Priyo Kulaura - প্রিয় কুলাউড়া

Priyo Kulaura - প্রিয় কুলাউড়া জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল 'প্রিয় কুলাউড়া'
(6)

29/06/2024

প্রিয় কুলাউড়া'র আয়োজনে বন্যার্থদের মধ্যে প্রাথমিক চিকিৎসা ও ফ্রি ঔষধ বিতরণ

জনপ্রিয় অনলাইন পোর্টাল 'প্রিয় কুলাউড়া'র আয়োজনে কুলাউড়া রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে বন্যার্থদের মধ্যে প্রাথমিক চিকিৎসা ও ফ্রি ঔষধ বিতরণ করা হয়েছে।
ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ২৯ জুন শনিবার প্রাথমিক চিকিৎসা ও জ্বর, সর্দি, কাশি, পেটের অসুখ, গ্যাষ্টিক এর ঔষধ ফ্রি বিতরণ করা হয়।

মেডিকেল ক্যাম্পের শুরুতে প্রিয় কুলাউড়ার সহ-সম্পাদক নাজমুল বারী সোহেলের সঞ্চালনায়, সম্পাদক এ কে এম জাবের এর সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া পৌরসভার মহিলা কাউন্সিলর তাসলিমা সুলতানা মনি , প্রিয় কুলাউড়ার পরিচালক ডাঃ হেমন্ত চন্দ্র পাল, সবুজ সিংহ ক্লাবের সভাপতি সংবাদকর্মী রুবেল বখস পাভেল, কুলাউড়া'র বার্তা প্রতিষ্ঠাতা ইব্রাহিম আলী, প্রিয় কুলাউড়া'র স্টাফ রিপোর্টার মাসুদ আহমদ, লংলা পরগনা প্রতিনিধি আরিয়ান রিয়াদ প্রমুখ।

কুলাউড়ায় বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগী, ক্ষুদ্র নৃতাত্ত্বিক শিক্ষার্থী ও ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় উপকারভোগীদ...
29/06/2024

কুলাউড়ায় বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগী, ক্ষুদ্র নৃতাত্ত্বিক শিক্ষার্থী ও ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

কুলাউড়া পৌরসভার আয়োজনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নগর পরিচালনা অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP) দিনব্যাপী ৩ টি উঠান ব...
29/06/2024

কুলাউড়া পৌরসভার আয়োজনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নগর পরিচালনা অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP) দিনব্যাপী ৩ টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এই উঠান বৈঠকে পৌরসভার কাউন্সিলর তাছলিমা সুলতানা মনি’র সভাপতিত্বে ৪, ৫ ও ৮নং ওয়ার্ডে সভা অনুষ্ঠিত হয়।

সবুজ সিংহ কুলাউড়া ক্লাবের পক্ষ থেকে তিন শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণমৌলভীবাজারের কুলাউড়ার বৃহত্তর সামাজিক...
28/06/2024

সবুজ সিংহ কুলাউড়া ক্লাবের পক্ষ থেকে তিন শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

মৌলভীবাজারের কুলাউড়ার বৃহত্তর সামাজিক সংগঠন সবুজ সিংহ কুলাউড়া ক্লাবের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে শুকনা খাবার বিতরণ করা হয়েছে,

বৃহস্পতিবার-২৭ জুন দুপুর ১২টার সময় কুলাউড়া ৬নং কাদিপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড পূর্ব মনসুর এলাকা ও পৌরসভার ৪নং ওয়ার্ড উত্তর মাগুরা ও সাদেকপুর এলাকায় পানিবন্দি তিন শতাধিক পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সবুজ সিংহ কুলাউড়া ক্লাবের সভাপতি রুবেল বখস পাভেল, সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমদ মাহি, আব্দুল বাসিদ, আলমগীর হোসেন বখস, জুয়েল আহমদ, সিপার বখস, আবু সায়েম রিংকু বখস, কাতার প্রবাসী কবির আহমদ, সামাদ বখস, আজহার সাকিব, সায়েদ আহমদ, রুহুল আমিন,শিপন আহমদ,রুবেল হোসেন, রাজের আহমদ, নাবিলা আহমদ, বিকাশ, গোবিন্দ চন্দ্র দাস, ফাহিম আহমদ,সুয়েব, শুভ পাল, শারজিল আহমদ প্রমুখ।

