Sjaan

Sjaan জেনে বুঝে যারা হারিয়ে যায়,
তারা কখনো ফিরে আসেনা!
একটা সময় যখন থাকার চেষ্টায়-

19/12/2023
03/12/2023

Just kobitatumi

03/12/2023

কবিতায় তুমি with Sjaan

27/10/2023

জানো,
যতদিন হলো তোমায় দেখি না
ততদিন মনে হয় কি যেনো একটা নেই
কি যেনো একটা হারিয়ে ফেলেছি
খুব কাছের কিছু হৃদয়ের খুব আপন
সবকিছু আছে তবুও কেনো যেনো শূন্য শূন্য লাগে।

তোমায় না দেখা দিনগুলো
আমার ভাল্লাগেনার অ'সু'খ চেপে বসে,
একটু হাসি থাকে না ম'রা দু'ঠোঁটে ,
যেনো থমথমে হয়ে থাকে পুরো পৃথিবী।
আকাশের নীল ঢেকে যায় কালো মেঘে
আমার শুধু মনে হয়,
এই বুঝি চোখের জল ঝরবে ঝড় হয়ে।

জানো,
তোমায় ভীষণ মনে পড়ে
মনে পড়ে এই তো তুমি সেদিনও ছিলে
চোখের স্প'র্শের কাছাকাছি
হৃদয়ের খুব কাছে এই বুকের উঠোনে।

তবে কেনো আজ তুমি নেই!
ভাবতেই দুটি চোখ আমার ভিজে যায়
ভীষণ রকম মন পোড়ে!!
আমি নিজেকে সামলাতে পারি না
ফিরে এসো আমার ভাল্লাগেনার শহরে
আমার সমস্ত ভালোলাগা হয়ে।

#কবিতায় তুমি #তোমার

27/10/2023

খুব বেশি কিছু চাইনি তোমার কাছে। শুধুই ভালোবাসতে চেয়েছি, তার বিনিময়ে ভালোবাসতেও বলিনি। শুধু চেয়েছিলাম অন্তত ভালোবাসতে বারণ না করো। এটুকুই তো!

একটু ভরসা করতে পারতে। মন খুলে অন্তত নিজের সব ব্যথা গুলো আমাকে বলতে পারতে। আমিতো পাশেই ছিলাম, থাকতে চেয়েছিলাম আজীবন ।তোমাকে দূর থেকে ভালোবাসতে আমি চাইনি। আমি চেয়েছিলাম জীবনের শেষ নিঃশ্বাস অব্দি তোমার ভরসার কাঁধ হয়ে বেঁচে থাকতে। একটুও কি ভরসা করা যেতো না। কিন্তু তুমি করতে পারলে না।

ফিরিয়ে দিলে নিজের কষ্ট গুলো লুকিয়ে রেখে। এভাবে কি বেঁচে থাকা যায়? এটাকে কি জীবন বলে? জীবনে কাউকে না কাউকে তো অন্তত ভরসা করবে, বিশ্বাস করবে ভালোবাসবে। সেই মানুষটা আমি হলে কি এমন বা ক্ষতি হতো? কিন্তু তুমি পারলে না।

আমি জানি না ঠিক কতটা ভালোবাসলে মানুষকে পাওয়া যায়। যদি জানতাম তবে হয়তো তোমাকেও আমার পাওয়া হতো। যদি জানতাম কি এমন দুঃখ তোমার যা আমায় বলা যায় না। তবে আমার চোখের জলে তোমার চোখের পলক পড়ার আগেই তোমার সব দুঃখ ধুয়ে মুছে দিতাম। কিন্তু তুমি বললে না।

আজ মন পোড়ে ভীষণ, জানি তোমারও এখন এমন। নিয়তি বলে, আমায় তো ফিরিয়ে দিলে কিন্তু বুঝলে না নিয়তিতে পৃথিবী চলে না। পৃথিবী চলে চেষ্টায় আর তার চলার ইচ্ছেতে।একবার যদি শুধু ভালোবাসি বলতে, তোমার এই ইচ্ছেটুকুই যথেষ্ট ছিলো।তাও তুমি পারলে না। বুকের ভিতর পাথর বেঁধে আমায় ফিরিয়ে দিলে!

