টিউটর দিচ্ছি

টিউটর দিচ্ছি আমি এখনো ছাত্র, আর সারাজীবন ছাত্রই থাকতে চাই,,,

আমরা আপনার সন্তানের জন্য দিচ্ছি , স্কুল কলেজের নবীন নিবন্ধনধীত শিক্ষক ।
এছাড়াও থাকছে কুষ্টিয়া মেডিক্যাল ,ইসলামি বিশ্ববিদ্যালয় ও কুষ্টিয়া সরকারি কলেজের অভিজ্ঞ শিক্ষার্থী ।

30/10/2024
20/06/2023

.

অপেক্ষাকৃত একটু কঠিন হয়েগেছে প্রশ্ন..... করোনাকালীন ছাত্র-ছাত্রীদের জন্য একটু কঠিন,
09/05/2023

অপেক্ষাকৃত একটু কঠিন হয়েগেছে প্রশ্ন.....

করোনাকালীন ছাত্র-ছাত্রীদের জন্য একটু কঠিন,

ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিততোমরা যারা ইসলামী বিশ্ববিদ্যালয়  ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ খোজ করছো তারা সঠ...
17/04/2023

ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত

তোমরা যারা ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ খোজ করছো তারা সঠিক জায়গায় এসেছো।আমরা আমাদের আর্টিকেলটিতে আলোচনা করবো ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ নিয়ে।ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ঝিনাইদহে অবস্থিতো।

ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২৩
তোমরা যারা ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তির সকল তথ্য জানতে চাও তারা আমাদের আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন।গুচ্ছ অধিভুক্ত যে কয়েকটি বিশ্ববিদ্যালয় রয়েছে তার মধ্যে অন্যতম একটি বিশ্ববিদ্যালয় হলো ইসলামী বিশ্ববিদ্যালয়।গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে এবারে ২০২৩ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিবে।বিগতো বছরে গুচ্ছের অধিভুক্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয়।

ইবি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
তবে এবারে ২০২৩ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে তারা গুচ্ছতে থাকবে না,তারা নিজেরাই আলাদা ভাবে ভর্তি পরীক্ষা নিবে।ইসলামী বিশ্ববিদ্যালয়ে মোট চারটি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিতো হবে।এই ইউনিটগুলো হলো এ,বি ,সি এবং ডি ইউনিট।প্রতিটা ইউনিটই খুবই গরুত্বপুর্ন।আমি এখানে প্রতিটা ইউনিট সম্পর্কে আলোচনা করবো।

ইসলামী বিশ্ববিদ্যালয় আবেদন যোগ্যতা ২০২৩
আমি এখানে আলোচনা করবো ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবেদন যোগ্যতা নিয়ে।এসএসসি বা সমমান পরীক্ষায় কত জিপিএ থাকতে হবে এটা এখনো বলেনি তবে এইচএসসি বা সমমান পরীক্ষায় ২০২১/২০২২ সালের পাশকৃত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।এইচএসসি এবং এসএসসিতে কত জিপিএ লাগবে এটা এখনো বলা হয়নি।তবে অনুমান করা যাচ্ছে অল্প কিছুদিনের মধ্যেই নোটিশ প্রকাশ করা হবে ।

ইউনিট:ইসলামী বিশ্ববিদ্যালয়ে মোট চারটি ইউনিট রয়েছে এগুলো হলো এ ইউনিট,বি ইউনিট,সি ইউনিট এবং ডি ইউনিট।এই চারটি ইউনিটে মোট আটটি অনুষদ রয়েছে।এই আটটি অনুষদে মোট অসন সংখ্যা হলো ২০৯৫ + ।এ ইউনিট হলো বিজ্ঞান বিভাগের ইউনিট।

এ ইউনিট আবেদন যোগ্যতা:এ ইউনিট হলো বিজ্ঞান বিভাগের একটি ইউনিট।এখানে শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে হবে।এ ইউনিটে মোট তিনটি অনুষদ রয়েছে এবং ১১টি বিভাগ রয়েছে।এ ইউনিটে মোট আসন সংখ্যা ৫৫০টি।

