Bangladesh 24 News

Bangladesh 24 News কুষ্টিয়া জেলার সকল News পেতে এখনই পেজে 👍Like 👈দিয়ে রাখুন নিত্যনতুন নিউজ পাবেন কুষ্টিয়ার জেলার Bangladesh 24 news

কুমারখালী সরকারি কলেজের সাধারণ এবং বিএম শাখাসহ কুমারখালী-খোকসার সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার ড্রেস তৈরি করা হয়। স্ব স্ব ...
12/08/2024

কুমারখালী সরকারি কলেজের সাধারণ এবং বিএম শাখাসহ কুমারখালী-খোকসার সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার ড্রেস তৈরি করা হয়। স্ব স্ব প্রতিষ্ঠান থেকে অর্ডার এবং ডেলিভারি সুবিধা রয়েছে।

ব্যক্তিগত এবং পারিবারিক পোশাক তৈরিতে হোম ডেলিভারির সুবিধা থাকছে।

যোগাযোগ: ০১৭১৩৪১০৬১৪

07/08/2024

কুষ্টিয়ার মেয়েদের নিয়ে ভাগার এই সুযোগ বিয়ের 🙂বাপ মামলাও করতে পারবে না।পুলিশও নাই যে খুঁজবে আপনাগো।🤧🙂

আজ মঙ্গলবার রাতে পুলিশ কর্মকর্তাদের সাথে নিয়ে কুষ্টিয়া মডেল থানা পরিদর্শন করেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্...
06/08/2024

আজ মঙ্গলবার রাতে পুলিশ কর্মকর্তাদের সাথে নিয়ে কুষ্টিয়া মডেল থানা পরিদর্শন করেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

25/06/2024

ভূমিদস্যুর হাত থেকে রক্ষা পেতে চাই হরিনারায়নপুর বাসি,
লাখ টাকা হলেই দখল হয়ে যাবে জমি!

25/06/2024

ভেড়ামারায় ৩ দিন ব্যাপি কৃষি মেলা ২০২৪ শুভ উদ্বোধন

25/06/2024

দেশের সেরা করদাতা মারা গেছেন

25/06/2024

বৃষ্টি হলেও দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

সাংবাদিক রিজুর উপর হামলার প্রতিবাদে উত্তাল কুষ্টিয়া। ৭২ ঘন্টার আলটিমেটামকুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন ক...
25/06/2024

