠানো ও নামানো হ’ত। এমনিভাবে আমরা চলতে থাকলাম। অতঃপর রাসূলুল্লাহ (ছাঃ) যখন এ যুদ্ধ থেকে নিষ্কৃতি লাভ করলেন, তখন তিনি (গৃহাভিমুখে) প্রত্যাবর্তন করলেন। ফেরার পথে আমরা মদীনার নিকটবর্তী হ’লে তিনি একদিন রাতের বেলা রওয়ানা হওয়ার জন্য আদেশ করলেন। রওয়ানা হওয়ার ঘোষণা দেয়া হ’লে আমি উঠলাম এবং (প্রকৃতির ডাকে সাড়া দেয়ার জন্য) পায়ে হেঁটে সেনাছাউনী পেরিয়ে (সামনে) গেলাম। অতঃপর প্রয়োজন সেরে আমি আমার সওয়ারীর কাছে ফিরে এসে বুকে হাত দিয়ে দেখলাম যে, আমার গলার হারটি ছিঁড়ে কোথায় পড়ে গেছে। তাই আমি ফিরে গিয়ে আমার হারটি খোঁজতে লাগলাম। হার খুঁজতে খুঁজতে আমার আসতে দেরী হয়ে যায়। আয়েশা (রাঃ) বলেন, যে সমস্ত লোক উটের পিঠে আমাকে উঠিয়ে দিতেন তারা এসে আমার হাওদা উটের পিঠে উঠিয়ে দিলেন। তারা ভেবেছিলেন, আমি হাওদার মধ্যেই আছি। কারণ খাদ্যাভাবে মহিলারা তখন খুবই হালকা হয়ে গিয়েছিল এবং তাদের দেহ মাংসল ছিল না। তারা খুবই স্বল্প পরিমাণ খানা খেতে পেত। তাই তারা যখন হাওদা উঠিয়ে উপরে রাখেন, তখন তারা হালকা হাওদাটিকে কোন প্রকার অস্বাভাবিক মনে করেননি। অধিকন্তু আমি ছিলাম একজন অল্প বয়স্কা কিশোরী। এরপর তারা উট হাঁকিয়ে নিয়ে চলে যায়। সৈন্যদল চলে যাওয়ার পর আমি আমার হারটি খুঁজে পাই এবং নিজ জায়গায় ফিরে এসে দেখি তাদের (সৈন্যদের) কোন আহবানকারী এবং কোন জওয়াব দাতা সেখানে নেই। তখন আমি আগে যেখানে ছিলাম সেখানে বসে রইলাম। ভাবলাম, তারা আমাকে দেখতে না পেয়ে অবশ্যই আমার কাছে ফিরে আসবে। ঐ স্থানে বসে থাকা অবস্থায় ঘুম চেপে ধরলে আমি ঘুমিয়ে পড়লাম। বনু সুলামী গোত্রের যাকওয়ান শাখার ছাফওয়ান ইবনু মু‘আত্তাল (রাঃ) (যাকে রাসূলুল্লাহ (ছাঃ) ফেলে যাওয়া আসবাবপত্র সংগ্রহের জন্য পশ্চাতে থাকার নির্দেশ দিয়েছিলেন) সৈন্যদল চলে যাওয়ার পর সেখানে ছিলেন। তিনি সকালে আমার অবস্থানস্থলের কাছে এসে একজন ঘুমন্ত মানুষ দেখে আমার দিকে তাকিয়ে আমাকে চিনে ফেললেন। পর্দার বিধান অবতীর্ণ হওয়ার পূর্বে তিনি আমাকে দেখেছিলেন। তিনি আমাকে চিনতে পেরে ‘ইন্না লিল্লা-হি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন’ পড়লে আমি তা শুনে জেগে উঠলাম এবং চাদর টেনে আমার চেহারা ঢেকে ফেললাম। আল্লাহর কসম! আমি কোন কথা বলিনি এবং তাঁর থেকে ইন্না লিল্লাহ... পাঠ ব্যতীত অন্য কোন কথাও শুনতে পাইনি। এরপর তিনি সওয়ারী থেকে নামলেন এবং সওয়ারীকে বসিয়ে তার সামনের পা নিচু করে দিলে আমি গিয়ে তাতে উঠে পড়লাম। পরে তিনি আমাকে সহ সওয়ারীকে টেনে আগে আগে চললেন। অতঃপর ঠিক দুপুরে প্রচন্ড গরমের সময় আমরা গিয়ে সেনাদলের সঙ্গে মিলিত হ’লাম। সে সময় তাঁরা একটি জায়গায় অবতরণ করছিলেন। আয়েশা (রাঃ) বলেন, এরপর যাদের ধ্বংস হওয়ার ছিল, তারা (আমার উপর অপবাদ দিয়ে) ধ্বংস হয়ে গেল। তাদের মধ্যে এ অপবাদ দেয়ার ব্যাপারে যে প্রধান ভূমিকা নিয়েছিল সে হচ্ছে আব্দুল্লাহ ইবনু উবাই ইবনে সুলূল। (চিন্তা করে দেখুন নবী স্ত্রীর চরিত্রের ব্যাপারে অপবাদ রটাতে তারা একটুও চিন্তা করেনি)

