কৃষিকথা

কৃষিকথা যারা যোগায় ক্ষুধার অন্ন আমরা আছি তাদের জন্য।

20/09/2024

কৃষিকথা চ্যানেলে কৃষক ও কিষাণি ভাই বোনদের নিয়ে মজার একটি খেলা খেলেছি আমরা আশা করি আপনাদের ভালো লাগবে

বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এদেশের শতকরা প্রায় ৫০ ভাগ লোক কৃষক। কৃষকের অক্লান্ত পরিশ্রমে এ দেশ ভরে ওঠে ফসলের সমারোহে। আমরা পাই ক্ষুধার আহার। কৃষকের উৎপাদিত ফসল বিদেশে রফতানি করে দেশের অর্থনীতি সমৃদ্ধ হয়। বলতে গেলে, কৃষকই আমাদের জাতীয় উন্নয়নের চাবিকাঠি; আমাদের জাতির প্রাণ।
বর্তমান অবস্থা : বাংলার রাজনৈতিক ইতিহাসের অনেক পরিবর্তন হয়েছে। বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। কিন্তু বাঙালি কৃষকের অসহায় ও দরিদ্র জীবনের কোনো ইতিবাচক পরিবর্তন ঘটে নি। বাংলার কৃষক আজো শিক্ষাহীন, বস্ত্রহীন, চিকিৎসাহীন জীবন-যাপন করছে। দেশের জনসংখ্যা বেড়েছে, কমেছে কৃষি জমির পরিমাণ। জমির উর্বরতাও গেছে কমে। ফলে বাড়তি মানুষের খাদ্য যোগানোর শক্তি হারিয়েছে এ দেশের কৃষক। পৃথিবী জুড়ে চাষাবাদ পদ্ধতির পরিবর্তন ঘটেছে। বৈজ্ঞানিক পদ্ধতিতে উন্নত দেশ কৃষকের শক্তি বৃদ্ধি করছে। কিন্তু এ দেশে এখনো মান্ধাতার আমলের চাষাবাদ ব্যবস্থা বহাল আছে। বাংলার কৃষকও ভোঁতা লাঙল আর কঙ্কালসার দুটো বলদের পেছনে ঘুরতে ঘুরতে নিঃস্ব হয়ে যাচ্ছে। এ ছাড়া অনাবৃষ্টি, অতিবৃষ্টি, বন্যা, খরা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ – কোনো কিছুই মোকাবেলা করার কৌশল ও সামর্থ্য কৃষকের নেই। - তবে ধীরে ধীরে এই অবস্থার পরিবর্তন ঘটছে। কৃষিতে আধুনিক প্রযুক্তি ও উন্নত পদ্ধতি প্রয়োগের গুরুত্ব বাড়ছে । সম্প্রতি ব্যাংক, এন জিও, সমবায় সমিতি বা মহাজনের ঋণের টাকায় আর উচ্চ ফলনশীল বীজের সাহায্যে কৃষিতে ফলন বেড়েছে । কিন্তু ক্ষেতের ফসল কৃষকের ঘরে ওঠার আগেই ব্যাংক, এন জিও, সমবায় প্রতিষ্ঠান কিংবা মহাজনের ঋণ পরিশোধ করতে হয় । তাই কৃষকের শোচনীয় অবস্থার পরিবর্তন হয় না। এখনো তারা নানা রোগ-শোক, অশিক্ষা-কুশিক্ষা, দারিদ্র্য ও কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করছে।