সাংবাদিক রিজুর উপর হামলার প্রতিবাদে
উত্তাল কুষ্টিয়া। ৭২ ঘন্টার আলটিমেটাম

কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার আয়োজনে আজ সোমবার বেলা ১১টায় এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাংবাদিক হাসিবুর রহমান রিজুর উপর হামলার ঘটনায় হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রায় এক ঘন্টা যাবৎ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখা হয়।
সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি আলহাজ্ব রাশেদুল ইসলাম বিপ্লব। এ সময় বক্তব্য রাখেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জিটিভির জেলা প্রতিনিধি সোহেল রানা, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি'র সিনিয়র সহ-সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মিলন উল্লাহ্, সহ-সভাপতি ও আর টিভি'র জেলা প্রতিনিধি শেখ হাসান বেলাল, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুন্সি তরিকুল ইসলাম।
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি'র সাংগঠনিক সম্পাদক ও আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি ফিরোজ কায়সার, দপ্তর সম্পাদক এস, এম, ওয়ালিদুজ্জামান শুভ, নির্বাহী সদস্য ও এশিয়ান টেলিভিশনে মিরপুর- ভেড়ামারা প্রতিনিধি ফয়সাল চৌধুরী, এশিয়ান টেলিভিশনের কুমারখালী প্রতিনিধি কে এম আর শাহীন, এশিয়ান টেলিভিশনের দৌলতপুর প্রতিনিধি সোহানুর রহমান শিপন, মুক্তিযুদ্ধ মঞ্চ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি নজরুল ইসলাম প্রধান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে হাটশ হরিপুর ইউনিয়নের শালদহ এলাকার স্থানীয় প্রভাবশালী শিপন কটূক্তি করলে এই নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ এবং পূর্ব বিরোধের জেরে হাসিবুর রহমান রিজুর ওপর এ হামলা চালানো হয়।
স্থানীয় একটি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে হাসিবুর রহমান রিজু সভাপতি সম্ভাব্য প্রার্থী হন।
গত বুধবার (১৯ জুন) বিকেলে ওই নির্বাচনের মিটিং-এ অংশগ্রহণের উদ্দেশ্যে হরিপুর বাজারস্থ বিদ্যালয়ে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। এসময় পথে স্থানীয় প্রভাবশালী শিপন, মুরাদ ও রাজনের নেতৃত্বে কয়েকজন রিজুর শরীরের বিভিন্ন স্থানে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ২০ থেকে ২৫ মিনিট দুই পা, দুই হাত ও মাথায় আঘাত করেন। এ সময় আরও ১৫ থেকে ২০ জন যুবক-কিশোর মারধরকারীদের ঘিরে রাখেন।
রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে প্রায় আধঘণ্টা ধরে পড়েছিলেন রিজু। সন্ত্রাসীরা এতই প্রভাবশালী যে বাজারে থাকা লোকজন এগিয়ে আসার সাহস পান না। দুঃখের বিষয় এ মামলায় এখন পর্যন্ত মূল আসামিরা গ্রেপ্তার হয়নি। কেন এজাহার ভুক্ত আসামিরা গ্রেফতার হচ্ছেনা এমন প্রশ্ন করেন সাংবাদিক নেতারা।
হামলাকারীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলবে। এই আন্দোলন সংগ্রাম কুষ্টিয়া থেকে ঢাকা পর্যন্ত চলবে বলে কঠোর হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা ।
এই সময় সাংবাদিক নেতৃবৃন্দরা আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম এর ঘোষণা দেন। বর্তমানে আহত সাংবাদিক গুরুতর আহত অবস্থায় ঢাকা ট্রমা সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।
হাসিবুর রহমান রিজু (৪৫) হাটশ হরিপুর গ্রামের আমজাদ মালিথার ছেলে। তিনি কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও স্থানীয় দৈনিক সত্য খবর পত্রিকার সম্পাদক।
এছাড়াও হাসিবুর রহমান রিজু ভারত-বাংলাদেশ যুব মৈত্রী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি একই সাথে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়াও এলাকায় নানা সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যায় আহত সাংবাদিক হাসিবুর রহমান রিজুর স্ত্রী টপি বিশ্বাস কুষ্টিয়া মডেল থানায় বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।

কুষ্টিয়া ২ আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন সিএনজির ধাক্কায় আহত ঢাকাতে সংসদ ভবন এলাকায়।
25/06/2024

কুষ্টিয়া ২ আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন সিএনজির ধাক্কায় আহত ঢাকাতে সংসদ ভবন এলাকায়।

শেখ হাসিনার অবদান,              কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ"কুষ্টিয়া জেলার সুযোগ্য সিভিল সার্জন জনাব ডা. মো. আকুল উদ্দ...
23/06/2024

শেখ হাসিনার অবদান,
কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ"

কুষ্টিয়া জেলার সুযোগ্য সিভিল সার্জন জনাব ডা. মো. আকুল উদ্দিন মহোদয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব জনাব সুজিত দেবনাথ কুষ্টিয়া সদর উপজেলার রাজাপুর ও বটতৈল দক্ষিণপাড়া কমিউনিটি ক্লিনিক এবং কুমারখালি উপজেলার জয়ানাবাদ কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। পরিদর্শন শেষে কমিউনিটি ক্লিনিক কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন। আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা. মো. সাজ্জাদ হোসেন।

23/06/2024

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

22/06/2024
22/06/2024
22/06/2024

কমলাপুরে ট্রেনে আ-গু-ন

22/06/2024

বরগুনার আমতলীতে সেতু ভেঙে বিয়ের বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস খালে পড়ে গেছে। এতে ১০ নিহত হয়েছে। শনিবার (২২ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার চাওড়া এলাকা এ দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়ায় গ্রীষ্মকালীন তরমুজ চাষে লাভবান হচ্ছেন কৃষক
22/06/2024

