Priyo Kulaura - প্রিয় কুলাউড়া

Priyo Kulaura - প্রিয় কুলাউড়া জনপ্রিয় অনলাইন পোর্টাল 'প্রিয় কুলাউড়া'
(2)

29/12/2025

কুয়াশা ও তীব্র শীতের মধ্যেও থেমে নেই চা শ্রমিকদের জীবনের চাকা

মৌলভীবাজারের বিভিন্ন চা বাগানের গাছ-গাছালিতে ঘেরা থাকায় চা বাগান গুলোতে পৌষের শুরুতে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। তার সাথে হীমেল বাতাস ও ঘন কুয়াশা তুলনামূলক বেশি থাকে। ফলে প্রচণ্ড ঠান্ডায় কাবু হয়ে পড়েন বয়স্ক চা শ্রমিক ও তাদের শিশুরা। পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে হাড় কাঁপানো শীতে তারা খুবই কষ্টে দিনাতিপাত করছেন। কয়েক বছর আগেও শ্রমিকদের চাহিদা অনুযায়ী বাগান কর্তৃপক্ষ শীত নিবারনে চটের বস্তা বিতরণ করলেও এখন আর কোনো কিছু দেওয়া হয় না। শীতের কারণে বয়স্ক ও শিশুদের মধ্যে ঠান্ডাজনিত রোগও বাড়তে শুরু করেছে।

বিশেষ করে শ্রীমঙ্গল, কুলাউড়া, কমলগঞ্জ, রাজনগর, মৌলভীবাজার সদর, বড়লেখা ও জুড়ি উপজেলার প্রায় পাঁচ লক্ষাধিক চা শ্রমিক শীত মৌসুমে চরম কষ্টে দিন কাটাচ্ছেন। আর্থিক অসচ্ছলতার জন্য তাদের জীবনমান অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে অতিবাহিত করতে হচ্ছে।

চা শ্রমিকরা জানান, স্বল্প আয়ের কারণে গরম কাপড় কেনা তাদের অধিকাংশেরই সামর্থ্যের বাইরে। শীত নিবারনে এসব পরিবার সদস্যরা ঘরের ভেতরে ও বাইরে খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে রাত কাটাতে হয়। বর্তমানে চা বাগানে শ্রমিকদের মধ্যে বাগান পঞ্চায়েত, জনপ্রতিনিধি ও ম্যানেজমেন্টের সুবিধাভোগীসহ সচ্ছল হাতে গোনা কিছু পরিবার স্বাচ্ছন্দে দিন কাটালেও ৯০ শতাংশেরই দুঃখ-কষ্টে দিনযাপন করতে হচ্ছে।

কুলাউড়া রবিরবাজার আলী আমজদ উচ্চ বিদ্যালয় মাঠে জনপ্রিয় সংগীত শিল্পী পড়শী।।।
28/12/2025

কুলাউড়া রবিরবাজার আলী আমজদ উচ্চ বিদ্যালয় মাঠে জনপ্রিয় সংগীত শিল্পী পড়শী।।।

কুলাউড়ার প্রবীণ আলিমে দ্বীন গিয়াসনগর ইসলামিয়া দাখিল মাদরাসার অব: সুপার নজরুল ইসলাম মিঠুপুরী হুজুর ইন্তেকাল করেছেন, ইন্না...
28/12/2025

কুলাউড়ার প্রবীণ আলিমে দ্বীন গিয়াসনগর ইসলামিয়া দাখিল মাদরাসার অব: সুপার নজরুল ইসলাম মিঠুপুরী হুজুর ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ তায়ালা হুজুরকে জান্নাতুল ফিরদাউসের আলা দারাজা দান করুন। আমীন।

মৌলভীবাজার - ২ কুলাউড়া আসনে ১০ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ বিএনপি মনোনীত প্রার্থী মো. শওকতুল ইসলাম শকু, স্বতন্ত্র প্রার্থী প...
28/12/2025

মৌলভীবাজার - ২ কুলাউড়া আসনে ১০ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

বিএনপি মনোনীত প্রার্থী মো. শওকতুল ইসলাম শকু, স্বতন্ত্র প্রার্থী পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. জিমিউর রহমান চৌধুরী, আল-ইসলাহ নেতা ও স্বতন্ত্র প্রার্থী মো. ফজলুল হক খান সাহেদ, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সায়েদ আলী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী, , ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আব্দুল কুদ্দুস, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. আব্দুল মালিক, সাবেক এমপি স্বতন্ত্র প্রার্থী নওয়াব আলী আব্বাস খান, খেলাফত মজলিস মো: সাইফুর রহমান ও বিএনপি নেতা মো: রওশন আলী।