অনুষদ আসন সংখ্যা
বিজ্ঞান ১৫০
প্রকৌশল প্রযুক্তি ২৫০
জীববিজ্ঞান ১৫০
বি ইউনিট আবেদন যোগ্যতা:বি ইউনিটে বিজ্ঞান ,মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।বি ইউনিটে ৩টি অনুষদ রয়েছে।এই ৩টি অনুষদে মোট ১৫টি বিভাগ রয়েছে ।বি ইউনিটে মোট আসন সংখ্যা হলো ১০৯৫টি।

অনুষদ আসন সংখ্যা
কলা ২৯০
সামাজিক বিজ্ঞান ৪৯০
আইন ১৬০
সি ইউনিট আবেদন যোগ্যতা:সি ইউনিট খুবই গুরুত্বপুর্ন একটি ইউনিট।সি ইউনিটে বিজ্ঞান ,মানবিক,এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা সবাই আবেদন করতে পারবে।সি ইউনিটে ১টি অনুষদ এবং ৬টি বিভাগ রয়েছে। সি ইউনিটে মোট আসন সংখ্যা হলো ৪৫০টি।

অনুষদ আসন সংখ্যা
ব্যাবসায় প্রশাসন ৪৫০
ডি ইউনিট আবেদন যোগ্যতা:ডি ইউনিটে একটি অনুষদ রয়েছে এবং তিনটি বিভাগ রয়েছে।ডি ইউনিটে মোট আসন সংখ্যা হলো ২৪০টি।

অনুষদ আসন
থিওলোজী এন্ড ইসলামীক স্টাডিস ২৪০টি
ইসলামী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবণ্টণ ২০২৩
ইসলামি বিশ্ববিদ্যালয়ে প্রতি ইউনিটে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিতো হবে।এসএসসি এবং এইচএসসি ফলাফলের উপর ৪০মার্ক থাকতে পারে।মোট ১২০ নম্বরের পরীক্ষা হবে।প্রতিটা ভুল উত্তরের জন্য ০.২৫ করে মার্ক কাটা যাবে অর্থাৎ চারটি ভুল করলে ১ মার্ক কাটা যাবে।

এ ইউনিট: এ ইউনিটে মোট ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে।এখানে মূলতো পদার্থ,রসায়ণ বাধ্যতামূলক ।গণিত এবং জীববিজ্ঞান এর মধ্যে থেকে যেকোন একটি উত্তর করতে হবে।কেউ যদি গণিত ভালো পারে তাহলে গণিত উত্তর করবে।আর কেউ যদি জীববিজ্ঞান ভালো পারে তাহলে জীববিজ্ঞন উত্তর করবে।

বি ইউনিট:বি ইউনিটে ৮০ নম্বরের পরীক্ষা হবে।এখানে বাংলা ,ইংরেজী এবং সাধারণ জ্ঞান এর উপর পরীক্ষা হবে।এখানে প্রতিটা বিষয়ই খুব ভালোভাবে পড়তে হবে।

সি ইউনিট:সি ইউনিটে ৮০ নম্বরের পরীক্ষা হবে।এখানে বাণিজ্য বিভাগ সহ অন্য সকল বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।এখানে ইংরেজী,হিসাবিজ্ঞান,এবং ব্যাবসা শিক্ষার উপর মোট ৮০ নম্বরের পরীক্ষা হবে।অন্য বিভাগের জন্য ইংরেজী,সাধারণ গণিত,এবং সাধারণ জ্ঞান এই তিনটা বিষয়ের উপর পরীক্ষা হবে।

ডি ইউনিট:এটি খুবই গুরুত্বপুর্ণ একটি ইউনিট।এখানে মুলতো আল কুরআন,আল হাদীস,আরবী,ইসলামের ইতিহাস,ইসলাম শিক্ষা,আল ফিকাহ,বাংলা,ইংরেজী,সাধারণ জ্ঞান।এখানে মূলতো ৮০ নম্বরের পরীক্ষা হবে।

আবেদন করতে হবে:অনলাইনে
আবেদন শুরু:১০ই মে ২০২৩
আবেদন শেষ:২৭ই মে ২০২৩
ভর্তি পরীক্ষা:জুন মাসের দ্বিতীয় সপ্তাহে
ওয়েবসাইট:www.admission.iu.ac.bd
আবেদন ফি:ইউনিট ভিত্তিক আবেদন ফি আলাদা আলাদ হবে।এ ইউনিট ৮৫০টাকা ,বি ইউনিট ১০৫০টাকা ,সি ইউনিট ৬০০ টাকা এবং ডি ইউনিট ৫০০টাকা।

05/04/2023

Mathematics

গণিত নিয়ে পড়ে কি হবে ??