কুষ্টিয়ায় গ্রীষ্মকালীন তরমুজ চাষে লাভবান হচ্ছেন কৃষক

জাফর মামার দুধ চা নামে ক্ষ্যাতস্বাদে মনে হলো এইটা দুধের চা না পানি দিয়ে বানানো চা।চা একটুও ঘন ছিল না।একদম পানি পানি অনুভ...
22/06/2024

জাফর মামার দুধ চা নামে ক্ষ্যাত
স্বাদে মনে হলো এইটা দুধের চা না পানি দিয়ে বানানো চা।চা একটুও ঘন ছিল না।একদম পানি পানি অনুভূত হলো। প্রথম দিকে কোয়ালিটি যত সুন্দর ছিল এখন সেইটা পুরোটাই রসাতলে। পাউরুটি পোড়ানোটাও ছিল বাসী টাইপের।মানুষ হাইপ দিতে দিতে তাকে আসমানে তুলছে সেইসাথে চায়ের কোয়ালিটিও জমিনের নীচে চলে গেছে।
চায়ের রেটিং: ২/১০
মূল্য : দুইকাপ চা আর একটা পাউরুটি পোড়ানো ৮০ টাকা।

22/06/2024

"কুষ্টিয়া" রেড জোন ঘোষণা, রাসেলস ভাইপার সাপের কারণে-😭😭😢
কারেন্ট জাল রেডী রাখেন। বাড়ির আশপাশে বসায়ে দেই। ঝোপঝাড় পরিষ্কার রাখুন। রাতে টর্চ লাইট ব্যবহার করুন। রাতে টেটা,চোল দিয়ে মাছ শিকার পরিহার করুন। অত্যন্ত সাবধানতার সাথে জমিতে কাজ করুন।
সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে রাসেল ভাইপার সাপ কুষ্টিয়ায় আসার সম্ভাবনা খুব বেশি।।
রাসেল ভাইপারঃ
এই সাপের বিশেষত্ব হচ্ছে, এরা খুবই বিষধর। কাউকে ছোবল দিলে এন্টিভেনম দিলেও বাঁচার সম্ভাবনা মাত্র ২০%। এটার এন্টিভেনম বাংলাদেশে নাই ।
আর এই দেশের জলবায়ুর প্রকৃতিতে এদের কোন অবদান নাই।
আরও ভয়ংকর ব্যাপার হল অন্যান্য সাপ সাধারণত নিজেরা আক্রান্ত হলে কিংবা সরাসরি কারও সামনে পড়লে ছোবল দেয় অন্যথায় কামড় দিতে আসে না বরং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু রাসেল ভাইপার দূরে থেকে মানুষ দেখলেও তেড়ে আসে আর কামড় দেওয়ার চেষ্টা করে।
অন্য সাপ ১ রকম বিষ ধারন করলেও,,রাসেল ভাইপারের বিষ একই সাথে ৫/৬ ধরনের হয়।
এই সাপ খুবই দ্রুত বংশ বিস্তার করে
এরা সরাসরি ---৫০ থেকে ৮০ টি পর্যন্ত বাচ্চা দিতে পারে।
সম্প্রতি,, রাজশাহী,, নাটোর,, পাবনা,,মানিকগঞ্জ,,,মাওয়া,,,পদ্মার তীরবর্তী এলাকায় এই সাপের উপদ্রব বেড়েছে।
তাই সরকারিভাবে যদি এই সাপ নিধনের জন্য উদ্যোগ না নেয়া হয় তাহলে বর্ষার মৌসুমে সারা বাংলাদেশে এই সাপ ছড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে।
জনসাধারণের উপকারের জন্য শেয়ার করতে পারেন📢

গতকাল পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়ের রানীনগর পদ্মার চরে কলাগাছ লাগাতে গিয়ে খোরশেদ সরদার নামের এই কৃষক রাসেল ভাইপার সহ ...
22/06/2024

গতকাল পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়ের রানীনগর পদ্মার চরে কলাগাছ লাগাতে গিয়ে খোরশেদ সরদার নামের এই কৃষক রাসেল ভাইপার সহ বেশ কয়েকটি সাপ নিজের কোদাল দিয়ে কু'পিয়ে হ'ত্যা করে। বি'ষাক্ত এই সাপের আনাগোনায় এলাকায় বেশ আ'তঙ্ক বিরাজ করছে।

22/06/2024

ভেড়ামারার ভাঙ্গাপুল নামক স্থানে ড্রাম ট্রাক ও সাইকেলের সংঘর্ষে ১ জনের মৃ**ত্যু!!