শুকনো খাবার অতি প্যাকেটে ছিল চিড়া-৫০০ গ্রাম, চিনি-৩০০গ্ৰাম,টিপ বিস্কুট ১ প্যাকেট, এসএমসির ওরস্যালাইন ২প্যাকেট,করে তিন শতাধিক পরিবারের বাসা-বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া হয়, এ সময় সবুজ সিংহ ক্লাবের সভাপতি বলেন প্রাকৃতিক যেকোনো বিপর্যয়ে সবুজ সিংহ ক্লাব মানুষের পাশে থাকে যখন যুবসমাজ মাদকের দিকে ঝুঁকছে তখন এক যাক তরুণ মেধাবী দের নিয়ে বন্যায় পানিবন্দি হয়ে পড়া মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করছি সমাজের বিদ্যবানরা এগিয়ে এলে ইনশাআল্লাহ বন্যায় কিছুটা দুর্ভোগ কমবে মানুষের।

27/06/2024

'প্রিয় কুলাউড়া'র আয়োজনে বন্যার্থদের মধ্যে প্রাথমিক চিকিৎসা ও ফ্রি ঔষধ বিতরণ

জনপ্রিয় অনলাইন পোর্টাল 'প্রিয় কুলাউড়া'র আয়োজনে কুলাউড়ায় বন্যার্থদের মধ্যে প্রাথমিক চিকিৎসা ও ফ্রি ঔষধ বিতরণ করা হয়েছে। ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ২৬ জুন বুধবার আমেরিকা প্রবাসী মোহাম্মদ মুকিত চৌধুরীর পৃষ্টপোষকতায় দিনব্যাপি কুলাউড়া উপজেলার হাকালুকি হাওরপারের ভুকশিমইল এলাকায় বানভাসী মানুষের মধ্যে এসব প্রাথমিক চিকিৎসা ও জ্বর, সর্দি, কাশি, পেটের অসুখ, গ্যাষ্টিক এর ঔষধ ফ্রি বিতরণ করা হয়।

মেডিকেল ক্যাম্পের শুরুতে প্রিয় কুলাউড়ার সহ-সম্পাদক নাজমুল বারী সোহেলের সঞ্চালনায় সম্পাদক এ কে এম জাবের এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রিয় কুলাউড়ার উপদেষ্টা সরোওয়ার আলম বেলাল, মোক্তাদির হোসেন, ডাঃ হেমন্ত চন্দ্র পাল, কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক সামছুদ্দিন বাবু, প্রিয় কুলাউড়ার স্টাফ রিপোর্টার আশিকুল ইসলাম বাবু, রুহুল আমিন রাজ্জাক। মুঠোফোনে শুভেচ্ছা জানান প্রিয় কুলাউড়ার পরিচালক মোঃ আনিসুর রহমান চৌধুরী লিটু, ফ্রান্স প্রবাসী ফয়েজ আহমদ তপন ও যুক্তরাজ্য প্রবাসী রাসু আহমদ।

বক্তারা সামাজিক কার্যক্রমের ধারাবিকতা বজায় রাখার আশ্বাস প্রদান করেন।

27/06/2024

⭕ Live: সংবাদ সম্মেলন: পশ্চিম মনসুর এলাকার মো: আকদ্দছ আলী ও পরিবার বর্গের সংবাদ সম্মেলন ….

27/06/2024

ব্রাহ্মণবাজারে ঐতিহ্যবাহী মৌসুমি ফলের হাট।

#ব্রাহ্মণবাজার, কুলাউড়া।

🫵 (তথ্য, নিউজ ও পরবর্তী সকল পোষ্ট পেতে পেইজটি লাইক দিয়ে রাখুন)
LIKE || COM MENTS || SHARE
#কুলাউড়া #প্রিয়_কুলাউড়া #প্রিয়কুলাউড়া #কুলাউড়ার_খবর #নিউজ_কুলাউড়া #কুলাউড়া_নিউজ

ব্রাহ্মণবাজারে ঐতিহ্যবাহী মৌসুমি ফলের হাট।  #ব্রাহ্মণবাজার, কুলাউড়া।
27/06/2024

ব্রাহ্মণবাজারে ঐতিহ্যবাহী মৌসুমি ফলের হাট।

#ব্রাহ্মণবাজার, কুলাউড়া।

26/06/2024

⭕Live: অনলাইন পোর্টাল প্রিয় কুলাউড়ার আয়োজনে বন্যাদুর্গতদের মধ্যে ঔষধ ও মাওলানা শাহ সৈয়দ রাশিদ আলী (রা.) ফাউন্ডেশনের পক্ষ থেকে ভুকশিমইল ইউনিয়ন এর বন্যা দুর্গতদের মধ্যে খাদ্যে সহায়তা ও উপহার সামগ্রী প্রদান...