একটা কথা কি জানো? তোমার ভালোবাসা পাওয়ার বদলে করুণা পেয়েছি এটা আমার দুঃখ নয়। দুঃখ একটাই তোমাকে আকাশসম ভালোবেসেও তোমার মনের কথা গুলো শোনার মত তেমন কাছের কেউ হতে পারিনি।

আমি কখনোই তোমার মনের কষ্ট কিংবা চোখের জল হতে চাইনি। চেয়েছিলাম তোমার কাজল চোখের মায়া হয়ে থাকতে। হয়ে থাকতে একজীবন তোমার ঠোঁটের হাসি। তাও আমি পারিনি। স্বপ্নগুলো চোখের জলে আড়াল করে শূন্য হাতে ফিরে এসেছি। তবুও কখনো চাইনি আমার কষ্টের কথা ভেবে তোমার কষ্ট লাগুক।

তোমায় ভালোবেসেছি, ভালোবেসে যাব একজীবন ।দূর থেকে তোমার চোখের আড়াল হয়ে তোমায় দেখে যাব বাকি জীবন। তবুও সব সময় চাইবো তোমার ভালো হোক । তুমি যেখানে থাকো ভালো থাকো এটাই প্রত্যাশা করি। পৃথিবীর সমস্ত সুখ তোমায় আলিঙ্গন করুক। সাদা মেঘ এসে উড়িয়ে নিয়ে যাক তোমার মনের লুকানো সব কষ্ট। তুমি হও পৃথিবীর সবচেয়ে সুখী এক নারী।

আমার একজীবনের ভালোবাসা তোমায় দিয়ে গেলাম। তবুও তুমি ভালো থেকো।
#কবিতায় তুমি #তোমার

27/10/2023

যেখানে তোমার প্রায়োরিটি নেই।
সেখানে মন খারাপের গল্প শুনাতে যেওনা।
মনের প্রশান্তি খুঁজতে গিয়ে-
উল্টো নতুন করে অশান্তি নিয়ে ফিরবে!

#কবিতায় তুমি #তোমার

27/10/2023

প্রিয় আপনি,
কেমন আছেন? জানি কোন উত্তর আসবে না। তবুও খুব জানতে ইচ্ছে করে কেমন আছেন আপনি? আমি বিহীন বর্ষায় মন খারাপ হয়? নাকি দিব্যি ভালোই কাটছে আপনার দিন? জানেন আজকাল আমাকে পেয়ে বসেছে আপনাকে দেখতে চাওয়ার এক দীর্ঘ অসুখ। তৃষ্ণার্ত কাকের মতো অপেক্ষায় থাকি এই বুঝি আপনি নিলেন আমার খোঁজ। এই বুঝি পরিচিত নাম্বারে কল এলো। আর ফোনের স্কীনে উপরে আসা আমার সবচাইতে প্রিয় সেই নাম্বার। আজকাল আপনাকে খুব মনে পড়ে। গ্রীষ্ম পেরিয়ে বর্ষা এলো কই আপনি এলেন না তো!

সব নিয়ম ভেঙে একদিন আসবেন আমার কাছে? আপনার ব্যস্তময় জীবন থেকে একটা অবসরের বিকেল আমায় দিবেন? খোলা মাঠে নরম ঘাসে পাশাপশি শুয়ে একসাথে আকাশ দেখব। চায়ের কাপে গল্পের আড্ডা বসাব। আর জেনে নিবো আমাকে নিয়ে আপনার সকল অভিমান, অভিযোগ। আমার উপর আপনার অনেক অভিমান তাই না? একটা বিকেল আমায় দিবেন? আপনার সকল অভিমান ভালোবেসে পুষিয়ে দিবো। শিউলি ফুলের সাদার মায়ায় নয়, লাল গোলাপে ভালোবাসা প্রকাশ করব। উদ্দেশ্য বিহীন পাশাপাশি হেঁটে বেড়াব বহুদূর। আপনি তখন খালি গলায় গান ধরবেন- "এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো?"

