মেহেদী হাসান কুয়াকাটা

মেহেদী হাসান কুয়াকাটা সত্য উন্মোচনে আমাদের পথ চলা

https://www.jugantor.com/todays-paper/first-page/637277
22/01/2023

https://www.jugantor.com/todays-paper/first-page/637277

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সমমনা শরিক দলের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে দুই বড় দল আওয়ামী লীগ ও বিএনপি।

আগামীর প্রজন্মকে রক্ষার জন্য এ সিলোবাস বাংলাদেশ পড়তে দেয়া হবে না ইনশাআল্লাহ।
17/01/2023

আগামীর প্রজন্মকে রক্ষার জন্য এ সিলোবাস বাংলাদেশ পড়তে দেয়া হবে না ইনশাআল্লাহ।

06/01/2023

আমরা ডাকলাম কেউ যদি না আসে
আমরাতো বসে থাকবো না।
তোর ডাক শোনে যদি কেউ না আসেরে
তবে একলা চলোরে।

ড. আ.ফ.ম. খালিদ হোসাইন হাফিঃ
উপদেষ্টা ইসলামী আন্দোলন বাংলাদেশ

"আলহামদুলিল্লাহ" ইসলামী আন্দোলন বাংলাদেশ আহুত জাতীয় সম্মেলনের উদ্দেশ্যে রওয়ানা হলাম।
01/01/2023

"আলহামদুলিল্লাহ"
ইসলামী আন্দোলন বাংলাদেশ আহুত জাতীয় সম্মেলনের উদ্দেশ্যে রওয়ানা হলাম।

31/12/2022
30/12/2022

আগামী ২ জানুয়ারি-২৩ অনুষ্ঠিতব্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আহুত "জাতীয় সম্মেলন" এর সোহরাওয়ার্দী উদ্যানেই আয়োজনের প্রশাসনিক অনুমতি হয়েছে। আলহামদুলিল্লাহ।

29/12/2022

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ চমক।

28/12/2022

রংপুরে হাতপাখা অর্ধ লক্ষ ভোট পেয়ে দিত্বীয় হয়েছেন আলহামদুলিল্লাহ
যারা বলেন চরমোনাই বরিশালের সংগঠন তারা হিসাব মিলাতে থাকেন।

মুফতী মাহফুুজুর জাবের [কুয়াকাটা] এর প্রতিষ্ঠিত জামিয়া এমদাদীয়া মাদরাসা (আলীপুর)এর প্রথম পর্বের মাহফিল আজ বাদ আসর থেকে শু...
20/12/2022

মুফতী মাহফুুজুর জাবের [কুয়াকাটা] এর প্রতিষ্ঠিত
জামিয়া এমদাদীয়া মাদরাসা (আলীপুর)এর প্রথম পর্বের
মাহফিল আজ বাদ আসর থেকে শুরু হবে ইনশাআল্লাহ।
সফলতার জন্য সবার কাছে দু'আ কামনা করছি।

শুক্রবার নবীজির নিকট পাঠান ভালবাসার চিঠি দরুদের খামে!জিহ্বা সতেজ থাকুক প্রিয় নবী( সা.)নামে! 💞 اللهم صل وسلم على نبينا مح...
16/12/2022

শুক্রবার নবীজির নিকট পাঠান ভালবাসার চিঠি দরুদের খামে!
জিহ্বা সতেজ থাকুক প্রিয় নবী( সা.)নামে! 💞

اللهم صل وسلم على نبينا محمد
আল্লহুম্মা সল্লি ওয়াসাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ!❣️

-১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস..!🥀আমার মাতৃভূমিকে আমি অনেক ভালোবাসি ❤️-যাদের মহান আত্মত্যাগে আমাদের এই স্বাধীনতা। সেই সকল ...
15/12/2022

-১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস..!🥀

আমার মাতৃভূমিকে আমি অনেক ভালোবাসি ❤️

-যাদের মহান আত্মত্যাগে আমাদের এই স্বাধীনতা। সেই সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি..!❤️🥀
-লাখ শহীদের রক্তে লিখা, বিজয়ের এই ইতিহাস..!🇧🇩❤️

