Baramchal AL-Islah বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ ১নং বরমচাল ইউনিয়ন পরিষদ

  • Home
  • Bangladesh
  • Kulaura
  • Baramchal AL-Islah বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ ১নং বরমচাল ইউনিয়ন পরিষদ

Baramchal AL-Islah বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ ১নং বরমচাল ইউনিয়ন পরিষদ ইসলামীক রাজনীতি
১ মার্চ ১৯৭৯ ইং

16/12/2024

হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর ১৭ তম বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল আগামী ১৫ জানুয়ারি।

হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর স্মরণে ১৭ তম বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল আগামী ১৫ জানুয়ারি, বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। মাহফিলটি ফুলতলী ছাহেব বাড়ি সংলগ্ন বালাই হাওর, জকিগঞ্জ, সিলেটে সকাল ১০টা থেকে পরদিন ফজর পর্যন্ত চলবে।

এবারের মাহফিলে প্রধান বক্তা হিসেবে হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী, বড় ছাহেব কিবলাহ ফুলতলী, গুরুত্বপূর্ণ তালীম ও তবরিয়াত প্রদান করবেন। এছাড়াও, ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর মুরিদীনদের অংশগ্রহণে ধর্মীয় ও সামাজিক আলোচনার মাধ্যমে এই মাহফিলের আয়োজন করা হয়েছে।

আয়োজনটির ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে থাকছে ঈসালে সাওয়াব মাহফিল বাস্তবায়ন কমিটি। এতে দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসলমানদের মাহফিলে যোগদানের আহ্বান জানানো হয়েছে।

হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) ছিলেন উপমহাদেশের একজন বিখ্যাত ইসলামিক চিন্তাবিদ, ওলী ও সমাজ সংস্কারক। তাঁর স্মরণে প্রতি বছর এই মাহফিলের আয়োজন করা হয়, যা সিলেটের মুসলিম সমাজে একটি বিশেষ ঐতিহ্য হিসেবে পালন করা হয়।

স্থান: ফুলতলী ছাহেব বাড়ি, জকিগঞ্জ, সিলেট
তারিখ: ১৫ জানুয়ারি, বুধবার
সময়: সকাল ১০টা থেকে পরদিন ফজর পর্যন্ত

সকল ধর্মপ্রাণ মুসলমানদের মাহফিলে উপস্থিত হয়ে ইসালে সাওয়াবের অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছে আয়োজক কমিটি।

🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!
30/11/2024

🎉 Just completed level 3 and I'm so excited to continue growing as a creator on Facebook!

বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ্ ১নং বরমচাল ইউনিয়ন শাখার কার্যালয়ে মঙ্গলবার বাদ এশানির্বাচনী সম্মেলনের মতবিনিময় সভায় প্রধান অ...
27/11/2024

বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ্ ১নং বরমচাল ইউনিয়ন শাখার কার্যালয়ে মঙ্গলবার বাদ এশা
নির্বাচনী সম্মেলনের মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন আল ইসলাহ্ কুলাউড়া উপজেলার সহ সভাপতি ইন্জিনিয়ার আবুল আহমদ, সহ সভাপতি আবু আইয়ুব আনসারী, সহ সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই, সাংগঠনিক সম্পাদক হাফিজ বদরুল ইসলাম সহ বরমচাল ইউনিয়ন আল ইসলাহ্ এর উপদেষ্টা ও দায়িত্বশীল বৃন্দ।

২৬ নভেম্বর ২০২৪ ইংরেজি
এডমিন Ahmed Shipu

আসসালামু আলাইকুম। বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ এবং তালামীযে ইসলামীয়া ১ নং বরমচাল ইউনিয়ন  শাখার সকলের অবগতির জন্য জানানো যা...
25/11/2024

আসসালামু আলাইকুম।

বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ এবং তালামীযে ইসলামীয়া ১ নং বরমচাল ইউনিয়ন শাখার সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ২৬|১১|২০২৪ ইং রোজ মঙ্গলবার বাদ এশা বরমচাল ইউনিয়ন তালামীযের কার্যালয়ে এক জরুরি সভার আয়োজন করা হয়েছে।

উক্ত সভায় কুলাউড়া উপজেলা আল-ইসলাহ এর দায়িত্বশীল নেতারা উপস্থিত থাকবেন।
বরমচাল ইউনিয়ন আল-ইসলাহ এবং তালামীযে ইসলামীয়া এর সকল দায়িত্বশীলবৃন্দ এবং সকল নেতৃবৃন্দের একান্ত উপস্থিতি কামনা করছি।

আহব্বান ক্রমে
সভাপতি / সম্পাদক
বরমচাল ইউনিয়ন আল-ইসলাহ

19/11/2024

বরমচাল হযরত শাহ কালা (রহ:) মাজারে ওরস বন্ধের দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে এলাকার যুব সমাজের আবেদন।

প্রতি বছর ১২ ডিসেম্বর হইতে ১৬ই ডিসেম্বর পর্যন্ত বরমচাল হযরত শাহ কালা (রহ:) মাজার প্রাঙ্গনে ওরস মাহফিল অনুষ্টিত হয়ে আসছে বহু বছর থেকেই।