১:৩০ এর দিকে নামাজ পড়তে গিয়ে লাহিনীর বটতলা জামে মসজিদ থেকে একটি মোটর সাইকেল চুরি চুরি হয়েছে যার মডেল এবং নম্বর Yamaha...
22/06/2024

১:৩০ এর দিকে নামাজ পড়তে গিয়ে লাহিনীর বটতলা জামে মসজিদ থেকে একটি মোটর সাইকেল চুরি চুরি হয়েছে যার মডেল এবং নম্বর Yamaha FZs V2 150 CC Black
ঢাকা মেট্রো - ল - ৬১-১৪৭৯

কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট দক্ষিণপাড়ায় সোহান নামের এক ব্যাক্তির কেনা মাংসের মধ্যে ছোট বাচ্চাদের পুর...
26/02/2024

কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট দক্ষিণপাড়ায় সোহান নামের এক ব্যাক্তির কেনা মাংসের মধ্যে ছোট বাচ্চাদের পুরুষ অঙ্গ সদৃশ্য মাংস পিণ্ড উদ্ধার!এলাকাবাসী ধারনা এটি কোন ছোট বাচ্চার পুরুষাঙ্গই হবে।।

ভিডিও লিংক কমেন্ট এ।

পোস্ট কিন্তু সিরিয়াস না ।

বাসা থেকে বের হয়ে নিখোঁজ মাদরাসা ছাত্র!টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাস থেকে মানারাতুল মাদ্রাসাতুল হিকমা (হাফিজিয়া মাদরাসার) ...
11/02/2024

বাসা থেকে বের হয়ে নিখোঁজ মাদরাসা ছাত্র!

টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাস থেকে মানারাতুল মাদ্রাসাতুল হিকমা (হাফিজিয়া মাদরাসার) উদ্দেশ্য সকালে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় ওই মাদরাসার ছাত্র শাহরিয়ার নাফিজ (১৩) দুপুরে মাদরাসা কতৃপক্ষ জানায় নাফিজ মাদরাসায় আসেনি। নিখোঁজ শিশুকে পরিবারের কাছে ফিরে পেতে শেয়ার করুন

যোগাযোগ : ০১৭২৯-৩০৯৮২৯

আসন্ন কুমারখালি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস- চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের দোওয়া ও সহোযোগিতা কামনায় তরিকুল ইসলাম তর...
23/01/2024

আসন্ন কুমারখালি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস- চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের দোওয়া ও সহোযোগিতা কামনায়

তরিকুল ইসলাম তরুন
যুগ্ম সাধারন সম্পাদক কুমারখালি উপজেলা যুবলীগ ও শিক্ষানবিশ আইনজীবী জজ কোর্ট কুষ্টিয়া।

ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাচেক প্রতারণার মামলায় ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাসেল ও চেয়ার...
15/01/2024

ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চেক প্রতারণার মামলায় ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার (১৫ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত এ আদেশ দেন।

দৌলতপুরে আ. লীগের পতাকা তলে থাকার আহ্বান জানিয়ে নৌকার শ্লোগান দিলেন বীর মুক্তিযোদ্ধারা_____________কুষ্টিয়ার দৌলতপুরে বী...
16/12/2023

দৌলতপুরে আ. লীগের পতাকা তলে থাকার আহ্বান জানিয়ে নৌকার শ্লোগান দিলেন বীর মুক্তিযোদ্ধারা
_____________

কুষ্টিয়ার দৌলতপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠানে আওয়ামী লীগের পতাকা তলে থাকার আহ্বান জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। এসময় তারা নৌকার শ্লোগানও দেন।

মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে দৌলতপুর উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে শনিবার ১৬ ডিসেম্বর সকালে বক্তব্যে এসব প্রসঙ্গে কথা বলেন বক্তারা, তুলে ধরেন শেখ হাসিনা সরকারের উন্নয়ন অগ্রগতি প্রসঙ্গ।

অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা সংগঠক নেতৃবৃন্দসহ কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ: কা: ম সরওয়ার জাহান বাদশাহ্, উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন রিমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুল্লাহ উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা হাত তুলে জয় বাংলা ও নৌকার শ্লোগান দেন। বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শেষে আলোচনা অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজের মধ্যদিয়ে শেষ হয় অনুষ্ঠানটি।

এর আগে দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবসের প্রথম প্রহর থেকে রাখা হয় বর্ণাঢ্য আয়োজন।

দৌলতপুরে পাঁচ বছরেও উদ্বোধন হয়নি আধুনিক অডিটোরিয়াম _____________কুষ্টিয়ার দৌলতপুরে উদ্বোধন না হওয়ায় নষ্ট হচ্ছে একটি আধুন...
20/11/2023

দৌলতপুরে পাঁচ বছরেও উদ্বোধন হয়নি আধুনিক অডিটোরিয়াম

_____________

কুষ্টিয়ার দৌলতপুরে উদ্বোধন না হওয়ায় নষ্ট হচ্ছে একটি আধুনিক মানের অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস ভবন। উপজেলা প্রকৌশলীর অবহেলা কিংবা ব্যর্থতায় হুমকিতে দৌলতপুরের মানুষের জন্য ব্যাপক প্রয়োজনীয় ভবনটি।

৮ লাখের বেশি মানুষের দৌলতপুরে এমনিতেই মিলনায়তন সঙ্কট। খোদ উপজেলা পরিষদ চত্বরের দুটি ছোট মিলনায়তনের একটি ভঙ্গুর পরিত্যক্ত, অন্যটি অপর্যাপ্ত এবং আধুনিক নয়। এরই মধ্যে ২০১৮ সালের জুন মাসে শুরু হয় সরকারি প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে ৫ শো আসনের আধুনিক অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস ভবন নির্মাণ কাজ। যা শেষ হওয়ার কথা ছিলো ২০১৯ সালের জুন মাসে। কিন্তু, গেলো পাঁচ বছরেও ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করিয়ে উদ্বোধনের জন্য হস্তান্তর করেনি দৌলতপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয়।

২০২২ এর নভেম্বর থেকে প্রকৌশলী রাকিব হোসেন দায়িত্বে থাকলেও এক বছরে তালা খোলেননি তিনি, এমন বক্তব্য তার নিজের। রাকিব হোসেন বলেন, ঠিকাদার প্রতিষ্ঠান কাজ শেষ করতে পারেনি আমাদের এখনও কিছু কাজ বাকি আছে, সংশোধন আছে। উদ্বোধনের সিদ্ধান্ত নেয়নি উপজেলা প্রশাসন এবং উপজেলা পরিষদ। কবে কাজ শেষ হয়ে উদ্বোধন হতে পারে সেটিও নিশ্চিত বলতে পারেননি তিনি।

ঠিকাদার প্রতিষ্ঠান শামীম এন্টারপ্রাইজের সত্বাধিকার শামীমকে হস্তান্তরের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি শুরুতে জানান হস্তান্তর করে দিয়েছেন, ব্যস্ত আছি পরে কথা বলছি জানিয়েও পরবর্তীতে ফোন ধরেননি তিনি।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ওবায়দুল্লাহ বলেন, অডিটোরিয়ামটি উপজেলা প্রকৌশল বিভাগ আমাদের কাছে হস্তান্তর করলেই আমরা উদ্বোধন ও বাকি কার্যক্রম শুরু করবো, তারা এখনও হস্তান্তর করেনি।

সরেজমিনে দেখা যায়, ভবনটি তৈরি এবং শব্দ যন্ত্র, চেয়ার, মঞ্চ সুসজ্জিত। কাঠের কাজে স্যাঁতাপড়া দাগ, ভবনের ভিতরে ব্যবহার করা সোফা ও চেয়ারের চামড়ার কাভারে ছত্রাক জমতে শুরু করেছে। ইতোমধ্যেই নষ্ট হতে শুরু করেছে রঙও। প্রস্তুত ভবনটির বাইরে দক্ষিণ গেইটের দিকের অংশ এখনও অসম্পন্ন রয়েছে।