আয়েশা (রাঃ) বলেন, অতঃপর আমরা মদীনায় আসলাম। মদীনায় এসে এক মাস পর্যন্ত আমি অসুস্থ থাকলাম। এদিকে অপবাদ রটনাকারীদের কথা নিয়ে লোকেদের মধ্যে আলোচনা ও চর্চা হ’তে থাকল। কিন্তু এগুলোর কিছুই আমি জানি না। তবে আমি সন্দেহ করছিলাম এবং তা আরো দৃঢ় হচ্ছিল আমার এ অসুখের সময়। কেননা এর আগে আমি রাসূলুল্লাহ (ছাঃ) থেকে যে রকম স্নেহ-ভালবাসা পেতাম, আমার এ অসুখের সময় তা আমি পাচ্ছিলাম না। তিনি আমার কাছে এসে সালাম করে কেবল ‘তুমি কেমন আছ’ জিজ্ঞেস করে চলে যেতেন। তাঁর এ আচরণই আমার মনে ভীষণ সন্দেহ জাগিয়ে তোলে। তবে কিছুটা সুস্থ হয়ে বাইরে বের হওয়ার আগ পর্যন্ত এ জঘন্য অপবাদের ব্যাপারে আমি কিছুই জানতাম না। উম্মু মিসতাহ (রাঃ) (মিসতাহর মা) একদা আমার সঙ্গে পায়খানার দিকে বের হন। আর প্রকৃতির ডাকে আমাদের বের হওয়ার অবস্থা এই ছিল যে, এক রাতে বের হ’লে আমরা আবার পরের রাতে বের হ’তাম। এটা ছিল আমাদের ঘরের পার্শ্বে পায়খানা তৈরি করার আগের ঘটনা। আমাদের অবস্থা প্রাচীন আরবের লোকদের মতো ছিল। তাদের মতো আমরাও প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য ঝোপঝাড়ে চলে যেতাম। এমনকি (অভ্যাস না থাকায়) বাড়ির পার্শ্বে পায়খানা তৈরি করলে আমরা খুব কষ্ট পেতাম। আয়েশা (রাঃ) বলেন, একদা আমি এবং উম্মু মিসতাহপ একত্রে বের হ’লাম। আমরা আমাদের প্রয়োজন সেরে বাড়ি ফেরার পথে উম্মু মিসতাহ তার কাপড়ে জড়িয়ে হোঁচট খেয়ে পড়ে গিয়ে বললেন, মিসতাহ ধ্বংস হোক। আমি তাকে বললাম, আপনি খুব খারাপ কথা বললেন। আপনি কি বদর যুদ্ধে যোগদানকারী ব্যক্তিকে গালি দিচ্ছেন? তিনি আমাকে বললেন, ওগো অবলা! সে তোমার সম্বন্ধে কি কথা বলে বেড়াচ্ছে তুমি তো তা শোননি? আয়েশা (রাঃ) বলেন, আমি তাঁকে জিজ্ঞেস করলাম, সে আমার সম্পর্কে কি বলছে? তখন তিনি অপবাদ রটনাকারীদের কথাবার্তা সম্পর্কে আমাকে জানালেন। আয়েশা (রাঃ) বর্ণনা করেন, এরপর আমার পুরানো রোগ আরো বেড়ে গেল। আমি বাড়ি ফেরার পর রাসূলুল্লাহ (ছাঃ) আমার কাছে আসলেন এবং সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কেমন আছ? আয়েশা (রাঃ) বলেন, আমি আমার পিতা-মাতার কাছে গিয়ে বিষয়টি সম্পর্কে সঠিক খবর জানতে চাচ্ছিলাম, তাই আমি রাসূলুল্লাহ (ছাঃ)-কে বললাম, আপনি কি আমাকে আমার পিতা-মাতার কাছে যাওয়ার জন্য অনুমতি দিবেন? আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) আমাকে অনুমতি দিলেন। তখন আমি আমার আম্মাকে বললাম, আম্মাজান, লোকজন কি আলোচনা করছে? তিনি বললেন, বেটী এ ব্যাপারটিকে হালকা করে ফেল। আল্লাহর কসম! সতীন আছে এমন স্বামীর সোহাগ লাভে ধন্যা সুন্দরী রমণীকে তাঁর সতীনরা বদনাম করবে না, এমন খুব কমই হয়। আয়েশা (রাঃ) বলেন, আমি আশ্চর্য হয়ে বললাম, সুবহানাল্লাহ। লোকজন কি এমন গুজবই রটিয়েছে? আয়েশা (রাঃ) বর্ণনা করেন, সারারাত আমি কাঁদলাম। কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেল। এর মধ্যে আমার চোখের পানিও বন্ধ হ’ল না এবং আমি ঘুমাতেও পারলাম না। এরপর ভোরবেলাও আমি কাঁদছিলাম। তিনি আরো বলেন যে, এ সময় অহী নাযিল হ’তে দেরি হওয়ায় রাসূলুল্লাহ (ছাঃ) তাঁর স্ত্রীর (আমার) বিচ্ছেদের বিষয়টি নিয়ে পরামর্শ ও আলোচনা করার নিমিত্তে আলী ইবনু আবু ত্বালিব এবং উসামাহ ইবনু যায়েদ (রাঃ)-কে ডেকে পাঠালেন।