এমন একটা বিকেল আমায় দিবেন? আমি তার অপেক্ষায় থাকব বহুকাল। তবুও পাশাপাশি আমাদের এমন একটা বিকেল হোক। শুধু ভালোবাসাই,আমাদের তবে ভালোবাসার চেয়েও আর বেশি কিছু না হোক।

ইতি
Sjaan

27/10/2023

তোমার বোঝা উচিত,
আমার একমাত্র অভাব তুমি,
একান্ত ব্যাক্তিগত দুঃখ তুমি,
তুমিই আমার তুমুল বজ্রপাত
কিংবা পৃথিবী কেঁপে ওঠার
দিনে একমাত্র আশ্রয়স্থল।

তোমার বোঝা উচিত,
কেন কবিতার আড়ালে
বারবার বলে ফেলি ভালোবাসি।
বারবার হার মেনে যায় চোখের ভাষায়।
কেন তুমি দূরে গেলে হাহাকারে পুড়ে বুক!
তোমার সব বোঝা উচিত।

কেন এখন আর ফোনটা পাশে রাখি না!
কল করি না যখন তখন

বলি না মন খারাপের কথা।

তোমার বোঝা উচিত। ।

#কবিতায় তুমি #তোমার

27/10/2023

থাকতে মানুষ দেয় না মূল্য
তাইতো মানুষ হারায়,
হারায় গেলে মানুষ তখন
পাগল হয়ে খোঁজে বেড়ায়।

থাকতে যদি পারো দিতে
প্রিয় মানুষের মূল্য।
দুঃখ তোমায় স্পর্শ করবেনা
যতোদিন বেঁচে থাকো।

#কবিতায় তুমি #তোমার

27/10/2023

পৃথিবীর সব নিয়ম ভেঙ্গে-
তুমি কি অনিয়ম হয়ে আসতে পারো না?
আমাকে শক্ত করে জড়িয়ে ধরে,
হৃদয়ের স্পন্দন কি?
তোমার শুনতে ইচ্ছে করে না
বলো না ?
আমার এই চোখ,
নদী হয়ে কত সমুদ্র ঘুরে বেড়ায়,
আমার এই নির্ঘুম রাত
ভোর খোঁজে তোমাকে পাওয়ার আশায়!

#কবিতায় তুমি # #তোমার

27/10/2023

তুমি যদি আমার মাঝে
মানসিক শান্তি খুঁজে না পাও
দয়া করে আমায় একটু বলে দিও।
মিথ্যা অভিনয়ে থাকার চেয়ে-
হাসি মুখে বিদায় নেওয়া শ্রেয়
#তোমার

27/10/2023

প্রচন্ড ভালোবাসার পরেও যার
আপন হতে পারলাম না,
তার জন্য আর মন খারাপ হয় না
শুধুই হয় ক'রু'ণা।

এক সমুদ্র ভালোবাসা পেয়েও যে
ধরে রাখতে পারলো না!
আ'ফ'সো'স একদিন তার হবে উপলব্ধি করে,
নিঃ'স্বা'র্থ ভালোবাসা পাওয়ার ভাগ্য সবার হয় না।

খোলা বইয়ের ন্যায় পেয়েও যে আমার আমিকে
বিন্দুমাত্রও পড়তেই পারলো না,
তাকে হা'রা'নোটা প্রথম প্রথম ক'ষ্টের লাগলেও
আজকাল শুধুই স্বস্তির ঠিকানা।

সেদিন থেকেই বুঝতে শিখেছি
যেদিন তার বুঝেছিলাম ছ'ল'না
আজকাল আর তাই আ'বে'গে
একদমই ভেসে বেড়াই না।

ভালো থাকুক তবুও সে-
যে আমাকে ভালোবাসতে পারলো না!
আমিও ভালো থাকবো তাকে নিয়ে
তার স্মৃতি নিয়ে কাটানো সময় নিয়ে
সেও ভালো থাকবে তার ভালোবাসা
মানুষকে কাছে নিয়ে
ভাল থাকুক ভালোবাসার মানুষগুলো

#তোমার

26/10/2023

তুমি ছিলে তুমি আছো

26/10/2023

বার বার যখন কেউ আমাকে
বুঝিয়ে দেয় আমি সঠিক নই
আমার কথাগুলো ভুল
আমি মানুষটায় নাকি
এমন যে অন্য কারো
কোন কিছু বুঝি না
শুধু নিজেরটা ছাড়া
এর পরে আমার আর
কিছুই বলার থাকে না

25/10/2023

মুখ দেখে কি বুঝতে পারো আমার মন খারাপ?
বুঝতে কি পারো আমার কখন কষ্ট হয়?
চোখ দেখে কি কখনো বুঝতে পেরেছো
আমার চোখে জল আসবে?

