21/11/2023
ঢাকা-সিলেট রুটে সম্ভাব্য তারিখ হিসেবে পহেলা ডিসেম্বর চালু হতে যাচ্ছে টাঙুয়ার এক্সপ্রেস নামক একটি স্পেশাল ট্রেন।
ট্রেনটির সম্ভাব্য স্টেশন হিসেবে স্টপেজ জনিত কিছু কথা নিয়ে আমাদের আদ্যোপান্ত।
কুলাউড়া জংশন রেলওয়ে স্টেশন হচ্ছে বাংলাদেশের একটি জংশন রেলওয়ে স্টেশন যা মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় অবস্থিত। ব্রিটিশ আমলে আসাম বেঙ্গল রেলওয়ে সেকশনের সিলেট বিভাগে যে সকল জংশন ছিল, তার মধ্যে প্রাচীনতম জংশন এটি। বর্তমানে কুলাউড়া জংশন সিলেট বিভাগের ২য় বৃহত্তম রেলওয়ে স্টেশন।
ঢাকা সিলেট রুটে এ স্টেশনের যাত্রী অগণিত, এবং এই এলাকার সহ, আশপাশের থানা,রাজনগর,জুড়ি, বড়লেখা, সহ আশপাশের কয়েকটি বৃহত্তর জনগোষ্ঠীর একমাত্র বাহন হিসেবে ট্রেনকে ব্যবহার করে আসছে মানুষজন। এক্ষেত্রে বিভিন্ন সময় দেখা যায় যে, সিটের স্বল্পতা লক্ষ্য করা যায়, প্রায়ই মানুষজন দীর্ঘপথ দাড়িয়ে যাত্রা ভ্রমণ করে থাকেন। তাই নতুন করে বাংলাদেশ সরকার এই রুটে একটি ট্রেন চালু করছেন শোনে এই এলাকার মানুষদের খুশির অন্ত নেই, কিন্তু খুব দু:খের বিষয় এই যে, অনেকেই এ পর্যন্ত জেনে গেছেন যে বহুল কাঙ্ক্ষিত ট্রেনটি কুলাউড়া স্টেশনে যাত্রা বিরতি নিবে না।
প্রাথমিকভাবে উক্ত নোটিশে ঘোষণা করা হয়েছে যে, ট্রেনটি ঢাকা-কমলাপুর স্টেশন থেকে ছেড়ে,
প্রথম বিরতি নিবে বিমানবন্দর স্টেশন।
দ্বিতীয় স্টপেজ হিসেবে শ্রীমঙ্গল স্টেশন এবং সর্বশেষ গন্তব্য স্টেশন সিলেট গিয়ে যাত্রা বিরতি নিয়ে আবার ঢাকার উদ্দেশ্য উপরে উল্লিখিত স্টেশনে বিরতি নিবে ট্রেনটি।
এক্ষেত্রে যারা আমরা কুলাউড়ার বাসিন্দা, আমাদের এখানে বিভিন্ন শ্রেনীর ব্যবসায়ী, চাকুরীজীবি, থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রোগী, প্রবাস যাত্রী, সহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজনের উল্লেখযোগ্য বাহন হিসেবে ট্রেনকে এ এলাকার মানুষ দীর্ঘদিন যাবত ব্যবহার করে আসছেন।
তাই এই এলাকার মানুষদের সুবিধার্থে ট্রেনটির স্টপেজ কুলাউড়াতে কার্যকর করা হউক। আমরা সিলেটের অঞ্চলের মানুষ এই রেলওয়ে সকল সুবিধা থেকে অবহেলিত ও বঞ্চিত, ডেমু, কুশিয়ারা সহো আরো কিছু ট্রেনকে এই রুট থেকে ছিটকে ফেলা হয়েছে আমাদের হয়ে কেউ বলার নেই। তাই অন্তত পক্ষে কর্তৃপক্ষের আমাদের সুযোগটা থেকে বঞ্চিত করার কোনো অধিকার নেই।
দ্বিতীয় যে জিনিসটি সেটা হচ্ছে ট্রেনের নাম পরিবর্তন, এক্ষেত্রে বিবেচনায় নেওয়া উচিৎ কর্তৃপক্ষের,
সেক্ষেত্রে সকলের মতামত আশা করছি ট্রেনের নাম কী হতে পারতো? শাহজালাল এক্সপ্রেস, কিংস এক্সপ্রেস,লন্ডন এক্সপ্রেস, সাতকরা এক্সপ্রেস, মনু এক্সপ্রেস, হাকালুকি এক্সপ্রেস, সিল-হট এক্সপ্রেস
#টাঙ্গুয়ার_এক্সপ্রেস_ট্রেনের_যাত্রাবিরতি_কুলাউড়াতে_চাই।