-মুক্তির বার্তা নিয়ে বার বার ফিরে আসুক ডিসেম্বর মাস..!🇧🇩❤️
সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা..!🥀

08/12/2022

আজকের দিনটা আমার হলেও কাল অন্যের

বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তারা মনে করতো তাদের ক্ষমতা স্থায়ী— তাই বেগম খালেদা জিয়া বলেছিলেন আওয়ামীলীগ একশো বছরেও ক্ষমতায় আসবে না! কিন্তু বিএনপি ক্ষমতায় থাকতে পারেনি।

এখন আওয়ামীলীগও মনে করছে তাদের ক্ষমতা কেউ নিতে পারবে না! পুলিশই তাদের ক্ষমতায় টিকিয়ে রাখতে যথেষ্ট! অথচ তারাও আজীবন ক্ষমতায় থাকবে না এটাই বাস্তবতা, এটাই সত্য, চিরন্তন সত্য।

ক্ষমতা সম্পদ জনপ্রিয়তা জীবন— এগুলো কখনই স্থায়ী নয়। সবসময় এটা বলে আসছি এবং নিজেও শিক্ষাগ্রহণ করার চেষ্টা করছি। অতএব, আমাদের সংযত আচরণ করা উচিত।

আজকের দিনটা আমার হলেও কালও যে আমার থাকবে বিষয়টা এমন নয়। আজ আমি কাল তুমি— এভাবেই পচলাবদল হবে আলোচিত বিষয়গুলোর। সুতরাং, নিজের দিনে অন্যদের পিপিলিকা ভাবা বোকামী...

@হাবিবুর রহমান মিসবাহ

ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ.........জালেম শাহী বিদায় হও!
07/12/2022

ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ.........

জালেম শাহী বিদায় হও!

01/12/2022

"একটি শোক সংবাদ"😭😭😭😭
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার,সহ-সভাপতি মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম কুয়াকাটা এর মা ,আজ ১টা৩০মিনিটের সময় ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি অইন্নাইলাইহি রজিউন।

০১/১২/২০২২ইং

28/11/2022

আখেরী মুনাজাতের মাধ্য দিয়ে সমাপ্ত হলো ঐতিহ্যবাহী চরমোনাই দরবার শরিফের অগ্রহায়ণের ৩দিনের বাষিক মাহফিল। গত শুক্র...

ঐতিহাসিক চরমোনাইর বার্ষিক মাহফিলে ওলামা সম্মেলনে বক্তব্য রাখেনঃ মাওলানা হাফীজুর রহমান ছিদ্দীক (কুয়াকাটা)
26/11/2022

ঐতিহাসিক চরমোনাইর বার্ষিক মাহফিলে ওলামা সম্মেলনে বক্তব্য রাখেনঃ মাওলানা হাফীজুর রহমান ছিদ্দীক (কুয়াকাটা)

19/11/2022

২ জানুয়ারী'২৩
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

09/11/2022

হইয়া মেয়ে না ডাকিলো বাপ ঐ বাবার মনে রইয়া যায় তাপ।😭😭😭😭
আহ!

“আলহামদুলিল্লাহ্” ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ৯নং ধুলাসার ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান হাফেজ ক্বারী আব্দুর রহ...
22/09/2022

“আলহামদুলিল্লাহ্”
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ৯নং ধুলাসার ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান হাফেজ ক্বারী আব্দুর রহিম সাহেব এর উদ্যোগে ইউনিয়ন পরিষদের মসজিদ নির্মাণ স্থাপনের জন্য উক্ত পরিষদের দক্ষিণ প্রান্তে স্থান নির্ধারণ করে বালু ভরাটের কাজ চলমান সকলের কাছে দোয়া চাই। আল্লাহ তায়া’লা তাকে সুস্বাস্থ্য ও নেক হায়াত দান করেন আমিন।