কি অদ্ভুত তাই না?
তুমি আমায় ভালোবাসো
অথচ আমায় বুঝতে পারো না।

আপনাদের একটা ফলো আরো বেশি উৎসাহিত করবে
25/10/2023

আপনাদের একটা ফলো আরো বেশি উৎসাহিত করবে

আমাকে ভালবাসতে হবে না,
ভালবাসি বলতে হবে না.
মাঝে মাঝে গভীর আবেগ
নিয়ে আমার ঠোঁট
দুটো ছুয়ে দিতে হবে না.
কিংবা আমার জন্য রাত
জাগা পাখিও
হতে হবে না.
অন্য সবার মত আমার
সাথে রুটিন মেনে দেখা
করতে হবে না. কিংবা বিকেল বেলায় ফুচকাও
খেতে হবে না. এত
অসীম সংখ্যক “না”এর ভিড়ে
শুধু মাত্র একটা কাজ
করতে হবে আমি যখন
প্রতিদিন এক বার “ভালবাসি” বলব
তুমি প্রতিবার
একটা দীর্ঘশ্বাস
ফেলে একটু
খানি আদর মাখা
গলায় বলবে “পাগলি"

উৎসাহিত করার জন্য  পেজটাকে ফলো আর লাইক করুন
25/10/2023

উৎসাহিত করার জন্য পেজটাকে ফলো আর লাইক করুন

তোমার একটি সন্ধ্যা দিবে?
সমুদ্রের তীরে বসে সূর্যের
অস্ত যাওয়ার অপালক দৃশ্যটা
দুজনে মিলে দেখবো।

মনের মধ্যে খুব ইচ্ছে
তোমার পাশাপাশি বসে
গোধূলি আলোয় আকাশের
তারা গুলো গুনবো।

ইচ্ছে আছে তোমার সাথে রেস করে
মাঝ রাতে রেললাইনের উপর দিয়ে
ছেলে মানুষ হয়ে গিয়ে
ছেলেবেলার মতো হাটবো।

মনের মধ্যে প্রচুর ইচ্ছে
কোনো এক বর্ষায় ছাদে গিয়ে
আজি ঝড় ঝড় মুখোর বাদল দিনে
গানটিতে নাচ করবো।

এখানেও কিন্তু বায়না রয়েই গেলো
তুমি যত্ন করে ভিডিও করে দিবে
আর আমি মাঝে মাঝে তা দেখে
পা'গ'লে'র মতো হেসে উঠবো।

চাওয়া গুলো যদিও একান্তই আমার
তবুও সেগুলো তোমার হৃদয়ে স্পর্শ করবে
তোমার কাছে সেই চাওয়া গুলোর মূল্য রবে
এইটুকুই শুধু তোমার কাছে প্রত্যাশা থাকবে।

তোমার অজানা চাওয়া গুলোকে
হৃদয় দিয়ে বুঝিয়ে নিবো আমাকে
তুমি প্রকাশ করার আগেই যেন সেগুলো
সারপ্রাইজ করে দেয় তোমাকে।

ভালোবাসা যেন সজীব থাকে
ছোট ছোট কিছু পাওয়ায়
রা'গ অ'ভি'মা'ন জমে যেন
একেক জনের একেক বেলায়।

রা'গ অ'ভি'মা'ন ভালোবাসা বাড়ায় যেমন
তেমন ছিনিয়েও নেয় কম না
এক জনের অ'ভিমান হলে অন্যজন যেন তখন
ভা'ঙ্গা'নো'র দায়িত্বটা ভু'লি না।

"ভালোবাসা সজীব থাক ছোট ছোট কিছু পাওয়ায়"

25/10/2023

আঘাত দিতে দিতে তুমি আমার মনকে শক্ত করে দিয়েছো। যার ফলে অনুভূতি গুলো মরে যাচ্ছে দিন দিন😭

25/10/2023

তোমাকে ভালোবাসি তার মানে এই নয় যে
তুমি রাগ করলে আমি তোমার থেকে হারিয়ে যাব😛
তুমি যত রাগ করবে তত বেশি ফিরে যাব
আমি তোমার দিকে,,,
আমি না হয় একটু বেহায়া হলাম তোমার জন্য🤭

24/10/2023

ভালোবাসা আর মায়া
দুটোই শিকড়ের মত
এমন ভাবে হৃদয়ে টাকে আঁকড়ে ধরে যে, আপনি চাইলেও
তা উপড়ে ফেলতে পারবেন না
ইচ্ছে হলেও দূরে যেতে পারবেন না
ভুলে যেতেও পারবেন না ।

06/10/2023

বিশ্বাস ছাড়া ভালোবাসা হয় না,
যাকে বিশ্বস করতে পারবে না,
তাকে ভালোবাসতে যেওনা।
মনে রেখো বাঁচার জন্য
যেমন দরকার নিশ্বাস,
তেমনি ভালোবাসার জন্য
দরকার বিশ্বাস.....

