কবিতায় তুমি

কবিতায় তুমি I am discovering myself and I try to my best for improving myself. I want to increase confidence that I can also do better,,,(In Sha Allah).

Allah is the better planer for me.,, I believe it,,,,,Alhumdullih �

05/01/2025
23/12/2024

সঠিক সময়ে,সঠিক জায়গায়,সঠিক সিদ্ধান্তে,সঠিক পরিশ্রম করলেই সফলতা আসে।

23/12/2024

এতটাও বড় হতে চাইনি , যেখানে সবার এক্সপেক্টেশন আছে আমার প্রতি , কিন্তু আমার কোনো এক্সপেক্টেশন নেই কারোর প্রতি 🙂

আহা জীবন

সবার আবদার পূরণ করতে হবে, কিন্তু আমার আবদারের জায়গা নেই, আসলেই অনেক বড় হয়ে গেছি🥲

17/12/2024

কেউ কাউকে কখনো ভালোবাসে না, ভালোবাসে তার সফলতাকে🤔

17/12/2024

"হয়তো তোমাকে হারিয়ে দিয়েছি
নয়তো গিয়েছি হেরে, থাক না ধ্রুপদী অস্পষ্টতা, কে কাকে গেলাম ছেড়ে!

"এ পৃথিবী একবার পায় তারে - পায় নাকো আর!"

পৃথিবীর তিন ভাগ সমান দু’চোখ যার
তাকে কেন একমাস শ্রাবণ দেখালে!

“তুমি কি জুলেখা, শিরী, সাবিত্রী, নাকি রজকিনী?
চিনি, খুব জানি, তুমি যার তার, যে কেউ তোমার,
তোমাকে দিলাম না – ভালোবাসার অপূর্ব অধিকার।

"আকালের এই কালে সাধ হলে পথে ভালোবেসো, ধ্রুপদী পিপাসা নিয়ে আসো যদি লাল শাড়িটা পরে!

"বিরোধী নিধন শেষে, কতোদিন অকারণে
তাঁবুর ভেতরে ঢুকে দেখেছি তোমাকে বারবার কতোবার।"

"ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত
ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে, পত্র দিয়ো "

"মানুষের কাছে এসে
নতুন মুদ্রায় আমি নির্জন হলাম,
একাই ছিলাম আমি পুনরায় একলা হলাম।"

কিছু মানুষ সুযোগ পেলে এমন ঘাড়ে চড়ে বসে🥹
15/12/2024

কিছু মানুষ সুযোগ পেলে এমন ঘাড়ে চড়ে বসে🥹

With Sharmin Sultana – I'm on a streak! I've been a top fan for 3 months in a row. 🎉
12/12/2024

With Sharmin Sultana – I'm on a streak! I've been a top fan for 3 months in a row. 🎉

09/12/2024

কেউ একজন বলেছিলো-
আপনাকে ভীষন ভালোবাসি !!!

আমি বলেছিলামঃ-
কেন ???

সে বলেছিলো-
আপনি দেখতে-
অনেক হ্যান্ডসাম তাই-
আপনাকে ভালোবাসি ।

আমি বুঝেছিলাম-
এটা তার ভালোবাসা না-
এটা তার ভালোলাগা-
তাই তাকে আর ভালোবাসা হলো না ।

একজনকে একটা-
গোলাপ দিয়ে বলেছিলাম "ভালোবাসি" ।
তারপর কিছুদিন পর গোলাপটা তার কাছে চাইলাম ।
সে বলেছিলো-
গোলাপ টা শুকিয়ে গেছে-
গন্ধহীনা হয়ে গেছে তাই ছুড়ে ফেলে দিছি ।

আমি বুজেছিলাম-
সে সৌন্দর্যের প্রতীক ।
সৌন্দর্য নষ্ট হয়ে গেলে-
সে গোলাপের মতো-
আমাকেও ছুড়ে ফেলে দিবে ।
তাই তাকে ও আর ভালোবাসা হয় নি ।

আর একজন এসেছিল-
সম্পর্কের শুরুতে তার ভালোবাসা ছিলো অসিম ।

কিন্তু কিছুদিন-
যেতে না যেতে ই বাড়লো তার অবহেলা ।

আমি বুজেছিলামঃ-
সে নতুনে মুগ্ধ ।
একটু পুরানো হলে-
তার আর আগের মতো ভালো লাগে না ।
তাই তাকে ও আর ভালোবাসা হয় নি ।

জীবনে-
ভালোবাসা পাওয়ার অযোগ্য মানুষটাকে- ভালোবাসার থেকে, সারাজীবন সঠিক মানুষটার জন্য অপেক্ষা করা ভালো ।

সে জীবনে আসলে-
আপনার সৌন্দর্য কে নয়-
আপনার ব্যাক্তিত্বের প্রেমে পড়বে ।
তার কাছে আপনি কখনোই পুরাতন হবেন না ।

আপনার দেওয়া গোলাপ টা-
শুকিয়ে গন্ধহীনা হয়ে যাওয়ার পর ও-
যত্ন করে রেখে দিবে ডায়েরির ভাজে ।