উপজেলার কলেজপাড়া এলাকার জুয়েল বলেন, বিল্ডিংয়ের সব রেডি, কাজকাম শুরু না হওয়ায় পড়ে থেকে সব নষ্ট হয়ে যাচ্ছে।

স্বরুপপুর এলাকার যুবক সাকীব বলেন, ভিতরে ইলেকট্রনিক যন্ত্রপাতিও লাগানো হয়ে গেছে, অব্যবহৃত পড়ে থেকে সেগুলোও নষ্ট হয়ে যাওয়ার কথা।

আসলেই কেন এতবড় সম্পদ নিয়ে অযত্ন অবহেলার টানাপোড়েন

13/11/2023

যেভাবে পরকীয়া করতে যেয়ে ধরা পড়ে কান হারালো টিপু সুলতান।

শুনুন

শিল্পী আব্দুল জব্বারের জমি জাল করার অভিযোগ উঠেছে কাউন্সিলরের বিরুদ্ধেকুষ্টিয়ার কৃতি সন্তান ও মুক্তিযোদ্ধার সময় অন্যতম গু...
07/11/2023

শিল্পী আব্দুল জব্বারের জমি জাল করার অভিযোগ উঠেছে কাউন্সিলরের বিরুদ্ধে

কুষ্টিয়ার কৃতি সন্তান ও মুক্তিযোদ্ধার সময় অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী জাতীয় শিল্পী পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আব্দুল জব্বারের জমি জাল করে দীর্ঘ দিন যাবত ভোগদখল করার অভিযোগ উঠেছে কুষ্টিয়ার রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক ও পৌরসভার ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সোহেল রানা আশার বিরুদ্ধে। বর্তমানে জমির ক্রয়কৃত মালিক আব্দুল খালেক ও রশীদ সহ ৫ জনের নামের সাইনবোর্ড রাতের আধারে তুলে ফেলে সরিষার বীজ রোপন করা জমিতে পানি ঢুকিয়ে দিয়ে প্লাবিত করার অভিযোগও উঠেছে কাউন্সিলর আশার বিরুদ্ধে। এবিষয়ে কুষ্টিয়া মডেল থানায় কাউন্সিলর আশার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন জমির বর্তমান মালিক মোঃ আব্দুল খালেক।

সুত্রে জানা যায়, কুষ্টিয়া শহরতলীর মোল্লাতেঘড়িয়া এলাকায় মোল্লাতেঘড়িয়া মৌজার আরএস ১৭৯ নং খতিয়ানের ১৯৩৯ ও ১৯৩৭ নং দুইটি দাগ। ১৯৩৯ নং দাগে ৬৩ শতক জমি আছে এবং ১৯৩৭ নং দাগে ৩৩ শতক জমি আব্দুল জব্বারের সম্পত্তি। আব্দুল জব্বার জীবিত থাকা অবস্থায় গত ২২/০৭/১৯৯০ ইং তারিখে ৬৩৫১ নাম্বার দলিলে এসএ ৭৩৭ নং দাগে ৭৪ শতক ও ৭২৯ নং দাগে ৩৮ শতক সর্বমোট ১১২ শতক জমি দুই পুত্র আহম্মেদ সালাউদ্দিন জব্বার ও আহম্মেদ মুয়াদ জব্বারের নামে দানপত্র রেজিস্ট্রি করে দিয়ে যায়।

উক্ত দলিলে এসএ দাগ ৭৩৭ এর স্থলে ৬৩৭ ভ্রমাত্মকভাবে লিখিত হয়। যা পরবর্তীতে গত ১১/০৬/২০০৬ তারিখে ২১৮৩ নং ভ্রমসংশোধন দলিলের মাধ্যমে তার দুই পুত্র আহম্মেদ সালাউদ্দিন জব্বার ও আহম্মেদ মুয়াদ জব্বারের নামে ১ একর ১২ শতক জমি দানপত্র করে দিয়ে যায়। দানপত্রের সুত্র ধরে এই সম্পত্তির মালিক হয়ে যায় আব্দুল জব্বারের দুই পুত্র আহম্মেদ সালাউদ্দিন জব্বার ও আহম্মেদ মুয়াদ জব্বার।