06/10/2023

আমি তোমার ভরসা হতে চাই,
তোমার আঁধার দৃষ্টির দিশা হতে চাই,
তোমার সবটা জুড়ে নিজেকে দেখতে চাই।

তোমায় বারেবারে ভালোবাসতে চাই।
সময়ে অসময়ে তোমায় বিরক্ত করে বলতে চাই,
ভালোবসি ভালোবাসি ভালোবাসি।

06/10/2023

আমি কখনো বলব না
তোমাকে ভালোবাসি
হৃদয় ডাকছে তোমার কাছে আসি
শুধু আমার চোখের দিকে একবার তাকিয়ে দেখো
চোখ কী বলে?
তখনই বুঝবে তুমি
কতটা ভালোবাসি তোমায় আমি।

আমি কখনো বলব না
তোমাকে ভালোবাসি
কাছে এসো একবার
তোমায় দেখি।
শুধু কান দিয়ে নীরবে আমার কথা শুনো
শ্র“তি কেমন, কণ্ঠ কী বলে?
তখনই বুঝবে তুমি
কতটা ভালোবাসি তোমায় আমি।

আমি কখনো বলব না
তোমাকে ভালোবাসি
কাছে এসো
মন খুলে হাসি।
শুধু আমার হাতে একবার স্পর্শ করে দেখো
কাঁপছে তোমার হৃদয়খানি
আর তখনই বুঝবে তুমি
কতটা ভালোবাসো আমায় তুমি।

06/10/2023

আমাকে ভালবাসতে হবে না,
ভালবাসি বলতে হবে না.
মাঝে মাঝে গভীর আবেগ
নিয়ে আমার ঠোঁট
দুটো ছুয়ে দিতে হবে না.
কিংবা আমার জন্য রাত
জাগা পাখিও
হতে হবে না.
অন্য সবার মত আমার
সাথে রুটিন মেনে দেখা
করতে হবে না. কিংবা বিকেল বেলায় ফুচকাও
খেতে হবে না. এত
অসীম সংখ্যক “না”এর ভিড়ে
শুধু মাত্র একটা কাজ
করতে হবে আমি যখন
প্রতিদিন এক বার “ভালবাসি” বলব
তুমি প্রতিবার
একটা দীর্ঘশ্বাস
ফেলে একটু
খানি আদর মাখা
গলায় বলবে “পাগলি”

06/10/2023

বিশ্বাস ভাঙ্গা, হৃদয়ে ছোঁড়া,
সন্তান দেওয়া আমাদের যত্ন হারা।
কঠিন সময়ে সঙ্গে থাকা প্রয়োজন,
বিশ্বাস স্থির রাখি, প্রেম ও আত্মবিশ্বাসের সঙ্গ।
বিশ্বাস ভাঙা, আঘাত দেওয়া অদ্ভুত,
স্বপ্নগুলি ভেঙে, হৃদয়ে ব্যথা দুঃখ।
প্রতিশোধ নিতে চাও, বিশ্বাস পুনর্নির্মাণ,
প্রেমের আলোকে সূর্যের মত প্রকাশ বিপুল।
বিশ্বাস ভেঙে পড়ি সেই দিনের আলো,
স্বপ্নের জীবন স্থির হল অবশ্যই শোকের দ্বারে।
সন্ধ্যা আসে, আসে না আসে, আমি কে জানি সেই দিনে,
আমার ভাঙা স্বপ্নগুলি কোথায় চলে গেল সেই দিনে?
শব্দগুলি মেঘের মত ছুঁয়ে গিয়েছে মনের আকাশ,
বৃষ্টির পাতা হারিয়ে গেল কানাকানায়।
আমি অপেক্ষা করি আমার ভালোবাসার গল্প,
কোথায় তুমি, আমি কেমন আছি, কি করে সেই দিনে?
বিশ্বাস ভেঙে পড়ে সেই দিনের সূর্যের আলো,
আমার হৃদয়ে এখনও মেঘের ছায়া লুকিয়ে আছে।
প্রশ্ন ছাড়াই কবে ফিরে আসবে সেই সকাল,
আমি অপেক্ষা করি সেই দিনের আলোয় পূর্ণিমা রাতে।
বিশ্বাস ভাঙা, স্নেহের কাঁপা পাড়,
অজানা দিকে পথ চলা, মন মাঝে সংশয়।
শব্দের বাজে ঘেরা মাতাল অনিশ্চয়তা,
ভাবনার মেঘে ছুঁয়ে তোলা অবস্থা।
প্রিয়জন, তুমি কি মনে করো না?
তোমার জন্য আমি প্রস্তুত রয়েছি সব সময়।
প্রমিতি ও আত্মার বাণী কখনো পরিবর্তন পায় না,
যেটি আমরা সহজেই ভুলে যায়, নানা আঘাতের মধ্যে।
তবে চেষ্টা করব, বিশ্বাস পুনর্নির্মাণে,
আবার তৈরি হবে নতুন আকার প্রেমের গান।
ভূলে গিয়ে পূর্বের দুঃখ ও যন্ত্রণা,
উজ্জ্বল ভবিষ্যতে ঘরবে সত্য প্রেমের আলোর প্রতিমা।

