Brilliant Minds

Brilliant Minds মনের সকল জিজ্ঞাসা আর কৌতূহল মেটাতে অজানাকে জানার যাত্রায় আমাদের সঙ্গী হতে পারেন আপনিও।

* ফলো করুন অজানাকে জানার যাত্রা শুরু হোক এখনই...

বারান্দায় কাপড় শুকোতে দেয়া আমাদের মা-বোনদের নিত্যদিনের অভ্যাস। বিশেষত শহুরে ফ্ল্যাটে বারান্দা ছাড়া উপায়ও নেই যেন। তবে এ ...
15/01/2025

বারান্দায় কাপড় শুকোতে দেয়া আমাদের মা-বোনদের নিত্যদিনের অভ্যাস। বিশেষত শহুরে ফ্ল্যাটে বারান্দা ছাড়া উপায়ও নেই যেন। তবে এ ক্ষেত্রে অনেকেই মস্তবড় ভুলটি করে বসেন। শহরের ঘিঞ্জি এলাকায় তারা বারান্দায় কাপড় শুকোতে দিয়ে রাখেন, এমনকি পরিধেয় বিশেষ পোশাকটিও তারা বারান্দায় উন্মুক্তভাবে রোদে দেন। এতে কিছু সমস্যা হতে পারে।
যেমন আশেপাশের ফ্ল্যাট থেকে এসব কাপড়ের দিকে লোলুপ দৃষ্টি দেয়া হয়। এরপর এটা সীমা ছাড়িয়ে ইভটিজিংয়ে পরিণত হয়। ইভটিজিং না হলেও দুশ্চরিত্র ব্যক্তিরা এসব কাপড় দেখেই অনেক মাপজোখ করে ফেলে। এরপর থেকে অসৎ উদ্দেশ্যে বারবার উঁকিঝুঁকি মারতে থাকে।
এ জন্য উত্তম হলো, বারান্দায় বড় কাপড় দিয়ে পর্দা লাগিয়ে দেয়া। কমপক্ষে গাঢ় কালারের নেট-জাতীয় পর্দা হলেও লাগিয়ে নেয়া যেতে পারে। এরপর বারান্দায় কাপড় শুকানো। অথবা বারান্দায় দুই স্তর করে রশি লাগানো। সামনের দিকে পুরুষদের কাপড় দিয়ে ভেতরের দিকে মহিলাদের কাপড় শুকাতে দেয়া। এতে করে বাইরে থেকে শুধু পুরুষদের কাপড়গুলোই দেখা যাবে।
কাপড় শুকানোর পর রশিতে তা ফেলে না রাখা। অনেকেই একদিন গোসল করে কাপড় শুকাতে দেয়ার পর পরদিন গোসলের সময় রশি থেকে কাপড় আনতে যান। আবার কেউ কেউ ছাদেও সারারাত ধরে কাপড় ফেলে রাখেন। এতেও বদজিনের আছর পড়ার সমূহ আশঙ্কা থাকে।
এ ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, কাপড় পরার সময় সব সময় বিসমিল্লাহ বলে পরা। পোশাক-আশাক খোলা ও পরিধানের সময় দুআ পড়া। এবং নিরাপত্তার দুআসমূহের ওপর আমল করা।

15/01/2025

না ভোট থাকছে নির্বাচনে এবং ৪০ শতাংশ ভোট না পড়লে ফের নির্বাচন হবে।

এই প্রস্তাবগুলোকে আপনি কিভাবে দেখছেন মন্তব্য বক্সে লিখে জানাতে পারেন।

15/01/2025

চীন - জাপানের লোকেরা যেভাবে রান্না করে

মেহমানের সম্মান করা।আবূ শুরায়হ্ কা‘বী (রাঃ) হতে বর্ণিত। 🔵 রাসূলুল্লাহ (সাঃ) বলেন, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনে বিশ্বাস র...
15/01/2025

