11/01/2024
বিয়ের পরে মেয়েরা যখন বাবার বাড়িতে আসে। তখন সেটাকে নাকি বেড়াতে আসা বলে। অনেক বাবা মা কে বলতে শুনবেন মেয়ে বেড়াতে আসছে বা আসবে। ভাইবোন বলবে আপু বেড়াতে আসছে। ভাতিজা,ভাতিজীরা বলে ফুপু বেড়াতে আসবে আমাদের বাড়িতে তারজন্য রান্নাবান্না হচ্ছে।
পাশের বাসার চাচী বলবে অমুক বেড়াতে আসছে। কেউ কেউ বলবে কিরে কবে আসছো বেড়াতে?? আবার অনেকে বলবে বাবার বাড়িতে বেড়াতে যাওয়া কেনো?? কবে বেড়াতে যাবা?
আচ্ছা একটা মেয়ের জন্ম বেড়ে ওঠা, শৈশব, কৈশর নিজের রুম, নিজের বেড, নিজের পড়ার টেবিল, নিজের আলমারি, নিজের ড্রেসিং টেবিল, নিজের আয়না, নিজের মাথার চিরুনী। বিয়ে নামক একটা আনুষ্ঠানিকতার মাধ্যমে সব পর হয়ে যায়?? নিজের সবকিছু কয়েক মাস অথবা বছরের ব্যাবধানে অন্যের হয়ে যায়??
হয়তো মানুষ গুলোও পর হয়ে যায়। না হলে বাবা কেনো বলেনা মেয়ে বাড়িতে আসছে?? শশুড়বাড়ীর লোক কেনো বলেনা বাড়ি কবে যাবা?? ভাইবোন কেনো বলেনা আপু কতদিন পর বাড়িতে আসছে। কেউ কেনো বলেনা বাড়ির মেয়ে বাড়ি আসছে??
আবার বাবার বাড়িতে এসেও একই কথা। শশুড়বাড়ি কবে যাচ্ছো? শশুড়বাড়ী বাদ দিলাম। সেটা কখনো নিজের বাড়ি হয় কিনা জানা নেই।
কিন্তু জ্ঞান হওয়া থেকে শুরু করে জেনেছেন যেই বাড়ি আপনার। যেই ঘর আপনার যেই রুম আপনার। সেগুলো আর আপনার থাকেনা কেনো??
কই বিয়ের আগে তো কখনো বলা হয়না। যে এটা তোমার বাড়িনা। এই রুম, এই বিছানা এই ফার্ণিচারগুলো কিছুই তোমার না। তুমি কিছুদিনের অতিথি মাত্র। নিজের শখের জিনিস করা নিজের রুম সাজানো যখন হয় তখন তো কেউ বলেনা যে এগুলো তোমার নয়। তাহলে বিয়ের পর কেনো??
মেয়েরা পরিবার এর জন্য কুটুম হয়না। বন্ধ করুন মেয়ে বেড়াতে আসছে বা বোন বেড়াতে আসছে বলা। বরং বলতে শিখুন বাড়ির মেয়ে বাড়িতে আসছে।❤️