আলি হায়দার শাহিন

আলি হায়দার শাহিন জন্মেছি মানুষ রূপে, মানুষ হয়েই বাঁচতে চাই।

08/05/2023

কবি গুরুর ১৬২তম জন্মজয়ন্তী

08/05/2023

কবি গুরুর ১৬২তম জন্মজয়ন্তী

04/05/2023

শান্ত সন্ধ্যায়, কালী নদীর শান্ত প্রকৃতিতে, অলস সময় কাটানোর আড্ডা

24/04/2023

ইদ আনন্দ

17/03/2023

কুষ্টিয়া লালন সাঁইজির আখড়া থেকে

05/02/2023

কুলিয়ারচর বাজারের মোবাইল দোকানে আবারও চুরির ঘটনা ঘটছে। সিসিটিভি ফুটেজে দেখুন কীভাবে চুরি করছে চোর।

01/02/2023

কুলিয়ারচর সরকারি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন অত্র কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা

27/01/2023

১০ বছর পর যখন ক্যারাম খেলতে আসি

আজ সন্ধ্যায় পাটুলী ঘাটে
22/10/2022

আজ সন্ধ্যায় পাটুলী ঘাটে

09/10/2022

আজানা চরে

08/10/2022

কুকরি মুকরি থেকে ২ ঘন্টা ট্রলারে জার্নি শেষে অবশেষে ভার্জিন দ্বীপ সোনা দ্বীপে আমরা

08/10/2022

কুকরি মুকরি থেকে ট্রলারে করে সোনা চরে যাত্রা

শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
27/09/2022

শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টাকলু..... তোরাছা কারলে রোমান্স
12/09/2022

টাকলু..... তোরাছা কারলে রোমান্স

বাইরে তুমি নানা বেশে ফেরো নানা ছলে;জানি নে তো আমার মালা দিয়েছি কার গলে ।আজকে দেখি পরান-মাঝে, তোমার গলায় সব মালা যে-সব নি...
01/09/2022

বাইরে তুমি নানা বেশে ফেরো নানা ছলে;
জানি নে তো আমার মালা দিয়েছি কার গলে ।
আজকে দেখি পরান-মাঝে, তোমার গলায় সব মালা যে-
সব নিয়ে শেষ ধরা দিলে গভীর সর্বনাশে ।।

- রবী ঠাকুর

31/08/2022

আপনি কেন অসুখী?

.   সবকিছু ছেড়ে হারিয়ে যাওয়ার আগেনতুন করে 'কিছুটা সময়' বাঁচার স্বাদ জাগে।
29/08/2022

. সবকিছু ছেড়ে হারিয়ে যাওয়ার আগে
নতুন করে 'কিছুটা সময়' বাঁচার স্বাদ জাগে।

27/08/2022

আজ কাজী নজরুলের বিদ্রোহী কবিতার ১০০তম বছর পূর্ণ হলো আজ। জাতীয় কবির বিদ্রোহী কবিতার ১০০তম বছর ও কবির ৪৬ তম প্রায়ণ দিবসে আমাদের সকলের প্রিয় ৭৫ উর্ধ্ব বয়সী শেখ জহির আঙ্কেল পুরো বিদ্রোহী কবিতা আবৃত্তির চেষ্টা করেছেন। আশা করি ভালো লাগবে আবৃত্তি।

ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকিচিরজন্ম সঙ্গোপনে পূজিব একাকী–কেহ জানিবে না মোর গভীর প্রণয়,কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়...
26/08/2022

ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি
চিরজন্ম সঙ্গোপনে পূজিব একাকী–
কেহ জানিবে না মোর গভীর প্রণয়,
কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়।

আপনি আজিকে যবে শুধাইছ আসি,
কেমনে প্রকাশিব কত ভালোবাসি॥

- রবী ঠাকুর

সেখানেই ঘর বাঁধব আমি আসে আসুক বান-তুমি যদি ভাসাও মোরে চাই নে পরিত্রাণ।হার মেনেছি, মিটেছে ভয়-তোমার জয় তো আমারি জয়;ধরা ...
21/08/2022

সেখানেই ঘর বাঁধব আমি আসে আসুক বান-
তুমি যদি ভাসাও মোরে চাই নে পরিত্রাণ।
হার মেনেছি, মিটেছে ভয়-
তোমার জয় তো আমারি জয়;
ধরা দেব, তোমায় আমি ধরব যে তাই হলে।

-রবী ঠাকুর

সখি বহে গেল বেলা, শুধু হাসি খেলাএকি আর ভাললাগে।আকুল তিয়াস, প্রেমের পিয়াসপ্রাণে কেন নাহি জাগে।কবে আর হবে থাকিতে জীবনআঁখ...
17/08/2022

সখি বহে গেল বেলা, শুধু হাসি খেলা
একি আর ভাললাগে।
আকুল তিয়াস, প্রেমের পিয়াস
প্রাণে কেন নাহি জাগে।

কবে আর হবে থাকিতে জীবন
আঁখিতে আঁখিতে মদির মিলন –
মধুর হুতাসে মধুর দহন
নিতি-নব আনুরাগে ।।

-- রবী ঠাকুর

দেবার ব্যথা বাজে আমার বুকের তলেনেবার মানুষ জানিনে তো কোথায় চলে ।।এ দেওয়া নেওয়ার মিলন আমার ঘটাবে কেনা না না ডাকব না এমন ক...
16/08/2022

