দৈনিক সময়ের কাগজ পত্রিকার সহ-সম্পাদক এর উপর হামলা
দৈনিক সময়ের কাগজ পত্রিকার সহ-সম্পাদক এর উপর হামলা
ডিমের দাম ১২ টাকা নির্ধারন, প্রভাব পড়েনি বাজারে
দেশে ডিমের বাজারের অস্থিরতা কোন ভাবেই কমছেনা। প্রাণী সম্পদ মন্ত্রনালয় প্রতি পিচ ডিমের দাম ১২ টাকা নির্ধারন করলেও তার প্রভাব পড়েনি বাজারে। প্রতি পিচ ডিম এখনো বাজারে বিক্রি হচ্ছে ১৩ থেকে ১৫ টাকা। দাম নিয়ন্ত্রনে দেশের বিভিন্ন বাজারে সরকারি সংস্থাগুলো অভিযান চালালেও মিলছেনা কোন সুফল।আর ডিমের প্রতি পিচ ১২ টাকা নির্ধারনকে অযৌক্তিক বলছেন সাধারন ভোক্তারা।#fashion #facebook #durban #funny
অসুস্থ্য হয়ে কুষ্টিয়া জেলা কারাগারের দুই কয়েদির মৃত্যু
কুষ্টিয়া, ১১ আগষ্ট’ ২০২৩: প্রায় সাড়ে ৫ ঘণ্টার ব্যবধানে কুষ্টিয়া জেলা কারাগারে অসুস্থ হয়ে আজমল হোসেন ও আবুল কালাম নামের দুই কয়েদির মৃত্যু হয়েছে। জেল কর্তৃপক্ষ বলছে, গ্যাস্ট্রিক ও হার্ট অ্যাটাকের কারণে তাদের কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কয়েদি আজমল গত রাত ১টা ১০ মিনিটে আর আবুল কালাম আজ সকাল ৬টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কুষ্টিয়া কারাগারের জেল সুপার মোঃ আঃ বারেক জানান, মৃত আজমল দৌলতপুর উপজেলার ইসলামপুর গ্রামের খলিলের ছেলে। তিনি একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে ২০২২ সাল থেকে কারাগারে ছিলেন। গতকাল বুকে ব্যাথা অনুভব করায় রাত ১২টা ১০মিনিটে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে রাত ১ টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসক মৃত্যুর কারণ হিসেবে লিখেছেন কার্ডিয়াক শকড।
মারা যাওয়া অপর
অপহরনের একমাস পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী জান্নাতুল
কুষ্টিয়ায় প্রকাশ্য দিনে-দুপুরে বাড়ির সামনে থেকে অপহরনের এক মাস পেরিয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি স্কুলছাত্রী জান্নাতুল মাওয়া সোহা। একমাত্র সন্তানকে খুঁজে না পেয়ে দুশ্চিন্তা আর আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার। থানায় মামলা করেও এখন পরযন্ত কোন হদিস মেলেনি ঐ স্কুল শিক্ষার্থীর। বেচেঁ আছে নাকি মারা গেছে তা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। তবে পুলিশের দাবী, অপহরনকৃত ঐ স্কুল শিক্ষার্থীকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।
টোল তুলতে গিয়ে পথচারীদের সাথে খারাপ আচরণ ও মারধোর।। সৈয়দ মাসুদ রুমে সেতু কুষ্টিয়া।।👍
বিএনপি নেতাদের মুখে আইনের কথা,গনতন্ত্রের কথা, মানবতার কথা মানাই না - কুষ্টিয়ায় মাহবুব উল আলম হানিফ
বিএনপি নেতাদের মুখে আইনের কথা,গনতন্ত্রের কথা, মানবতার কথা মানাই না ....
জাসদ সমর্থকদের বাড়ি ও দোকানপাটে আগুন
পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সঞ্জয় খুনের বিচারের দাবীতে বিক্ষুদ্ধ স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা কর্মীরা শহরে এমন অবস্থার সৃষ্টি করে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় একটি মন্দিরের কমিটিকে কেন্দ্র করে ভেড়ামারা পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সঞ্জয় কুমার প্রমানিকের সাথে বিরোধ চলে আসছিল জাসদ যুবজোটের জেলা ক্রীড়া বিষায়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান শোভনের সাথে। গত ২ অগাষ্ট বুধবার রাতে জাসদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শহরের গোডাউন মোড় এলাকায় সঞ্জয়ের উপর হামলা করা হয়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপানোর পাশাপাশি পায়ে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি করা হয়। এসময় আরো ২ স্বেচ্ছাসেবক লীগ নেতা বেলাল ও শ্যামল আহত হন। এ ঘটনায় রাতেই সাড়াশি অভিযান চালিয়ে শোভন কে আটক করে পুলিশ।
এ ঘটনার পর সকাল ১১ টার দিকে ভেড়ামারা শহরের ডাকবাংলো
আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তপ্রায় বাস ও বেত শিল্প
আধুনিকতার ছোয়ায় বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহীবাঁশ ও বেত শিল্প।।👍
বিলুপ্তির পথে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী বাশঁ ও বেত শিল্প। নানাবিদ সংকটের কারনে ভালো নেই এ শিল্পের সাথে জড়িত কারিগররাও। বংশ পরমপরায় চলে আসা এ পেশার সাথে জড়িত অনেকেই বাধ্য হচ্ছেন অন্য পেশায় যেতে। বর্তমান বাজারের প্লাস্টিকওঅন্যসবদ্রব্য সামগ্রীরসঙ্গেপাল্লাদিতেনাপেরেমুখ থুবড়েপড়েছে এ শিল্প। ফলে দিন দিনএশিল্প হারাচ্ছে তারঐতিহ্য, আর এ পেশার সাথে জড়িতদেরভাগ্যেনেমেএসেছেচরমদুর্দিন।
#foryoupagereels আজ ২২শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২ তম প্রায়ন দিবস👍