কৃষকের উন্নয়ন: বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। দেশীয় অর্থনীতিতে কৃষির অবদানও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তাই দেশের উন্নয়নের স্বার্থে কৃষকের উন্নয়ন প্রয়োজন । বাংলার কৃষকের ভাগ্যোন্নয়নের জন্য আজ সবচেয়ে বেশি দরকার চাষাবাদে বৈজ্ঞানিক পদ্ধতির প্রবর্তন । কৃষক যেন স্বল্পমূল্যে উন্নত বীজ, জৈব ও রাসায়নিক সার এবং কীটনাশক পায় তার ব্যবস্থা করা । প্রয়োজনে কৃষককে সুদমুক্ত ঋণ প্রদান করতে হবে । আবার কৃষক তার ফসলের যেন ন্যায্য দাম পায় সেদিকেও খেয়াল রাখতে হবে । আমাদের দেশের অধিকাংশ কৃষকই অশিক্ষিত । তাদের শিক্ষিত করে তুলতে হবে । আধুনিক কৃষি-যন্ত্রাপাতি ব্যবহার করার জন্য তাকে প্রশিক্ষণ দিতে হবে । সারা বছর বিভিন্ন ফসল ও রবিশস্য চাষাবাদের পাশাপাশি কুটিরশিল্পে কৃষকদের আগ্রহী করে তুলতে হবে । সেই সঙ্গে কৃষকের চিত্তবিনোদন ও রোগ-ব্যাধির চিকিৎসারও সুবন্দোবস্ত করতে হবে।

কৃষক হওয়া অতটা সহজ নয় ।        জমিতে ফুল ফোটানোর জন্য নিজের ফুল কে মাটিতে শোয়াতে হয়  ।।
20/09/2024

কৃষক হওয়া অতটা সহজ নয় ।
জমিতে ফুল ফোটানোর জন্য
নিজের ফুল কে মাটিতে শোয়াতে হয় ।।

 #ধানের_পাতা_মোড়ানো_পোকা_(Leaf Roller)পরিচিতিঃ পূর্ণবয়স্ক পোকার পাখার উপর হালকা গাঢ় কমলা বাদামী স্ট্রাইপ, ঢেউ খেলানো ও অ...
19/09/2024

#ধানের_পাতা_মোড়ানো_পোকা_(Leaf Roller)

পরিচিতিঃ পূর্ণবয়স্ক পোকার পাখার উপর হালকা গাঢ় কমলা বাদামী স্ট্রাইপ, ঢেউ খেলানো ও অসংখ্য দাগ দেখা যায়।
#জীবনচক্রের_বর্ণনা: এই পোকার জীবনচক্রে চারটি ধাপ রয়েছে।
!) ডিম: ৪-৬ দিন
!!) লার্ভা/শুককীট: ২১-২৮ দিন
!!!) পিউপা/মূককীট : ৬-৭ দিন
!!!!) পূর্ণাঙ্গ/মথ: ৭-১০ দিন
সদ্য ফোটা কীড়া বা লার্ভা সবুজাভ বর্ণের হয় এবং
তার জীবনচক্র সম্পন্ন করতে সময় লাগে ৪৫-৫১ দিন।

#ক্ষতির_ধরণঃ
ডিম থেকে সদ্য বের হওয়া কীড়া ভাজকৃত কচি পাতার সবুজ ক্লোরোফিল কুড়ে কুড়ে খায়। ফলে ক্ষতিগ্রস্ত পাতায় সাদা লম্বা দাগ দেখা যায়।
খুব বেশি ক্ষতি করলে পাতা গুলো পুড়ে যাওয়ার মত দেখায়।
কীড়াগুলো বড় হওয়ার সাথে সাথে তারা পাতা লম্বালম্বি ভাবে মুড়িয়ে একটা নলের মত করে ফেলে।
মোড়ানো পাতার মধ্যেই কীড়াগুলো পুত্তলীতে পরিণত হয়।

#অনুকূল_পরিবেশ:
ইহা প্রধানত আমন মৌসুমে বেশি দেখা যায় তবে আউশ ও বোরো মৌসুমেও এর প্রাদুর্ভাব লক্ষ্য করা যায়।

#জৈবিক_ও_যান্ত্রিক_পদ্ধতিতে_দমনঃ
প্রাথমিক অবস্থায় পোকার ডিম বা কীড়াসহ পাতা সংগ্রহ করে ধ্বংস করা।
আলোর ফাঁদের সাহায্যে পূর্ণবয়স্ক মথ ধরে মেরে ফেলা।
জমিতে ডালপালা পুঁতে পোকাখেকো পাখির সাহায্যে পূর্ণবয়স্ক মথ দমন করা।
জমিতে চারা রোপণের ৪০ দিন পর্যন্ত আগাছামুক্ত রাখতে হবে।

