জ্ঞানের সন্ধানে

জ্ঞানের সন্ধানে মনের সকল জিজ্ঞাসা আর কৌতূহল মেটাতে অজানাকে জানার যাত্রায় আমাদের সঙ্গী হতে পারেন আপনিও।

* ফলো করুন অজানাকে জানার যাত্রা শুরু হোক এখনই...

বিশ্বের অন্যতম প্রভাবশালী ইসলামী আন্দোলন তাবলীগ জামাত বেশ কয়েক বছর ধরে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। ভারতের তাবলীগ জামাতের ...
21/12/2024

বিশ্বের অন্যতম প্রভাবশালী ইসলামী আন্দোলন তাবলীগ জামাত বেশ কয়েক বছর ধরে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। ভারতের তাবলীগ জামাতের শীর্ষ নেতা মোহাম্মদ সাদ কান্দালভির বক্তব্যকে কেন্দ্র করে তাবলীগ জামাতের নেতাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়।

তারপর থেকে তাবলীগের সবচেয়ে বড় সম্মেলন বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে, বাংলাদেশে তাবলীগের দুই পক্ষের অনুসারীদের মধ্যকার উত্তেজনা একটি নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে।

বর্তমানে তাবলীগ জামাতের দুই দলের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরী হয়েছে কেন এবং তাবলীগের দুই পক্ষের বিভক্তি কিভাবে শুরু হয়েছিল সে সম্পর্কে জানতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করুন।

ভিডিও লিংক প্রথম কমেন্টে...

21/12/2024

মাঝির উচিত জবাব...

20/12/2024

পরের বছর একই তারিখ। আপনি বদলে যাবেন। আপনি এখন যা চান, তা আর চাইবেন না। আপনি এমন জিনিসগুলি চাইবেন যা আপনি আগে চাননি। বদলে যাওয়ার জন্য প্রস্তুত হোন।🌸

কালের স্বাক্ষী হয়ে আজও দাড়িয়ে সালমান শাহ অভিনীত আনন্দ অশ্রু সিনেমার সেই শিমুল গাছটি।আজ নেই সবার প্রিয় নায়ক সালমান শাহ।
20/12/2024

কালের স্বাক্ষী হয়ে আজও দাড়িয়ে সালমান শাহ অভিনীত আনন্দ অশ্রু সিনেমার সেই শিমুল গাছটি।আজ নেই সবার প্রিয় নায়ক সালমান শাহ।

একজন মাঝির গল্প।শুনলে আপনিও কাদবেন।এক লোক নৌকায় চড়ে নদী পার হচ্ছিল ।এমন সময় সেই লোকটি নৌকার মাঝিকে প্রশ্ন করল -ভাই,তুম...
20/12/2024

একজন মাঝির গল্প।শুনলে আপনিও কাদবেন।

এক লোক নৌকায় চড়ে নদী পার হচ্ছিল ।এমন সময় সেই লোকটি নৌকার মাঝিকে প্রশ্ন করল -ভাই,তুমি যে নদীর মাঝে নৌকা চালাও তুমার কি ভয় করেনা,শুনেছি নৌকা ডুবে নাকি মানুষ মরে।

তখন মাঝি বলল -ভাই,আপনি ঠিকই শুনেছেন।আমার বাপ-দাদারাও নৌকা চালাত,পচন্ড ঝড়-তোফানের কবলে পড়ে এই নদীতেই নৌকা ডুবে তারা দুজনই মারা গেছে।

তখন লোকটি বলল-ভাই,তুমি তো দারুণ বেহায়া,যে কাজটি করতে গিয়ে তুমার বাপ-দাদা দুজনই মারা গেল সে ব্যবসা তুমি এখনও ছাড়তে পারলেনা।

তখন মাঝি সেই লোকটিকে বলল-ভাই,আপনার বাপ-দাদারা বেছে আছে নাকি?


পুরো গল্পটি শুনতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন।

লিংক প্রথম কমেন্টে...

তাঁর নাম কখনো মিডিয়ায় আসে না, তবে দেশের ভিআইপি ব্যক্তিদের কাছে তিনি সুপরিচিত এক নাম!বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়...
18/12/2024

তাঁর নাম কখনো মিডিয়ায় আসে না, তবে দেশের ভিআইপি ব্যক্তিদের কাছে তিনি সুপরিচিত এক নাম!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল থেকে শুরু করে জাতীয় দলের অনেক ক্রিকেটার এবং অভিনেতারাও তাঁর সাথে অতীতে সাক্ষাৎ করেছেন।

উনার নাম মুফতি উসামা ইসলাম। তিনি একইসাথে মসজিদের খতিব, মাদ্রাসার পরিচালক, হাফেজ এবং বিশিষ্ট আলেম।