তিনি [আয়েশা (রাঃ)] বলেন, উসামাহ (রাঃ) রাসূলুল্লাহ (ছাঃ)-এর স্ত্রীদের পবিত্রতা এবং তাদের প্রতি (নবী করীম (ছাঃ)-এর) ভালবাসার কারণে বললেন, তাঁরা আপনার স্ত্রী, তাঁদের সম্পর্কে আমি ভাল ব্যতীত আর কিছুই জানি না। আলী (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল (ছাঃ)! আল্লাহ তো আপনার জন্য সংকীর্ণতা রাখেননি। তিনি ব্যতীত আরো বহু মহিলা আছে। অবশ্য আপনি এ ব্যাপারে দাসী [বারীরাহ (রাঃ)]-কে জিজ্ঞেস করুন। সে আপনার কাছে সত্য কথাই বলবে। আয়েশা (রাঃ) বলেন, তখন রাসূলুল্লাহ (ছাঃ) বারীরাহ (রাঃ)-কে ডেকে বললেন, হে বারীরাহ! তুমি তাঁর মধ্যে কোন সন্দেহপূর্ণ আচরণ দেখেছ কি? বারীরাহ (রাঃ) বললেন, ঐ আল্লাহর শপথ! যিনি আপনাকে সত্য বিধানসহ পাঠিয়েছেন, আমি তাঁর মধ্যে কখনো এমন কিছু দেখিনি, যার দ্বারা তাঁকে দোষী বলা যায়। তবে তাঁর সম্পর্কে কেবল এটুকু বলা যায় যে, তিনি হ’লেন অল্প বয়স্কা কিশোরী। রুটি তৈরী করার জন্য আটা খামির করে রেখে ঘুমিয়ে পড়েন আর বকরী এসে অমনি তা খেয়ে ফেলে।

তিনি [আয়েশা (রাঃ)] বলেন, সেদিন রাসূলুল্লাহ (ছাঃ) সঙ্গে সঙ্গে উঠে গিয়ে মিম্বরে বসে আব্দুল্লাহ ইবনু উবাই-এর ক্ষতি থেকে রক্ষার আহবান জানিয়ে বললেন, হে মুসলিম সম্প্রদায়! যে আমার স্ত্রীর ব্যাপারে অপবাদ রটিয়ে আমাকে কষ্ট দিয়েছে তার এ অপবাদ থেকে আমাকে কে মুক্ত করবে? আল্লাহর কসম! আমি আমার স্ত্রী সম্পর্কে ভাল ব্যতীত আর কিছুই জানি না। আর তারা এক ব্যক্তির (ছাফওয়ান ইবনু মু‘আত্তাল) নাম উল্লেখ করছে, যার ব্যাপারেও আমি ভাল ব্যতীত কিছু জানি না। সে তো আমার সঙ্গেই আমার ঘরে যায়।

আয়েশা (রাঃ) বলেন, বানু আব্দুল আশহাল গোত্রের সা‘দ (ইবনু মু‘আয) (রাঃ) উঠে বললেন, হে আল্লাহর রাসূল! আমি আপনাকে এ অপবাদ থেকে মুক্তি দেব। সে যদি আউস গোত্রের লোক হয়, তাহ’লে তার শিরশ্ছেদ করব। আর যদি সে আমাদের ভাই খাযরাজের লোক হয়, তাহ’লে তার ব্যাপারে আপনি যা বলবেন তাই করব। আয়েশা (রাঃ) বলেন, এ সময় হাস্সান বিন ছাবিত (রাঃ)-এর মায়ের চাচাতো ভাই খাযরাজ গোত্রের নেতা সা‘দ ইবনু উবাদা (রাঃ) দাঁড়িয়ে এ কথার প্রতিবাদ করলেন। আয়েশা (রাঃ) বলেন, এ ঘটনার আগে তিনি একজন সৎ ও নেক্কার লোক ছিলেন। গোত্রীয় অহঙ্কারে উত্তেজিত হয়ে তিনি সা‘দ ইবনু মু‘আয (রাঃ)-কে বললেন, তুমি মিথ্যা কথা বলছ। আল্লাহর কসম! তুমি তাকে হত্যা করতে পারবে না এবং তাকে হত্যা করার ক্ষমতাও তোমার নেই। সে তোমার গোত্রের লোক হ’লে তুমি তার নিহত হওয়া কখনো পসন্দ করতে না। তখন সা‘দ ইবনু মু‘আয (রাঃ)-এর চাচাতো ভাই উসাইদ ইবনু হুযাইর (রাঃ) সা‘দ ইবনু উবাদাহ (রাঃ)-কে বললেন, বরং তুমিই মিথ্যা বলছ। আল্লাহর কসম! আমরা অবশ্যই তাকে হত্যা করব। তুমি হ’লে মুনাফিক। তাই মুনাফিকদের পক্ষ নিয়ে কথাবার্তা বলছ।