06/10/2023

বিশ্বাসের ঝর্না একটি আলোর দিকে,
আমাদের হৃদয়ে জ্বলে নিঃশব্দ আগুনে।
স্বপ্নের কল্পনা ছিল আমাদের সঙ্গে,
কিন্তু এখন সব হারানো, বিশ্বাস ফেলে যেন।

আমরা যে বিশ্বাস করতাম শক্তির কাছে,
সেই শক্তি সাথে হয়ে ছাড়াচ্ছে পাড়ে।
জীবনের সমুদ্রে আমরা অচল থাকতাম,
কিন্তু বিশ্বাস ভাঙ্গা আমাদের হেসে নিয়ে আসছে প্রাণে।

স্বপ্নের আকাশে আমরা উড়ে যেতাম,
আবারও নক্ষত্রগুলি ধরে আসতাম হাতে।
কিন্তু ভাবনার বাতাসে আমাদের পাখি,
বিশ্বাসের শূন্যতায় পড়ে যেমন নীল আকাশে।

শব্দের পাতা আকাশে লেখা,
স্বপ্নের পিঞ্জিরে হৃদয় বঁধা।
বিশ্বাসের দোষে জীবন ভ্রষ্ট,
আবার সত্যের দিকে মাথা তুলবা।

প্রতিটি ক্ষণে বেশি নিশ্চিত হওয়া,
এক নজরে সত্যের উজ্জ্বল আলো দেখা।
বিশ্বাসের ঝুলসায় না ডাকা,
আত্মবিশ্বাসে নত প্রতিবাদ লেখা।

ভাঙ্গা বিশ্বাসে আহত না হওয়া,
পরিস্থিতির মুখে প্রতিটি দিন দেখা।
সত্যের সন্ধানে চলে যাওয়া,
বিশ্বাস ভাঙ্গার আবেগ হারানো সেই যাত্রা।

বিশ্বাসের জাল তোলে ভাসা চোখ,
সত্যের দিকে দৃষ্টি তুলে অধিক।
বিশ্বাস ভাঙ্গার দায়িত্ব নিলে,
জীবনে আসবে সত্যের নতুন আলোক।

বিশ্বাসের আস্থা সৃষ্টির প্রথম পাতা,
যেটি ভাসায় দিচ্ছে জীবনের দিনগুলির উজ্জ্বলতা।
ভাঙ্গা নয়, তার মধ্যে নিবেদন,
সত্যের সন্ধানে চলে যেতে জীবনের পথে দ্বিধা ছাড়াই।

তোমাকে বলছি
06/10/2023

তোমাকে বলছি

06/10/2023

বিশ্বাস এমন একটা জিনিস যা কখনো দেখা যায় না, ধরা যায় না, ছোয়া যায় না, কিন্তু এটা হারালে সবকিছুই একদম হারিয়ে যায়।