সবাই সার্থের জন্য পাগল। সার্থপর ছাড়া পৃথিবীতে মানুষ পাওয়া খুবই কঠিন।সার্থের টানে বন্ধু বন্ধুকে ভুলে যায়। এ হীন সার্থ কতক...
21/09/2022

সবাই সার্থের জন্য পাগল। সার্থপর ছাড়া পৃথিবীতে মানুষ পাওয়া খুবই কঠিন।সার্থের টানে বন্ধু বন্ধুকে ভুলে যায়। এ হীন সার্থ কতক্ষণ রবে। মৃত্যু তো তোমায় হাতছানি দিয়ে ডাকছে। 😭😭😭

যুবনেতা শেখ নুরুন নাবীর মুক্তি দাবিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম -ইসলামী যুব আন্দোলন ইসলামী যুব আন্দোলন-এর কেন্দ্রীয় শিল্প ও ব...
14/09/2022

যুবনেতা শেখ নুরুন নাবীর মুক্তি দাবিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম
-ইসলামী যুব আন্দোলন

ইসলামী যুব আন্দোলন-এর কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য সম্পাদক মুফতী শেখ মুহাম্মদ নুরুন নাবীকে গত সোমবার গভীর রাতে অন্যায়ভাবে গ্রেপ্তারের নিন্দা ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে যুব নেতা মুফতী শেখ মুহাম্মদ নুরুন নাবীকে মুক্তি না দেয়া হলে দেশব্যপী দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

আজ ১৪ সেপ্টেম্বর বুধবার রাত ৮টায় সংগঠনের কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য সম্পাদক মুফতী শেখ মুহাম্মদ নুরুন নাবীকে গ্রেপ্তারের প্রতিবাদে ইসলামী যুব আন্দোলন আহুত বিক্ষোভ মিছিলে সংগঠনের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান মুজাহিদের সভাপতিত্বে মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন।

নেতৃবৃন্দ আরও বলেন, ইসলামী যুব আন্দোলন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধারন করে রাজনীতি করে। পীর সাহেব চরমোনাইর আদর্শিক নেতৃত্বে তারা এদেশের সার্বিক উন্নতির লক্ষ্যে তারা কাজ করে। এই সংগঠনকে নিয়ে খেলার পরিণতি ভয়াবহ হতে পারে বলে নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ইসলামী যুব আন্দোলন-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী মানসুর আহমদ সাকী, সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মুফতী হুসাইন মুহাম্মদ কাওছার বাঙ্গালী, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুফতী রহমাতুল্লাহ বিন হাবিব, প্রকাশনা সম্পাদক মাষ্টার মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক মুফতী আবু বকর সিদ্দীক, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক আ হ ম আলাউদ্দীন, যুব কল্যাণ ও কর্মসংস্থান সম্পাদক মুহাম্মাদ ইউনুছ তালুকদার, উপ-সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম, এম এ হাসিব গোলদার ও নগর নেতৃবৃন্দ।

বার্তা প্রেরক
মুফতী আবু বকর সিদ্দীক
কেন্দ্রীয় প্রচার সম্পাদক, ইসলামী যুব আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশ আপোষহীন একটি ইসলামী রাজনৈতিক দল। সুতরাং কোন গুজবে কান দিবেন না। নাজিরপুর তাতেরকাঠী ইউনিয়ন বাসীকে...
06/09/2022

ইসলামী আন্দোলন বাংলাদেশ আপোষহীন একটি ইসলামী রাজনৈতিক দল। সুতরাং কোন গুজবে কান দিবেন না। নাজিরপুর তাতেরকাঠী ইউনিয়ন বাসীকে হাতপাখা মার্কায় ভোট দেয়ার অনুরোধ রইলো।

#আজকে_সারাদিন
#হাতপাখা_মার্কায়_ভোট_দিন।
বিজয় আমাদের সুনিশ্চিত। "ইনশাআল্লাহ"

আগামীকাল সারাদিন, হাতপাখা মার্কায় ভোট দিন..মোঃ জাকির হোসেন আকন কে হাতপাখা মার্কায় ভোট দিয়ে পটুয়াখালী জেলার বাউফল উপজেলা...
05/09/2022

