Hasanッ

Hasanッ The main goal of this page is to spread Islamic messages, videos and news to the country among all. I wish you all the best.
(1)

Thank you everyone for staying with us.

ঠকে গেলেও বিশেষ ক্ষতি নেই, এই টুকু জীবন কোন না কোন ভাবে শেষ হয়েই যাবে। কিন্তু যারা ঠকিয়ে ছিল প্রতারণা করেছিল, মিথ্যা বলে...
20/12/2022

ঠকে গেলেও বিশেষ ক্ষতি নেই, এই টুকু জীবন কোন না কোন ভাবে শেষ হয়েই যাবে। কিন্তু যারা ঠকিয়ে ছিল প্রতারণা করেছিল, মিথ্যা বলেছিল, হক নষ্ট করে ছিলো তারা কিভাবে দীর্ঘশ্বাস টা নিশ্চিন্তে নিবে?
ঠকিয়ে যারা ভাবছে জিতে গেলো তারা বোকার স্বর্গে বসবাস করছে।

✍️শায়েখ আহমালুল্লাহ

16/12/2022
আপনি যেটাকে আপনার জীবনের 'শেষ' ভাবছেন।আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা হয়তো ঠিক সেখান থেকেই আপনার জীবনটাকে 'শুরু' করতে চান।©আর...
28/11/2022

আপনি যেটাকে আপনার জীবনের 'শেষ' ভাবছেন।
আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা হয়তো ঠিক সেখান থেকেই আপনার জীবনটাকে 'শুরু' করতে চান।

©আরিফ আজাদ.

❤️🌸
22/11/2022

❤️🌸

05/11/2022

- আমি বললাম, আমি একাকীত্ব অনুভব করছি, আল্লাহ বলেন, আমি তোমার গলার ধমনী হতেও অধিক কাছে.🌸

(সূরা-ক্বাফ:১৬)

The only day “everyone" loves you.
20/10/2022

The only day “everyone" loves you.

শরৎ মানেই শুধু কাশফুল না, শিউলি ফুলও! ❤️
17/10/2022

শরৎ মানেই শুধু কাশফুল না, শিউলি ফুলও! ❤️

16/10/2022

🌸 ঘুমানোর দোয়া 🌸

- আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া।

15/10/2022

মাঝে মাঝে আল্লাহ তা'আলা আমাদের একা করে দেন, পুরোপুরি একা। ঠিক সেই মুহুর্তে আমরা বুঝি এই দুনিয়ায় আমরা যাদের আষ্টেপৃষ্টে বাঁচতে চেয়েছি, যাদের আপন ভেবেছি, নিজের থেকেও যাদের বেশি ভরসা করেছি তারা কেউই পুরোপুরি আমাদের নয়। কেউ না।

ইউনুস আলাইহি ওয়াসাল্লামের জন্য গভীর সমুদ্রে মাছের পেটে যেমন কেউ ছিল না, বিবি হাজেরার জন্য জনশূন্য মরুভূমিতে যখন কেউ ছিল না, নদীতে ভাসিয়ে দেওয়া শিশু মুসা আলাইহি ওয়াসাল্লামের পাশেও কেউ ছিল না।

সর্বদা মনে রাখবেন, বান্দার কঠিন সময়গুলোতে শুধু আমাদের রব ছিলেন, তিনি আছেন এবং শেষ পর্যন্ত শুধু তিনিই থাকবেন।

- সমস্ত কিছুর জন্য " আলহামদুলিল্লাহ "❤️
14/10/2022

- সমস্ত কিছুর জন্য " আলহামদুলিল্লাহ "❤️

14/10/2022

“রাব্বির হাম-হুমা কামা রাব্বা ইয়ানি ছাগিরা।” ❤️

🕋 জুম্মা মোবারক 🕋
14/10/2022

🕋 জুম্মা মোবারক 🕋

❒ যারা ফজরে এখনো অনিয়মিত তারা একটু মনোযোগ সহকারে পড়ে দেখি কী হারাচ্ছি আসলেঃফজরের নামাজের ১০টি ফজিলত১.নবী (ﷺ) বলেছেনঃ ”মু...
13/10/2022

