আলোর সন্ধানে

আলোর সন্ধানে বান্দাহর উপর আল্লাহর অধিকার হলো , তারা কেবল তাঁরই আনুগত্য ও দাসত্ব করবে এবং তাঁর সাথে কোনো অংশীদার বানাবেনা । [ সহীহ বুখারী ] student

Congratulations to the youth of Bangladesh 🇧🇩🏏💐🎉India Vs Bangladesh Bangladesh won by 59 runs.
08/12/2024

Congratulations to the youth of Bangladesh 🇧🇩🏏💐🎉
India Vs Bangladesh
Bangladesh won by 59 runs.

শান্তিরক্ষা মিশনে সৈন্য দিয়ে সহায়তা করবে বাংলাদেশ 🇧🇩
02/12/2024

শান্তিরক্ষা মিশনে সৈন্য দিয়ে সহায়তা করবে বাংলাদেশ 🇧🇩

27/11/2024

আমি মনে করি বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদের অবশ্যই সামরিক শক্তি বৃদ্ধি করতে হবে। আমাদের ভৌগলিক অবস্থানের দিকে যদি লক্ষ্য করি আমাদের চারপাশে শুধুই শত্রু আর শত্রু কোন মিত্র দেশ নেই! আমাদের অবশ্যই নিজেদের অস্তিত্বের রক্ষার জন্য আমাদের তা বৃদ্ধি করা উচিত। হয়তোবা আমাদের ইরান অথবা পাকিস্তানের মতো নিষেধাজ্ঞা আসতে পারে তারপরও আমি মনে করি এটা করা উচিত! কোন শত্রুপক্ষ যদি আমার দেশের উপর আঙ্গুল তুলে তার জবাব যাতে আমরা দিতে পারি । বলতে পারি যাতে Tit for tat.
©️ Picci

08/11/2024

জীবন থেকে মহামূল্যবান সময় টুকু হারিয়ে যাচ্ছে প্রতিটা মুহূর্তে। দেখতে দেখতে এই জীবন থেকে ২৪ টা বছর ,২৮৮ মাস,১২৫২ সপ্তাহ , ৮৭৬৬দিন,২১০৩৯৪ ঘন্টা,12,623,040 মিনিট,757,382,400 সেকেন্ড হারিয়ে গেলো । জীবনে অর্জন বলতে কি করলাম আল্লাহর দেওয়া নেয়ামত এই সময় আমি কি কাজে লাগালাম আমি কি জবাব দিব তখন ! আমরা তো জন্ম দিনে উৎসব করি কিন্তু একটা বার চিন্তাই করি না যে, এই মাত্র আমার হায়াত থেকে একটি বছর চলে গেলো! একটা আয়াতের কথা এখন স্মরণ হচ্ছে ,আল্লাহতায়ালা বলেন, ‘তারা কি ধারণা করে নিয়েছে তাদের অনর্থক সৃষ্টি করা হয়েছে। তাদের আমার দিকে ফিরে আসতে হবে না? (সূরা আল-মুমিনুন : ১১৫)। আমাদের এই দুনিয়ার ব্যস্ততার পর যখন আমরা অবসর সময় পাই তখন আমাদের কি করা উচিৎ আল্লাহ্ তায়ালা বলেন, فَاِذَا فَرَغۡتَ فَانۡصَبۡ (অতএব যখনই তুমি অবসর পাবে, তখনই কঠোর ইবাদাতে রত হও)So when you have finished [your duties], then stand up [for worship]. এই ঠুনকো জীবনে অনেক বন্ধুবান্ধব এর মাঝে অনেক প্রিয়জন হয়ে যায় আবার হারিয়েও যায় !
"আল্লাহ্ তায়ালা বলেন, 'তুমি যাকে'ই আমার চেয়ে বেশি ভালোবাসবে', আমি তাকে'ই তোমার কাছ থেকে দূরে নিয়ে যাবো। এবং তোমাকে একা করে রাখব।"তিনি আরও বলেছেন, 'কখনো বলবেনা আমি তাকে ছাড়া বাঁচবোনা।' তবে আমি তাকে ছাড়াই তোমাকে বাঁচাবো। এবং পেছনের অনুগত সব আবেগ কেড়ে নিয়ে, তোমাকে দিব্যি সামনে নিয়ে যাব! তুমি কী দ্যাখো না? ঋতুরাও বদলাতে থাকে।ছায়া দেয়া গাছের পাতাও যায় শুকিয়ে।ধৈর্য্যে হারিয়ে যায়।কিন্তু তোমার স্রষ্টা ধৈর্যশীল ও পরম দয়ালু, সেই ঝরে যাওয়া পাতার ডাল থেকেই আবার সবুজ পাতা গজায়, তুমি কী দ্যাখো না তোমার স্রষ্টার এই নিদর্শন?যে মানুষটাকে তুমি নিজের অংশ ভাবতে, সেই মানুষটাই একদিন অচেনা হয়ে যায়। তোমার মন ভেঙে যায়"!