আয়েশা (রাঃ) বলেন, এ সময় আউস ও খাযরাজ উভয় গোত্র খুব উত্তেজিত হয়ে যায়। এমনকি তারা যুদ্ধের সংকল্প করে বসে। এ সময় রাসূলুল্লাহ (ছাঃ) মিম্বরে দাঁড়িয়ে ছিলেন। আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) তাদের শান্ত করলেন এবং নিজেও চুপ হয়ে গেলেন। আয়েশা (রাঃ) বলেন, আমি সেদিন সারাক্ষণ কেঁদে কাটালাম। চোখের ধারা আমার বন্ধ হয়নি এবং একটু ঘুমও হয়নি। তিনি (আয়েশা) বলেন, আমি কান্না করছিলাম আর আমার পিতা-মাতা আমার পার্শ্বে উপবিষ্ট ছিলেন। এমনি করে একদিন দুই রাত কেঁদে কেঁদে কাটিয়ে দিলাম। এর মধ্যে আমার একটুও ঘুম হয়নি। বরং অনবরত আমার চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে। মনে হচ্ছিল যেন, কান্নার কারণে আমার কলিজা ফেটে যাবে। আমি ক্রন্দনরত ছিলাম আর আমার আববা-আম্মা আমার পার্শ্বে উপবিষ্ট ছিলেন। এমন সময় একজন আনছারী মহিলা আমার কাছে আসার অনুমতি চাইলে আমি তাকে আসার অনুমতি দিলাম। সে এসে বসল এবং আমার সঙ্গে কাঁদতে আরম্ভ করল। তিনি বলেন, আমরা কান্না করছিলাম এই মুহূর্তে রাসূলুল্লাহ (ছাঃ) আমাদের কাছে এসে সালাম করলেন এবং আমাদের পাশে বসে গেলেন। আয়েশা (রাঃ) বলেন, অপবাদ রটানোর পর আমার পার্শ্বে এসে এভাবে তিনি আর বসেননি। এদিকে রাসূলুল্লাহ (ছাঃ) একমাস অপেক্ষা করার পরও আমার ব্যাপারে তাঁর নিকট কোন অহী আসেনি। আয়েশা (রাঃ) বলেন, বসার পর রাসূলুল্লাহ (ছাঃ) কালিমা শাহাদত পড়লেন। এরপর বললেন, আয়েশা! তোমার ব্যাপারে আমার কাছে অনেক কথাই পৌঁছেছে, যদি তুমি এর থেকে পবিত্র হও, তাহ’লে শীঘ্রই আল্লাহ তোমাকে এ অপবাদ থেকে মুক্ত করবেন। আর যদি তুমি কোন গুনাহ করে থাক, তাহ’লে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কর এবং তওবা কর। কেননা বান্দা গুনাহ স্বীকার করে তওবা করলে আল্লাহ তা‘আলা তওবা কবুল করেন।