রাজধানীর ধানমন্ডিতে জামিয়া আল হাসানাইন নামে তাঁর একটি মাদ্রাসা রয়েছে। বর্তমানে তিনি আল হাসানাইন জামে মসজিদের খতিবের দায়িত্ব পালন করছেন।

আরবির পাশাপাশি উর্দু ও ইংরেজি ভাষায় বয়ানেও তার পারদর্শিতা রয়েছে। দাওয়াতের কাজে ইতিমধ্যে তিনি পৃথিবীর প্রায় ৩০টি দেশে সফর করেছেন।

বাংলাদেশের প্রথম আলেম হিসেবে তিনি বাংলাদেশ কারাতে ফেডারেশন থেকে কারাতে ব্ল্যাক বেল্ট অর্জন করেছেন। সমন্বয়ক ও উপদেষ্টারা ছাড়াও এর আগে সাকিব আল হাসান, তামিম ইকবাল, চিত্রনায়ক শাকিব খান এবং মিশা সওদাগরও তাঁর সাথে একাধিকবার সাক্ষাৎ করেছেন।

একাত্তরের রাজপুত্র...(৪এপ্রিল, ১৯৭১, চুয়াডাঙ্গা) 😊
18/12/2024

একাত্তরের রাজপুত্র...
(৪এপ্রিল, ১৯৭১, চুয়াডাঙ্গা) 😊

সহজেই পালন করা যায় এমন ৪৪ সুন্নত।মুসলমানের প্রতিটি কাজ সওয়াবের। প্রতিটি কর্ম ও ক্রিয়ার বিনিময়ে আল্লাহ তাআলা বিনিময় দান ক...
12/12/2024

সহজেই পালন করা যায় এমন ৪৪ সুন্নত।

মুসলমানের প্রতিটি কাজ সওয়াবের। প্রতিটি কর্ম ও ক্রিয়ার বিনিময়ে আল্লাহ তাআলা বিনিময় দান করবেন। সে জন্য সবকিছু আল্লাহর হুকুম ও রাসুল (সা.)-এর সুন্নত অনুযায়ী হওয়া জরুরি। রাসুল (সা.)-এর ৬৩ বছরের বর্ণাঢ্য জীবনে উম্মতকে তিনি সর্বোৎকৃষ্ট ও উজ্জ্বলতর পথনির্দেশনা দিয়েছেন। তার সেই নিদের্শনা কিংবা অভ্যাস-চরিত আমাদের কাছে সুন্নত নামে সুপরিচিত।আল্লাহ তাআলা তার রাসুল (সা.)-কে অনুসরণ করতে বলেছেন। সুন্নতের অনুসরণ মানে রাসুলের অনুকরণ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ‘যে রাসুলের আনুগত্য করল, সে প্রকৃতপক্ষে আল্লাহরই আনুগত্য করল।’ (সুরা আন-নিসা, আয়াত : ৮০)

পোস্টের কমেন্টে দেওয়া ভিডিওতে নবী করিম (সা.)-এর চমৎকার কিছু সুন্নত নিয়ে আলোচনা করা হয়েছে। যেগুলো পালন করা খুব সহজ ও বরাবরের মতো চমৎকার ফলপ্রসূ।

বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারেন।

লিংক কমেন্টে...

মনমুগ্ধকর গ্রামের দৃশ্য। দোকান ছোট হলেও ব্যবসায়ী।
12/12/2024

মনমুগ্ধকর গ্রামের দৃশ্য। দোকান ছোট হলেও ব্যবসায়ী।

যদি চিনে থাকেন তাহলে বুঝবো আপনার ছোট বেলাটা মধুর ছিলো।
10/12/2024

যদি চিনে থাকেন তাহলে বুঝবো আপনার ছোট বেলাটা মধুর ছিলো।

দোকানের নামের সাথে “মেসার্স” অথবা “ট্রেডার্স” কেন লেখা থাকে?মেসার্স: 'মেসার্স' ইংরেজি শব্দটি সাধারণত বিভিন্ন বাণিজ্যিক প...
09/12/2024

দোকানের নামের সাথে “মেসার্স” অথবা “ট্রেডার্স” কেন লেখা থাকে?