* নাম ও ছবি কুলাউড়া উপজেলা নির্বাচন অফিসের ক্রমানুসারে

আগামী ৩০ ডিসেম্বর ২০২৫ ইং (মঙ্গলবার) সকাল ১১ঘটিকা হইতে মধ্যে রাত পর্যন্ত।হরিপুর মোহাম্মদিয়া জামে মসজিদ ও হরিপুর লতিফিয়াস...
28/12/2025

আগামী ৩০ ডিসেম্বর ২০২৫ ইং (মঙ্গলবার) সকাল ১১ঘটিকা হইতে মধ্যে রাত পর্যন্ত।

হরিপুর মোহাম্মদিয়া জামে মসজিদ ও হরিপুর লতিফিয়া
সাত্তার-সামেলা হাফিজিয়া ইবতেদায়ী মাদ্রাসা ও এতিমখানার যৌথ উদ্যোগে ও এলাকার মুর্দেগানদের ঈসালে সাওয়াব উপলক্ষে ৩৮ তম ওয়াজ ও আন্তর্জাতিক কেরাত সম্মেলন।

দাওয়াতক্রমে: ওয়াজ পরিচালনা কমিটি, হরিপুর, ভাটেরা।

কুয়াশা ও তীব্র শীতের মধ্যেও থেমে নেই চা শ্রমিকদের জীবনের চাকা || শীতে চরম ক'ষ্টে, বাড়ছে রোগ-ব্যাধিমৌলভীবাজারের বিভিন্ন ...
28/12/2025

কুয়াশা ও তীব্র শীতের মধ্যেও থেমে নেই চা শ্রমিকদের জীবনের চাকা || শীতে চরম ক'ষ্টে, বাড়ছে রোগ-ব্যাধি

মৌলভীবাজারের বিভিন্ন চা বাগানের গাছ-গাছালিতে ঘেরা থাকায় চা বাগান গুলোতে পৌষের শুরুতে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। তার সাথে হীমেল বাতাস ও ঘন কুয়াশা তুলনামূলক বেশি থাকে। ফলে প্রচণ্ড ঠান্ডায় কাবু হয়ে পড়েন বয়স্ক চা শ্রমিক ও তাদের শিশুরা। পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে হাড় কাঁপানো শীতে তারা খুবই কষ্টে দিনাতিপাত করছেন। কয়েক বছর আগেও শ্রমিকদের চাহিদা অনুযায়ী বাগান কর্তৃপক্ষ শীত নিবারনে চটের বস্তা বিতরণ করলেও এখন আর কোনো কিছু দেওয়া হয় না। শীতের কারণে বয়স্ক ও শিশুদের মধ্যে ঠান্ডাজনিত রোগও বাড়তে শুরু করেছে।

বিশেষ করে শ্রীমঙ্গল, কুলাউড়া, কমলগঞ্জ, রাজনগর, মৌলভীবাজার সদর, বড়লেখা ও জুড়ি উপজেলার প্রায় পাঁচ লক্ষাধিক চা শ্রমিক শীত মৌসুমে চরম কষ্টে দিন কাটাচ্ছেন। আর্থিক অসচ্ছলতার জন্য তাদের জীবনমান অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে অতিবাহিত করতে হচ্ছে।

চা শ্রমিকরা জানান, স্বল্প আয়ের কারণে গরম কাপড় কেনা তাদের অধিকাংশেরই সামর্থ্যের বাইরে। শীত নিবারনে এসব পরিবার সদস্যরা ঘরের ভেতরে ও বাইরে খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে রাত কাটাতে হয়। বর্তমানে চা বাগানে শ্রমিকদের মধ্যে বাগান পঞ্চায়েত, জনপ্রতিনিধি ও ম্যানেজমেন্টের সুবিধাভোগীসহ সচ্ছল হাতে গোনা কিছু পরিবার স্বাচ্ছন্দে দিন কাটালেও ৯০ শতাংশেরই দুঃখ-কষ্টে দিনযাপন করতে হচ্ছে।

হযরত ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদের বাৎসরিক ক্যালেন্ডার ২০২৬ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত
27/12/2025

হযরত ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদের বাৎসরিক ক্যালেন্ডার ২০২৬ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

 #কুলাউড়া উপজেলার  #ব্রাহ্মণবাজার ইউনিয়নের কোনাগাঁও নামক এলাকায় পুবালী ব্যাংকের রবিরবাজার শাখায় কর্মরত সাইদুর রহমান শিপল...
27/12/2025