#রাসায়নিক_পদ্ধতিতে_দমনঃ
পাতা মোড়ানো পোকা দমনের জন্য নিচের যে কোন একটি কীটনাশক সঠিক মাত্রায় ব্যবহার করুন।
১) #স্পিনোস্যাড গ্রুপের সাকসেস২.৫এসসি-
(১৫ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে।)
২) #ক্লোরোপাইফস গ্রুপের কীটনাশক যেমন: ডিসপেল৪৮ইসি অথবা ডার্সবান২০ ইসি:
(২০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে।)
৩) #কার্বারিল গ্রুপের কীটনাশক যেমন সেভিন৮৫এসসি-
(৩৫ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে।)
৪) #আইসোপ্রোকার্ব/এম‌আইপিসি গ্রুপের কীটনাশক যেমন: (মিপসিন৭৫ডব্লিউপি-২৫ গ্রাম প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে।)

এছাড়াও এক লিটার পানিতে মনোক্রোটোফস (Monocrotophos) গ্রুপের কীটনাশক ১.৬ মিলিলিটার বা অ্যাসিফেট (acephate) গ্রুপের কীটনাশক ১.৫ গ্রাম বা ক্লোরান্ট্রোনিলপ্রল (chlorantronilprol) গ্রুপের কীটনাশক ০.৩ মিলিলিটার বা ফ্লুবেনডায়ামাইড (flubendiamide) কীটনাশক ০.২ মিলিলিটার মিশিয়ে স্প্রে করলেও পাতা মোড়ানো পোকা দমন হয়ে যাবে।

-পোস্টটি শেয়ার করুন

কৃষিকথা পেইজে আপনাদের সবাইকে স্বাগতম ♥কৃষি সম্পর্কিত পরামর্শ পেতে আমাদের পেজের সাথে থাকুন।এবং কৃষিকথা ইউটিউব চ্যানেলটি স...
18/09/2024

কৃষিকথা পেইজে আপনাদের সবাইকে স্বাগতম ♥
কৃষি সম্পর্কিত পরামর্শ পেতে আমাদের পেজের সাথে থাকুন।
এবং কৃষিকথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
চ্যানেল লিঙ্ক কমেন্টে।

Shout out to my newest followers! Excited to have you onboard! AP Dash, Sabbir Shuvo, Alam Khan, Surajit Mondal, Md Bappy, Masud Rana Sohel, Atiqul Islam Sohel, Mojammel Mondal, Babu Sheek, Chandan Ray, Mintu Mandal, Sanjoy Tudu, Ashraf Hussain Rayhan, Raju Sekh, Kamruzzaman Palash, Bablu Kumbhakar, Md Rabiul Islam, গানের সুরে, Gora Chand Pal, Santu Pal, Sribas Guchit, Dilon Seikh, Aziz Mollah, Arup Kumar Barman, Gajnabi Hassan, Md Siddiquzzaman, Debasis Bagdi, Surajit Ghosh, AT Anisur Rahman, Sudipto Mondal, ᏕᎧᏂᏋᏝ ᏂᎧᏕᏕᏗᎥᏁ, Abdul Karim, Habib Abdullah, Majidur Rahaman, Mohabat Sk, Abutaleb Hossain, Awlad Hossain, Zaynal Abedin, Vaskar Samanta, Avi Mondal, ABU BOKKOR SIDDIK BIPUL, Prakash Nandy, Sujit Gorai, Md Abdur Rahim, Md Shahidul Islam, Rakib Hassan, Md Robiul Islam, Saddam Rahman, Çhàttú Gâräî, Sandip Bisui

ধানের পাতা মোড়ানো পোকা দমন করবেন যেভাবে। ভিডিও লিঙ্ক  কমেন্টে
13/09/2024

ধানের পাতা মোড়ানো পোকা দমন করবেন যেভাবে।
ভিডিও লিঙ্ক কমেন্টে

ধানের মাজরা পোকা দমন করবেন যেভাবেকমেন্টে ভিডিও লিঙ্ক দেয়া হয়েছে।আসুন জেনে নিই, কি করণীয়।
12/09/2024

