প্রিয় কুষ্টিয়া

প্রিয় কুষ্টিয়া কুষ্টিয়া জেলার সবকিছু তুলে ধরার চেষ্টা।

09/12/2024

দোকান ওয়ালার নামেই নামকরণ করা হয়েছে মুকুল পো।

08/12/2024

কুমারখালী টু কুষ্টিয়া ||

02/12/2024

কুষ্টিয়ায় ইসকনের বিরুদ্ধে ইসলামী ঐক্য আন্দোলনের মানববন্ধন।

04/11/2024

যথোপযুক্ত বিকল্প ছাড়া বেনাপোল এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস এর রুট পরিবর্তন কুষ্টিয়াবাসী মেনে নেবে না।

19/10/2024

লালন শাহের ১৩৪তম তিরোধান দিবস || ৩ দিন ব্যাপি লালন মেলার শেষ দিন || কুষ্টিয়া ||

18/10/2024

লালন শাহের ১৩৪তম তিরোধান দিবস || ৩ দিন ব্যাপি লালন মেলা || কুষ্টিয়া ||

কুষ্টিয়া সদর হাসপাতাল।জরুরী বিভাগে মোটরসাইকেল গ্যারেজবাদশা আলমগীর / কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি...
14/10/2024

কুষ্টিয়া সদর হাসপাতাল।
জরুরী বিভাগে মোটরসাইকেল গ্যারেজ

বাদশা আলমগীর / কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ভিতরে মোটরসাইকেল স্ট্যান্ড করে জরুরি বিভাগের গেট জ্যাম করে রেখেছে হাসপাতালের স্টাফরা। হাসপাতাল এরিয়ার ভিতরে নির্দিষ্ট একটি মোটরসাইকেল স্ট্যান্ড থাকা সত্ত্বেও হাসপাতালের স্টাফরা নিজেদের ইচ্ছা মতো মোটরসাইকেল স্ট্যান্ড করে রাখছে জরুরি বিভাগের ভিতরে।

হাসপাতালে জরুরি বিভাগের গেট দিয়ে ঢুকে যেখানে জরুরি রোগীদের প্রাথমিক সেবা দেওয়া হয় এবং যেই রুমের সামনে বিষ খাওয়া রোগী গুলা নিয়ে এসে সেবা দেয়া হয় ও যেখানে লাশের ট্রলি রেখে পুলিশ প্রাথমিক তদন্ত করে ঠিক সেখানে হাসপাতালের স্টাফরা মোটরসাইকেল স্ট্যান্ড করে রেখেছে। এতে হাসপাতালে জরুরি বিভাগের সেবা নিতে আসা রোগীরা ভোগান্তির শিকার হচ্ছে।

হাসপাতালের সিকিউরিটি ইনচার্জ আসলাম এর সাথে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মোটরসাইকেল গুলা হাসপাতালের স্টাফদের। তিনি আরো বলেন, আমরা ছোট চাকুরি করি আমরা অনেকবার নিষেধ করেছি কিন্তু আমাদের কথা কেউ শোনেনা।

হাসপাতালের সহকারী পরিচালক ডা: মো: নাসির উদ্দিন এর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, এ বিষয়ে আমরা আগে বেশ কয়েকবার পদক্ষেপ নিয়েছি কিন্তু কোন লাভ হয়নি বা সিমিত সময়ের জন্য লাভ হয়েছে। তিনি আরো বলেন হাসপাতালের জরুরি বিভাগের সাথে স্টাফদের মোটরসাইকেল স্টান্ড করার বিষয়ে এ পর্যন্ত কেউ তুলে ধরেনি, আপনি যেহেতু বিষয়টা আমাকে জানালেন আমরা হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে পদক্ষেপ নিব।

নাম:মোঃ সাইদুলইসলাম,ঠিকানা:বাঁশগ্রাম,দূর্বাচারা,কুমারখালী, কুষ্টিয়া। ছেলেটি মানসিক ভারসাম্যহীন!গত ২০ দিন যাবৎ নিখোঁজ।কেউ...
26/09/2024

নাম:মোঃ সাইদুলইসলাম,
ঠিকানা:বাঁশগ্রাম,দূর্বাচারা,
কুমারখালী, কুষ্টিয়া।
ছেলেটি মানসিক ভারসাম্যহীন!
গত ২০ দিন যাবৎ নিখোঁজ।
কেউ সন্ধান পেলে যোগাযোগ করুন: +8801732839812 Munna (What's app)

26/09/2024

কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট,ইলেকক্ট্রিক্যাল ডিপার্টমেন্ট, ২য় পর্বের শিক্ষার্থী আসিফুর রহমান আসিফ পলিটেকনিক পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মা"রা গেছেন।ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।😥
২৫-০৯-২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্ররা যদি এই ধরনের নিকৃষ্ট কাজ করতে পারে, তাহলে দেশ কোথায় পৌছে গেছে ভাবতে পারেন। যারা এই ...
19/09/2024

ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্ররা যদি এই ধরনের নিকৃষ্ট কাজ করতে পারে, তাহলে দেশ কোথায় পৌছে গেছে ভাবতে পারেন।

যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে 24 ঘন্টার মধ্যে আটক করে জন সম্মুখে পিটিয়ে আধমরা করা হোক।

আমরা সত্যি জাতী হিসেবে লজ্জিত।

কুষ্টিয়ার মিরপুরে পদ্মা নদীতে আগ্রাসী ভাঙ্গনের ফলে বহলবাড়ীয়া ইউনিয়নের সাহেবনগর গ্রামে কিছুক্ষন আগে বিলীন হয়ে গেল জাতীয়...
19/09/2024

কুষ্টিয়ার মিরপুরে পদ্মা নদীতে আগ্রাসী ভাঙ্গনের ফলে বহলবাড়ীয়া ইউনিয়নের সাহেবনগর গ্রামে কিছুক্ষন আগে বিলীন হয়ে গেল জাতীয় গ্রিডের একটি বিদ্যুতের টাওয়ার।

18/09/2024

Hamster Future
26-09-2024

07/09/2024

বন্ধুর লাগবে হেলমেট

#হেলমেট
#বন্ধু
#কুষ্টিয়া
#বাংলাদেশ

30/08/2024

তুমি কে আমি কে || Viral video || Funny video ||

27/08/2024

নেটওয়ার্ক সমস্যা থাকলে যা হয় ||

22/08/2024

আকাশ ভরা ঘুড়ি।
😆😆😆

Address

Kushtia

Telephone

+966572784056

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রিয় কুষ্টিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share