25/06/2024

⭕LIVE: কুলাউড়ায় বৃষ্টি ঝরছে অঝোরে...

শিশু রিয়ান কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের মুক্তাজিপুর গ্রামের বটুল মিয়ার ছেলে।
25/06/2024

শিশু রিয়ান কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের মুক্তাজিপুর গ্রামের বটুল মিয়ার ছেলে।

জনপ্রিয় অনলাইন পত্রিকা, স্বপ্নযাত্রায় প্রিয় কুলাউড়া

ব্রাহ্মণবাজারে ঐতিহ্যবাহী মৌসুমি ফলের হাট। ছবি: তারা মিয়া। ২৪.৬.২০২৪
24/06/2024

ব্রাহ্মণবাজারে ঐতিহ্যবাহী মৌসুমি ফলের হাট।
ছবি: তারা মিয়া। ২৪.৬.২০২৪

24/06/2024

কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ঘাগটিয়া গ্রামে পা'গ'লা কু'কু'রে'র কা'ম'ড়ে আহত ৫ জন

24/06/2024

#কুলাউড়া উপজেলার #জয়চন্ডী ইউনিয়নের #ঘাগটিয়া গ্রামে কুকুরের কামড়ে আহত ২ জন...

বানভাসির মধ্যে কেউ আশ্রয় কেন্দ্রে অথবা উঁচু স্থানে, আবার অনেকেই নিজের গবাদি পশু নিয়ে উঁচু স্থানে অবস্থান করছেন। এখন ওই স...
24/06/2024

বানভাসির মধ্যে কেউ আশ্রয় কেন্দ্রে অথবা উঁচু স্থানে, আবার অনেকেই নিজের গবাদি পশু নিয়ে উঁচু স্থানে অবস্থান করছেন। এখন ওই সব এলাকার বানভাসি মানুষ দুর্ভোগে পড়েছেন।
আশ্রয়কেন্দ্রে সরকারী ও বেসরকারীভাবে বানবাসীদের শুকনো খাবার ও জরুরী ত্রান সামগ্রী দেয়া হচ্ছে তবে আশ্রয়কেন্দ্রগুলোতে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সমস্যা রয়েছে।
- বিস্তারিত কমেন্টে

23/06/2024

বর্ষায় হাকালুকি হাওর, থই থই করছে পানি

কুলাউড়া পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডে বন্যার্থ মানুষের মধ্যে ত্রান বিতরণ …
23/06/2024

কুলাউড়া পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডে বন্যার্থ মানুষের মধ্যে ত্রান বিতরণ …

মাও: শাহ সৈয়দ রাশিদ আলী (র:) ফাউন্ডেশনের পক্ষ থেকে ২য় দিনের মতো জয়চন্ডী ইউনিয়নের বন্যার্থ মানুষের মধ্যে ত্রান বিতরণ।
22/06/2024

মাও: শাহ সৈয়দ রাশিদ আলী (র:) ফাউন্ডেশনের পক্ষ থেকে ২য় দিনের মতো জয়চন্ডী ইউনিয়নের বন্যার্থ মানুষের মধ্যে ত্রান বিতরণ।

22/06/2024

কুলাউড়ায় রেলপথের কিছু স্থানে পানি উঠে গেছে

ভারী বর্ষণ ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কুলাউড়ায় রেলপথের কিছু স্থানে পানি উঠে গেছে। উপজেলার কুলাউড়া জংশন ও ছকাপন রেলস্টেশনের মাঝখানে রেলপথে পানি ওঠায় ওই অংশে ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে ট্রেন চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। রেলওয়ের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন। সুত্র: প্রথম আলো

20/06/2024

বন্যা, সিলেটের যোগাযোগ ব্যবস্থাসহ #কুলাউড়া, #মৌলভীবাজার, #সিলেট ও জাতীয় ইস্যুতে মহান জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন এমপি শফিউল আলম চৌধুরী #নাদেল

কুলাউড়ায় রেলপথে পানি ওঠায় ট্রেনের গতি ঘণ্টায় ১০ কিলোমিটার রাখার নির্দেশভারী বর্ষণ ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে মৌলভীবাজার...
20/06/2024