তিনি [আয়েশা (রাঃ)] বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) তাঁর কথা শেষ করলে আমার অশ্রুধারা বন্ধ হয়ে যায়। এক ফোঁটা অশ্রুও আমি আর বের করতে পারলাম না। তখন আমি আমার আববাকে বললাম, রাসূলুল্লাহ (ছাঃ) যা বলছেন, আমার হয়ে তার জবাব দিন। আমার আববা বললেন, আল্লাহর কসম! রাসূলুল্লাহ (ছাঃ)-কে কি জবাব দিব, তা জানি না। তখন আমি আমার আম্মাকে বললাম, রাসূলুল্লাহ (ছাঃ) যা বলছেন, আপনি তার উত্তর দিন। আম্মা বললেন, আল্লাহর কসম! রাসূলুল্লাহ (ছাঃ)-কে কি উত্তর দিব, তা জানি না। সে সময় আমি ছিলাম অল্প বয়স্কা কিশোরী। কুরআনও বেশী পড়তে পারতাম না। তথাপি এ অবস্থায় আমি নিজেই বললাম, আমি জানি আপনারা এ অপবাদের ঘটনা শুনেছেন, আপনারা তা বিশ্বাস করেছেন এবং বিষয়টি আপনাদের মনে বদ্ধমূল হয়ে আছে। এখন যদি আমি বলি যে, এর থেকে আমি পবিত্র তাহ’লে আপনারা আমাকে বিশ্বাস করবেন না। আর যদি আমি এ অপরাধের কথা স্বীকার করে নেই, যে সম্পর্কে আল্লাহ জানেন যে, আমি এর থেকে পবিত্র, তাহ’লে আপনারা তা বিশ্বাস করবেন। আল্লাহর কসম! আমি ও আপনারা যে বিপাকে পড়েছি এর জন্য ইউসুফ (আঃ)-এর পিতার কথা ব্যতীত আমি কোন দৃষ্টান্ত খুঁজে পাচ্ছি না। তিনি বলেছিলেন, ‘পূর্ণ ধৈর্যই শ্রেয়। তোমরা যা বলছ, এ ব্যাপারে আল্লাহই একমাত্র আমার আশ্রয়স্থল’ (...)। অতঃপর আমি মুখ ঘুরিয়ে আমার বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। আল্লাহ তা‘আলা জানেন যে, সে মুহূর্তেও আমি পবিত্র। অবশ্যই আল্লাহ আমার পবিত্রতা প্রকাশ করে দেবেন। তবে আল্লাহর কসম! আমি কখনও ভাবিনি যে, আমার সম্পর্কে আল্লাহ অহী অবতীর্ণ করবেন, যা পাঠ করা হবে। আমার সম্পর্কে আল্লাহ কোন কথা বলবেন, আমি নিজেকে এতটা উত্তম মনে করিনি বরং আমি নিজেকে এর চেয়ে অনেক অধম ভাবতাম। তবে আমি আশা করতাম যে, হয়তো রাসূলুল্লাহ (ছাঃ)-কে স্বপ্নযোগে দেখানো হবে, যার ফলে আল্লাহ আমার পবিত্রতা প্রকাশ করবেন। আল্লাহর কসম! রাসূলুল্লাহ (ছাঃ) তখনো তাঁর বসার জায়গা ছেড়ে যাননি এবং ঘরের লোকজনও কেউ ঘর হ’তে বেরিয়ে যায়নি। এমন সময় তাঁর উপর অহী অবতরণ শুরু হ’ল। অহী অবতীর্ণ হওয়ার সময় তাঁর যে বিশেষ ধরনের কষ্ট হ’ত তখনও সে অবস্থা হ’ল। এমনকি ভীষণ শীতের দিনেও তাঁর শরীর হ’তে মোতির দানার মতো বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে পড়ল ঐ বাণীর গুরুভারে, যা তাঁর প্রতি অবতীর্ণ হয়েছে। আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ)-এর এ অবস্থা কেটে গেলে তিনি হাসিমুখে প্রথম যে কথা উচ্চারণ করলেন সেটা হ’ল, হে আয়েশা! আল্লাহ তোমার পবিত্রতা প্রকাশ করে দিয়েছেন।

তিনি [আয়েশা (রাঃ)] বলেন, এ কথা শুনে আমার মা আমাকে বললেন, তুমি উঠে গিয়ে রাসূলুল্লাহ (ছাঃ)-এর প্রতি সম্মান কর। আমি বললাম, আল্লাহর কসম! আমি তাঁর দিকে উঠে যাব না। মহান আল্লাহ ব্যতীত কারো প্রশংসা করব না। আয়েশা (রাঃ) বললেন, আল্লাহ (আমার পবিত্রতার ব্যাপারে) যে দশটি আয়াত অবতীর্ণ করেছেন, তা হ’ল, ‘যারা এ অপবাদ রটনা করেছে তারা তো তোমাদেরই একটি দল; এ ঘটনাকে তোমরা তোমাদের জন্য অনিষ্টকর মনে করো না; বরং এও তোমাদের জন্য কল্যাণকর। তাদের প্রত্যেকের জন্য আছে কঠিন শাস্তি। এ কথা শোনার পর মুমিন পুরুষ এবং নারীগণ কেন নিজেদের বিষয়ে সৎ ধারণা করেনি এবং বলেনি যে, এটা তো সুস্পষ্ট অপবাদ? তারা কেন এ ব্যাপারে চারজন সাক্ষী উপস্থিত করেনি? যেহেতু তারা সাক্ষী উপস্থিত করেনি, সেহেতু তারা আল্লাহর বিধানে মিথ্যাচারী। দুনিয়া ও আখিরাতে তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে, তোমরা যাতে লিপ্ত ছিলে তার জন্য কঠিন শাস্তি তোমাদেরকে স্পর্শ করত। যখন তোমরা মুখে মুখে এ মিথ্যা ছড়াচ্ছিলে এবং এমন বিষয় মুখে উচ্চারণ করছিলে যার কোন জ্ঞান তোমাদের ছিল না এবং একে তোমরা তুচ্ছ ব্যাপার বলে ভাবছিলে। অথচ আল্লাহর কাছে তা ছিল খুবই গুরুতর ব্যাপার। আর এ কথা শোনামাত্র তোমরা কেন বললে না যে, এ বিষয়ে বলাবলি করা আমাদের জন্য উচিত নয়? আল্লাহ পবিত্র মহান! এ তো এক গুরুতর অপবাদ। আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, যদি তোমরা মুমিন হয়ে থাক তাহ’লে কখনো অনুরূপ আচরণের পুনরাবৃত্তি করবে না; আল্লাহ তোমাদের জন্য তাঁর আয়াতসমূহ বিবৃত করেন এবং আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে তাদের জন্য আছে দুনিয়া ও আখেরাতে মর্মন্তুদ শাস্তি। আল্লাহ জানেন, তোমরা জান না। তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকলে তোমাদের কেউই অব্যাহতি পেতে না। আল্লাহ দয়ার্দ্র ও পরম দয়ালু’ (নূর ২৪/১১-২০)।

