29/12/2025
কুয়াশা ও তীব্র শীতের মধ্যেও থেমে নেই চা শ্রমিকদের জীবনের চাকা
মৌলভীবাজারের বিভিন্ন চা বাগানের গাছ-গাছালিতে ঘেরা থাকায় চা বাগান গুলোতে পৌষের শুরুতে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। তার সাথে হীমেল বাতাস ও ঘন কুয়াশা তুলনামূলক বেশি থাকে। ফলে প্রচণ্ড ঠান্ডায় কাবু হয়ে পড়েন বয়স্ক চা শ্রমিক ও তাদের শিশুরা। পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে হাড় কাঁপানো শীতে তারা খুবই কষ্টে দিনাতিপাত করছেন। কয়েক বছর আগেও শ্রমিকদের চাহিদা অনুযায়ী বাগান কর্তৃপক্ষ শীত নিবারনে চটের বস্তা বিতরণ করলেও এখন আর কোনো কিছু দেওয়া হয় না। শীতের কারণে বয়স্ক ও শিশুদের মধ্যে ঠান্ডাজনিত রোগও বাড়তে শুরু করেছে।
বিশেষ করে শ্রীমঙ্গল, কুলাউড়া, কমলগঞ্জ, রাজনগর, মৌলভীবাজার সদর, বড়লেখা ও জুড়ি উপজেলার প্রায় পাঁচ লক্ষাধিক চা শ্রমিক শীত মৌসুমে চরম কষ্টে দিন কাটাচ্ছেন। আর্থিক অসচ্ছলতার জন্য তাদের জীবনমান অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে অতিবাহিত করতে হচ্ছে।
চা শ্রমিকরা জানান, স্বল্প আয়ের কারণে গরম কাপড় কেনা তাদের অধিকাংশেরই সামর্থ্যের বাইরে। শীত নিবারনে এসব পরিবার সদস্যরা ঘরের ভেতরে ও বাইরে খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে রাত কাটাতে হয়। বর্তমানে চা বাগানে শ্রমিকদের মধ্যে বাগান পঞ্চায়েত, জনপ্রতিনিধি ও ম্যানেজমেন্টের সুবিধাভোগীসহ সচ্ছল হাতে গোনা কিছু পরিবার স্বাচ্ছন্দে দিন কাটালেও ৯০ শতাংশেরই দুঃখ-কষ্টে দিনযাপন করতে হচ্ছে।