কুলাউড়ায় রেলপথে পানি ওঠায় ট্রেনের গতি ঘণ্টায় ১০ কিলোমিটার রাখার নির্দেশ

ভারী বর্ষণ ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কুলাউড়ায় রেলপথের কিছু স্থানে পানি উঠে গেছে। উপজেলার কুলাউড়া জংশন ও ছকাপন রেলস্টেশনের মাঝখানে রেলপথে পানি ওঠায় ওই অংশে ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে ট্রেন চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। রেলওয়ের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন। সুত্র: প্রথম আলো

20/06/2024

বন্যাকবলিত এলাকায় বিএনপি নেতা এড. আবেদ রাজা

হাজী মোঃ রজব আলী'র ইন্তেকাল, শোক প্রকাশ কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লহরাজপুর গ্রামের বাসিন্দা বহির্বিশ্ব জাতীয়তাবা...
19/06/2024

হাজী মোঃ রজব আলী'র ইন্তেকাল, শোক প্রকাশ

কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লহরাজপুর গ্রামের বাসিন্দা বহির্বিশ্ব জাতীয়তাবাদী যুব ফোরাম কুলাউড়া উপজেলা শাখার সহ সভাপতি আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিনের চাচা সমাজসেবক হাজী মোঃ রজব আলী আর নেই। বুধবার (১৯ জুন) সকাল ৯টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন- ইন্নালিল্লাহি.. ওয়া..রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন। ঐদিন বিকেল ৫টা ৪৫ মিনিটে বাংলাটিলা শাহী ঈদগাহ মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

বহির্বিশ্ব জাতীয়তাবাদী যুব ফোরাম কুলাউড়া উপজেলা শাখার সহ সভাপতি আরব আমিরাতের বিশিষ্ট্য বযাবসায়ী রুহুল আমিনের চাচা আরব আমিরাতের বিশিষ্ট্য ব্যাবসায়ী ও টিলাগাও হাজী তাহির আলী কমিউনিটি সেন্টারের সত্বাধীকারী রজব আলী সাহেবের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন যুব ফোরামের সভাপতি আলাল খান, সাধারণ সম্পাদক বাহার ও সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসাইন রুবেল এছাড়াও গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম টিলাগাঁও ইউপি শাখার পক্ষে সংগঠনের সভাপতি আব্দুল কাদির ও সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক রুবেল আহমদ।
তারা এক শোক বার্তায় বলেন বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম টিলাগাঁও ইউপি শাখার প্রতিষ্টা কালীন সাধারন সম্পাদক রুহুল আমিনের চাচা আমাদের এলাকার সর্বজন শ্রদ্ধেয় মুরব্বি হাজী রজব আলী সাহেবের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। এছাড়াও টিলাগাঁও ইউনিয়নের কৃতি সন্তান সিলেট জেলা ছাত্র দলের যুগ্ন সম্পাদক এডভোকেট পলাশ চন্দ্র ধর ও মৌলভীবাজার জেলা ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসাইন রুবেল ও মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ।

19/06/2024

অতিবৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে কুলাউড়ায় সৃষ্টি হওয়া বন্যায় প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন মৌলভীবাজার দুই কুলাউড়া আসনের মাননীয় সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল

19/06/2024

গত ২৪ ঘন্টায় (মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার ৬টা পর্যন্ত) ১০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং বুধবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৫৫ মিলিমিটার বৃষ্টি ঝরেছে

সুত্র: সিলেট আবহাওয়া অফিস

19/06/2024

কুলাউড়ায় বন্যার্তদের খোঁজ নিতে প্রধানমন্ত্রী'র প্রটোকল অফিসার (২) মোহাম্মদ আবু জাফর রাজু

কুলাউড়া প্রবাসী পরিষদ সৌদি আরব এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন - নিউজ লিঙ্ক কমেন্টে
19/06/2024

কুলাউড়া প্রবাসী পরিষদ সৌদি আরব এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন - নিউজ লিঙ্ক কমেন্টে

ভারি বর্ষনে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিত্র...
18/06/2024

ভারি বর্ষনে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিত্র...

18/06/2024

বন্যা দূর্গতদের জন্য রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে …

18/06/2024

দূর্ভোগ | ভারি বৃষ্টির কবলে #কুলাউড়া | বিভিন্ন এলাকা পানিতে নিমজ্জিত | বন্যা দূর্গতদের জন্য রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে

Address

Kulaura
3230

Alerts

Be the first to know and let us send you an email when Priyo Kulaura - প্রিয় কুলাউড়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Priyo Kulaura - প্রিয় কুলাউড়া:

Videos

Share



You may also like