❒ যারা ফজরে এখনো অনিয়মিত তারা একটু মনোযোগ সহকারে পড়ে দেখি কী হারাচ্ছি আসলেঃ

ফজরের নামাজের ১০টি ফজিলত
১.নবী (ﷺ) বলেছেনঃ ”মুনাফিকদের জন্য ফজর ও ‘ইশার নামাজ অপেক্ষা অধিক ভারী নামাজ আর নেই। এ দু’ নামাজের কী ফযীলত, তা যদি তারা জানতো, তবে হামাগুড়ি দিয়ে হলেও তারা উপস্থিত হতো। রসূলুল্লাহ্ (ﷺ) বলেন, আমি ইচ্ছে করেছিলাম যে, মুয়াজ্জিনকে ইক্বামাত দিতে বলি এবং কাউকে লোকদের ইমামত করতে বলি, আর আমি নিজে একটি আগুনের মশাল নিয়ে গিয়ে অতঃপর যারা নামাজে আসেনি, তাদের উপর আগুন ধরিয়ে দেই”।(সহিহ বুখারী, ৬৫৭)

২.রাসূল (ﷺ) বলেন, “যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে, সে ব্যক্তি ঐ দিন আল্লাহর জিম্মায় চলে যায়।অর্থাৎ স্বয়ং আল্লাহ তালা ঐ ব্যক্তির দায়িত্ব নেন।
(সহিহ মুসলিম,তিরমিজি–২১৮৪)

৩.রাসূল (ﷺ) বলেছেন, ” যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে,আল্লাহর ফেরেশতাগন আল্লাহর কাছে ঐ ব্যক্তিকে ভালো মানুষ হিসেবে সাক্ষী দিবে।
(বুখারী-মুসলিম)

৪. রাসূল (ﷺ) বলেছেন,”যে ব্যক্তি ফজর নামাজসালাত জামাতের সাথে আদায় করে,আল্লাহতালা তার আমলে দাঁড়িয়ে সারারাত নফল নামাজ আদায়ের সওয়াব দিয়ে দেন!
(সহিহ মুসলিম-১০৯৬)

৫. রাসূল (ﷺ) বলেছেন, ” যে ব্যক্তি ভোরে হেঁটে হেঁটে ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে প্রবেশ করবে,আল্লাহতালা কিয়ামতের দিন তার জন্য পরিপূর্ণ আলো দান করবেন।
(আবু দাউদ ৪৯৪)

৬.যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে, আল্লাহ তাকে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত দান করবেন।অথাৎ সে আল্লাহর দিদার লাভ করবে, এবং জান্নাতি ঐ ব্যক্তি আল্লাহকে পূর্নিমার রাতের আকাশের চাঁদের মত দেখবে।(বুখারী-৫৭৩)

৭.যে নিয়মিত ফজরের নামাজ আদায় করবে,সে কখোনোই জাহান্নামে প্রবেশ করবেনা।
(সহিহ মুসলিম ৬৩৪)

৮.ফজরের নামাজ আদায়কারী,রাসূল (ﷺ) এর বরকতের দোয়া লাভ করবেন।
(সুনানে আবু দাউদ,মুসনাদে আহমাদ)

৯.ফজরের দু রাকাত সুন্নত নামাজ, দুনিয়া ও তার মাঝে যা কিছু আছে তারচেয়ে উত্তম।
(জামে তিরমিজি – ৪১৬)

১০. ফজরের নামাজ আদায়ের ফলে ব্যক্তির মন ফুরফুরে,প্রফুল্ল হয়ে যায়।

(সহিহ বুখারী, সহিহ মুসলিম)

13/10/2022

নারায়ে তাকবীর
আল্লাহু আকবর

-ইনশাআল্লাহ ❤️
12/10/2022

-ইনশাআল্লাহ ❤️

আলহামদুলিল্লাহ, দারুণ খুশির খবর। বিশ্ব মানচিত্রে বাংলাদেশের বিশ্বজয়। ১১১ টি দেশের অংশগ্রহণে পবিত্র মক্কায় অনুষ্ঠিত বিশ্...
22/09/2022