05/10/2023

হঠাৎ করেই ভুল বুঝি আমরা। হয়তো অপরপক্ষের মানুষটার ভুল আছে,অথবা নেই। তবুও ভুল বুঝি।
কথার মধ্যে কথা জড়িয়ে যায়, একটা শব্দ অপর একটা শব্দকে ঘিরে ধরে হঠাৎ করেই। আমরা হারিয়ে ফেলি সম্পর্ক, কথার রেশ। বর্তমানের সাথে চলছে অতীতের সংঘাত। ভবিষ্যত অনেক দূরে। তবুও ভবিষ্যত নিয়ে চিন্তা করি। ভুল বুঝি, ভুল বোঝাটুকু সযত্নে বুকে নিয়ে ঘুরতে থাকি।
আমাদের কোনো দেশ নেই, স্বাধীনতার স্বাদ নেই। একবার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করতেও পারে না মানুষ। হয়তো ঠিকটা জানা হবে না, তবুও অভিমান আর অভিযোগ থাকবেই।
শতাব্দী পার করে বয়ে চলেছে নদী। তবুও পাড়ে বসে মানুষ অভিমান করে। নৌকা বাইয়ে অন্য পাড়ে যায় না।
আমার একটা কথা খুব মনে হয়।
হয়তো তোমার অভিমান হয়েছে, কয়েকদিন পার হয়ে সে হয়েছে রাগ। তবুও একবার সময় করে মানুষটার সামনে গিয়ে দাঁড়াও। হয়তো সে কিছু বলবে, কিছু বলার তো থাকতেই পারে। হয়তো তুমি যেটা ভাবছো, সেটা কখনোই নয়। হয়তো....
হাসির মধ্যে ও অনেক ব্যথা লুকিয়ে রাখে মানুষ। তবে পছন্দের বা নিজের মানুষটার ক্ষেত্রে একটা কথা খুব খাটে। তার সাথে হাসলেও দুঃখ চলে যায়। আর কাঁদলে তো যায় ই। তাই, কথা বলাটা জরুরি। সম্পর্কের যত্ন যে মানুষ করে, চোখে চোখ রেখে সে কখনোই মিথ্যে বলতে পারে না। হয়তো সে সবটা ঠিক বোঝাতে পারে না। তবুও মিথ্যে বলে না।
তোমায় সেইটা বুঝতে হবে। খুব বাজেভাবে হেরে গিয়েও মানুষ কাঁদে। তার থেকে বেশী কাঁদে হারিয়ে গিয়ে। নিজে হারিয়ে গেলে ফিরিয়ে আনার তাগিদ থাকে। মানুষ সে, নিজের বুদ্ধি আছে। কিন্তু সে প্রয়োগ করবেই না।
আচ্ছা শোনো,
একবার কাছে গিয়ে দাঁড়াও, হাত ধরে গাছের ছাওয়ায় বসো। চোখে চোখ রাখো, হাতটা শক্ত করে ধরে রাখো।
শান্ত হয়ে বলো," তোমার নামে এই কথা শুনলাম। তুমি বলো, আমি কি এইটা বিশ্বাস করবো, নাকি তোমার কিছু বলার আছে!"
দেখবে সে কাঁদবে। ভুল করলেও কাঁদবে। তাকে নিয়ে ভুল কথা রটানো হলেও কাঁদবে। একটা কথা তো ঠিক, সে এইটা ভেবেই ভালো থাকবে যে, তার মানুষটা সবার আগে তার মতামত জানতে চেয়েছে। তার মুখে শুনতে চেয়েছে।
আমি খুব বিশ্বাস করি জানো।
যে খুব ভালোবাসে, সে কখনো ঠকাতে পারে না। পৃথিবীর সব সত্যি বদলে গেলেও, এ সত্যি কখনো বদলাবে না। ভালোবাসো ওকে। সম্মান করো ওর
সমস্ত ভালো কাজকে। আর অনেক অনেক ভালোবাসো।।

05/10/2023

এভাবেও ভুলে যায় মানুষ?
কি এমন হয়েছিলো যে তোমার ভুলে যেতে হলো আমাকে?

কি এমন ক্ষতি হতো আমাকে মনে রাখলে, মাঝে মাঝে কথা বললে?
কি এমন অপরাধে আমি দূরে তোমার থেকে?
কি এমন বাধ সাজলো আমার বলা দুটি কথায়?
আচ্ছা বলোতো কে আগ বাড়িয়ে জড়িয়েছিলো মায়ার বাঁধনে?
হ্যাঁ কি এমন হলো বলতেই হবে, কে তোমায় ভুল বুঝালো?
কে তোমায় আমার থেকে আড়াল করে নিলো?