ধানের মাজরা পোকা দমন করবেন যেভাবে
কমেন্টে ভিডিও লিঙ্ক দেয়া হয়েছে।
আসুন জেনে নিই, কি করণীয়।

 # # # ধানের ব্লাস্ট রোগের লক্ষণ ও তার প্রতিকার(১) পাতা ব্লাস্ট(২) গীট ব্লাস্ট(৩) শীষ ব্লাস্ট(১) পাতা ব্লাস্ট #পাতায় ছোট...
11/09/2024

# # # ধানের ব্লাস্ট রোগের লক্ষণ ও তার প্রতিকার

(১) পাতা ব্লাস্ট

(২) গীট ব্লাস্ট

(৩) শীষ ব্লাস্ট

(১) পাতা ব্লাস্ট

#পাতায় ছোট ছোট ডিম্বাকৃতির সাদা বা বাদামি দাগ দেখা দেয়।

#পর্যায়ক্রমে সমস্ত পাতা ও ক্ষেতে ছড়িয়ে পড়ে।

#আক্রমণ বেশি হলে ক্ষেতের বিভিন্ন স্থানে রোদে পুড়ে যাওয়ার মতো দেখা যায়।

#আক্রান্ত ক্ষেতে অনেক সময় পাতা ও খোলের সংযোগস্থলে কালো দাগ দেখা দেয় যা পরবর্তীতে পচে পাতা ভেঙে পড়ে ফলন বিনষ্ট হয়।

(২) গীট ব্লাস্ট

#ধানের থোড় বা গর্ভবতী অবস্থায় এরোগ হলে গীটে কালো দাগের সৃষ্টি হয়।

#ধান গাছ গিট থেকে খসে পরে।

(৩) নেক ব্লাস্ট

#শীষ অবস্থায় এ রোগ হলে শীষের গোড়া কালো হয়ে যায়।

#আক্রমণ বেশি হলে শীষের গোড়া ভেঙ্গে যায়।

#ধান চীটা হয়।

#প্রতিরোধ_ব্যবস্থাপনা

#প্রথমত এ রোগ প্রতিরোধী জাত চাষ করা।

#আক্রান্ত ক্ষেতের খড়কুটো আগুনে পুড়িয়ে মাটিতে মিশিয়ে দেয়া।

#সঠিক মাত্রায় সার প্রয়োগের মাধ্যমে ব্লাস্ট রোগ প্রতিরোধ করা যায়।

#রোগের আক্রমণ হলে ইউরিয়া সারের উপরি প্রয়োগ বন্ধ করতে হবে।

#বিঘা প্রতি ৫-৭ কেজি এমওপি সার উপরি প্রয়োগ করতে হবে অথবা ৫ গ্রাম/ লিটার স্প্রে করা যেতে পারে।

#ক্ষেতে পানি সংরক্ষণ করতে হবে।

#রাসায়নিক_দমন_ব্যবস্থা

ট্রাইসাইক্লাজোল (ট্রুপার ৭৫ ডব্লিউপি) @ ০.৭৫ গ্রাম/ লিটার অথবা ট্রাইসাইক্লাজোল+ প্রোপিকোনাজল (ফিলিয়া ৫২৫ এসই) @ ২মিঃলিঃ/ লিটার অথবা থায়োপেনেট মিথাইল (টপসিন এম ৭০ ডব্লিউপি) @ ২ গ্রাম/ লিটার/অথবা টেবুকোনাজল+ ট্রাইফ্লক্সিস্ট্রবিন (নাটিভো) @ ০. ৫০ গ্রাম/ লিটার, অথবা এজোক্সিস্ট্রবিন+ ডাইফেনোকোনাজল (এজকর/এমিস্টার টপ) @ ১মিঃলিঃ/লিটার পানিতে মিশে ১০-১৫ দিন পর পর দুইবার স্প্রে করা যেতে পারে।