মেহমানের সম্মান করা।

আবূ শুরায়হ্ কা‘বী (রাঃ) হতে বর্ণিত।
🔵 রাসূলুল্লাহ (সাঃ) বলেন,
যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনে বিশ্বাস রাখে, সে যেন মেহমানের সম্মান করে। মেহমানের সম্মান একদিন ও একরাত। আর সাধারণ মেহমানদারী তিনদিন ও তিনরাত। এরপরে (তা হবে) ‘সদাকাহ’। মেযবানকে কষ্ট দিয়ে, তার কাছে মেহমানের অবস্থান করা বৈধ নয়।

সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন), হাদিস নং ৬১৩৫
হাদিসের মানঃ সহিহ হাদিস
সোর্সঃ বাংলা হাদিস

বাবার ঋণ কি শোধ করা যায়??
15/01/2025

বাবার ঋণ কি শোধ করা যায়??

"আলহামদুলিল্লাহ"{ اَللّٰهُ وَلِیُّ الَّذِیْنَ اٰمَنُوْا١ۙ یُخْرِجُهُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِ١ؕ۬ }"যারা ঈমান ...
15/01/2025

"আলহামদুলিল্লাহ"

{ اَللّٰهُ وَلِیُّ الَّذِیْنَ اٰمَنُوْا١ۙ یُخْرِجُهُمْ مِّنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِ١ؕ۬ }

"যারা ঈমান এনেছে আল্লাহ তাদের অভিভাবক,তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন।"

[আল-বাক্বারাহ, আয়াত: ২৫৭]

15/01/2025
বয়স একই কিন্তু ভিন্ন রাস্তার যাত্রী !!"
15/01/2025

বয়স একই কিন্তু ভিন্ন রাস্তার যাত্রী !!"

এই দিনগুলো ভালো ছিলো, না ছিলো চিন্তা ভাবনা, না ছিলো কোনো ক'ষ্ট। 🖤
15/01/2025

এই দিনগুলো ভালো ছিলো,
না ছিলো চিন্তা ভাবনা, না ছিলো কোনো ক'ষ্ট। 🖤

14/01/2025

চিনের লোকেরা বাচ্চাদেরকে মোবাইলের পরিবর্তে যা দেয়...

‼️বই পড়লে জ্ঞান বাড়ে, মান বাড়ে—এটা সত্যি। কিন্তু বই পড়ার উপকারিতা সম্পর্কে বিজ্ঞান কী বলে? সেটা নিয়ে আমরা কি ভেবেছি?বই প...
14/01/2025

‼️বই পড়লে জ্ঞান বাড়ে, মান বাড়ে—এটা সত্যি। কিন্তু বই পড়ার উপকারিতা সম্পর্কে বিজ্ঞান কী বলে? সেটা নিয়ে আমরা কি ভেবেছি?

বই পড়ার সবচেয়ে বড় উপকারিতা হলো নিজের তথ্যভাণ্ডার সমৃদ্ধ করা।

স্কুলের পাঠ্যবইগুলো যেমন আমাদের বিজ্ঞান, ইতিহাস বা অঙ্ক শেখায়, ঠিক তেমনি গল্পের বই আমাদের কল্পনাশক্তি বাড়ায়। বিজ্ঞান, সাহিত্য, সমাজবিজ্ঞানসহ বিচিত্র সব বই পড়লে নতুন তথ্য জানার পাশাপাশি আমাদের দৃষ্টিভঙ্গি আরও বিস্তৃত হয়। কানাডার ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতার প্রেক্ষিতে বলেন, ‘যারা বেশি বেশি গল্প-উপন্যাস পড়েন, অন্যদের মনস্তাত্ত্বিক অবস্থা বোঝা তাঁদের পক্ষে সহজ। এই ব্যাপারটা আমাদের সামাজিক দক্ষতায় উন্নতি ঘটায়।'