আলহামদুলিল্লাহ, দারুণ খুশির খবর।
বিশ্ব মানচিত্রে বাংলাদেশের বিশ্বজয়। ১১১ টি দেশের অংশগ্রহণে পবিত্র মক্কায় অনুষ্ঠিত বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হাফেজ সালেহ আহমদ তাকরীম-এর ৩য় স্থান অর্জন।

মাশাআল্লাহ 🖤🥀এই ভালোবাসা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। 🥰🥰
16/08/2022

মাশাআল্লাহ 🖤🥀
এই ভালোবাসা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। 🥰🥰

13/08/2022

কোন কিছু না পেয়ে তাৎক্ষনিক হতাশ হয়ে যাবেন না!
অপেক্ষা করুন! কিছু মাস বা বছর পর আপনি নিজেই বুঝতে পারবেন ঐ না পাওয়াটা আপনার কতটা উপকার করেছে!
Always trust Allah's plan❤️

ঘুমানোর সুন্নত সমূহ🌸
01/08/2022

ঘুমানোর সুন্নত সমূহ🌸

🖤
29/07/2022

🖤

মন খারাপের দিনগুলোতে নবীদের জীবন থেকে শিক্ষামন খারাপের দিনগুলোতে নবীদের জীবন থেকে শিক্ষাযখন রক্তসম্পর্কীয় কেউ আপনার সঙ্গ...
18/07/2022

মন খারাপের দিনগুলোতে নবীদের জীবন থেকে শিক্ষা

মন খারাপের দিনগুলোতে নবীদের জীবন থেকে শিক্ষা
যখন রক্তসম্পর্কীয় কেউ আপনার সঙ্গে প্রতারণা করে, ভেঙে পড়বেন না। মনে রাখবেন, ইউসুফ (আ.) নিজ ভাইদের দ্বারা প্রতারিত ও গভীর কূপে নিক্ষিপ্ত হয়েও জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন

জীবন ফুলশয্যাময় নয়। সুন্দর এ পৃথিবীতে কেউ চিরসুখী নয়। কারণ দুনিয়া প্রকৃত সুখ ও ভোগের জায়গা নয়। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই আমি মানুষকে কষ্টনির্ভররূপে সৃষ্টি করেছি।

’ (সুরা আল-বালাদ, আয়াত : ৪)

কারো আনন্দ-শোক বা হাসি-কান্না তার আয়ত্তাধীন নয়। এগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। তিনিই কারণ সৃষ্টি করেন এবং কারণাদিকে ক্রিয়াশক্তি দান করেন। তিনি ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে ক্রন্দনকারীর মুখে হাসি ফোটাতে পারেন এবং হাস্যরতদের কাঁদিয়ে দিতে পারেন। জীবনের ভাঙা-গড়ার এ দর্শন যে উপলব্ধি করতে পারে, সাময়িক আনন্দকে সে চূড়ান্ত জ্ঞান করে না। সুখ ও ভোগে গা ভাসিয়ে দেয় না। আবার দুঃখের দিনে আশাহত হয় না। আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আসুন, নবীদের জীবনের সঙ্গে নিজেকে মিলিয়ে নিই।

১. আপনি অবরুদ্ধ, ঘর থেকে বের হতে পারছেন না। মন ভীষণ খারাপ? কত দিন ধরে? তিন মাস? চার মাস? এক বছর? আপনি কি জানেন আমাদের প্রিয় নবী (সা.) তিন বছর পর্যন্ত শুআবে আবু তালেবে কাফিরদের দ্বারা অবরুদ্ধ-বেষ্টিত ছিলেন। একসময় খাদ্যের সংকট দেখা দেয়। এমনও হয়েছে, তিনি ক্ষুধার তাড়নায় গাছের পাতা খেয়েছেন। আপনার দুঃখ-কষ্ট কি এর চেয়েও বেশি?