#কুলাউড়া উপজেলার #ব্রাহ্মণবাজার ইউনিয়নের কোনাগাঁও নামক এলাকায় পুবালী ব্যাংকের রবিরবাজার শাখায় কর্মরত সাইদুর রহমান শিপলু বাড়িতে গতরাতে দু'র্ধ'র্ষ চু'রি সংঘটিত হয়েছে।।।

27/12/2025

আন্ত: সোস্যাল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

26/12/2025

৫ নং ব্রাহ্মণ বাজার ইউনিয়ন বিএনপির ধানের শীষের নির্বাচনি পরিচালনা কমিটি গঠন করার লক্ষ্যে আলোচনা সভা, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ধানের শীষের মনোনীত প্রার্থী, আলহাজ্ব শওকতুল ইসলাম শকু সাহেব।

মহান বিজয় দিবস উপলক্ষে সোস্যাল কেয়ার অব নেশনের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ সম্পন্ন...
26/12/2025

মহান বিজয় দিবস উপলক্ষে সোস্যাল কেয়ার অব নেশনের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ সম্পন্ন...

কুলাউড়া স্টুডেন্ট এসোসিয়েশন, সিলেট ( কেসাস) আয়োজিত সেশন- ৩ এর ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সফলভ...
26/12/2025

কুলাউড়া স্টুডেন্ট এসোসিয়েশন, সিলেট ( কেসাস) আয়োজিত সেশন- ৩ এর ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার সকালে কুলাউড়া নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুইশতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে এই আয়োজন অনুষ্ঠিত হয়। কুলাউড়া উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেধাবী শিক্ষার্থীরা এতে অংশ নেন। পরে ফলাফল ঘোষণা করা হয় এবং বিকেলে কুলাউড়া স্টুডেন্ট এসোসিয়েশন, সিলেট এর ৭ম কার্যকরী পরিষদের সভাপতি ফাহিম আহমেদ চৌধুরীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, সহকারী প্রধান শিক্ষক মোঃ মোবারক হোসেন, ৪১তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত টাঙ্গাইল সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক জিল্লুর রহমান দিদার, বিসিএস ৪৪তম সুপারিশপ্রাপ্ত মৃদুল দেবনাথ, মৌলভীবাজার বিতর্ক প্রতিযোগিতার সহসভাপতি মনজুর হাসনাত তানভীর।

সভায় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে উদ্দীপনামূলক ও দিকনির্দেশনা দিতে গিয়ে বলেন, অতীতের অভিজ্ঞতা, বর্তমান কর্ম, এসবই সুন্দর আগামী গড়ার স্বপ্ন দেখাবে। অধ্যবসায় ছাড়া লুকায়িত সম্পদ বের হবে না।

ভালো বক্তা হওয়াটা জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগাতে পারবে। ভালো বক্তা হতে হলে বই পড়তে হবে, বেশি করে পত্রিকা পড়বে। আজকের আয়োজনকে অনুপ্রেরণা হিসেবে কাজে লাগাতে হবে। সুস্থ প্রতিযোগিতা চর্চার মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। আয়োজকদের কর্মস্পৃহা কুলাউড়ার জন্য, নিজের শেকড়ের জন্য ইতিবাচক কল্যাণ বয়ে আনুক। অতিথিরা আরও বলেন, ঘরে বসে বই পড়ে শুধু রেজাল্ট পাবে। তবে তোমরা সবার সাথে মিশবে, ভালোটাকে গ্রহণ করবে আর খারাপটাকে পরিহার করবে। বিভিন্ন প্রতিযোগিতায় ছেলেদের অংশগ্রহণ হতাশাজনক। তাই ছেলেদেরকে আরো এগিয়ে আসতে হবে। একটি কথা বিশেষভাবে মনে রেখো যে যতটুকু কাজ করবে ততটুকু প্রতিষ্ঠা লাভ করবে। তাই জীবনে সফল হতে হলে অধ্যবসায়ের বিকল্প নেই। সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুলাউড়া স্টুডেন্ট এসোসিয়েশন, সিলেট এর সাধারণ সম্পাদক তামিমা জান্নাত তাম্মি। অনুষ্ঠান উপস্থাপনা করেন সংগঠনের সহপ্রচার সম্পাদক বিদিপ্তা সরকার ও সহঅফিস সম্পাদক নিশাত আক্তার। কেসাস এর সাবেক ও বর্তমান নেতৃবৃন্দরা সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন।

Address

Kulaura
3230

Alerts

Be the first to know and let us send you an email when Priyo Kulaura - প্রিয় কুলাউড়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Priyo Kulaura - প্রিয় কুলাউড়া:

Share