এ ঘটনাটি প্রমাণ করে একটা মিথ্যে অপবাদে অভিযুক্ত ব্যক্তিটির উপর কি একটা অবস্থা বিরাজ করে কি একটা অবস্থা বিরাজ করে তার আত্মীয়-স্বজনসহ আপনজনদের মাঝে। দর্শক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাই সালাম এর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তা'আলার বিষয়টি আল্লাহতালা নিজের পবিত্র কুরআনে ওহির মাধ্যমে প্রমাণ করেছেন কিন্তু আমি তো সাধারণ মানুষ, আমার বিশ্বাস সৃষ্টিকর্তা ওহীর মাধ্যমে আমার বিষয়টি প্রমাণ না করলেও অবশ্যই আমাকে সাহায্য করবে।

শিয়ালের কাছে মুরগি বর্গা

এক শিয়ালের কাছে মুরগি বরগা দিয়েছিলাম। কিন্তু শিয়াল আমার মুরগি খেয়ে ফেলেছেন। মুরগিটা আমার অনেক শখের ছিল অনেক আদর যত্নে লালন পালন করতাম তাকে। কিন্তু আমার সেই আউসের মুরগিটাকেই শিয়ালের কাছে বর্গা দিয়েছিলাম বিশ্বাস করেছিলাম আর সেই শিয়ালই খেয়ে ফেলেছে আমার আদর যত্নে গড়া মুরগিটাকে এখনই শেষ নয় মুরগি খাওয়ার পর বিভিন্ন মিথ্যে অপবাদ দিয়ে যাচ্ছেন আমার বিরুদ্ধে।

তাই বিগত অনেকদিন মানসিকভাবে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ি। আর ধৈর্যধারণ করতে থাকি আশা ছিল সৃষ্টিকর্তা যার হক তাঁর কাছে একদিন ফিরিয়ে দিবে।

একদিন হঠাৎ করে দেখি লোভী বিশ্বাসঘাতক বেইমান শিয়াল ফেসবুকে একটা স্ট্যাটাস দেন আমাকে নিয়ে আর তখন সেই স্ট্যাটাসটি পরেই আমি প্রমাণ পেয়ে গেলাম মুরগিটা যে আমার ছিল।বাড়ি সামনে মস্তানি অনেকেই করতে পারে কুকুরও ঘেউ ঘেউ করে, অনেকেই মুখের জোড়ে আবোল তাবোল বলতে পারে কিন্তু আমার বাবা মা গরিব হতে পারে তবে আমাকে লেখাপড়া করিয়েছেন, আমি চাইলেই মুখের ঝরে কথা বলতে পারি না আমাকে কথা বলতে হলে তথ্য প্রমান সহ কথা বলতে হয়। তাই মুখের জোরে কথা বলা মানুষের সাথে কথা বলে আমি নিজেকে তার মত করতে চাই না। তাই আমি বাধ্য হয়েছি আইনের আশ্রয় নিতে আইন আদালতে তথ্যপ্রমাণ কথা বলে, মুখের জোরে কথা বলা যায় না। সকলের কাছে দোয়া চাই যা সত্য তাই যেন আমার সাথে হয়।

কুষ্টিয়া কুমারখালীতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজ ছাত্রীকে শ্লীলতাহানি, যুবক গ্রেফতারপ্রেমের প্রস্তাবে রাজি না ...
30/08/2023

কুষ্টিয়া কুমারখালীতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজ ছাত্রীকে শ্লীলতাহানি, যুবক গ্রেফতার

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির এক ছাত্রীকে (১৭) শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। কুষ্টিয়া কয়া ইউনিয়নের রাঁধাগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক মো. রাকিবুল (২৩) ওই এলাকায় মিন্টু শেখের ছেলে।

জানা গেছে, বখাটে শাহিন দীর্ঘদিন ধরে ওই কলেজ ছাত্রীকে পথেঘাটে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। গত বৃহস্পতিবার দুপুরে কলেজ থেকে বাড়ি ফিরছিলেন ওই ছাত্রী ও তার এক বান্ধবী। সেসময় শাহিন গ্রেফতারকৃত আসামি রাকিবুলের মোটরসাইকেলে চরে এসে তাদের পথ আটক করে।

এরপর শাহিন তার মুখের স্কার্ফ খুলে মারতে মারতে টেনে হেচরে মাঠের ভিতরে নিয়ে যায় এবং প্রায় ২০ মিনিট ধরে ধস্তাধস্তি ও শ্লীলতাহানি করে। পরে স্থানীয়রা দুই ছাত্রীকে উদ্ধার করে এবং স্বজনদের কাছে পৌছে দেন।

এঘটনায় ঐ ছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। উক্ত মামলার প্রধান আসামি শাহিন পলাতক থাকলেও সহযোগী রাকিবুলকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার শিকার ছাত্রী বলেন, দীর্ঘদিন ধরে বখাটে শাহিন তাকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটে তাকে চর - থাপ্পড় ও শ্লীলতাহানি করেছে। তিনি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

👉কুষ্টিয়া জেলার সকল নিউজ পেতে এখনই Follow দিয়ে রাখুন ধন্যবাদ।

29/08/2023

ভেড়ামারায় এনজিও কর্মীর কাছ থেকে কিস্তির টাকা ছিনতাই!