এরপর জমির মালিকানার জের ধরে ২০০৬ সালে তারা দুই ভাই সালাউদ্দিন জব্বার ও মুয়াদ জব্বার নিজ নিজ নামে নাম পত্তন করেন। যার খতিয়ান নাম্বার ১৭৯/১। তারিখ ২০/০৬/২০০৬ ইং। এই জমিটির নাম পত্তন পরবর্তীতে ডিজিটাল নিয়ম চালু হওয়ার পরে ২৬/০৭/২০২২ ইং তারিখে পুনরায় নাম পত্তন করেন এবং হোল্ডিং নাম্বার ৯০০ তে সরকারি সেরেস্তায় ভূমি উন্নয়ন কর পরিশোধ করে আসছে। আহম্মেদ মুয়াদ জব্বার ০৬/০৬/২০২৩ ইং তারিখে দুই ভাইয়ের ভাগের বন্টন থেকে নিজ ভাগীয় অংশ ৪৮ শতক জমি নিজ নামে নাম পত্তন করে ৩০৯৬ নাম্বার খারিজ খতিয়ানের ৩১০৩ নাম্বার হোল্ডিংয়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ করে আসছে। এরপর ৪৮ শতক জমির মালিক মুয়াদ জব্বার তার নিজ নামীয় জমি বিক্রয়ের ঘোষনা দিলে ১১/১০/২০২৩ ইং তারিখে ৪৮ শতক জমিটি আব্দুল খালেক ও আব্দুর রশীদ সহ ৫ জনের নামে খোস কবলা দলিলে বিক্রয় বিনিময়ে রেজিষ্ট্রি করে দেন। জমিটি রেজিষ্ট্রি হওয়ার পর গত ২২/১০/২০২৩ ইং তারিখে আব্দুল খালেক ও রশীদ সহ ৫ জনের নামে নাম পত্তন করে নেয়। যার খতিয়ান নাম্বার ৩২৫৮। যার হোল্ডিং নাম্বার ৩২৬২। তারপর ২২/১০/২০২৩ ইং তারিখেই সমস্ত ভূমি উন্নয়ন কর পরিশোধ করে দেন।

গত শুক্রবার ০৩/১১/২০২৩ ইং তারিখে ৪৮ শতক জমির বর্তমান মালিক আব্দুল খালেক ও রশীদ সহ ৫ জন তাদের জমি স্থানীয় আমিন দ্বারা মাপজোক করে চার কোনায় সীমানা নির্ধারন করে ইট, বালি ও সিমেন্ট দিয়ে বাউন্ডারি পিলার স্থাপন করেন। তারপর জমি চষে সেখানে সরিষার বীজ রোপন করেন এবং নিজ নামীয় সাইনবোর্ড দুইটি বড় খুটির মাধ্যমে জমির মাঝ বরাবর স্থাপন করেন । সেসময় কাউন্সিলর আশা সেখানে এসে জমিটি তার বলে দাবি করেন। তখন জমির বর্তমান মালিকরা সেই কাগজ দেখতে চাইলে তিনি দুইটি দলিল দেখান। সেখানে একটি দলিল ২০১০ সালের।

সেই দলিলে লেখা রয়েছে ১৯৯০ সালে দানপত্র ভাবে আব্দুল জব্বার তার দুই পুত্র সালাউদ্দিন জব্বার ও মুয়াদ জব্বারকে দেওয়া দলিলটি বাতিল করা হয়েছে। যার আরএস ২৫৪৫ নাম্বার দাগের ৭৪ শতক দানকৃত জমির রেজিষ্ট্রি বাতিল করেন। যা আইন বহির্ভূত। সরকারি নিয়ম অনুযায়ী কোন রেজিষ্ট্রিকৃত দলিল বাতিল করার জন্য বিচার বিভাগের অনুমতি প্রয়োজন হয়। এছাড়াও কাউন্সিলর আশা যেই দলিল দেখাচ্ছে সেই দলিলের এসএ ও আরএস দাগ নাম্বার ভূল এবং দলিলের উপরে ওভার রাইটিং স্পষ্ট বোঝা যাচ্ছে। এতে জমির বর্তমান মালিকরা দাবি করছে কাউন্সিলর আশার দলিলটি ভূয়া এবং জাল। অন্যদিকে, আরেকটি দলিলে দেখা যায় গত ০৬/০৭/২০১০ ইং তারিখে ৫৬৪৫ নাম্বার দলিলে

