অভিনয়

অভিনয় ..

09/12/2024

মায়া এক ভয়ানক জাল!
এই জালে একবার কেউ আটকে গেলে তার পুরোটা জীবন কেটে যায় সেই জাল ছিন্ন করতে করতে কিন্তু দিন শেষে দেখা যায় – সেই জালে মানুষ আবার জড়িয়েই পড়েছে,আর কখনো বের হতে পারে না সে!

08/12/2024

“শিশু জন্মের পর নাড়ি কেটে মার কাছ থেকে তাকে আলাদা করা হয়। তাকে বুঝিয়ে দেয়া হয় তুমি এখন আর তোমার মায়ের শরীরের কোন অংশ না। তুৃমি আলাদা একজন মানুষ। সত্যিকার অর্থে কিন্তু সেই নাড়ি কাটা পড়ে না। যতদিন মা বেঁচে থাকেন ততদিন অদৃশ্য নাড়ির বন্ধন থাকে। বন্ধন কাটে মা'র মৃত্যুতে।”

—হুমায়ূন আহমেদ

03/12/2024

সত্যিই তাই💔🥀
পু/রু/ষ সফলতার রাস্তা পেয়ে গেলে ধীরে ধীরে শূন্য পকেটে পাশে থাকা নারী"কে ভুলে যায়। 💔

02/12/2024

দম বন্ধ হওয়া অনুভূতি কারোর না হোক।
সব থেকেও সবাই থেকেও একা একা লাগার শূন্যতা গ্রাস না করুক জীবনে।
চারিদিকে পানি থাকা সত্ত্বেও মরুভূমির মতো না হোক কলিজা।
হয় শক্তি নয় মুক্তি হোক বন্দী খাঁচার পাখিটার।
বেঁচে থাকার আকুল আবেদন অথচ ওপারে চলে যাওয়ার তীব্র ইচ্ছে জাগুক এমন অবস্থায় কেউ না পড়ুক।💔🥀🥹

01/12/2024

শুভ সকাল সবাইকে 😊😊

আমি মানুষ না, আমি ডিপ্রেশন উদ্দীন ভাল্লাগেনা ইবনে মুড স্যুয়িং বিন মন খারাপ আক্তার🙄🙄😹
30/11/2024

আমি মানুষ না, আমি ডিপ্রেশন উদ্দীন ভাল্লাগেনা ইবনে মুড স্যুয়িং বিন মন খারাপ আক্তার🙄🙄😹

29/11/2024

নভেম্বর মাস এমন ভাবে দৌড়াতেছে মনে হচ্ছে ডিসেম্বরের সাথে নভেম্বরের বিয়ে।😊☺️
🌻🥀শুভ সকাল🥀🌻

26/11/2024

ব্লক লিস্ট তৈরি হয়েছিলো অপরিচিত মানুষের জন্য। অথচ সেখানে পরিচিত মানুষ থাকে 😊

23/11/2024

বার্ষিক পরীক্ষা শেষ হলেই শীতের ছুটি।তারপর আসে নানু বাড়ি বেড়াতে যাওয়ার পালা।এই সময়টা সম্ভবত ক্লাস ৯ এ আমরা ফেলে আসি। এরপর থেকে ডিসেম্বর মাস আর আগের মতোন হয়নি, হবেও না।❤

পিঠাদের মধ্যে সবচেয়ে চরিত্রহীন হচ্ছে চিতই পিঠা। কখনো রসে ডুব দেয় (রস চিতই), দুধে চুব খায়(দুধ চিতই), গুড়ে মাখামাখি করে। আ...
22/11/2024

পিঠাদের মধ্যে সবচেয়ে চরিত্রহীন হচ্ছে চিতই পিঠা।
কখনো রসে ডুব দেয় (রস চিতই),
দুধে চুব খায়(দুধ চিতই),
গুড়ে মাখামাখি করে।
আবার সমান তালে শুঁটকি, ধনিয়াপাতা,সরিষা ও মরিচ ভর্তা ছাড়াও সে চলতে পারে না।
সুযোগ পেলে হাঁস মুরগী গরু ভুনার সাথেও চলে তার ইটিস পিটিস।

চরিত্রের দিক থেকে এক রোখা অবস্থানে আছে তেলের পিঠা। ফুটন্ত তেলে ঝাপ দেয়া ছাড়া তার জীবনে আর কোনো লক্ষ নেই 🥴😹

20/11/2024

এখন আমার যে পরিস্থিতি এই অবস্থায় না আসলে বুঝতেই পারতাম না আমি যেটা করি সেটাই ভুল।
আর বাকি সবাই পিএইচডি ধারী সব জানতা শমসের🤣

17/11/2024

তোমারে হারায়ে ফেলেছি,এই কথা বিশ্বাস করে না,আমার বে'হা'য়া হৃদয়!💔😅

16/11/2024

-কেমন আছো?
-কাছে এসে পাশে বসে আমার চোখের দিকে তাকিয়ে একবার জিগেস করলে তুমি বুঝতা আমি কেমন আছি, দূর থেকে জিগেস করলে বলা তো লাগেই ভালই আছি🥲

15/11/2024

ইস্ত্রি আর স্ত্রী দুইটা হইলো জমজ বোন একটার চাপে জামা সোজা, আরেকটার চাপে জামাই সোজা!😹😹

14/11/2024

পুরুষ মানুষের দুর্বলতা আর রাগ, এই দুটো জিনিসের ঔষধ নারীর ঠোঁট!🤪

ছিঃ বাবুর আব্বু তুমিও 🤭😘😁
14/11/2024

ছিঃ বাবুর আব্বু তুমিও 🤭😘😁

14/11/2024

আমার স্ত্রী ৫ মাসের প্রেগ্ন্যাসির সময় তার সেবা করার জন্য তার বান্ধবিকে বিয়ে করি। কিন্তু ভুলবশত সেও প্রে"গন্যান্ট হয়ে যায়। 😊

তারপর যখন আমার ১ম স্ত্রী ৯ মাসের আর ২য় স্ত্রী ৪ মাসের প্রে"গন্যান্ট তখন ১ম ও ২য় স্ত্রীর সেবার জন্য ১ম স্ত্রীর মামাতো বোনকে বিয়ে করে ৩ জনকেই দেশের বাড়ি পাঠিয়ে দেই।

কিন্তু এখন সমস্যা হলো আমার এখানে রান্না করে খেয়ে অফিস করা খুব কষ্টকর, এখন যদি তাদের না জানিয়ে ৪র্থ বিয়ে করি তাহলে কি কোনো আইনি সমস্যায় পরবো?

দেশের আইন অনুযায়ী কোন জটিলতা হবে?
অভিজ্ঞদের মতামত চাই ই.
🤩

জীবনের শেষ বাহন🙂
13/11/2024

জীবনের শেষ বাহন🙂

Address

Kushtia Sadar
Kushtia
7000

Alerts

Be the first to know and let us send you an email when অভিনয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Kushtia

Show All