ভেড়ামারা অফিস :: কুষ্টিয়ার ভেড়ামারায় মোঃ আসাদুল ইসলাম (৩৪) নামে এ্যাকশন ফর হিউম্যান ডেভেলপমেন্ট আর্গানাইজেশন (এ্যাডো) এনজিও কর্মীর কাছ থেকে কিস্তি আদায়কৃত প্রায় ৭৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার আনুমানিক দুপুর ১টায় ভেড়ামারা থানাধীন বাহিরচর ইউনিয়নের ষোলদাগ গ্রামস্থ বাঁধপাড়া এলাকায় আঞ্চলিক সড়কে এ ঘটনাটি ঘটে।আসাদুল নাটোর জেলার বড়াইগ্রাম এলাকার আবুল হোসেনের ছেলে। বর্তমানে তিনি ভেড়ামারা এ্যাডো অফিসের একজন এনজিও কর্মী হিসেবে কর্মরত।

ভুক্তভোগী আসাদুল জানান, গ্রাহকদের বাড়ি বাড়ি ঘুরে আদায়কৃত কিস্তির টাকা ব্যাগে করে নিয়ে অফিসে ফিরছিলাম আমি। আমার কাছে প্রায় ৭৫ হাজার টাকা ছিল। ফেরার পথে ষোল দাগ বাঁধপাড়া এলাকার রাস্তার পাশে অপরিচিত অজ্ঞাতনামা ২জন ছিনতাইকারী আমার মোটরসাইকেল গতিরোধ করে। তাদের কাছে থাকা লাল রংয়ের পালসার মোটরসাইকেল থামিয়ে আমাকে গতিরোধ করে আমাকে বলে ইয়াবা কোথায় রাখছিস? তখন আমি বলি আমি এনজিওতে চাকরী করি, ইয়াবা চিনি না। তখন বলে তোর ব্যাগ চেক করা হবে। তখন তারা আমার ব্যাগ চেক করে এনজিও এর আদায়কৃত ৭৪ হাজার ৪৩০ টাকা ছিনতাই করে নিয়ে যায়। তারা তখন প্রাণনাশের হুমকি দিয়ে জোর জবরদস্তি করে আমার ব্যাগের সমস্ত টাকা ও আমার মোটরসাইকেল এর চাবী নিয়ে চলে যায়।

এ্যাডোর ভেড়ামারার শাখার ম্যানেজার মুনতাজ আলী বলেন, এ ঘটনার পর ওই কর্মী আমাকে সমস্ত ঘটনা খুলে বলে। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাইকারীদের খুঁজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি আমি।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে আমার থানার সেকেন্ড অফিসারকে পাঠিয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। # # #

29/08/2023

কুষ্টিয়ায় ইলেকট্রনিকস দোকানে ব্লাকমেইল করে চাঁদাবাজি করতে গিয়ে জনতার তোপের মুখে পরে পালালেন এক নারী

29/08/2023

৫ দফা নিয়ে আন্দোলন

কুষ্টিয়ায় বিভিন্ন সময়ে চুরি, ছিনতাইয়ের ঘটনায় ১২ জন গ্রেফতার ও ৮ টি ইজিবাইক উদ্ধার : পুলিশের সংবাদ সম্মেলন!
29/08/2023

কুষ্টিয়ায় বিভিন্ন সময়ে চুরি, ছিনতাইয়ের ঘটনায় ১২ জন গ্রেফতার ও ৮ টি ইজিবাইক উদ্ধার : পুলিশের সংবাদ সম্মেলন!

28/08/2023

২৮ আগষ্ট ২০২৩।। কুষ্টিয়া শহরের থানা পড়া থেকে ভ্যান চুরি করে আজ পালানোর সময় কুমারগাড়া এলাকায় ইজিবাইক সহ চোর জনগণের হাতে আটক। জানালেন এটাই তার প্রথম চুরি ....!!

কুষ্টিয়ায় পুকুর থেকে নারীর বিবস্ত্র লাশ উদ্ধারের রহস্য উদঘাটন...পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেয় স্ব...
26/08/2023

কুষ্টিয়ায় পুকুর থেকে নারীর বিবস্ত্র লাশ উদ্ধারের রহস্য উদঘাটন...
পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেয় স্বামী রাকিবুল। স্বামী-পরকীয়া প্রেমিক দুজনেই গ্রেফতার....