উল্লেখ রয়েছে আব্দুল জব্বার ৭৫ শতক জমি কাউন্সিলর আশার নামে রেজিস্ট্রি করে দিয়েছে। যেখানে ২০০৬ সালে আব্দুল জব্বারের দুই পুত্রর নামে নাম পত্তন হয়ে গেছে। আর জমি রেজিষ্ট্রি করার আগে নাম পত্তন বাতিল করতে হয়। কাউন্সিলর আশা নাম পত্তন বাতিল না করেই কিভাবে জমিটি রেজিষ্ট্রি করেছে এটি নিয়েও নানা ধরনের প্রশ্ন ও জলপনা কল্পনা শুরু হয়েছে জমির বর্তমান মালিকদের কাছে। তারা দাবি করছেন কাউন্সিলর আশার দুইটি দলিলই ভুয়া এবং জাল।

এব্যাপারে আহম্মেদ মুয়াদ জব্বার বলেন, এই জমি আমাদের পৈত্রিক সম্পত্তি। আমার বাবা ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় সংগীত শিল্পী। আমার বাবা আমাদের দুই ভাইয়ের নামে জমিটি লিখে দিয়েছিলো। আমার ভাগের জমি আমি আব্দুল খালেকের কাছে বিক্রয় করে দিয়েছি। কাউন্সিলর আশা এখন আমাদের সেই জমি নিজের বলে দাবি করছে। সে একটি জাল দলিল করেছে। যার কোন ভিত্তি নেই।

জমির ক্রেতা আব্দুল খালেক বলেন, আব্দুল জব্বারের দুই পুত্রের মধ্যে এক পুত্র আহম্মেদ মুয়াদ জব্বারের নামে রেকর্ডীয় অংশ যা আমি ভূমি অফিস, ভূমি সংশ্লিষ্ট সকল কাগজ যাচাই বাচাই করে কাগজের সঠিকতা দেখে খরিদ করি। আমার নিজ নামীয় খারিজ এবং খাজনা পরিশোধ পূর্বক নতুন বরাদ্দকৃত হোল্ডিং নাম্বার খুলে আমার জমি আমি হস্তগত করি। কিন্তু সোহেল রানা আশা উক্ত দিনে কোন কাগজপত্র প্রমান না করতে পেরে গত শনিবার রাতে আমার নাম সম্বলিত সাইনবোর্ড, আরও সার্ভেয়ারকৃত পরিমাপের সীমানা পিলার রাতের আধারে ভেঙ্গে তুলে গায়েব করে দেয় এবং উক্ত জমিতে আবার রোপনকৃত সরিষার ক্ষেত পাইপ দিয়ে পানি প্রবেশ করিয়ে প্লাবিত করে৷ যার কারনে আমার ক্ষেতের বীজ নষ্ট হয়ে গেছে । বর্তমানে সোহেল রানা আশা বিভিন্নভাবে হুমকি ধামকি প্রদান করে আসছে। শুধু তাই নয় ইতিপূর্বেও আশার বিরুদ্ধে একাধিক জমি জালিয়াতির ঘটনা এলাকাবাসির মুখে শুনেছি। এলাকাবাসীরা আরও বলেছেন এই আশা জমি জালয়াতির একজন অন্যতম সক্রিয় সদস্য।

এমতাবস্থায় আমি কুষ্টিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। প্রশাসনের নিকট আমি সঠিক বিচারের দাবি জানাচ্ছি৷

এবিষয়ে অভিযুক্ত কাউন্সিলর সোহেল রানা আশার সাথে যোগাযোগ করার জন্য তার ব্যবহৃত মুঠোফোন একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

Address

Kushtia
Kushtia
KUSHTIA

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh 24 News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladesh 24 News:

Videos

Share


Other News & Media Websites in Kushtia

Show All