গুনধর ইউনিয়ন বার্তা

গুনধর ইউনিয়ন বার্তা কিশোরগঞ্জা সকল প্রকৃতিক ছবি এবং খবরাখবর পেতেPageলাইক দিয়ে রাখুন গুনধর ইউনিয়ন বার্তা কে। ধন্যবাদ

--------- লাঙ্গলের জয় ঠেকাতে আওয়ামিলীগে ঐক্যের সুর, চুন্নু হটাও নৌকা বাচাঁও --------- কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে...
20/12/2023

--------- লাঙ্গলের জয় ঠেকাতে আওয়ামিলীগে ঐক্যের সুর, চুন্নু হটাও নৌকা বাচাঁও ---------

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে জাপা মহাসচিব এডভোকেট মুজিবুল হক চুন্নু কে ঠেকানোর জন্য ঐক্য হচ্ছে আওয়ামী লীগের।

করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নাসিরুল ইসলাম খান ২১ ডিসেম্বর সকাল ১১টায় করিমগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সকল আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে ভূমিকা পালনে সমন্বিত পরিকল্পনা ঘোষণা করবেন।

তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও সকল স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে সমঝোতার মাধ্যমে লাঙ্গল কে ঠেকিয়ে বিজয় নিশ্চিত করার জন্য কর্মপরিকল্পনা প্রনয়ণ ও বাস্তবায়নে সকলের সহযোগিতা চেয়েছেন।

--------- প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন আওলাদ, কিশোরগঞ্জের ৬টি আসনে প্রার্থী ৩৯ জন ---------  কিশোরগঞ্জের ৬‌টি আসনের ম...
18/12/2023

--------- প্রার্থিতা প্রত্যাহার করে নিলেন আওলাদ, কিশোরগঞ্জের ৬টি আসনে প্রার্থী ৩৯ জন ---------

কিশোরগঞ্জের ৬‌টি আসনের মধ্যে চারটিতে আওয়ামী লীগসহ পাঁচজন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তা‌দের ম‌ধ্যে একজন আওয়ামী লীগ, ৩ জন জা‌কের পা‌র্টি ও একজন স্বতন্ত্র প্রার্থী র‌য়ে‌ছেন।

কিশোরগঞ্জ-১ (‌কি‌শোরগঞ্জ-‌হো‌সেনপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেটের সৈয়দ আশফাফুল ইসলাম টিটু ও জাকের পার্টির প্রার্থী মো. নাছির উদ্দিন, কিশোরগঞ্জ-৩ (ক‌রিমগঞ্জ-তাড়াইল) আসনে আওয়ামী লীগের প্রার্থী আলহাজ নাসিরুল ইসলাম খান আওলাদ, কিশোরগঞ্জ -৫ (নিকলী-বা‌জিতপুর)আসনে জাকের পার্টির প্রার্থী ‌মো. নাজমুল হক এবং কিশোরগঞ্জ-৬ (‌ভৈরব-কু‌লিয়ারচর) আস‌নে জা‌কের পা‌র্টি ম‌নোনীত প্রার্থী মো. আ. হা‌কিম রিটা‌র্নিং কর্মকর্তার কা‌ছে লি‌খিতভা‌বে তা‌দের প্রার্থিতা প্রত‌্যাহার ক‌রে নেন।

জেলা নির্বাচন কর্মকর্তা আশ্রাফুল আলম বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন। তি‌নি জানান, প্রত‌্যাহা‌রের পর ৬‌টি নির্বাচনী এলাকায় ৩৯ জন প্রার্থী র‌য়ে‌ছেন।

এর ম‌ধ্যে কি‌শোরগঞ্জ-১ আস‌নে ৮ জন, কিশোরগঞ্জ-২ আসনে ৭ জন, কিশোরগঞ্জ-৩ আসনে ৭ জন, কিশোরগঞ্জ- ৪ আসনে ৬ জন, কিশোরগঞ্জ-৫ আসনে ৫ জন এবং কিশোরগঞ্জ-৬ আস‌নে ৬ জন প্রার্থী নির্বাচ‌নে প্রতিদ্ব‌ন্দ্বিতা কর‌বেন।

আপাতত করিমগঞ্জ তাড়াইলে নৌকার খেলা শেষ,কপাল খুলতে পারে নাসিমের? আসন ভাগাভাগির নির্বাচনে জাতীয় পার্টিকে  কিশোরগঞ্জ -৩ আসনট...
17/12/2023

আপাতত করিমগঞ্জ তাড়াইলে নৌকার খেলা শেষ,কপাল খুলতে পারে নাসিমের?