জানতে চেয়েছেন SL Rahman  : ধানের গাছে এভাবে পচন দেখা যাচ্ছে আর পাতা মরা মরা ছবিতে দৃশ্যমান । কোন ওষুধ ব্যবহার করলে শতভাগ...
02/09/2024

জানতে চেয়েছেন SL Rahman :
ধানের গাছে এভাবে পচন দেখা যাচ্ছে আর পাতা মরা মরা ছবিতে দৃশ্যমান । কোন ওষুধ ব্যবহার করলে শতভাগ কার্যকারিতা পাবো , অনুগ্রহ করে পরামর্শ দিবেন।

পরামর্শ : জমিতে পটাশ সারের অভাব লক্ষণীয়। বিঘা প্রতি ৫ কেজি হারে এমওপি((পটাশ সার স্থানীয় ভাষায় লাল সার) প্রয়োগ করতে হবে, এবং অ্যাজোক্সিস্ট্রবিন +ডাইফেকোনাজল গ্রুপের ছত্রাকনাশক যেমন এমিস্টার টপ ব্যবহার করুন অনুমোদিত মাত্রায়।
অনুমোদিত মাত্রা : প্রতিলিটার পানিতে ১ মিলি হারে মিশিয়ে স্প্রে করবেন।
বিকালে স্প্রে করবেন।

পোস্টটি শেয়ার করে কৃষক ভাইদের কাছে পৌঁছাতে সাহায্য করুন।

এখন থেকে নিয়মিত আমাদের কৃষিকথা পেইজেকৃষি বিষয়ক বিভিন্ন তথ্য এবং পরামর্শ পাবেন।তথ্যমূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলট...
02/09/2024

এখন থেকে নিয়মিত আমাদের কৃষিকথা পেইজে
কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য এবং পরামর্শ পাবেন।
তথ্যমূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করুন।

02/09/2024

যারা জানতে চেয়েছেন
ধানে থোড় এলে কীটনাশক প্রয়োগ
করা যাবে কিনা ?
ভিডিও লিঙ্ক কমেন্টে।

04/06/2024

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির আমগাছ থেকে পাওয়া আম। আমবঙ্গবন্ধুর সমাধির বাইরে উঠোনে একটা মাঝারি সাইজের আম.....

হাওর এলাকার জন্য...সম্ভাব্য ভারী বৃষ্টিপাতের জন্য বিশেষ কৃষি আবহাওয়া পরামর্শ
29/04/2024

হাওর এলাকার জন্য...
সম্ভাব্য ভারী বৃষ্টিপাতের জন্য বিশেষ কৃষি আবহাওয়া পরামর্শ

বোরো ধানের বিভিন্ন রোগ ও পোকামাকড় দমণে করণীয়।
12/03/2024

বোরো ধানের বিভিন্ন রোগ ও পোকামাকড় দমণে করণীয়।

ফ্রিপ প্রকল্পের কৃষকদের নিয়ে প্রশিক্ষণ।আশিঘর ব্লকের উত্তর আশিঘর গ্রাম ও দ.আশিঘর গ্রামের কৃষক (মোট ৩০ জন আশিঘর), মানিকোনা...
06/03/2024

ফ্রিপ প্রকল্পের কৃষকদের নিয়ে প্রশিক্ষণ।আশিঘর ব্লকের উত্তর আশিঘর গ্রাম ও দ.আশিঘর গ্রামের কৃষক (মোট ৩০ জন আশিঘর), মানিকোনা ও মধ্যকুশিয়ারা ব্লকের কৃষকেরা এই প্রশিক্ষণটি নিয়েছেন। এই প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন উপজেলা কৃষি অফিসার জনাব সুব্রত দেবনাথ স্যার এবং এইও স্যার জনাব মোস্তাকিম বিল্লাহ মুনঈম স্যার।
স্থান : বিআরডিবি হলরুম

20/02/2024

ব্যাবিলনের অগ্নিবীণা মরিচ

Address

Village : Maijgaon . Upozilla : Kulaura. Zilla : Moulvibazer District : Sylhet
Kulaura

Alerts

Be the first to know and let us send you an email when কৃষিকথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কৃষিকথা:

Videos

Share

Category