HT Islamic Media

HT Islamic Media Assalamu Alaikum!! Dear Deen brothers and sisters, welcome to HT Islamic Media Page. Like and follow

08/04/2024

“অশ্লীল ভাষা ব্যবহারকারী ও উগ্র মেজাজি মানুষ জান্নাতে যাবে না”
-[আবু দাউদ, ৪১৬৮]

21/03/2024

এবার জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১৫, সর্বোচ্চ ২৯৭০ টাকা ।

সূত্র: ইসলামিক ফাউণ্ডেশন

12/03/2024

আল্লাহর দরবারে শুকরিয়া
তিনি আমাদের আরও একটি রমজানে পৌছে দিয়েছেন
আলহামদুলিল্লাহ ।

11/03/2024

রমাদান মুবারাক 🌙

সৌদিআরবে রমজানের চাঁদ দেখা গেছে আলহামদুলিল্লাহ।
10/03/2024

সৌদিআরবে রমজানের চাঁদ দেখা গেছে
আলহামদুলিল্লাহ।

আলহামদুলিল্লাহ!!প্রিয় মুফতি আমির হামজা  কিছুক্ষণ আগে কাশিমপুর কারাগার থেকে মুক্ত হয়েছেন।
07/12/2023

আলহামদুলিল্লাহ!!
প্রিয় মুফতি আমির হামজা কিছুক্ষণ আগে কাশিমপুর কারাগার থেকে মুক্ত হয়েছেন।

28/05/2023

মানুষের মন হলো কবরস্থানের মতো,
ভিতরে কি চলতেছে আল্লাহ ছাড়া কেউ জানেই না🙂

🌸
22/05/2023

🌸

Saidul Islam Masud
16/01/2023

Saidul Islam Masud

19/10/2022
জান্নাতি মৃত্যুর ১২ টি লক্ষণ:১:মৃত্যুর সময় কালিমা পাঠ করতে পারা।নবী (সাঃ) বলেছেন যে ব্যক্তির সর্বশেষ কথা হবে "লা ইলাহা ই...
14/10/2022

জান্নাতি মৃত্যুর ১২ টি লক্ষণ:

১:মৃত্যুর সময় কালিমা পাঠ করতে পারা।

নবী (সাঃ) বলেছেন যে ব্যক্তির সর্বশেষ কথা হবে "লা ইলাহা ইল্লাল্লাহু" তিনি জান্নাতে প্রবেশ করবেন।
(সুনানে আবু দাউদ ৩১১৬/সহিহ আবু দাউদ-২৬৭৩)

২:মৃত্যুর সময় কপালে ঘাম বের হওয়া।

বুরাইদা বিন হাছির (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন আমি নবী (সাঃ) কে বলতে শুনেছি,"মুমিন কপালে ঘাম নিয়ে মৃত্যু বরন করে"।
(মুসনাদে আহমাদ-২২৫১৩/জামে তিরমিজি -৯৮০/ সুনানে নাসায়ি-১৮২৮)

৩:জুমার রাতে বা দিনে মৃত্যুবরন করা।

"যে ব্যক্তি জুমার রাতে বা দিনে মৃত্যু বরন করেন আল্লাহ তাকে কবরের আযাব থেকে নাজাত দেন"।
(মুসনাদে আহমাদ-৬৫৪৬/ জামে তিরমিজি -১০৭৪)

৪:আল্লাহর রাস্তায় যুদ্ধরত অবস্থায় মৃত্যুবরণ করা।

"যে ব্যক্তি আল্লাহর রাহে নিহত হয় সে শহীদ "। (সহিহ মুসলিম -১৯১৫)

৫:প্লেগ রোগে মৃত্যবরণ করা।

" প্লেগ রোগে মৃত্যু প্রত্যক ঈমানদার এর জন্য শাহাদাত"
(বুখারী- ২৮৩০ / মুসলিম - ১৯১৬)

৬:যে কোনো পেটের পীড়াতে মৃত্যুবরণ করা।

" যে ব্যক্তি পেটের পীড়াতে মৃত্যুবরণ করবে সে শহীদ "
(সহিহ মুসলিম -১৯১৫)

৭:কোনো কিছু ধ্বসে পড়ে বা পানিতে ডুবে মৃত্যুবরণ করা।
(সহিহ বুখারি- ২৮২৯, / সহিহ মুসলিম -১৯১৫)

৮:গর্ভবতী অবস্থায় নারীর মৃত্যু।
"যে নারী পেটে বাচ্চা নিয়ে মারা যায় সে শহীদ "
(আবু দাউদ -৩১১১)।

৯:আগুনে পুড়ে এবং যক্ষা রোগে মৃত্যু।
(সহিত তারগিব ওয়াত তারহীব- ১৩৯৬)

১০:নিজের ধর্ম সম্পদ ও জীবন রক্ষা করতে গিয়ে মৃত্যু
( তিরমিজি -১৪২১, বুখারি- ২৪৮০,মুসলিম-১৪১)

১১:আল্লাহর রাস্তায় প্রহরীর দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যু।
নবী (সাঃ) বলেছেন একদিন একরাত পাহারা দেয়া এক মাস দিনে রোজা রাখা এবং রাতে নামাজ পড়ার চেয়ে উত্তম, আর যদি পাহাড়া রত অবস্থায় সে ব্যক্তি মারা যায় তাহলে তার জীবদ্দশায় সে যে আমল গুলো করতো এগুলোর সওয়াব চলমান থাকবে এবং সে শহীদ।

১২: নেক আমলরত অবস্থায় মৃত্যু বরণ করা।

হে আল্লাহ। আমাদের শহীদি মৃত্যু নসিব করুন।
" আমিন"
[ সংগৃহীত ]

13/06/2022
Today's Best Photo ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
13/06/2022

Today's Best Photo ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️








ব্যতিক্রমধর্মী প্রতিবাদ✌️✌️ফেনীতে এ্যাম্বুলেন্স চালক সমিতির পক্ষ থেকে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে...
12/06/2022

ব্যতিক্রমধর্মী প্রতিবাদ✌️✌️
ফেনীতে এ্যাম্বুলেন্স চালক সমিতির পক্ষ থেকে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে অভিনব পদ্ধতিতে বিক্ষোভ করেন।

❝আমিন❞।🤲
04/06/2022

❝আমিন❞।🤲

13/12/2021

আপনি একজন মানুষকে যত গভীর থেকে জানবেন, তার মাঝে কিছু না কিছু খুঁত আপনি খুঁজে পাবেন। নিদেনপক্ষে আপনার অপছন্দের কিছু না কিছু তো পাবেনই। বরং, বলা যায় অধিকাংশ মানুষের গভীরতা বাহ্যিক অবস্থা থেকে বেশিরকম কদর্য!

অথচ আল্লাহ - এমন এক সত্ত্বা, যাকে আপনি যত জানবেন, তত ভালোবাসবেন। যত গভীরে যাবেন, তত প্রেমের সায়রে তলিয়ে যাবেন!

কোন মানুষ বলে না আমাকে নিয়ে স্টাডি করো, কারণ নিজের মনে নিজে তো অপরাধী! অথচ আল্লাহ তাঁকে নিয়ে বারবার ভাবতে বলেছেন। ভাবনার স্বরূপও দেখিয়ে দিয়েছেন!

তিনি জানেন, বান্দা যত তাঁকে নিয়ে স্টাডি করবে, ততই তাঁর সিফাতের মায়ায় জড়িয়ে যাবে। আকুল হৃদয়ে শুধু তাঁকেই চাইবে, তাঁকেই চাইবে।

এজন্যই বুঝি আল্লাহর এক নাম ওয়াদূদ - প্রেমময়। আল্লাহ বলেনঃ তিনি ক্ষমাশীল, প্রেমময়।
✍️লেখা: Farheen Al Munadi

🌼
21/09/2021

🌼

14/02/2021

🔴Live
এম হাবিবুর রহমান হাফিঃ মাহফিলে হামলা এবং গাড়ি ভাংচুর, শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিঃ গাড়ি ভাংচুর এর তীব্র নিন্দা জানাচ্ছি...

কাজের ফাঁকে পড়ুন!!!
03/02/2021

কাজের ফাঁকে পড়ুন!!!

আলহামদুলিল্লাহ রংপুরে মিঠাপুকুর উপজেলার ২নং রানীপুকুর ইউনিয়নের এরশাদ মোড়ো আল্লাহর ৯৯টি গুণবাচক  নামের তোরণ নির্মাণ হচ্ছে...
20/01/2021

আলহামদুলিল্লাহ
রংপুরে মিঠাপুকুর উপজেলার ২নং রানীপুকুর ইউনিয়নের এরশাদ মোড়ো আল্লাহর ৯৯টি গুণবাচক নামের তোরণ নির্মাণ হচ্ছে।।

11/12/2020

🔴Live
কি হবে যদি দেশে মূর্তি / ভাস্কর্যে তৈরি হতে থাকে....???

Address

Poradah
Kushtia
7031

Telephone

+8801851674145

Website

Alerts

Be the first to know and let us send you an email when HT Islamic Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HT Islamic Media:

Videos

Share

Nearby media companies



You may also like