অভিনয়

অভিনয় ..

আমি ধৈর্য্য নিয়ে দুঃখ সহ্য করার ক্ষমতা রাখি বলেই এখনো পর্যন্ত তোমাকে ভুলতে পারিনি।🙂💔
01/01/2025

আমি ধৈর্য্য নিয়ে দুঃখ সহ্য করার ক্ষমতা রাখি বলেই এখনো পর্যন্ত তোমাকে ভুলতে পারিনি।🙂💔

01/01/2025

Best Gift Of 2024..
Alhamdulillah 🥰

My husband after marry me:- তোমার মতো তারছিঁড়া, চরম লেভেলের ঘাড়ত্যাড়া, শিরায় শিরায় রাগ আর জেদ ওয়ালা মাইয়া আর দেখি নাই আ...
30/12/2024

My husband after marry me:- তোমার মতো তারছিঁড়া, চরম লেভেলের ঘাড়ত্যাড়া, শিরায় শিরায় রাগ আর জেদ ওয়ালা মাইয়া আর দেখি নাই আমি 🙂😒🗡️

আমি বর্তমানে এভাবেই তাকে নিয়েই ফোন টিপে যাচ্ছি  😒❤️
28/12/2024

আমি বর্তমানে এভাবেই তাকে নিয়েই ফোন টিপে যাচ্ছি 😒❤️

24/12/2024

দূূর প্রান্তের একপাশে দাঁড়িয়ে
তুমি তো বলেছিলে আসবে,
শীতের কোন এক ঝক ঝকে রোদলা সকালে।
আমি এখনো ভাবি আসবে তুমি
শীতের কোন এক রোদলা সকালে
না হয় কনকনে শীতের ঘন অন্ধকারে।

17/12/2024

যাকে একবার ভালোবাসা যায়_
সে যদি পৃথিবীর শ্রেষ্ঠ পাপীও হয়,
তবুও তাকে ঘৃণা করা সম্ভব নয়,,,,

16/12/2024

সবচেয়ে ঘৃ'ণিত ব্যক্তি হচ্ছে তারা যারা মানুষের শরীর বা গঠন নিয়ে নি'ন্দা করে। চেহারা দেখতে কেমন, নাকটা এমন কেন, আরেকটু ফর্সা হলে সুন্দর হতো। কারো চেহারা নিয়ে নি'ন্দা করার আগে একবার ভাবা উচিত আমি নিজে দেখতে কেমন! ইংরেজিতে একটা কথা আছে, "The beauty you see in anything is actually just a reflection of the Beauty in you ".

স্রষ্টার সৃষ্টি কখনো অ'সুন্দর হতে পারে না। হতেই পারে না! যত সমস্যা আপনার চোখের দেখায়। আপনাদের 'কুৎসিত হৃদয়, চোখ দিয়ে সুন্দর মানুষকেও কু'ৎসিত লাগবে এটাই স্বাভাবিক।

09/12/2024

মায়া এক ভয়ানক জাল!
এই জালে একবার কেউ আটকে গেলে তার পুরোটা জীবন কেটে যায় সেই জাল ছিন্ন করতে করতে কিন্তু দিন শেষে দেখা যায় – সেই জালে মানুষ আবার জড়িয়েই পড়েছে,আর কখনো বের হতে পারে না সে!

08/12/2024

“শিশু জন্মের পর নাড়ি কেটে মার কাছ থেকে তাকে আলাদা করা হয়। তাকে বুঝিয়ে দেয়া হয় তুমি এখন আর তোমার মায়ের শরীরের কোন অংশ না। তুৃমি আলাদা একজন মানুষ। সত্যিকার অর্থে কিন্তু সেই নাড়ি কাটা পড়ে না। যতদিন মা বেঁচে থাকেন ততদিন অদৃশ্য নাড়ির বন্ধন থাকে। বন্ধন কাটে মা'র মৃত্যুতে।”

—হুমায়ূন আহমেদ

03/12/2024

সত্যিই তাই💔🥀
পু/রু/ষ সফলতার রাস্তা পেয়ে গেলে ধীরে ধীরে শূন্য পকেটে পাশে থাকা নারী"কে ভুলে যায়। 💔

02/12/2024

দম বন্ধ হওয়া অনুভূতি কারোর না হোক।
সব থেকেও সবাই থেকেও একা একা লাগার শূন্যতা গ্রাস না করুক জীবনে।
চারিদিকে পানি থাকা সত্ত্বেও মরুভূমির মতো না হোক কলিজা।
হয় শক্তি নয় মুক্তি হোক বন্দী খাঁচার পাখিটার।
বেঁচে থাকার আকুল আবেদন অথচ ওপারে চলে যাওয়ার তীব্র ইচ্ছে জাগুক এমন অবস্থায় কেউ না পড়ুক।💔🥀🥹

01/12/2024

শুভ সকাল সবাইকে 😊😊

আমি মানুষ না, আমি ডিপ্রেশন উদ্দীন ভাল্লাগেনা ইবনে মুড স্যুয়িং বিন মন খারাপ আক্তার🙄🙄😹
30/11/2024

আমি মানুষ না, আমি ডিপ্রেশন উদ্দীন ভাল্লাগেনা ইবনে মুড স্যুয়িং বিন মন খারাপ আক্তার🙄🙄😹

29/11/2024

নভেম্বর মাস এমন ভাবে দৌড়াতেছে মনে হচ্ছে ডিসেম্বরের সাথে নভেম্বরের বিয়ে।😊☺️
🌻🥀শুভ সকাল🥀🌻

26/11/2024

ব্লক লিস্ট তৈরি হয়েছিলো অপরিচিত মানুষের জন্য। অথচ সেখানে পরিচিত মানুষ থাকে 😊

23/11/2024

বার্ষিক পরীক্ষা শেষ হলেই শীতের ছুটি।তারপর আসে নানু বাড়ি বেড়াতে যাওয়ার পালা।এই সময়টা সম্ভবত ক্লাস ৯ এ আমরা ফেলে আসি। এরপর থেকে ডিসেম্বর মাস আর আগের মতোন হয়নি, হবেও না।❤

পিঠাদের মধ্যে সবচেয়ে চরিত্রহীন হচ্ছে চিতই পিঠা। কখনো রসে ডুব দেয় (রস চিতই), দুধে চুব খায়(দুধ চিতই), গুড়ে মাখামাখি করে। আ...
22/11/2024

পিঠাদের মধ্যে সবচেয়ে চরিত্রহীন হচ্ছে চিতই পিঠা।
কখনো রসে ডুব দেয় (রস চিতই),
দুধে চুব খায়(দুধ চিতই),
গুড়ে মাখামাখি করে।
আবার সমান তালে শুঁটকি, ধনিয়াপাতা,সরিষা ও মরিচ ভর্তা ছাড়াও সে চলতে পারে না।
সুযোগ পেলে হাঁস মুরগী গরু ভুনার সাথেও চলে তার ইটিস পিটিস।

চরিত্রের দিক থেকে এক রোখা অবস্থানে আছে তেলের পিঠা। ফুটন্ত তেলে ঝাপ দেয়া ছাড়া তার জীবনে আর কোনো লক্ষ নেই 🥴😹

20/11/2024

এখন আমার যে পরিস্থিতি এই অবস্থায় না আসলে বুঝতেই পারতাম না আমি যেটা করি সেটাই ভুল।
আর বাকি সবাই পিএইচডি ধারী সব জানতা শমসের🤣

Address

Kushtia Sadar
Kushtia
7000

Alerts

Be the first to know and let us send you an email when অভিনয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share