ঠিক যেমন আপনাকে সারাজীবন-
হৃদয় মাজারে যত্ন করে রাখবে সারাজীবন । 😇

09/12/2024

একটা রিলেশান ততক্ষন সুন্দর যতক্ষন দুজন দুজনকে ভালোবাসে, দুজন দুজনের সাথে কথা বলতে অস্থির হয়ে থাকে,দুজন দুজনকে সময় দেবার জন্য সময় খুঁজে বের করে, দুজন দুজনকে সম্মান ও শ্রদ্ধাভক্তি করে, কেউ কারো নিকট কিছু গোপন করে না, মিথ্যা বলে না, ভালোবাসা নিজেদের উজার করে দেয়। নিজেদের সব রকম সুখ দুঃখগুলো অকপটে শেয়ার করে,সম্পর্কটির যত্ন দুজনই করে,যখন একজনের দুঃখ্যে অন্যজন ব্যতিত হোন,নিজের মধ্যেও কষ্টটুকু অনুভব করেন, প্রতিটা সম্পর্ক ঠিক তখনই সুন্দর।
সম্পর্ক খারাপ হতে থাকে কখন জানেন?
যখন একজন ভালোবাসে হার্ট এন্ড সোল, অন্যজন পিঁছু টান, একজন আরেকজনের কথা যখন না শোনে, মান্য না করে, পছন্দ অপছন্দ গুলোকে প্রাধান্য দেয়া না হয়, কথা গোপন করা হয়, মি'থ্যার আ'শ্রয় নেয়া হয়, সম্পর্কে তৃতীয় কাউকে প্রশ্রয় দেয় হয়। সম্পর্কগুলো তখনই ধীরে ধীরে ফ্যাকাশে হতে শুরু করে।
প্রিয়জনের ফেইজবুকে নামের পাশে সবুজ বাতি জ্বলে থাকার পরেও যখন অপর প্রান্ত থেকে রেসপন্স আসে না,তখন সম্পর্কগুলোতে মরিচা ধরে, ভুল বুঝাবুঝির জন্ম হয়,ঝগড়া বিবাদ ফেসাদ বাঁধে,দিন দিন সেটা বাড়তে থাকে!!
এরূপ ঘটনার ফলে দুজন মানুষই কষ্ট পায়:- একজন কষ্ট পায় রেসপন্স না পেয়ে, অন্যজন কষ্ট পায় প্রতিনিয়ত তাকে ভুল বুঝে ঝগড়া করে বলে!!
জীবন এক রহস্যময় কঠিন যন্ত্রনার মায়াজাল!
এখানে কষ্ট তোমাকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে,সুখ আসবে অল্প অল্প করে!! যে সুখটুকুর সাথে কষ্টটুকু মেনে নিতে পারবে সেই সুখি...
কিছু কষ্ট আছে মেনে নেয়া সহজ নয় কঠিন কাজ!!
যেমন প্রিয়জনের ভাগ অন্যকাউকে দেয়া..
কাউকে মন থেকে ভালোবাসলে তার ভাগ অন্যজনকে দেয়ার চেয়ে বরং মৃত্যুকে হাসি মুখে মেনে নেয়া সহজ..
প্রিয়জন সম্পদ কোন সম্পত্তি নয় যে তার ভাগ অন্যকাউকে দেয়া যাবে!!
প্রতিটা মানুষের সম্পর্ক হোক সুখময় শান্তিময়,প্রিয়জনের কথার মাঝেই রয়েছে অপার শান্তি অনাবিল আনন্দ।
কারো প্রিয়জন কখনো হারিয়ে না যাক, পৃথিবীর বুকে ভালোবাসার দায়ে
দুঃখের সাগরে ফেলে!!

09/12/2024

পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো “বিশ্বাস আর অপেক্ষা”!

“বিশ্বাস” যা সবাই রাখতে পারে না!
আর “অপেক্ষা” যা সবাই করতে পারে না!

09/12/2024

আমাকে খোঁজো না তুমি বহুদিন-
কতদিন আমিও তোমাকে খুঁজি নাকো;-
এক নক্ষত্রের নিচে তবু-একই আলো
পৃথিবীর পারে আমরা দুজনে আছি;
পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়,
প্রেম ধীরে মুছে যায়,
নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়।

~জীবনানন্দ দাশ।

09/12/2024

তুমি কখনও বুঝবে না
আমার কেন জ্বর হয়, শ্বাস বাড়ে,
কেন গা কেঁপে উঠে হঠাৎ হঠাৎ।

তুমি কখনও বুঝবে না
আমার কেন মধ্যরাতে ঘুম ভেঙে যায়-
ভোরবেলায় কেন এত শূন্য লাগে,
কেন বিছানা ছাড়তে ইচ্ছে করে না অনেকক্ষণ।

তুমি কখনও বুঝবে না
আমি কেন হাসি কান্নার মাঝে অবস্থান করি-

অন্যের হাসি দেখলে আমার বুকটা কেন
হু হু করে কেঁদে ওঠে।
আমার কেন দম আটকে আসে প্রায়।

তুমি কখনও বুঝবে না
একটি ফুল, একটি পাখি দেখলে
আমার কেন তোমার কথা মনে পড়ে খুব।

- তুমি কখনও বুঝবে না

05/12/2024

আমার অস্তিত্বের বিলীনতায়~
কোনো হাহাকার থাকবে না-
কোনো আর্তনাদ থাকবে না-
কোথাও কোনো আফসোস থাকবে না-
পূর্ণতা না পাওয়া গোটা কয়েক বেরঙিন স্বপ্ন
হাওয়ায় উড়বে,
যা কারো চোখে দৃশ্যমান হবে না।
ব্যস্ত নগরীর ব্যস্ততায় দুনিয়া ভুলে যাবে আমায়,
হঠাৎ মনে পড়ার ব্যাপারটাও সময়ের সাথে সাথে
চাপা পড়ে যাবে।
নতুন নতুন বাস্তবতা আসবে-
রঙচটা ভগ্ন মুহূর্ত থাকবে-
ঘষামাজা ঝা চকচকে পৃথিবী থাকবে-
শুধু আমার সত্ত্বা থাকবে না!

Address

Kushtia
7030

Website

Alerts

Be the first to know and let us send you an email when কবিতায় তুমি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কবিতায় তুমি:

Videos

Share