স্কুল জীবনে সবাই মোটামুটি একটি কমন রচনা
ইংরেজীতে লিখেছি আমরা, নাম, “এইম-ইন-লাইফ”,
লিখতে গিয়ে আমাদের প্রায় সবারই উত্তর ছিল ডাক্তার
হব, গ্রামে গিয়ে জনগণের সেবা করব, বিনা পয়সায়
চিকিৎসা করব, অথবা ইন্জিনিয়ার হব, দেশের উন্নয়ন করব।
কলেজের পর ভর্তি কোচিংও করেছি সেভাবেই।
কিন্তু বিধি বাম বা দূর্ভাগ্য যাই বলিনা কেন, ভর্তি পরীক্ষায়
অনিচ্ছাকৃত চান্স, গণিত বিভাগ। হায় কি হবে ভবিষ্যত ?!
প্রথম বর্ষেই অনেকেই বিষয় পরিবর্তন করার জন্য ক্লাস
বর্জন করে, হতাশায় ভুগে, নানান বিধ চিন্তা করে
পুণঃভর্তি হয় সেই প্রথম বর্ষেই, মাঝখান থেকে জীবনের
একটি বছর এমনিতেই যায়, আবার অনেকেই একই হতাশা
বা অনীহা বয়ে বেড়ায় পুরু অনার্স জুড়ে, ফলে পরীক্ষায়
ভাল ফলাফল আসেনা। অথচ উন্নত দেশগুলোতে গণিত
বিষয়টি সবচাইতে মেধাবীদের পছন্দের একটি বিষয় !!
কারণটা কি?? সহজ উত্তর, সেসব দেশে ভাল চাকরী
পাওয়া যায়, আমাদের দেশে যায়না, আসলে ধারণাটা
ভুল !! আজ এই বিষয়ে, মূলত: আজ আমি দেখাব গণিতের
ভবিষ্যত, দেশে ও বিদেশে।
প্রথমে দেশের কথায় আসি, গণিত পড়ে দেশেই ভাল কিছু
করা যায়। যেমন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা,
ব্যাংক, করপোরেট অফিসগুলোতেও গণিতবিদ লাগেই।
দেশে এখন ইউজিসির হিসাব অনুযায়ী যেসব সরকারী
বিশ্ববিদ্যালয় ও বেসরকারী বিশ্ববিদ্যালয় আছে,
যেখানে গণিতের শিক্ষক লাগবেই, শিক্ষক সংকটের
কারণে বেসরকারী বিশ্ববিদ্যালয় গুলো সরকারী
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হায়ার করে খন্ডকালীন
ক্লাসের ব্যবস্থা করতেছে, কারণ কোয়ালিটি সম্পন্ন
জ্ঞান দান। কিন্তু এই খন্ডকালীন শিক্ষকের প্রয়োজন
হতোনা যদি আমাদের দেশের গণিত নিয়ে পড়ার আগ্রহটা
থাকে শুরু থেকেই আমাদের মাঝে, তাহলে রেজাল্ট ভাল
হবে, গবেষণা পত্র থাকবে, যখন বিশ্ববিদ্যালয়গুলো
দেখবে, মাস্টার্স পাশ একজন ছাত্র রেজাল্ট ভাল
(সিজিপিএ ৩,৫০ এর উপর), ইন্টারনেশনাল জার্নালে
গবেষণাপত্র আছে, তখন লুফে নিবে তাকে। আস্তে
আস্তে চাহিদা বাড়বে। এখন বেসরকারী বিশ্ববিদ্যালয়গ
ুলোতে সম্মানীও খারাপ না । পর্যায়ক্রমে এটাও বাড়বে।
তাছাড়া গবেষণা উপস্থাপনের জন্য পৃথিবীর আনাচে
কানাচে ঘুরে বেড়ানোর সুযোগতো থাকছেই, তাও বিনা
খরচে অথবা স্বল্প খরচে !!! কিন্তু এর জন্য দরকার মান
সম্পন্ন গবেষণা, তাও সেটা হবে তখনই যখন প্রথম বর্ষ
থেকেই গণিতের খুঁটিনাটি বিষয়ে সিরিয়াস থাকতে
হবে।