এতোকিছু হয়ে গেলো আমি জানতেই পারলাম না।
একটাবার বলে গেলে কি হতো?
ভুল কোথায় কিসে হলো ভুল?
আছে উত্তর? প্লিজ বলো?

05/10/2023

তাঁকে ভুলে যেতে চাই যে আমার আর নাই,
আমি ভুল করেও কখনো আবার
তার স্মৃতিতে জড়াতে চাই না।

সে থাকুক সুখে না হয় অন্য কারো বুকে,
আমি না হয় ফিরে যাব নিজের পথে
তবুও হারিয়েছে যে পথে সবকিছু
সে পথে ফিরে যেতে আমি চাই না।

যে মানুষ কথা দিয়েও মনে রাখে না
কেনো তাকে রেখে মনে কষ্ট জমাবো,
সে যদি ভুলে গিয়ে সুখী হয় তবে
কোনো একদিন আমিও তাকে ভুলে সুখী হব।

29/09/2023

অভিমানের ডায়রীর
পাতা থেকে

মানুষ কেন এমন হয়? যাকে অনেক বেশি ভালোবাসা যাই সেই কেন এমন করে?
কখনো সে কষ্টের মায়াজালে জড়িয়ে পিষে মারে
কখনো বা....

29/09/2023

অভিমানের ডায়রী থেকে

যেদিন অনেক কষ্ট দিয়েছিলে সেদিনই বুঝেছিলাম তুমি আমার নও
তাও কেন যে পাগলের মতো তোমার পিছু ছুটে চলি বারবার
মনটাকে কোনভাবেই বোঝাতে পারি না তুমি আমার নও
আমি এখনো আগের জায়গাতেই বসে আছি তোমার অপেক্ষায় কিন্তু তুমি যে বদলে গেছো
তোমার কথা বলার ধরন বদলে গেছে তোমার চলার ধরন পাল্টে গেছে শুধু আমিই বদলাতে পারলাম না
এখন তোমার জীবনে আমার থাকা আর না থাকাটা যেন এক
এই নাকি তুমি আমার হতে চেয়েছিলে
তুমি কতবার যে নিজেকে বদলে ধরেছো আমার সামনে তাই তো তোমাকে আগের মতো সব কিছু বলতে পারি না
তুমি কতবার যে আমাকে ব্যবহারে জানিয়ে দিয়েছো" তুমি এখন যেতে পারো"
তুমিই নাকি আমাকেই দায়ী করো
আমি তোমার চোখে সব দোষে দোষী এটা সব সময়ই আমি মেনে নিয়েছি তারপরও তুমি কম আঘাত করোনি আমাকে
আমার দোষটা কি জানো? আমি তোমাকে পাগলের মত ভালোবাসি
আর এটাই আমার সবথেকে বড় অপরাধ।
আমি তোমাকে সবসময় আগলে রাখতে চেয়েছি
এটাই আমার ভুল
তুমি কত কিছুযে মিথ্যে বলেছো যা এখনো আমি ভুলতে পারি নি
সবচেয়ে বেশি হাস্যকর কি জানো তুমি?
তোমার সব মিথ্যেগুলো আমার কাছে ধরা পড়ে যেতো
তখন আমি নিজেকে সামলাতে পারতাম না তাই কান্নায় ভেঙ্গে পরতাম
তারপর আবার নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করতাম
কিন্তু কি জানো তোমাকে ভালোবাসি বলে আবার সুযোগ দিতাম
তাই তো তুমি একই ব্যবহার বার বার করে আমাকে আঘাত করতে পারতে
অমন করাটা যেন আমাকে আঘাত করার তোমার
একটা হাতিয়ার হয়ে গেছে
এখনো তাই তুমি একই ভাবে আঘাত করে যেতে পারছো
তাতে কি বলো?
আমি না হয় ভালোবাসি বলে কষ্ট পাচ্ছি
আর তুমি কি হারাচ্ছ তা কি কখনো ভেবে দেখেছো একবার
জানি আমাকে তোমার দরকার নেই
তারপরও একবার ভেবে দেখো

Address

Kushtia
7030

Telephone

+8801738199807

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sjaan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sjaan:

Videos

Share