সম্প্রতি বরমচাল ইউনিয়নের ৭নং ওয়ার্ডবাসী সহ অনেক গণ্যমান্য ব্যাক্তিবর্গ উক্ত ওরস মাহফিলের উপর নানা ধরনের অভিযোগ করেছেন এবং বন্ধের দাবী জানিয়েছেন।
তার পরিপেক্ষিতে, আজ ১৮ নভেম্বর(সোমবার) এলাকার যুব সমাজ একত্রিত হয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে ওরসের বিরুদ্ধে অভিযোগ লিখেন এবং বন্ধের জন্য আবেদন করেন। তাদের অভিযোগের মধ্যে বেহায়াপনা,মদ-গাজার ও জোয়ার আসর,অশ্লীল নাচ গান সহ আরো বেশ কয়েকটি অভিযোগ তুলেছেন।এছাড়াও তারা আরো যুক্ত করেছেন যে,উক্ত ওরসকে কেন্দ্র করে যে মেলা বসে সেখানে মারামারি,ছেলে-মেয়েদের অবাধ বিচরণ ঘটে এবং এলাকায় চুরির আতঙ্ক সৃষ্টি হয়।

এলাকার যুব সমাজের গণ স্বাক্ষরিত এই আবেদন পত্রটি গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার এবং তাদের যথা সম্ভব আশ্বাস দেন।তার পাশাপাশি উক্ত আবেদন পত্রটি অতিরিক্ত পুলিশ সুপার-কুলাউড়া সার্কেল,অফিসার ইনচার্জ-কুলাউড়া থানা এবং বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবরও প্রেরণ করা হয়।

আনজুমানে আল ইসলাহ কানাডা শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন১০ নভেম্বর ২০২৪, রবিবার, কানাডার টরন্টো শহরের একটি অভিজাত রেস্টুর...
11/11/2024

আনজুমানে আল ইসলাহ কানাডা শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন

১০ নভেম্বর ২০২৪, রবিবার, কানাডার টরন্টো শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে আনজুমানে আল ইসলাহ কানাডা শাখার কাউন্সিল। মাওলানা তরিকুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি এবং প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় পরিষদের সদস্য, কমলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা এম.এ.ওহাব।

কাউন্সিলে মাওলানা মোঃ নুরুল ইসলামকে সভাপতি, হাফেজ মোহাম্মদ আব্দুল মুক্তাদির সোহেলকে জেনারেল সেক্রেটারি এবং মোঃ হুমায়ুন রশিদ রকিকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবনির্বাচিত কমিটির অন্যান্য দায়িত্বশীল সদস্যরা হলেন:

সহ-সভাপতি: ক্বারী মাওলানা আব্দুল কাইয়ুম, হাফেজ ক্বারী মোঃ ফয়ছল আহমেদ
সহ-সাধারণ সম্পাদক: হাফেজ মাওলানা জামাল উদ্দিন, মাওলানা তরিকুল ইসলাম এ.টি.এম
সহ-সাংগঠনিক সম্পাদক: মোঃ খালেদ আহমেদ, সাইফুল ইসলাম
প্রচার সম্পাদক: এম সিদ্দিকুর রহমান মুন্সী, সহ-প্রচার: মোঃ ইমরান আহমেদ, মোঃ আব্দুল হাকিম
তথ্য ও প্রযুক্তি সম্পাদক: হাফেজ মোঃ কামরান উদ্দীন, সহ-তথ্য ও প্রযুক্তি: মোঃ আমিনুল ইসলাম ফাহিম
অর্থ সম্পাদক: মোঃ আব্দুল আহাদ বাবুল
প্রশিক্ষণ সম্পাদক: হাফেজ মাওঃ আবু হানিফা, সহ-প্রশিক্ষণ: হাফেজ মোঃ আব্দুল আহাদ
শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক: আব্দুস সালাম শিবলী, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক: মোঃ লুতফুর রহমান বাবুল
পাঠাগার সম্পাদক: মোঃ এমদাদুল হক, সহ-পাঠাগার: মোঃ সাইদুর রহমান রুমেল
সদস্য: আতিকুর রহমান, আব্দুল জলিল, রাসেল আহমেদ, হাফেজ শোয়েব আহমেদ, জাকারিয়া আলম, মিজানুর রহমান, আব্দুল কালাম, সায়েম আহমেদ, জিয়া উদ্দীন, জাকির হোসেন, রায়হান আহমেদ, জহিরুল হক, আলাল আহমেদ, জুবেদ আহমেদ, শাহান আহমেদ, মামুন আহমেদ।

নতুন কমিটি সংগঠনের উন্নতি ও দ্বিনি কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য কাজ করবে এই কামনা।

পবিত্র ঈদে মীলাদুন্নবী (সাঃ) উদযাপন  উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া ১ নং বরমচাল ইউনিয়ন শাখার আ...
01/10/2024

পবিত্র ঈদে মীলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া ১ নং বরমচাল ইউনিয়ন শাখার আয়োজনে
*আলোচনা সভা ও মিলাদ মাহফিল সম্পুর্ণ।

‎‫بلغ العلم بكمالة‬‎ ‎‫کشاف الدجى بجماله‬‎ ‎‫حسَنَتْ جَمِيعٌ‬‎ ‎‫خِصَاله ملوا عليه واله‬‎

তাং: ১ অক্টোবর ২০২৪ ইং।
২৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী।
রোজ: মঙ্গলবার
স্থান: বরমচাল ইউনিয়ন পরিষদ হল রুম।

18/09/2024

আগামীকাল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে ভাটেরা ইউনিয়ন তালামীযের আয়োজনে মোবারক র‍্যালী সফল হউক।।

Address

Baramchal, Moulvibazar
Kulaura
3236

Alerts

Be the first to know and let us send you an email when Baramchal AL-Islah বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ ১নং বরমচাল ইউনিয়ন পরিষদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Baramchal AL-Islah বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ ১নং বরমচাল ইউনিয়ন পরিষদ:

Videos

Share