এবার আসি, ব্যাংকগুলোতে, হ্যাঁ এটা ঠিক,
ব্যাংকগুলোতে ব্যাবসা বিষয়ে যারা পড়ে তাদের
প্রাধান্য থাকে, কিন্তু ভাল ভাল ব্যাংকগুলোতে লাখ
টাকার সম্মানীতে চাকরী করতেছে গণিতবিদরা। আর বড়
বড় মাল্টিন্যাশনাল করপোরেট অফিসগুলোতেও গণিতবিদ
লাগেই, তবে তাদের ধীরে ধীরে বুঝাতে হবে,
গণিতবিদরা বিজনেস স্টাডিস নিয়ে যারা পড়েছে,
তাদের বস !!
আর এটা তখনই হবে যখন অনার্স প্রজেক্ট বা
মাস্টার্স থিসিস এর সময় ইন্টার্নশীপ ব্যাবস্থা করে
দেওয়া হবে সেই অফিস গুলোতে, যেটা বিজনেস
ফ্যাকাল্টি করে থাকে, তাদের সাথে প্রতিযোগীতা
করে এই যায়গাটি আমাদের পাকাপোক্ত করে নিতে
হবে। ডেনমার্কের কোপেনহেগ বিজনেস স্কুল এর এমবিএ
আন্তর্জাতিক ভাবে স্বীকৃত, আর সেখানে প্রথম ১ বছর
পড়ানো হয়, লিনিয়ার এলজেবরা, মাল্টি ভ্যারিয়েবল
ক্যালকুলাস, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ফাংসনাল
এনালাইসিস, টপোলজি।
এবার যেটা বলেছিলাম, বিদেশে গণিত পড়লে ভাল
চাকরী পাওয়া যায়, তাই সেখানকার ভাল ভাল
মেধাবীরা গণিত পড়তে চায়। কথাটা আংশিক সত্য,
পরোপুরি না, মূলত: গণিত মানেই উন্নত দেশগুলোতে যেটা
বুঝানো হয়, গবেষণা, আর গবেষণা বাবদ আছে প্রচুর অর্থ,
এটাই চাকরী। এছাড়া আর সবই আমাদের দেশের মতই,
এখানেও দেখতেছি আই-আর বিষয় নিয়ে পড়েও ব্যাংক এ
চাকরী করতেছে। কিন্তু এদের গণিত পড়ার মূল আগ্রহ
থাকে নিজেকে একটু আলাদা করে ভাবতে, গণিত পড়তে
পারাটা এদের কাছে বিরাট সম্মানের। অনেকটা
আমাদের দেশের ইন্জিনিয়ার বা মেডিকেল এ পড়তে
পারার মত। কারণ, এরা অর্থের চাইতে সম্মানটা বড়, হয়ত
অর্থ প্রচুর আছে তাই এমন ভাবে, কিন্তু এটা সত্যিই যে,
গণিত বিষয়টা খুব কম ছেলে-মেয়েই সিলেক্ট করে।
যারা করে তারা আলাদা চিন্তাবীদ। সে যাকগে, তাতে
আমাগো কি?? আমাগো দেখা দরকার ফিউচার ইন
বিদেশ, তাই তো ?? তবে বলি, পৃথিবীর সবচাইতে বেশি
স্কলারশীপ এখন গণিতের গবেষণায়। বিশেষ করে
আমেরিকা, কানাডা, জার্মানী, ফ্রান্স, সুইজারল্যান্ড,
ন্যাদারল্যান্ড, অষ্ট্রেলিয়া, জাপান, চীন সহ বড় বড় ভাল
অর্থনীতির সব দেশে। কিছু কিছু স্কলারশীপ আছে শুধু
গণিতবিদদের জন্যই, এই বিষয়ে আরেকদিন লিখব।
শুধু শেষ করছি,গণিত এমন একটা বিষয়, যেটা পড়লে জীবন
অচল হবেনা কোনদিনই, সেটি দেশে হোক, বিদেশে হোক।
মান নিয়ে একটু তারতম্য আছে, সেটা থাকতেই পারে।
# #গণিত থেকে কেউ চাইলে কম্পিউটার সায়ন্সে কিংবা আইটিতে ক্যারিয়ার গড়তে পারে।