আসন ভাগাভাগির নির্বাচনে জাতীয় পার্টিকে কিশোরগঞ্জ -৩ আসনটি ছেড়ে দিলো আওয়ামিলীগ, তাই এই আসনে নৌকার সাথে প্রতিদ্বন্দ্বিতায় পাওয়া যাবেনা নৌকাকে। কিন্তু জাতীয় পার্টির বড় বাধা হয়ে দাড়াতে পারে মেজর (অবঃ) নাসিম, যিনি ছিলেন নৌকার মনোনয়ন প্রত্যাশি।
করিমগঞ্জ - তাড়াইলে স্বতন্ত্র প্রার্থী মেজর (অবঃ) নাসিম হবেন জাপা মহাসচিবের শক্ত প্রতিদ্বন্দ্বী এমনটাই মনে করছেন কিশোরগঞ্জ -৩ (করিমগঞ্জ - তাড়াইল) এর সাধারণ ভোটার।

--------- এবারো কপাল পুড়লো আওলাদের, একুল ওকুল দুই কুলেই হারালেন তিনি--------- গত ২৬ নভেম্বর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল ...
17/12/2023

--------- এবারো কপাল পুড়লো আওলাদের, একুল ওকুল দুই কুলেই হারালেন তিনি---------

গত ২৬ নভেম্বর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে নৌকার টিকিটে মনোনীত প্রার্থীর তালিকায় তাঁর নাম ঘোষণা করেন। আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় গত ২৭ নভেম্বর কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন সংসদ নির্বাচনের আশায়, কিন্তু সেই আশায় শেষ পর্যন্ত নিরাশায় রুপ নিয়ে দুই কুলেই হারাতে হলো নাসিরুল ইসলাম খান আওলাদ'কে।

ডুবে গেলো করিমগঞ্জ তাড়াইলে নৌকা।
17/12/2023

ডুবে গেলো করিমগঞ্জ তাড়াইলে নৌকা।

17/12/2023

গোপন সূত্রে জানা গেছে প্রাত্রীতা হারাবে নাসীরুল ইসলাম খান আওলাদ।

17/12/2023

ডুবে যাবে করিমগঞ্জ তাড়াইলে নৌকা।

17/12/2023
আগেই বলেছি
17/12/2023

আগেই বলেছি

মানে থাকছে না আমাদের খান সাহেব।
17/12/2023

মানে থাকছে না আমাদের খান সাহেব।

নাটক চলবে নাকি চলবে না।
17/12/2023

নাটক চলবে নাকি চলবে না।

নির্বাচন করবেন তিনি কিন্তু করিমগঞ্জ তাড়াইলে থাকছে না নৌকা।
17/12/2023

নির্বাচন করবেন তিনি কিন্তু করিমগঞ্জ তাড়াইলে থাকছে না নৌকা।

যেকোনো সময় ডুবে যেতে পারে করিমগঞ্জ -তাড়াইলের "নৌকা "
16/12/2023

যেকোনো সময় ডুবে যেতে পারে করিমগঞ্জ -তাড়াইলের "নৌকা "

কিশোরগঞ্জের করিমগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন ৩৩তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা ফ...
15/12/2023

কিশোরগঞ্জের করিমগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন ৩৩তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা ফারহানা আলী। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে ইউএনও হিসেবে তিনি নিজ কার্যালয়ের দায়িত্ব বুঝে নেন। এ সময় কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী দেশে বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বদলীর অংশ হিসেবে তিনি নতুন কর্মস্থলে যোগদান করেছেন।

