Suchona's online shop

Suchona's online shop সুন্দর কিছু মুহূর্ত আর বিলুপ্ত প্রায় খাবার আইটেম।

জীবনের সবচেয়ে সেরা গিফট। তাই নয় কি আপনারাই বলুনতো।।❤️❤️
02/09/2024

জীবনের সবচেয়ে সেরা গিফট। তাই নয় কি আপনারাই বলুনতো।।❤️❤️


লিভারে চর্বি, ওভারিতে সিস্ট। পিত্তথলি থেকে পাথর অপসারণ করে পরে আছি অসুস্থ হয়ে তবু জিহবা আর মন চাই এগুলো খায়। 🫣🫣🫣😭😭
31/08/2024

লিভারে চর্বি, ওভারিতে সিস্ট। পিত্তথলি থেকে পাথর অপসারণ করে পরে আছি অসুস্থ হয়ে তবু জিহবা আর মন চাই এগুলো খায়। 🫣🫣🫣😭😭

ভালো নেই বাংলাদেশ,,, 😥😥😥😥😥😥😢হে আল্লাহ তুমি আমাদের বাংলাদেশকে হেফাজত করুন 🤲🤲🤲🤲🤲🤲🤲 আমিন ।
22/08/2024

ভালো নেই বাংলাদেশ,,, 😥😥😥😥😥😥😢
হে আল্লাহ তুমি আমাদের বাংলাদেশকে হেফাজত করুন 🤲🤲🤲🤲🤲🤲🤲 আমিন ।

I wish this day coming soon in my life.I miss my.......... Lifeline
14/05/2024

I wish this day coming soon in my life.I miss my.......... Lifeline

17/03/2024
21/01/2024

গোপন মোনাজাতে যা কিছু চেয়েছিলেন, সবকিছু আপনার হোক!
দোয়া কবুলের আনন্দে হৃদয় ভরে উঠুক!.

"আমিন".

17/01/2024

একটা সময় পর আসলে কোন কিছুই আর তুমুল ভাবে ধাক্কা দিতে পারেনা। প্রেমে পড়ার ব্যাপারটা স্বাভাবিক হয়ে যায়। মুগ্ধ হওয়ার ক্ষমতা কমে আসে। দুঃখ কষ্টের সাথে এক ধরনের চেনা জানা সম্পর্ক তৈরী হয়।

একটা সময় পর কোন কিছুই আর তুমুল ভাবে ধাক্কা দিতে পারেনা; মানুষ সবকিছুর সাথে ডিল করা শিখে যায়। পাত্তা দেওয়া বন্ধ করে দেয়। উপেক্ষা করতে জানে। কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ব্যাপারকে স্কিপ করে যায়।

বড় হওয়া, ম্যাচিউর হওয়া ব্যাপারটা খুবই সুন্দর। তবে, বড় হয়ে গেলে- জীবন বড্ড রুক্ষ হয়ে যায়।

13/01/2024

আমেরিকার পুরুষদের একটা বউ থাকে আরেকটা গার্লফ্রেন্ড থাকে, কিন্তু সে ভালোবাসে তার বউ কে ।

ইউরোপের পুরুষদের একটা বউ থাকে
আরেকটা গার্লফ্রেন্ড থাকে,
কিন্তু সে ভালোবাসে তার গার্লফ্রেন্ড কে ।

সৌদি আরবের পুরুষদের কোনো গার্লফ্রেন্ড থাকে না, বউ থাকে চারটা, কিন্তু সে ভালোবাসে তার ঊট কে ।

বাংলাদেশের পুরুষদের বউ থাকে একটা গার্লফ্রেন্ড থাকে চারটা, কিন্তু সে ভালোবাসে তার মা কে ।

11/01/2024

বিয়ের পরে মেয়েরা যখন বাবার বাড়িতে আসে। তখন সেটাকে নাকি বেড়াতে আসা বলে। অনেক বাবা মা কে বলতে শুনবেন মেয়ে বেড়াতে আসছে বা আসবে। ভাইবোন বলবে আপু বেড়াতে আসছে। ভাতিজা,ভাতিজীরা বলে ফুপু বেড়াতে আসবে আমাদের বাড়িতে তারজন্য রান্নাবান্না হচ্ছে।

পাশের বাসার চাচী বলবে অমুক বেড়াতে আসছে। কেউ কেউ বলবে কিরে কবে আসছো বেড়াতে?? আবার অনেকে বলবে বাবার বাড়িতে বেড়াতে যাওয়া কেনো?? কবে বেড়াতে যাবা?

আচ্ছা একটা মেয়ের জন্ম বেড়ে ওঠা, শৈশব, কৈশর নিজের রুম, নিজের বেড, নিজের পড়ার টেবিল, নিজের আলমারি, নিজের ড্রেসিং টেবিল, নিজের আয়না, নিজের মাথার চিরুনী। বিয়ে নামক একটা আনুষ্ঠানিকতার মাধ্যমে সব পর হয়ে যায়?? নিজের সবকিছু কয়েক মাস অথবা বছরের ব্যাবধানে অন্যের হয়ে যায়??

হয়তো মানুষ গুলোও পর হয়ে যায়। না হলে বাবা কেনো বলেনা মেয়ে বাড়িতে আসছে?? শশুড়বাড়ীর লোক কেনো বলেনা বাড়ি কবে যাবা?? ভাইবোন কেনো বলেনা আপু কতদিন পর বাড়িতে আসছে। কেউ কেনো বলেনা বাড়ির মেয়ে বাড়ি আসছে??

