HM Hridoy

HM Hridoy "ধুমপান নয় জন্মই মৃত্যুর কারন"
"O+"Postive

14/01/2025

মুফতি নজরুল ইসলাম কাসেমী ❤️🥀

আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ।সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা,, আপনাদের সকলের  বিনম্রভাবে জানানো যাচ্ছে যে, ১৪ জানুয়ারি ২...
13/01/2025

আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ।

সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা,,
আপনাদের সকলের বিনম্রভাবে জানানো যাচ্ছে যে, ১৪ জানুয়ারি ২০২৫ইং,
রোজ মঙ্গলবার, বাদ আসর
আটপাড়া মারকাযুল উলূম কওমী মাদরাসার
ও কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায়,
৭ম ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ মহতী অনুষ্ঠানে দ্বীনি শিক্ষার আলো ও নসীহতের বার্তা শোনার সুবর্ণ সুযোগ আপনার জন্য অপেক্ষা করছে।
সকলকে এই পুণ্যময় মাহফিলে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে দ্বীনি আমন্ত্রণ জানানো হলো।
আসুন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করি এবং আমাদের প্রিয়জনদের রুহের মাগফিরাতের জন্য একযোগে দোয়া করি। সফল করি

04/01/2025

আমি যখন যে অবস্থায় থাকি আলহামদুলিল্লাহ

04/01/2025

রিজিক এমন একটা জিনিস হাজারো কান্নাকাটি করে রিজিক চেঞ্জ করা যাবে না কপালে আল্লাহ যা রাখছে তাই হবে

03/01/2025

আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমার কপালে যা লেখা রাখছে তাতেই আমি খুশি

আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ।সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা,, আপনাদের সকলের  বিনম্রভাবে জানানো যাচ্ছে যে, ১৪ জানুয়ারি ২...
03/01/2025

আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ।

সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা,,
আপনাদের সকলের বিনম্রভাবে জানানো যাচ্ছে যে, ১৪ জানুয়ারি ২০২৫ইং,
রোজ মঙ্গলবার, বাদ আসর
আটপাড়া মারকাযুল উলূম কওমী মাদরাসার
ও কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায়,
৭ম ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ মহতী অনুষ্ঠানে দ্বীনি শিক্ষার আলো ও নসীহতের বার্তা শোনার সুবর্ণ সুযোগ আপনার জন্য অপেক্ষা করছে।
সকলকে এই পুণ্যময় মাহফিলে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে দ্বীনি আমন্ত্রণ জানানো হলো।
আসুন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করি এবং আমাদের প্রিয়জনদের রুহের মাগফিরাতের জন্য একযোগে দোয়া করি।

আলহামদুলিল্লাহ, আপনাদের সার্বিক সহযোগিতা, অকুণ্ঠ ভালবাসা ও আন্তরিক দোয়ার বদৌলতে আটপাড়া মারকাযুল উলূম কওমী মাদরাসার দ্ব...
22/12/2024

আলহামদুলিল্লাহ, আপনাদের সার্বিক সহযোগিতা, অকুণ্ঠ ভালবাসা ও আন্তরিক দোয়ার বদৌলতে আটপাড়া মারকাযুল উলূম কওমী মাদরাসার দ্বিতীয় তলার ছাদের ঢালাইয়ের কাজ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সফলতার সাথে চলছে।

আমাদের প্রিয় মাদরাসার এই অগ্রগতির জন্য আমরা মহান রবের শোকর আদায় করছি এবং আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের দোয়া ও সহযোগিতায় শিগগিরই এই দ্বিতীয় তলায় কিতাব বিভাগ খোলা হবে, ইনশাআল্লাহ।

আলহামদুলিল্লাহ, দিন দিন মাদরাসার সার্বিক উন্নতি হচ্ছে। আমরা আশা করি, এই মাদরাসা আটপাড়া এবং এর আশপাশের অঞ্চলবাসীর দ্বীনী জ্ঞান অর্জনের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। পাশাপাশি, এই প্রতিষ্ঠানের উসিলায় আটপাড়ার সকল কবরবাসীর মাগফিরাত ও নাজাতের একটি বিশেষ মাধ্যম হয়ে উঠবে।

আমাদের এই মহান কাজের ধারাবাহিকতায় আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা আরও কামনা করছি।
আল্লাহ তাআলা আমাদের সকলের আন্তরিক প্রচেষ্টা কবুল করুন এবং এই মাদরাসাকে উম্মতের জন্য একটি যুগান্তকারী দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলুন।

২২/১২/২০২৪ইং

17/12/2024
09/12/2024

হুজুরের ছোট ভাইকে জান্নাতবাসী করুক আমিন

09/12/2024

ইনশাআল্লাহ❤️

09/12/2024

মজা লাগছে হুজুর কৃপণের বয়ানটা

09/12/2024

সুবহানাল্লাহ❤️

Address

Model Town
Konabari

Alerts

Be the first to know and let us send you an email when HM Hridoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HM Hridoy:

Videos

Share