কিশোরগঞ্জের নিকলীতে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পাপিয়া আক্তার যোগদান করেছেন। এছাড়া নিকলী থানার ভারপ্রা...
13/12/2023

কিশোরগঞ্জের নিকলীতে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পাপিয়া আক্তার যোগদান করেছেন। এছাড়া নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন এস এম শাহাদাত হোসেন।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে ইউএনও ও ওসি নিজ নিজ অফিসের দায়িত্ব বুঝে নেন। এ সময় তাদের ফুল দিয়ে স্বাগত জানায় অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

11/12/2023

ইন্দাচুল্লী ঘটনায় পুলিশ আসার পর,
দুপক্ষ সমঝোতে আসে।
ইট পাটকেল ছুড়াছড়িতে অন্তত ১৫-১৬ জন আহত।

ইন্দাচুল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়েরস্কুল মাঠ দিয়ে রাস্তা কতটুকু হবে।এই নিয়ে দ্বন্দ্ব শুরুকয়েকজনের মাথা ফাটালো।পরব...
11/12/2023

ইন্দাচুল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
স্কুল মাঠ দিয়ে রাস্তা কতটুকু হবে।
এই নিয়ে দ্বন্দ্ব শুরু
কয়েকজনের মাথা ফাটালো।
পরবর্তী আপডেট পেতে ফলো করুন।

11/12/2023

ইন্দাচুল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
স্কুল মাঠ দিয়ে রাস্তা কতটুকু হবে।
এই নিয়ে দ্বন্দ্ব শুরু
কয়েকজনের মাথা ফাটালো।

10/12/2023

খেলা হবে বলল নাসিরুল ইসলাম খান আওলাদ

10/12/2023

নাসিরুল ইসলাম খান ন আওলাদ

--------- চুন্নুর প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আবেদন আওলাদের--------- কিশোরগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিব...
09/12/2023

--------- চুন্নুর প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আবেদন আওলাদের---------

কিশোরগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল চেয়ে আপিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাসিরুল ইসলাম খান আওলাদ।

শুক্রবার (৮ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে নিজের প্রার্থিতা ফিরে পাওয়ার আপিল করার সময় চুন্নুর প্রার্থিতা বাতিলের আপিলও করেন তিনি। মুজিবুল হক চুন্নু এ আসনের বর্তমান সংসদ সদস্য।

এর আগে মনোনয়নপত্র জমা শেষে বাছাইয়ে এ আসনে জাতীয় পার্টির মহাসচিবের মনোনয়নপত্র বৈধ ও নাসিরুল ইসলাম খান আওলাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। ফৌজদারি মামলা থেকে অব্যাহতির কাগজ দেখাতে না পারায় এ সিদ্ধান্ত নিয়েছিল ইসি।

মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে অভিযোগে নাসিরুল ইসলাম খান জানিয়েছেন, রূপালী ব্যাংক পুরানা পল্টন, কর্পোরেট শাখা থেকে পাঁচ কোটি ৭০ লাখ টাকা ঋণের বিপরীতে গ্যারান্টার মুজিবুল হক দীর্ঘদিন খেলাপি আছেন। অতএব সে কিভাবে এমপি মনোনয়নের জন্য আবেদন করতে পারে। তার মনোনয়ন আইন মোতাবেক বাতিলযোগ্য।

তিনি আরও অভিযোগ করেছেন, বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট গোপন করে মনোনয়নের জন্য কাগজপত্র দাখিল করেছেন চুন্নু।

তিনি এবিষয়ে জরুরি ভিত্তিতে তদন্তের দাবি করেন।

------ করিমগঞ্জ- তাড়াইলে মহাজোটের বলি হচ্ছেন নৌকা!  নির্বাচন থেকে সরে দাড়াতে হতে পারে আওলাদ'কে! -------চতুর্থবারের মতো ম...
09/12/2023

------ করিমগঞ্জ- তাড়াইলে মহাজোটের বলি হচ্ছেন নৌকা! নির্বাচন থেকে সরে দাড়াতে হতে পারে আওলাদ'কে! -------