আবার বাবার বাড়িতে এসেও একই কথা। শশুড়বাড়ি কবে যাচ্ছো? শশুড়বাড়ী বাদ দিলাম। সেটা কখনো নিজের বাড়ি হয় কিনা জানা নেই।

কিন্তু জ্ঞান হওয়া থেকে শুরু করে জেনেছেন যেই বাড়ি আপনার। যেই ঘর আপনার যেই রুম আপনার। সেগুলো আর আপনার থাকেনা কেনো??

কই বিয়ের আগে তো কখনো বলা হয়না। যে এটা তোমার বাড়িনা। এই রুম, এই বিছানা এই ফার্ণিচারগুলো কিছুই তোমার না। তুমি কিছুদিনের অতিথি মাত্র। নিজের শখের জিনিস করা নিজের রুম সাজানো যখন হয় তখন তো কেউ বলেনা যে এগুলো তোমার নয়। তাহলে বিয়ের পর কেনো??

মেয়েরা পরিবার এর জন্য কুটুম হয়না। বন্ধ করুন মেয়ে বেড়াতে আসছে বা বোন বেড়াতে আসছে বলা। বরং বলতে শিখুন বাড়ির মেয়ে বাড়িতে আসছে।❤️

এক যু'দ্ধে আছে দুই যো'দ্ধার অবদান, একজন দিচ্ছে রেমি'ট্যান্স আর একজন দিয়েছিল প্রা'ণ।গ্রুপ | জাবিদ ও জল্পনা |  khatun #  #...
25/12/2023

এক যু'দ্ধে আছে দুই যো'দ্ধার অবদান,
একজন দিচ্ছে রেমি'ট্যান্স আর একজন দিয়েছিল প্রা'ণ।
গ্রুপ | জাবিদ ও জল্পনা |
khatun #
#দুই_লাইনের_দুনিয়া

Ajkar delivery done..হাসের মাংস আর রুটি।। এখন থেকে ২৫০ টাকা।। #৫ পিচ রুটি  #২৫০ gm এর বাটিতে এরকম quantity এর মাংস।
29/11/2023

Ajkar delivery done..হাসের মাংস আর রুটি।। এখন থেকে ২৫০ টাকা।।
#৫ পিচ রুটি
#২৫০ gm এর বাটিতে এরকম quantity এর মাংস।

28/11/2023

Ajkar delivery done.. হাসের মাংস আর রুটি।। তাড়া ছিল তাই সব ফটো নিতে পারি নাই।

১.হাসের মাংস +রুটি -২৫০২.গরুর ভুরি +রুটি -২০০৩.গরুর পায়া+রুট-২০০৪.গরুর  মাংস+রুটি -২০০৫.গরুর কলিজা +রুটি -২০০এই প্যাকেজে...
27/11/2023

১.হাসের মাংস +রুটি -২৫০
২.গরুর ভুরি +রুটি -২০০
৩.গরুর পায়া+রুট-২০০
৪.গরুর মাংস+রুটি -২০০
৫.গরুর কলিজা +রুটি -২০০
এই প্যাকেজে ভাত, খিচুড়ি চাইলেও দেওয়া যাবে।
১.খিচুরি +ডিম ভাজা -৬৫
২.খিচুড়ি +মুরগির মাংস -৮০ (সাথে মরিচ, পেয়াজ মাখা)
৩.সাদা ভাত +মাছ+ ভাজি -১০০
৪.বেগুন ভাজি -১০
৫.আলু ভর্তা -১০।
৬.পাটি সাপটা পার পিচ -৪৫,৪০
🥣 পাটিসাপটা (গুড়) - ৪৫৳ পিস
🥣 পাটিসাপটা (চিনি) - ৪০৳ পিস
৭.রোল -১৫।
৮.মুরগির বিরিয়ানি হাফ প্লেট -৭০
৯. ফুল প্লেট -৯০
নিচে সব খাবারের পিক। choice is yours.

আজকের খাবার order. Student budget খিচুরি +মুরগির মাংস ৮০। খিচুড়ি +ডিম ভাজি ৬৫। নিতে চাইলে ইনবক্সে মেসেজ দিবেন। এখন order...
27/11/2023

আজকের খাবার order. Student budget খিচুরি +মুরগির মাংস ৮০। খিচুড়ি +ডিম ভাজি ৬৫। নিতে চাইলে ইনবক্সে মেসেজ দিবেন। এখন order nibo 1:30 হাতে পাবেন।

22/11/2023

একএকটা জন্মদিন,একটা anniversary। এই দিন গুলো কখনও ফিরে আসেনা।প্ল্যান করতে হয়,meeting cancel করতে হয়।সবকিছু ছেড়ে ছুড়ে মনটাকে এক জায়গায় করতে হয়। কখনও দুইঘন্টা, আমার অপেক্ষায় কাটিয়ে চোখের জল ফেলো।
সেদিন আমায় বলতে এসো -Accept me as i am.
প্রাক্তন মুভিতে ঋতুপর্ণার এই dialogue টা আমার কাছে খুব বেশি প্রিয়।

21/11/2023
20/11/2023

১৭ 😱১৮ কোটি মানুষ বাংলাদেশে🫣

আর তুমি একজনকে নিয়ে কষ্ট পাচ্ছ ,
সেম কালারের মধ্যে অন্য ডিজাইন বেছে নাও🤳🤔

Here is no different. So don’t worry and go ahead.
17/11/2023

Here is no different. So don’t worry and go ahead.

Address

Kushtia

Alerts

Be the first to know and let us send you an email when Suchona's online shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share