বই মস্তিষ্ককে সক্রিয় রাখে। এটাকে মস্তিষ্কের এক ধরনের ব্যায়াম বলা যায়। তাই নিয়মিত বই পড়লে মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ে, চিন্তা করার ক্ষমতা উন্নত হয় এবং স্মৃতিশক্তি শাণিত হয়ে ওঠে। ফলে অনেক বেশি মনোযোগী ও বিশ্লেষণী দক্ষতা বাড়াতে সাহায্য করে বই।

বই মানসিক চাপ কমাতে বড় ভূমিকা রাখে। মজার গল্প বা রোমাঞ্চকর উপন্যাস পড়ার সময় মানুষ সেই গল্পের মধ্যে ডুবে যায়। এটা বাস্তব জীবনের চাপ থেকে মুক্তি দেয়, মনকে প্রশান্ত করে। সুতরাং মানসিক স্বাস্থ্যের জন্য বই পড়া খুবই উপকারি একটা অভ্যাস।

কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মনোবিজ্ঞানী কিথ ওকলে সাহিত্য এবং মনস্তাত্ত্বিক প্রভাব নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন।

তাঁর গবেষণা বলছে, উপন্যাস বা গল্পের বই পড়া মানুষের সহানুভূতিশীলতা এবং সংবেদনশীলতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং বাস্তব জীবনে সম্পর্কগুলোকে আরও সুসংহত করতে সহায়ক হয়।’

বই পড়লে বাড়ে কল্পনাশক্তিও। পাঠক গল্পের চরিত্রগুলোকে কল্পনা করতে শেখে, গল্পের দৃশ্যগুলো মনে মনে তৈরি করে ফেলে। এই কল্পনাশক্তিই পারে সেই পাঠকের ভেতর সৃজনশীলতা গড়ে তুলতে সহায়ক হয়।

বই পড়লে নতুন নতুন শব্দের সাথে পরিচিত হয় পাঠক। এতে ভাষাগত দক্ষতা বাড়ে। বিশেষ করে যখন অন্য ভাষার বই পড়া হয়, তখন সেই ভাষার নিয়ম-কানুনও আমাদের জানা সহজ হয়।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাসেক্সের গবেষক এমিলি শ্যুট দেখিয়েছেন, মাত্র ৬ মিনিট বই পড়লে মানসিক চাপ ৬৮ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। তিনি বলেন, ‘বই পড়া শুধু মনের প্রশান্তিই দেয় না, এটি আমাদের শারীরিক চাপও কমিয়ে দেয় এবং মস্তিষ্ককে শান্ত রাখে।’

একটি বই শেষ করতে ধৈর্য ও মনোযোগের প্রয়োজন হয়। বই পড়ার অভ্যাস ধীরে ধীরে মানুষের মনের ওপর ইতিবাচক প্রভাব ফেলে।

বই পড়া ব্যাপারটা নিজের সঙ্গে নিজের সময় কাটানোর সুযোগ করে দেয়। অনেক সময় মানুষ একা একটুখানি সময় কাটাতে চায়। কিন্তু একাকিত্ব আবার একঘেয়েমি ও মানসিকভাবে হতাশাগ্রস্ত করে তুলতে পারে। কিন্তু বই পড়লে তেমনটা হয় না কখনো। তাই একাকী মুহূর্তগুলোতে বই ভালো সঙ্গীর ভূমিকা নেয়।

বই পড়ার অভ্যাস জ্ঞান ও বুদ্ধিকে যেমন শাণিত করতে সাহায্য করে, তেমনি ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার প্রেরণাও বই থেকে পাওয়া যায়। তাই প্রতিদিন একটু হলেও বই পড়ার চেষ্টা করা উচিত।

সূত্র: সায়েন্টিফিক অ্যামেরিকান মাইন্ড

সিলেট জেলার ৪০টি দর্শনীয় স্থানঃ১. জাফলং২. রাতারগুল৩. ভোলাগঞ্জ৪. বিছনাকান্দি৫. হযরত শাহজালাল (র) মাজার৬. হজরত শাহপারান (র...
14/01/2025

