25/10/2023
কিছু মানুষের চলে,যাওয়া খুব সহজে মেনে নেওয়া যায় না । 😞😞😞
তুই এভাবে চলে যাবে কখনো ভাবতে পারিনি।
স্কুলে একসাথে বসে টিফিন খাওয়া,গল্প করা ক্লাস ফাঁকি দিয়ে ওয়াশ রুমে যাওয়ার নাম করে আড্ডা দেওয়া । ঘুরতে যাওয়া আর হয়তো কখনো হবে না ।কেউ হয়তো বলবে না তুই তো খোঁজ নিস না। ঢাকায় আয় ঘুরতে যাব, আমাকে ভুলে গিয়েছিস । এ কথাগুলো হয়তো আর কেউ কখনো বলবে না ।
শুধু বলবো ভালো থাকিস ওপারে।🙂🙂🙂