২. যখন রক্তসম্পর্কীয় কেউ আপনার সঙ্গে প্রতারণা করে, ভেঙে পড়বেন না। মনে রাখবেন, ইউসুফ (আ.) নিজ ভাইদের দ্বারা প্রতারিত ও গভীর কূপে নিক্ষিপ্ত হয়েও জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন।

৩. মাতা-পিতা থেকে কষ্ট পেলে মন খারাপ করবেন না। ইবরাহিম (আ.) নিজ পিতার দ্বারাই আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন।

৪. ঘোর বিপদে চারদিকে অন্ধকার দেখলেও হতাশ হবেন না। ইউনুস (আ.) সাগরে মাছের পেটের অন্ধকার প্রকোষ্ট থেকেও উদ্ধার হয়েছিলেন।

৫. আপনার বিরুদ্ধে অপবাদ ও গুজব রটলে ভেঙে পড়বেন না। আয়েশা (রা.)-এর বিরুদ্ধেও অপবাদ আরোপ করা হয়েছিল। আল্লাহ তাঁকে হেফাজত করেছেন।

৬. তীব্র অসুস্থতায় হতাশ হবেন না। আইয়ুব (আ.) আপনার চেয়ে হাজার গুণ বেশি অসুস্থ ছিলেন। পরে তিনি সুস্থ হয়েছেন।

৭. যখন আপনি নির্জন ও একাকিত্বে ভোগেন, ভেঙে পড়বেন না। আদম (আ.)-কে, প্রথমে একাকী সঙ্গীবিহীন সৃষ্টি করা হয়েছিল। অথচ তিনিই এ পৃথিবীকে আবাদ করেছেন।

৮. পরিবার ও সন্তানকে সৎপথে আনার সব চেষ্টা ব্যর্থ হলেও হতাশ হবেন না। চেষ্টা চালিয়ে যান। নুহ (আ.) সাড়ে নয় শ বছর দাওয়াত দিয়ে মাত্র ৮০ জনকে হেদায়েতের পথে আনতে পেরেছিলেন। কিন্তু তিনি তো আল্লাহর কাছে প্রতিদান পাবেন।

৯. মানুষ আপনাকে নিয়ে বিদ্রুপ করলে ভেঙে পড়বেন না। আমাদের নবীসহ যুগে যুগে সব নবীকে নিয়ে অজ্ঞ ও অবিশ্বাসীরা ব্যঙ্গ-বিদ্রুপ করেছিল, কিন্তু পরিশেষে নবীরাই সফল হয়েছেন।

১০. একের পর এক বিপদে হতাশ হবেন না। আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের বেশি বেশি পরীক্ষায় ফেলেন। নবী-রাসুলদের তিনি সর্বাধিক পরীক্ষা করেছেন। পরিশেষে তাঁদের উদ্ধার করেছিলেন।

কাজেই আসুন, আমরা আল্লাহমুখী হই, সব দুঃখ মুছে যাবে, ইনশাআল্লাহ

Beauty Of Islam.💜স্বামী আরাফা'র ময়দানে সেজদায় লুটিয়ে পড়েছেন।স্ত্রী ছাতা হাতে দাঁড়িয়ে আছেন।কি সুন্দর এক দৃশ্য! এমন সৌভাগ্...
09/07/2022

Beauty Of Islam.💜

স্বামী আরাফা'র ময়দানে সেজদায় লুটিয়ে পড়েছেন।
স্ত্রী ছাতা হাতে দাঁড়িয়ে আছেন।
কি সুন্দর এক দৃশ্য! এমন সৌভাগ্যবান স্বামী এবং নেককার স্ত্রী সকলের ভাগ্যে জুটুক!

সুবহানআল্লাহ...💙

ফেসবুকে আলহামদুলিল্লাহ বলে ক্রয়কৃত কোরবানির পশুর ছবি পোস্ট করা হলো "রিয়া"এর অন্তর্ভুক্ত।"(রিয়া অর্থ হলো-লোক দেখানো ইবাদা...
09/07/2022

ফেসবুকে আলহামদুলিল্লাহ বলে ক্রয়কৃত কোরবানির পশুর ছবি পোস্ট করা হলো "রিয়া"এর অন্তর্ভুক্ত।"

(রিয়া অর্থ হলো-লোক দেখানো ইবাদাত। যা শিরকের অন্তর্ভুক্ত)

ফেসবুকে একমাত্র মানুষকে দেখানোর জন্য, আর নিজের বড়ত্ব জাহির করার জন্যই পোস্ট করা হয়, এছাড়া আর কোনো যৌক্তিক কারন নাই..!!