সিলেট জেলার ৪০টি দর্শনীয় স্থানঃ
১. জাফলং
২. রাতারগুল
৩. ভোলাগঞ্জ
৪. বিছনাকান্দি
৫. হযরত শাহজালাল (র) মাজার
৬. হজরত শাহপারান (র) মাজার
৭. মালনীছড়া চা বাগান
৮. লালাখাল
৯. জাফলং চা বাগান
১০. তামাবিল
১১. ডিবির হাওর
১২. সংগ্রামপুঞ্জি ঝর্ণা
১৩. পান্থুমাই ঝর্ণা
১৪. লক্ষনছড়া
১৫. লাক্কাতুরা চা বাগান
১৬. লোভাছড়া
১৭. আগুন পাহাড়
১৮. রায়ের গাঁও হাওর
১৯. সোনাতলা পুরাতন জামে মসজিদ
২০. ক্বীন ব্রীজ
২১. জিতু মিয়ার বাড়ী
২২. আলী আমজদের ঘড়ি
২৩. ফেঞ্চুগঞ্জ সার কারখানা
২৪. শ্রী শ্রী দুর্গা বাড়ী মন্দির ও ইকো পার্ক
২৫. মণিপুরী রাজবাড়ি ও মিউজিয়াম
২৬. মিউজিয়াম অব রাজাস
২৭. জৈন্তা হিল রিসোর্ট
২৮. ড্রিমল্যান্ড পার্ক
২৯. হাকালুকি হাওর
৩০. সিলেট শাহী ঈদগাহ
৩১. মদন মোহন জিউর আশ্রম, বালাগঞ্জ
৩২. সুতারকান্দি স্থল বন্দর
৩৩. হাছন রাজার বাড়ী, বিশ্বনাথ
৩৪. ফেঞ্চুগঞ্জ চা বাগান
৩৫. আলভিনা গার্ডেন, গোলাপগঞ্জ
৩৬. কৈলাশটিলা, গোলাপগঞ্জ
৩৭. চাঁন মিয়া পাইনাপেল গার্ডেন, গোলাপগঞ্জ
৩৮. নাজিমগড় রিসোর্ট, লালাখাল
৩৯. ত্রি নদীর মোহনা, জকিগঞ্জ
৪০. সুরমা নদী

কতগুলো জায়গা ঘুরে দেখেছেন?

কখনো ভেবে দেখেছেন, আগের মতো কেনো এখন আর দোয়েল পাখি দেখা যায় না?খাদ্যসংকট এবং বাসস্থানের অভাবে পরিবেশ থেকে আজ বিলুপ্ত প্র...
14/01/2025

কখনো ভেবে দেখেছেন, আগের মতো কেনো
এখন আর দোয়েল পাখি দেখা যায় না?

খাদ্যসংকট এবং বাসস্থানের অভাবে পরিবেশ
থেকে আজ বিলুপ্ত প্রায় জাতীয় পাখি দোয়েল।
তাছাড়া শিকারিদের শিকারের কারনেও কমে
গেছে দোয়েল পাখির অস্তিত্ব।

আপনার কি কখনো ভেবেছেন, একবারের বজ্রপাত কতটা শক্তিশালী হতে পারে? প্রতি সেকেন্ডে পৃথিবীর বিভিন্ন স্থানে প্রায় ১০০টি বজ্রপ...
14/01/2025