দেবার ব্যথা বাজে আমার বুকের তলে
নেবার মানুষ জানিনে তো কোথায় চলে ।।
এ দেওয়া নেওয়ার মিলন আমার ঘটাবে কে
না না না ডাকব না
এমন করে বাইরে থেকে ডাকব না

মিলবে না-কি মোর বেদনা তার বেদনাতে
গঙ্গা ধারা মিশবে নাকি কালো যমুনাতে ।।

- রবী ঠাকুর

সারাদিন আঁখি মেলে দুয়ারে রবো একাশুভখন হঠাৎ এলে তখনি পাব দেখা।ততখন ক্ষণে ক্ষণে হাসি গাই আপন-মনেততখন রহি রহি ভেসে আসে সুগন...
14/08/2022

সারাদিন আঁখি মেলে দুয়ারে রবো একা
শুভখন হঠাৎ এলে তখনি পাব দেখা।

ততখন ক্ষণে ক্ষণে হাসি গাই আপন-মনে
ততখন রহি রহি ভেসে আসে সুগন্ধ।

আমার এই পথ চাওয়াতেই আনন্দ।

- রবী ঠাকুর

আমি শুচি আসন টেনে টেনেবেড়াব না বিধান মেনেযে পঙ্কে ওই চরণ পড়েতাহারি ছাপ বক্ষে মাগীকলঙ্কভাগীআমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক...
13/07/2022

আমি শুচি আসন টেনে টেনে
বেড়াব না বিধান মেনে
যে পঙ্কে ওই চরণ পড়ে
তাহারি ছাপ বক্ষে মাগী
কলঙ্কভাগী
আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী

- রবী ঠাকুর

অবেলায় যদি এসেছ আমার বনে দিনের বিদায়ক্ষণেগেয়ো না, গেয়ো না চঞ্চল গান ক্লান্ত এ সমীরণে।।ঘন বকুলের ম্লান বীথিকায়শীর্ণ যে ফু...
12/07/2022

অবেলায় যদি এসেছ আমার বনে দিনের বিদায়ক্ষণে
গেয়ো না, গেয়ো না চঞ্চল গান ক্লান্ত এ সমীরণে।।
ঘন বকুলের ম্লান বীথিকায়
শীর্ণ যে ফুল ঝ’রে ঝ’রে যায়
তাই দিয়ে হার কেন গাঁথ হায়, লাজ বাসি তায় মনে।
চেয়ো না, চেয়ো না মোরে দীনতায় হেলায় নয়নকোণে।।

- রবী ঠাকুর

30/06/2022

কুলিয়ারচরের প্রতাবনাথ বাজারে ভাসমান বেদে সম্প্রদায়

তাহার ঘুমের একশো একটা স্টাইল
28/06/2022

তাহার ঘুমের একশো একটা স্টাইল

বাইক দিয়ে সাগর পড়ি দেওয়ার আগ মুহূর্তে
21/06/2022

বাইক দিয়ে সাগর পড়ি দেওয়ার আগ মুহূর্তে

12/06/2022

এয়ারপোর্টে থেকে ড্রগন চুরি করতে আসছি

10/06/2022

এই বিষয়গুলো না জানলে হয়তো জাতীয় কবি সম্পর্কে আপনার শত জানা অসম্পূর্ণই থেকে যাবে। কাজী নজরুলকে জানতে পুরো ভিডিওটা শুনতে হবে।

কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে কথাগুলো বলছিলেন, কবি নজরুল ইনস্টিটিউট, ঢাকার নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মোহাম্মদ জাকির হোসেন।

রাতুল হরিৎ ভাইয়ের বাসায় আমার আজকের কিছু মুঠোগ্রাফি।
14/05/2022

রাতুল হরিৎ ভাইয়ের বাসায় আমার আজকের কিছু মুঠোগ্রাফি।

উড়া উড়ির আগ মুহূর্তে
12/05/2022

উড়া উড়ির আগ মুহূর্তে

প্রতিবেদন তৈরির ফাঁকে তোলা ছবি।
07/05/2022

প্রতিবেদন তৈরির ফাঁকে তোলা ছবি।

কালী নদী ও আলহাজ্ব জিল্লুর রহমান সেতু
04/05/2022

কালী নদী ও আলহাজ্ব জিল্লুর রহমান সেতু

ইদ উপলক্ষে ললনাদের জন্য বিশাল ছাড়এই ইদে আমাকে পটাতে এ-রকম একটা ইদ সালামি-ই যথেষ্ট।
01/05/2022

ইদ উপলক্ষে ললনাদের জন্য বিশাল ছাড়

এই ইদে আমাকে পটাতে এ-রকম একটা ইদ সালামি-ই যথেষ্ট।

24/04/2022

১১ তম রক্ত দান ✔️🔴✔️

তারিখঃ ২৪ এপ্রিল ২০২২

20/04/2022

আজ একটা তুমি থাকলে হয়তো, এই বিষাক্ত মানব এড়িয়ে; তোমার মাঝে ডুবে ভালো থাকতে পারতাম।

বসুন্ধরায় ঘোরাঘুরি করতে আসছি। অথচ মানুষ বলবে আমি বড়লোকস্, ইদের মার্কেট করতে আসছি।
19/04/2022

বসুন্ধরায় ঘোরাঘুরি করতে আসছি। অথচ মানুষ বলবে আমি বড়লোকস্, ইদের মার্কেট করতে আসছি।

Address

Kuliar Char

Telephone

+8801712603855

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলি হায়দার শাহিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আলি হায়দার শাহিন:

Videos

Share

Nearby media companies