অথচ কোরবানি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়।

আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক ও হেদায়েত দান করুক। (আমিন🤲)

08/07/2022

08/07/2022

আজ পবিত্র হজ্বের দিন ❤️

আজকের দিনের উছিলায় আল্লাহ সকল মুসলিমের মনের নেক চাওয়াগুলো পূরণ করে দিক❤️
আমিন ❤️

গায়ে'র জোর, ক্ষমতার দাপট এবং সকল প্রকার অহংকার থেকে দূরে থাকুন,নইলে এমন ভাবে একদিন আটকে যাবেনতখন আর কোন দিকে যাবার পথখু...
03/07/2022

গায়ে'র জোর, ক্ষমতার দাপট এবং সকল প্রকার অহংকার থেকে দূরে থাকুন,

নইলে এমন ভাবে একদিন আটকে যাবেন

তখন আর কোন দিকে যাবার পথ
খুঁজে পাওয়া যাবে না.....

29/06/2022

সৌদি আরবে পবিত্র জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেছে।
আগামী ৯ জুলাই পবিত্র ঈদ উল আযহা।

পদ্মাসেতুর সবগুলো ছবির মধ্যে এই কর্মকর্তার ছবিটি সবচেয়ে বেশি প্রশংসনীয়। 🖤🖤🥀🥀সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা কেবল একমাত্র আল্লাহ...
26/06/2022

পদ্মাসেতুর সবগুলো ছবির মধ্যে এই কর্মকর্তার ছবিটি সবচেয়ে বেশি প্রশংসনীয়। 🖤🖤🥀🥀
সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা কেবল একমাত্র আল্লাহ তাআ'লার।

পরিস্থিতি এটাই বলে....
25/06/2022

পরিস্থিতি এটাই বলে....

এই আণুবীক্ষণিক প্রাণীটিকে বলা হয় মাইট।  এটা আমাদের চোখের পাতার ভিতরে বাস করে।  আমরা যখন ঘুমিয়ে থাকি তখন এটি রাতে বেরিয...
23/06/2022

এই আণুবীক্ষণিক প্রাণীটিকে বলা হয় মাইট। এটা আমাদের চোখের পাতার ভিতরে বাস করে। আমরা যখন ঘুমিয়ে থাকি তখন এটি রাতে বেরিয়ে আসে। এর নর-নারী সঙ্গম করে এবং আমাদের মুখে পরাগায়ন করে। এর স্ত্রীরা আমাদের চোখের পাপড়ির প্রতিটি লোমকূপের ভিতরে 20 থেকে 24টি ডিম পাড়ে। এই মাইটের কাজ হল আমাদের মুখের মরা চামড়া খাওয়া প্রতিদিন পুনর্নবীকরণ করা, যেটি আমরা ঘুমিয়ে থাকাকালীন একটি প্রাকৃতিক প্রসাধনী প্রক্রিয়া সম্পাদন করে।
"অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে?"
আল_কুরআন
সূরা (আর_রহমান 55:13)

আলহামদুলিল্লাহ স্যালুট ভাই ❤️❤️
23/06/2022

আলহামদুলিল্লাহ
স্যালুট ভাই ❤️❤️

শায়খ আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহ...তিনি নিজেই ট্রাকের পিছন থেকে ধাক্কা দিচ্ছেন। ছবিটি আপনার দায়িত্ববোধে আঘাত হানবে, তিনি...
22/06/2022

শায়খ আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহ...
তিনি নিজেই ট্রাকের পিছন থেকে ধাক্কা দিচ্ছেন। ছবিটি আপনার দায়িত্ববোধে আঘাত হানবে, তিনি একাই পুরো টিম পরিচালনা করছেন আলহামদুলিল্লাহ।

Address

Poradah
Kushtia
7031

Telephone

+8801851674145

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hasanッ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hasanッ:

Videos

Share