06/11/2024

আসলেই ভাগ্যে/নসিবে থাকলে এমনিতেই আসে যদি সেটা তোমারই হয়, এমনকি সমুদ্রের ঢেউ এর মাঝে হারিয়ে গেলেও সেটা তোমার কাছেই আসবে। আজ সত্যি এমন ঘটনা আমার সাথে ঘটল । নিজের একটি ছোট জিনিস সমুদ্রের ঢেউয়ের মাঝে হারিয়ে যাওয়ার পর তা আবার খুঁজে পেলাম।
🔶ইমাম ত্বহাবী রহিমাহুল্লাহ বলেন,

وَمَا أَخْطَأَ الْعَبْدَ لَمْ يَكُنْ لِيُصِيبَهُ، وَمَا أَصَابَهُ لَمْ يَكُنْ لِيُخْطِئَهُ

‘‘যা বান্দার ভাগ্যে-নসীবে লিখা হয়নি, তা সে কখনই পাবে না আর যা বান্দার নসীবে লেখা আছে, তা কখনই বাদ পড়বে না।

02/10/2024
কিছু ইচ্ছে রয়ে যায় অপূর্ন,কিছু চাওয়া থেকে যায় না পাওয়ার গল্পে,কিছু কথা থেকে যায় না বলা।
07/09/2024

কিছু ইচ্ছে রয়ে যায় অপূর্ন,কিছু চাওয়া থেকে যায় না পাওয়ার গল্পে,
কিছু কথা থেকে যায় না বলা।

Congratulations 🎉👏🏻🥳 Bangladesh 🇧🇩
03/09/2024

Congratulations 🎉👏🏻🥳 Bangladesh 🇧🇩

মুক্তির আওয়াজ তুলুন!!কারাবন্দী বোন জোবায়দা সিদ্দিকা নাবিলা'র নিজের আঁকা ছবি।তা'ও'হী'দ'প'ন্থী বোন ‘জোবাইদা সিদ্দিকা নাবিল...
03/09/2024

মুক্তির আওয়াজ তুলুন!!

কারাবন্দী বোন জোবায়দা সিদ্দিকা নাবিলা'র নিজের আঁকা ছবি।

তা'ও'হী'দ'প'ন্থী বোন ‘জোবাইদা সিদ্দিকা নাবিলা’ এর কথা মনে আছে? আজ থেকে ৩ বছর আগে ২০২১ সালের ২৬ আগস্ট তাকে জ'ঙ্গী'বা'দে'র মিথ্যা মা'ম'লা'য় গ্রে'প্তা'র করা হয়েছিলো।💔

নিজের মুক্তির তীব্র আকাঙ্খা ব্যক্ত করে উক্ত ছবিটি এঁকে কারাগার থেকে উনি পাঠিয়েছিলেন তার পরিবাবের কাছে । যার যার সাধ্য মতো এই বোনের ব্যাপারে আওয়াজ তুলুন, দুয়া করুন, উনার মুক্তির ব্যবস্থা নিন। আমরা আবেগী না হয়ে পাশে দাঁড়িয়ে মুক্ত বাতাসে আনার চেষ্টা করি।

আল্লাহর উনার মুক্তি ত্বরান্বিত করুন।
আ-মিন, ইয়া রব্বুল আ'লামিন।

পরিবার কেন্দ্রিক!
03/09/2024

পরিবার কেন্দ্রিক!

02/09/2024

হাজি সেলিম পাঁচ দিনের রিমান্ডে

আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যার ঘটনায় লালবাগ থানায় করা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজি মো. সেলিমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

26/08/2024

এটা আমাদের সেনাবাহিনী 💝🇧🇩🤝

রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনু গ্রেফতার।
26/08/2024

রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনু গ্রেফতার।

25/08/2024

আবার আসিব ফিরে!

কখনও সংখ্যালঘু, কখনও ডাকাত কখনও সুশীল, আবার কখনোবা আনসার বেশে!

25/08/2024

আনসারদের দৌড় 🏃🏻

ভারতে পালানোর সময় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পান্না নিহত।সূত্র: যমুনা টেলিভিশন
24/08/2024

ভারতে পালানোর সময় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পান্না নিহত।
সূত্র: যমুনা টেলিভিশন

24/08/2024

২৪ বছরের লাইফে সুন্দর বাংলাদেশ এই প্রথম দেখলাম তাও সংকটকালীন সময়ে

Address

Kulaura

Alerts

Be the first to know and let us send you an email when আলোর সন্ধানে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আলোর সন্ধানে:

Videos

Share