আগামীকাল সারাদিন,
হাতপাখা মার্কায় ভোট দিন..
মোঃ জাকির হোসেন আকন কে হাতপাখা মার্কায় ভোট দিয়ে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নাজিরপুর তাতেঁরকাঠী ইউনিয়ন বাসীর খেদমত করার সুযোগ করে দিন ।

জয় হোক হাতপাখার,
জয় হোক মানবতার,

"হাতপাখা জিন্দাবাদ"

মাদকের পারমিট প্রদানকারী সরকার ভারসাম্যহীন আচরণ করছে                                                                    ...
02/09/2022

মাদকের পারমিট প্রদানকারী সরকার ভারসাম্যহীন আচরণ করছে -পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেন, দেশে মাদকের অবাধ বিস্তারে আওয়ামী লীগ সরকার মাদক বিধিমালা আইন করে মাদকের পক্ষে তাদের অবস্থান পরিষ্কার করেছে। এই সরকার দেশ পরিচালনার যোগ্যতা হারিয়েছে, তারা জাতির সাথে ভারসাম্যহীন আচরণ করছে৷

আজ শুক্রবার ২রা সেপ্টেম্বর বিকেল ৩টায় রাজধানীর রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন আয়োজিত মাদক, সন্ত্রাস, উগ্রবাদ ও দূর্নীতিমুক্ত সমাজ গঠনে যুব সমাজের ভ‚মিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই আরও বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী দেশে বর্তমানে মাদকসেবীর সংখ্যা অন্তত দেড় কোটি। এদের ৮০ শতাংশ হচ্ছে যুবক। এমতাবস্থায় মাদক বিধিমালা ২০২২ মাদকাসক্তিকে আরও উসকে দেবে বলে মন্তব্য করেন তিনি এবং অবিলম্বে এই আইন বাতিল চেয়ে সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারিও উচ্চারণ করেন।

এছাড়াও পীর সাহেব চরমোনাই সরকারের দূর্নীতি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বেসামাল উর্ধ্বগতি নিয়ে আওয়ামী সরকারকে দূর্নীতির বরপুত্র আখ্যা দিয়ে বলেন, সরকারের লাগামহীন দূর্নীতি দেশকে দুর্ভিক্ষের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এর থেকে পরিত্রাণ পেতে হলে ইসলামী হুকুমত কায়েমের বিকল্প নাই।

ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদের সঞ্চালনায় বিশেষ অতিথির আলোচনা করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও অধ্যাপক মাহবুবুর রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, এবি পার্টি যুগ্ম আহবায়ক এডভোকেট তাজুল ইসলাম, জাগপা-এর ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও মুহা. আমিনুল ইসলাম, জাতীয়তাবাদী গণতান্ত্রিক যুব আন্দোলন এর সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব, যুব জাগপার কেন্দ্রীয় সভাপতি নজরুল ইসলাম বাবলু, যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, এবি যুব পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক এম ইলিয়াছ আলী।

মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক বলেন, স্বাধীনতার অর্ধশতক পেরিয়ে গেলেও জনগণ তাদের মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত। যেই ভোটাধিকারের জন্য বাঙালী জাতি পাকিস্তানিদের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল, স্বাধীনতার ধ্বজাধারী দল আবারও পাকিস্তানিদের সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়েছে, গোটা জাতির জন্য এটা লজ্জার। মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলার পরিণতি ভয়াবহ হবে বলেও মন্তব্য করেন তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ বলেন, ছাত্রলীগ দেশের নিরীহ মানুষের জন্য ত্রাস হয়ে ওঠেছে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক, ধর্ষন, হল দখল ও ক্যাম্পাসে শিক্ষার সুষম পরিবেশ নষ্ট করাসহ যাবতীয় অপরাধে সরকারের পোষ্য ছাত্র সংগঠনটির নাম সবার আগে আসে, এরাই আসল জঙ্গি। ধর্মানুরাগী ও আলেম ওলামারা দেশের জন্য নিরাপদ, ইনিয়ে বিনিয়ে তাদেরকে জঙ্গি বলা বন্ধ করুন। ক্যাম্পাসে ধর্মীয় রাজনীতি বন্ধ নিয়ে সম্প্রতি শিক্ষা মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি আরো বলেন, ধর্ম নিয়ে রাজনীতি তো তারা করে, আমরা ধর্ম মেনে রাজনীতি করি ধর্ম নিয়ে নয়।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন বলেন, দেশের ৫ কোটি যুবকের মধ্যে প্রায় ১ কোটি যুবক মাদকাসক্ত। এদিকে মাদক বিধিমালা আইনে বলা হয়েছে, ২১ বছরের বেশি বয়সী যে কেউ পারমিটের জন্য আবেদন করতে পারবেন। হোটেল, রেস্তোরাঁয় বা যেসব স্থানে সাধারণ খাবার পরিবেশনের পাশাপাশি অ্যালকোহল সংরক্ষণ, প্রদর্শন ও পরিবেশন করা হয় তারা বার স্থাপনের লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। এসব অনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে সরকার দেশটাকে মাদকের নেশায় বুঁদ করে ক্ষমতার মসনদ আঁকড়ে থাকার স্বপ্ন দেখে। কিন্তু এ দেশের সচেতন যুব সমাজ তাদের সেই আশার গুড়ে বালি ঢেলে দেবে।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি জেনারেল এ আর খান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ইলিয়াস হাসান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মারুফ, দফতর সম্পাদক মুফতী আবদুজ্জাহের আরিফী, প্রকাশনা সম্পাদক মাষ্টার মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক মুফতী আবু বকর সিদ্দীক, যুব কল্যাণ ও কর্মসংস্থান সম্পাদক মুহাম্মাদ ইউনুছ তালুকদার, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মুফতী সিরাজুল ইসলাম, আইন সম্পাদক এ্যাড. বায়েজিদ হোসাইন, সমাজকল্যাণ সম্পাদক তৌফিক ইমাম, উপ-সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ও এম এ হাসিব গোলদার প্রমুখ।

বার্তা প্রেরক
এইচ এম আবু বকর সিদ্দীক
কেন্দ্রীয় প্রচার সম্পাদক, ইসলামী যুব আন্দোলন

01/09/2022

জামাত একটা ফুটবল তাকে যেদিক ইচ্ছে ব্যবহার করা যায়, খেলাও যায়!

বিএনপি নেতা জিএম সিরাজ

31/08/2022
27/08/2022

আবারও জনগনের ভোটাধিকার হরণ করে ক্ষমতাসীন সরকারকে ক্ষমতায় বসাতেই ১৫০ আসনে ইলেকট্রোনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্...

26/08/2022
আজ ২৬ আগস্ট'২২, শুক্রবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর শাহবাগে আয়োজিত সমাবে...
26/08/2022

আজ ২৬ আগস্ট'২২, শুক্রবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর শাহবাগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম আমীর হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

25/08/2022
24/08/2022

পররাষ্ট্রমন্ত্রীর রাষ্ট্রদ্রোহী বক্তব্যের প্রতিবাদে, প্রেস ক্লাবে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশে শায়খে চরমোনাই'র বক্তব্যের অংশ বিশেষ।

আগামী সপ্তাহ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে দুই দিন বন্ধ থাকবে : মন্ত্রী পরিষদ সচিব
22/08/2022

আগামী সপ্তাহ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে দুই দিন বন্ধ থাকবে : মন্ত্রী পরিষদ সচিব

Address

আছালতপাড়া
Kuakata
2255

Alerts

Be the first to know and let us send you an email when মেহেদী হাসান কুয়াকাটা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মেহেদী হাসান কুয়াকাটা:

Videos

Share


Comments

ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন গণমানুষের হাসি ফুটিয়ে তোলার জায়গা।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর পীর সাহেব চরমোনাই এর ঘোষণা অনুযায়ী নোয়াখালী সদর থানার অন্তর্গত এওজবালিয়া ইউপির জনাব তাজুল ইসলাম কে অটো রিক্সা বুযিয়ে দেওয়া হয়।