আপনার কি কখনো ভেবেছেন, একবারের বজ্রপাত কতটা শক্তিশালী হতে পারে? প্রতি সেকেন্ডে পৃথিবীর বিভিন্ন স্থানে প্রায় ১০০টি বজ্রপাত হয়, আর প্রতিটি বজ্রপাত থেকে উৎপন্ন শক্তি প্রায় ১ বিলিয়ন জুল পর্যন্ত হতে পারে। এটি এতটাই শক্তিশালী যে, একটি ১০০ ওয়াটের বাল্ব প্রায় ৩ মাস ধরে জ্বলতে পারে! 💡⚡
বজ্রপাতের এই বিপুল শক্তি তৈরি হয় মাত্র কয়েক মিলিসেকেন্ডের জন্য। কিন্তু এত উচ্চ ভোল্টেজ এবং কারেন্টের কারণে এটি ধরে রাখা বা ব্যবহার করা অত্যন্ত কঠিন। বিজ্ঞানীরা এই শক্তিকে সঞ্চয় ও মানুষের কাজে লাগানোর উপায় খুঁজতে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

পেঁচারা তাদের মাথা ২৭০ ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে কারণ তাদের শরীরে কিছু বিশেষ শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য রয়েছে। তাদের ঘাড়...
14/01/2025

পেঁচারা তাদের মাথা ২৭০ ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে কারণ তাদের শরীরে কিছু বিশেষ শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য রয়েছে। তাদের ঘাড়ের গঠন এবং রক্ত সঞ্চালন ব্যবস্থার কারণে এটি সম্ভব হয়। এখানে এর কারণগুলো সংক্ষেপে বলা হলো:

কশেরুকার গঠন:
পেঁচাদের ঘাড়ে মানুষের তুলনায় ১৪টি কশেরুকা (vertebra) থাকে, যা তাদের ঘাড়কে অধিক নমনীয় করে তোলে। মানুষের ঘাড়ে ৭টি কশেরুকা থাকে।

রক্ত সঞ্চালন ব্যবস্থার বিশেষত্ব:
পেঁচাদের রক্তনালীগুলো এমনভাবে গঠিত যে তারা মাথা ঘোরানোর সময়েও রক্ত সঞ্চালন অব্যাহত রাখতে পারে। তাদের ঘাড়ে রক্ত সঞ্চালনের জন্য অতিরিক্ত শিরা থাকে যা রক্ত প্রবাহে বাধা সৃষ্টি হতে দেয় না।

মাংসপেশির নমনীয়তা:
পেঁচাদের ঘাড়ের মাংসপেশিগুলো অত্যন্ত নমনীয়, যা তাদের এত বড় পরিসরে মাথা ঘোরাতে সাহায্য করে।

এই বৈশিষ্ট্যগুলো পেঁচাদের শিকার ধরার জন্য এবং শিকারের দিকে দ্রুত নজর রাখার জন্য অত্যন্ত কার্যকর

UCSF-এর গবেষণায় দেখা গেছে, AI MRI স্ক্যান বিশ্লেষণে উন্নত রোগ নির্ণয়ে সহায়তা করছে। একই সঙ্গে AI রোগীর ব্যক্তিগত তথ্য বিশ...
14/01/2025

UCSF-এর গবেষণায় দেখা গেছে, AI MRI স্ক্যান বিশ্লেষণে উন্নত রোগ নির্ণয়ে সহায়তা করছে। একই সঙ্গে AI রোগীর ব্যক্তিগত তথ্য বিশ্লেষণ করে সুনির্দিষ্ট চিকিৎসার কৌশল তৈরি করতে সক্ষম। ফলে রোগ নিরাময়ে সময় ও খরচ কমছে।

তবে, AI ব্যবহারে চ্যালেঞ্জও রয়েছে। Forbes-এর প্রতিবেদন অনুযায়ী, অনেক সময় প্রযুক্তির ভূমিকা অতিরঞ্জিতভাবে তুলে ধরা হয়। তাছাড়া, ডেটার গোপনীয়তা এবং এআই পরিচালনার নৈতিকতা নিয়ে প্রশ্ন রয়েছে।

সঠিক নীতিমালা অনুসরণ করলে, AI ভবিষ্যতে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Address

Kulaura
3231

Alerts

Be the first to know and let us send you an email when Brilliant Minds posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share