মেসার্স: 'মেসার্স' ইংরেজি শব্দটি সাধারণত বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামের আগে ব্যবহৃত হতে দেখা যায়। কিন্তু এই শব্দটি বেশির ভাগ ক্ষেত্রেই ভুলভাবে ব্যবহার করা হয় আমাদের দেশে। অজ্ঞতা এবং অসচেতনতার কারণেই এটা হয়ে থাকে।

'মেসার্স’ শব্দটি ইংরেজি ‘মিস্টার’ শব্দের বহুবচন। সুতরাং যেসব বাণিজ্যিক প্রতিষ্ঠানের নাম কোনো মানুষের নামে এবং তার সঙ্গে অন্য আরো মানুষের সংশ্লিষ্টতা প্রকাশ করে (যেমন ‘আলম অ্যান্ড ব্রাদার্স’ বা ‘গণেশ অ্যান্ড কম্পানি’), সেসব বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামের ক্ষেত্রে ‘মেসার্স’ শব্দটি ব্যবহার করা যেতে পারে। তবে যেসব বাণিজ্যিক প্রতিষ্ঠানের নাম কোনো মানুষের নামে নয় (যেমন ‘কর্ণফুলী ট্রেডার্স’ বা ‘সুন্দরবন কুরিয়ার সার্ভিস’), সেসব প্রতিষ্ঠানের নামের আগে ‘মেসার্স’ শব্দটির ব্যবহার সঠিক নয়।

আবার আমরা যেমন নিজেরা নিজেদের নাম বলার ক্ষেত্রে ‘মিস্টার’, ‘জনাব’ বা ‘শ্রী’ বলি না (উদাহরণস্বরূপ কারো নাম জিজ্ঞেস করলে তিনি যেমন নিজের নাম ‘আমার নাম মিস্টার নূরুল আলম’ বা ‘আমার নাম শ্রী মোহন লাল মহাজন’ বলেন না), বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ‘মেসার্স’ শব্দটির ব্যবহার অনুরূপ হওয়া উচিত। অর্থাৎ কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের নাম (আলম অ্যান্ড ব্যাদার্স বা ‘গণেশ অ্যান্ড কম্পানি’ হলেও নিজে ‘মেসার্স’ শব্দটি ব্যবহার করা যাবে না (যেমন সাইন বোর্ডে, লেটার হেডে, বিভিন্ন লাইসেন্সে ইত্যাদি)। এই ক্ষেত্রে ওই প্রতিষ্ঠানগুলোকে উদ্দেশ্য করে বাইরে থেকে কেউ যখন যোগাযোগ করবেন (যেমন চিঠি বা ই-মেলের মাধ্যমে), তখন তাঁরা লিখবেন ‘মেসার্স আলম অ্যান্ড ব্রাদার্স’ বা ‘মেসার্স গণেশ অ্যান্ড কম্পানি’। এটাই অভিপ্রেত এবং শোভনীয়।

আবার ‘মিস্টার’ শব্দটি পুংলিঙ্গ এবং ‘মেসার্স’ শব্দটি তার বহুবচন হলেও কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের নামে, কোনো স্ত্রীলোকের নামে হলে এবং তার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে (যেমন ‘নাসিমা অ্যান্ড ব্রাদার্স’), উপরিউক্ত নিয়মে এই ক্ষেত্রেও ‘মেসার্স’ শব্দটি ব্যবহার করা যায়।

ব্রাদার্স: ইংরেজি Brothers এর বাংলা ( বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে) অর্থ হল পেশা, সমিতিভুক্ত ব্যক্তিবর্গ।

ট্রেডার্স : ইংরেজি Trade শব্দের বাংলা অর্থ ব্যবসায় এবং ট্রেডার্স এর অর্থ ব্যবসায়ী ( বহুবচন)।

বাঘের জিহ্বা, এতটাই শক্তিশালী যে, একটি প্রাণীর হাড় থেকে মাংস আলাদা করতে পারে ।
09/12/2024

বাঘের জিহ্বা, এতটাই শক্তিশালী যে, একটি প্রাণীর হাড় থেকে মাংস আলাদা করতে পারে ।

07/12/2024

কিয়ামতের আগে যে ৩টি বড় আলামত দেখা যাবেঃ

১. সমস্ত পৃথিবীতে একসাথে ৩বার ভূমিকম্প হবে!!
২. ৩দিনের সমান একটি রাত হবে, যে রাতের ৩দিন পর সকাল হবে!!
৩. সকাল বেলা হঠাৎ সূর্য পশ্চিম দিকে উঠবে, কোরআনের লেখা সব সাদা হয়ে যাবে!!

আল্লাহ্ সবাই বুঝার তৌফিক দান করুক আমিন! 🖤

07/12/2024

ভারতীয়দের জন্য ভিসা সীমিত করলো বাংলাদেশ ♥️

05/12/2024
আল্লাহ্ রব্বুল আলামীন বলেন,"যদি তোমরা শুকরিয়া আদায় কর, তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, নিশ্চ...
05/12/2024

আল্লাহ্ রব্বুল আলামীন বলেন,

"যদি তোমরা শুকরিয়া আদায় কর, তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, নিশ্চয় আমার আযাব বড় কঠিন।"

সূরা ইব্রাহীম, আয়াত || ৭

আহ কি সুন্দর হাসি
05/12/2024

আহ কি সুন্দর হাসি

Address

Kulaura
3231

Alerts

Be the first to know and let us send you an email when জ্ঞানের সন্ধানে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share