কুষ্টিয়া সদর উপজেলার বালিয়াপাড়া গ্রামের মওলা নামের এক ব্যক্তিকে সাপে কেটেছে। তাকে দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসা দ...
26/08/2023

কুষ্টিয়া সদর উপজেলার বালিয়াপাড়া গ্রামের মওলা নামের এক ব্যক্তিকে সাপে কেটেছে। তাকে দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে সুস্থ আছেন। কাউকে সাপে কাটলে বিলম্ব না করে দ্রুত হাসপাতালে নিন এবং চিকিৎসা দিন।

26/08/2023

যেখানে হ-ত্যা করা হয় কাজের মেয়েকে

26/08/2023

কাজের মেয়েকে মে"রে ফ্রিজে রেখে দিচ্ছেন এই ঘটনাটি ঘটেছে ধানমন্ডি সেন্ট্রাল রুট...

নিখোঁজ সবুজ মন্ডলের সন্ধান চায় পরিবারসবুজ মন্ডলের ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছে তার পরিবার। আট দিন ধরে নিখোঁজ সন্তানের ...
26/08/2023

নিখোঁজ সবুজ মন্ডলের সন্ধান চায় পরিবার
সবুজ মন্ডলের ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছে তার পরিবার। আট দিন ধরে নিখোঁজ সন্তানের চিন্তায় খাওয়া নেই, ঘুম নেই তার অসহায় মায়ের। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

সবুজ মন্ডল কুষ্টিয়া পৌর ১৬নং ওয়ার্ডের বাড়াদী গ্রামের মৃত বাচ্ছু মন্ডলের ছেলে। তার বয়স ৩০ বছর। গত ১৯ আগস্ট সকালে দিকে সে বাসা থেকে বেরিয়ে যায়। এর পর থেকে আর কোনো খোঁজ নেই।

পরিবার ও স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে ২০ আগস্ট কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি করেন, যার নম্বর ১৫৩৭। জিডিতে বলা হয়েছে— সবুজের গায়ের রঙ শ্যামল, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি।

26/08/2023

নানা অভিযোগ তুলির পরিবারের || ময়নাতদন্তের রিপোর্ট বদলানোর সংশয় || পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন || Around My City

নাজির আহমেদ হিরু হত্যা মামলাকুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে হত্যা মামলার ০১ জন পলাতক আসামি গ্রেফতার' গত ০৩ আগষ্ট ২০২৩ তারিখ ক...
26/08/2023

নাজির আহমেদ হিরু হত্যা মামলা

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে হত্যা মামলার ০১ জন পলাতক আসামি গ্রেফতার'

গত ০৩ আগষ্ট ২০২৩ তারিখ কুষ্টিয়া জেলার সদর উপজেলার ডিসি কোর্টের সামনে বানী সিনেমা হল গলির জনৈক মোজাফ্ফর তেল পাম্পের মালিকের ভাড়া বাসায় ইজিবাইক চালক নাজির আহমেদ হিরু (৪৬) নামক এক ব্যক্তিকে বাসায় ডেকে নিয়ে গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং তার ইজিবাইক চুরি করে ও তার লাশ লুকানোর জন্য ঐ বাসার পশ্চিম-দক্ষিন কোনায় একটি আম গাছের গোড়ায় গর্ত করে মাটি দিয়ে পুতে রাখে। উক্ত ঘটনার প্রেক্ষিতে মৃত নাজির আহমেদ হিরু এর ভাই মোঃ রাকিবুল ইসলাম (৪৪) বাদী হয়ে কুষ্টিয়া জেলার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে, যার মামলা নং-৬১, তারিখ-২৪ আগষ্ট ২০২৩, ধারা-৩০২/২০১/৩৭৯/৩৪ পেনাল কোড ১৮৬০। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি মোঃ গোলাম ফারুক এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় অদ্য ২৫ আগষ্ট ২০২৩ ইং তারিখ ভোর ০৫:৩০ ঘটিকায় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন বড় বাজার রেল লাইন এলাকায়’’ একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় আসামি মোঃ হৃদয়(২৭), পিতা-আব্দুল আজিজ, সাং-চরমিলপাড়া, থানা-সদর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। উক্ত আসামির নামে একাধিক মামলা রয়েছে। পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বৃষ্টিস্নাত দিনে সুতিপাড়া ইউনিয়নে আউশ ধান (ব্রিধান ৮২) কর্তন ।উপস্থিত: উপজেলা কৃষি অফিসার,  কৃষি সম্প্রসারণ অফিসার,  উ...
25/08/2023

বৃষ্টিস্নাত দিনে সুতিপাড়া ইউনিয়নে আউশ ধান (ব্রিধান ৮২) কর্তন ।
উপস্থিত: উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার, উপজেলা পরিসংখ্যান অফিসার এবং সংশ্লিষ্ট উপসহকারী কৃষি অফিসারসহ অন্যান্যরা।

Address

Khulna
Kushtia
7000

Alerts

Be the first to know and let us send you an email when News Kushtia 24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other News & Media Websites in Kushtia

Show All