03/04/2023

সাত আসমান সাত জমিন সম্পর্কে কিছু ধারণা

২২৮ টি দেশ নিয়ে এই পৃথিবী।

পৃথিবী থেকে সুর্য ১৩ লক্ষ গুন বড়।

ব্যাটেল জুইস নামে একটি তারা আছে, যা সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড়। আল্লাহু আকবর।

প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, ব্যাটেল জুইস এরকম ৫০০ বিলিয়ন তারকা নিয়ে গঠিত গ্যালাক্সি।

আল্লাহ তায়ালা কোটি কোটি গ্যালাক্সি সৃষ্টি করেছেন।

পৃথিবীর সবচেয়ে দ্রতগামী যান Apollo 11. সেকেন্ডে চলে ১১ কিঃমিঃ বেগে। মিনিটে চলে ৬৬০ কিঃ মিঃ বেগে, ঘন্টায় চলে ৩৯ হাজার কিঃমিঃ বেগে। যদি কেউ পৃথিবীর সবচেয়ে কাছের তারকা প্রক্সিমা সেন্ট্রাই Apollo 11 তে চড়ে যেতে চায়, সময় লাগবে ১ লক্ষ ১৫ হাজার বছর। যাহা কোন ক্রমেই সম্ভব নহে।

গ্যালাক্সি, সুপার নোভা, ব্লাক হোল এগুলো ১ম আকাশ নয়।

* ১ম আকাশের মহাশুন্য,

তারপর ১ম আকাশ।

*তারপর ২য় আকাশের মহাশুন্য,

তারপর ২য় আকাশ।

*তারপর ৩য় আকাশের মহাশুন্য,

তারপর ৩য় আকাশ।

*তারপর ৪র্থ আকাশের মহাশুন্য,

তারপর ৪র্থ আকাশ।

*তারপর ৫ম আকাশের মহাশুন্য,

তারপর ৫ম আকাশ।

*৬ষ্ঠ আসমানে একটা গাছ আছে।

গাছটির নাম সিদরাতুলমুনতাহা।

হযরত মুহাম্মদ ( সাঃ) বলেছেন, তোমার আংটি যদি সাহারা মরুভূমিতে ফেলে দেওয়া হয়, বিশাল মরুভূমির তুলনায় আংটিটা যত ছোট, আল্লাহর ২য় আসমানের তুলনায় ১ম আসমান ততো ছোট। আল্লাহু আকবর।

*৭ম আসমানে আছে বিশাল সমুদ্র জগৎ ও আল্লাহর আরশ। আরশের ভিতর আছে আল্লাহর কুরশি, আল্লাহর সিংহাসন। একটি বার চিন্তা করে দেখুন আল্লাহর সিংহাসন কত বড়?

আল্লাহর সিংহাসনের উপর যদি সাত আসমান, সাত জমিন রাখা হয়, বিশাল মরুভূমিতে আংটি ফেলে দিলে যেমন হারিয়ে যাবে, সাত আসমান, সাত জমিনও তদ্রূপ হারিয়ে যাবে। আল্লাহু আকবর।

মালিক তোমার সৃষ্টি সম্পর্কে জানা ও বোঝার তাওফিক নসিব দান করুন।

আমিন ইয়া রাব্বুল আলামিন।

HSC Test Exam 2023
02/04/2023

HSC Test Exam 2023

Address

Kushtia

Telephone

+8801748936268

Website

Alerts

Be the first to know and let us send you an email when টিউটর দিচ্ছি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to টিউটর দিচ্ছি:

Share


Other Digital creator in Kushtia

Show All