10/11/2024
নারায়ে তাকবীর-আল্লাহু আকবার।
বিনানিল্লাহির রাহমানির রাহিমন দ্বীন ইসলাম-জিন্দাবাদ আংশিক তারাকান্দি ও সাদিরখাঁরকান্দি যুব সমাজের উদ্যোগে
৩য় বার্ষিক ২২ ইসলামী তাসম্মেলন
স্থান: আংশিক তারাকান্দি সরকার বাড়ী জামে মসজিদ সংলগ্ন। বাদ আছর হইতে আখেরী মোনাজাত পর্যন্ত
সভাপতি:
নভেম্বর ২০২৪ ইং শুক্রবার আলহাজ্ব হাফেজ আমির উদ্দিন খাঁন সাহেব মুহতামিম, বাজরা তারাকান্দি মাখজানুল উলুম মাদ্রাসা।
সহ-সভাপতি:
মাওলানা আবু নোমান মিয়া জনাব মোঃ সজিব মিয়া ইমাম ও খতিব, সরকার বাড়ী জামে মসজিদ। আংশিক তারাকান্দি।
প্রধান অতিথিঃ জনাব আল মাহমুদ (মামুন) সাহেব
প্রোপ্রাইটর, সরকার টাওয়ার ও হাজী মান্নান ট্রেডার্স, টিনপট্টি, কুলিয়ারচর বাজার।
প্রধান বক্তাঃ
হযরত মাওঃ কামরুল ইসলাম ওলিপুরী সাহেব
বিশেষ বক্তাঃ সিলেট।
মুফতি আতিকুল্লাহ্ সাহেব, নরসিংদী। (বয়ান: বাদ আছর) ওয়ায়েজিনে কেরাম:
* হযরত মাওঃ মুফতি ফয়েজ উল্লাহ্ আশরাফী সাহেব, শায়খুল হাদিস, জামিয়া মাহমুদিয়া ঢাকা।
* হযরত মাওঃ মুফতি নাসির উদ্দিন রহমানী সাহেব, মুহতামিম, দিলালপুর মাদ্রাসা।
* হযরত মাওঃ মাহবুবুর রহমান সাহেব, খতিব, বায়তুল আমান জামে মসজিদ ও ঈদগাহ্ মাঠ, নরসিংদী।
* হযরত মাওঃ রমিজ উদ্দিন সাহেব, আরবি প্রভাষক, আফতাবুল উলুম মাদ্রাসা, ভৈরব। মাহফিল পরিচালনায়:
শামীম আহমেদ, হেদায়েতুল ইসলাম শাওন ও হাফেজ মোবাশ্বির।
আরও স্থানীয় উলামায়ে কেরামগণ তাশরীফ আনিবেন।
হাফেজ বিঃ দ্রঃ মহিলাদের জন্য পর্দার সহিত ওয়াজ শুনার সু-ব্যবস্থা থাকবে।-ইনশাআল্লাহ
সার্বিক সহযোগিতায়ঃ মোঃ হারিছ পুলিশ, মোঃ শহিদুল ইসলাম উজ্জল, মোঃ ফারুক ও মোঃ বাবুল মিয়া।
নিবেদকঃ মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষে- মোঃ আবু কালাম, সাব্বির ও জহির।
সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল।