Saeef's daily sh*tposts

Saeef's daily sh*tposts Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Saeef's daily sh*tposts, Digital creator, Moulvibazar, Kulaura.

03/08/2024
14/06/2024

"নামাজ আপনাকে শক্তিশালী করে তুলবে। কখনোই নামাজ ছেড়ে দিবেন না। যদি নামাজের পবিত্র অনুভূতি অন্তরে অনুভব না করেন, তবু পড়ুন। যদি অলসতা লাগে, তবু পড়ুন। যদি ইচ্ছে না করে, তবু পড়ুন। মন যদি অন্য কিছুতে আচ্ছন্ন হয়ে থাকে, তবু পড়ুন। কারণ, যদি নামাজ ছেড়ে দেন তাহলে আপনি দুর্বল থেকে দুর্বলতর এবং একেবারে দুর্বলতম ব্যক্তিতে পরিণত হলেন। আপনার আর কিছুই নেই, পুরা দেউলিয়া হয়ে গেলেন।"🖤

_(উস্তাদ নোমান আলি খান)

"নিশ্চয় নামাজ অশ্লীল ও মন্দকাজ থেকে দূরে
রাখে!"🤍

-(সুরা আনকাবুত: ৪৫)

06/06/2024

রাসূলুল্লাহ্ الله سلام বলেছেনঃ
আমার উম্মাতের সত্তর হাজার লোক বিনা হিসেবেই জান্নাতে প্রবেশ করবে। তারা হবে এমন লোক, যারা ঝাড়ফুঁকের আশ্রয় নেয় না, শূভ অশুভ মানে না এবং তাদের প্রতিপালকের উপরই ভরসা রাখে।

সহিহ বুখারী, হাদিস নং ৬৪৭২

04/05/2024

চোখের সামনে তরতাজা বাপ বুড়ো হচ্ছে, মায়ের চা'মড়ায় ভাজ পরতাছে, আপন মানুষের সঙ্গে দূরত্ব বাড়ছে, বন্ধুরা দূরে সরে যাচ্ছে। দায়িত্ব কাঁধে ভর করতেছে, একা হয়ে যাচ্ছি। এই হাসি, এই কান্না। হুটহাট মন খারাপ। ডি'প্রে'শন। বাস্তবতা শরীর থেকে ঘাম বের করছে। জীবন কোথায় নিয়ে যাচ্ছে আমি জানিনা, একদমই জানিনা।

30/01/2024

আমরা কিছু মানুষকে দাম দিতে গিয়ে নিজেদের দাম কমিয়ে ফেলি।

20/12/2023

প্রতি মিনিটে কত মানুষ মারা যায়। শুকরিয়া মহান আল্লাহ আমাকে আপনাকে সুস্থ্য রেখেছেন, আলহামদুলিল্লাহ্।

সকল কে মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩
16/12/2023

সকল কে মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩

13/12/2023

মানুষের চেয়ে মহান আল্লাহ'কে খুশি করা সহজ। সৃষ্টিকে নয়, স্রষ্টাকে খুশি করার চেষ্টা করুন। জীবন সুন্দর হবে 'ইনশাআল্লাহ'!' ✨🤍

04/12/2023

কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে, আবার এমন কিছু মানুষ আছে সম্পর্ক বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে।

29/11/2023

আমি তোমার, তুমি অন্যজনের, অন্যজন আরেকজনের..🙂

28/11/2023

“নিয়্যাহ-এর প্রকৃত স্থান হলো অন্তরে, জিহবায় নয়।”

— ইমাম ইবনে তাইমিয়্যা

28/11/2023

বাঁচো আজকের জন্য। গতকাল কী হয়েছে ভুলো। আগামীকাল কী হবে সে ভাবনা ছুঁড়ো। তবেই তুমি হবে দুনিয়ার সবথেকে সুখী মানুষ।

বই—ডিপ্রেশন
লেখা—আদিব সালেহ।

02/11/2023

মাঝরাতে আমাকে অনলাইনে দেখলে মেসেজ করবেন না, আমি কি করছি, আসলে আমি তখন তন্ত্র সাধনা করি, ফাঁদে পড়ে যাবেন!

19/08/2023

শরীর স্পর্শ করার সুযোগ পেয়েও যে পুরুষ আপনার কপাল বেছে নেয়, সে নিঃসন্দেহে আপনার প্রেমিক হওয়ার যোগ্যতা রাখে ❤️

19/08/2023

রাজনীতি তখনই বুঝেছিলাম যেদিন ক্লাস ক্যাপটেন আমাদের ভোটে জিতে আমাদেরই নাম বোর্ডে তুলে স্কুল শিক্ষককে দিতো! 🙂

17/08/2023

সেজদায় রত অবস্থায় আল্লাহর নৈকট্য সবচাইতে বেশি লাভ হয়।

17/08/2023

অসহায়ত্ব আল্লাহর কাছে প্রকাশ করলে মর্যাদা বৃদ্ধি পায় আর মানুষের কাছে প্রকাশ করলে মর্যাদা হ্রাস পায়।

Address

Moulvibazar
Kulaura

Alerts

Be the first to know and let us send you an email when Saeef's daily sh*tposts posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saeef's daily sh*tposts:

Share