"হাতপাখা জিন্দাবাদ'
KUAKATA FAMOUS TV
"কুয়াকাটায় স্বাগতম"
KUAKATA FAMOUS TV
KUAKATA FAMOUS TV
দৈনিক ধ্রুববাণী-Daily Dhrubabani
মুহাঃ মেহেদী হাসান কুয়াকাটা
KUAKATA FAMOUS TV
নবনির্বাচিত চেয়ারম্যান আজ চরমোনাইতে

আজ পটুয়াখালীর ধুলাসার ইউনিয়নের নবনির্বাচিত হাতপাখার চেয়ারম্যান হাফেজ মাওলানা আবদুর রহীম চরমোনাইতে গিয়ে ছিলেন।

তিনি দলীয় জেলা নেতৃবৃন্দ ও প্রায় দুইশত দায়িত্বশীলকে নিয়ে মুহতারাম আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম,পীর সাহেব চরমোনাই ও সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহম্মাদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই সাহেবদ্বয়ের সাথে সাক্ষাত করে ফুলের তোড়া প্রদান করে দোয়া চান।

শায়খদ্বয় তাঁকে ও ইসলামী আন্দোলন নেতৃবৃন্দকে এ ফলাফলের জন্য অভিনন্দন জানান।
KUAKATA FAMOUS TV
চলছে ময়মনসিংহে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের বিভাগীয় মহা সমাবেশ।
মাঠে কোনায় কোনায় ধর্মপ্রাণ ভাইদের দ্বারা পরিপূর্ণ।
বৃষ্টি থাকায় অনেক মানুষ এখনও আসতে পারেনি।
আলহামদুলিল্লাহ বর্তমানে আকাশের অবস্থা ভালো।
সমাবেশ ঠিক মতোই হচ্ছে।
আল্লাহ তায়ালা সফলতা দান করুক।

👉 KUAKATA FAMOUS TV
"আলহামদুলিল্লাহ"
নির্বাচনীয় কার্ড সংগ্রহের জন্য কলাপাড়ার উদ্দেশ্যে রওয়ানা হলেন জননেতা আলহাজ্ব মো.মোসলেম মুসুল্লী মুসা চাচা।

"হাতপাখা জিন্দাবাদ"
KUAKATA FAMOUS TV
"এমনকি আমাদের দলের কোন প্রার্থী বাটপার হলেও তাকে ভোট দেয়া ঠিক হবেনা "
-মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

এমন বক্তব্য দেয়ার সৎ সাহস শুধু চরমোনাই ওয়ালাদেরই আছে "আলহামদুলিল্লাহ"

কুয়াকাটা ফেমাস টিভি/Kuakata Famous Tv চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন
মরহুম সূফি সাহেব হুজুর রহঃ এর দরবারের মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করছেনঃ #হাফেজ_মাওঃ_আরিফ_বিল্লাহ_সিদ্দিকী [ইমাম ও খতিব আছালতপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কুয়াকাটা ]

ভিডিও বয়ান পেতে কুয়াকাটা ফেমাস টিভি/Kuakata Famous Tv চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।

ইউটিউব লিংকঃ https://youtube.com/channel/UC-xUrR9Y5L-nZTTACX2M8dg
শ্রমিকদের সম্মান দিয়ে কথা বলুন .
তাদের পরিশ্রমে আমার - আপনার বেতন হয় ।
ছোট - ছোট অনেক স্বপ্ন বয়ে চলছে
আমাদের সবার জীবনে . . .
আহা !
কবে যে পূরণ হবে স্বপ্ন গুলো ।
এই যুগের মানুষ গুজবও বিশ্বাস করে ।
বিশেষ করে চা এর দোকান গুলো তে
" ত "কে " তাল " বানানো আরকি ।
ছোট্ট ঘটনাকে বড় করে রটানো ।
হায়রে গুজবে - গুজবে দেশ শেষ !