চতুর্থবারের মতো মনোনয়ন পেয়েও জোটের প্রশ্নে নির্বাচনের লড়াই থেকে ফেরত আসতে হচ্ছে তাকে। করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মো. নাসিরুল ইসলাম খান (আওলাদ) কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন। কিন্তু দলীয় সিদ্ধান্তে তাকে শেষ পর্যন্ত প্রত্যাহার করে নিতে হয়। চলতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রার্থী হলে হলফনামায় তথ্য গোপন করায় মনোনয়ন প্রথমে স্থগিত ও পরে বাতিল করা হয়।

নির্বাচন কমিশনে মনোনয়নের বৈধতা চেয়ে তিনি ইতোমধ্যে আপিল করেছেন। আগামী ১০ ডিসেম্বর আপিলের শোনানি হবার কথা। কিন্তু আপিলে বৈধতা পেলেও নির্বাচন থেকে ফিরতে হচ্ছে তাকে। শুধু তিনি নন বর্তমানে জাতীয় পার্টির ২৩টি আসনের মধ্যে অন্তত ২২ জন নৌকার মাঝিকে সমঝোতার বলি হতে হচ্ছে!

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, সাবেক এমপি সানজিদা খানমসহ ২২ জনকে মনোনয়ন প্রত্যাহার করে নিতে হচ্ছে।

এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কিশোরগঞ্জ-৩ মো. নাসিরুল ইসলাম খান, ঠাকুরগাঁও-৩ মো. ইমদাদুল হক, নীলফামারী-৩ মো. গোলাম মোস্তফা, নীলফামারী-৪ মো. জাকির হোসেন বাবুল, লালমনিরহাট-৩ মো. মতিয়ার রহমান, রংপুর-১ মো. রেজাউল করিম রাজু, রংপুর-৩ তুষার কান্তি মণ্ডল, কুড়িগ্রাম-২ মো. জাফর আলী, গাইবান্ধা-১ আফরোজা বারী, বগুড়া-২ তৌহিদুর রহমান মানিক, বগুড়া-৩ মো. সিরাজুল ইসলাম খান রাজু, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) ফিরোজ আহমেদ স্বপন, সাতক্ষীরা-২ (সদর) আসাদুজ্জামান বাবু, বরিশাল-৪ শাম্মী আহমেদ, বরিশাল-৬ আবদুল হাফিজ মল্লিক, পিরোজপুর-৩ মো. আশরাফুর রহমান, ময়মনসিংহ-৪ মোহাম্মদ মোহিত উর রহমান, ময়মনসিংহ-৮ মো. আব্দুছ ছাত্তার, ঢাকা-৪ সানজিদা খানম, ঢাকা-৬ মোহাম্মদ সাঈদ খোকন, নারায়ণগঞ্জ-৩ আব্দুল্লাহ-আল-কায়সার, সুনামগঞ্জ-৪ মোহম্মদ সাদিক, ফেনী-৩ মো. আবুল বাশার, চট্টগ্রাম-৫ মোহাম্মদ আবদুস সালামকে নৌকার মনোনয়নপত্র প্রত্যাহার করতে হবে।

আর মনোনয়নপত্র প্রত্যাহার না করলেও তাদের ডামি ক্যান্ডিডেট হিসেবে থাকতে হবে। অর্থাৎ সমঝোতার খেলায় বলি হচ্ছেন নৌকার এই মাঝিরা।

জাতীয় পার্টির বর্তমান ১৭ এমপির আসনে থাকছে না নৌকা প্রতীক। মানবকণ্ঠ

09/12/2023

কিশোরগঞ্জের পাগলা মসজিদের ৯টি দানবাক্স থেকে পাওয়া গেছে ৬ কোটি ৩২ লক্ষ ৫১ হাজার ৪ শত ২৩ টাকা।

09/12/2023

মজিবুল হক চুন্নু
পরিষ্কার ভাষায় তিনি বললেন তার কোন ঋণ খেলাপি নাই।

গুনধর ইউনিয়নের সকল সুশীল সমাজের লোকদের অবগতির জন্য জানানো যাচ্ছে অনুগ্রহ করে কেউ জন্ম নিবন্ধন বয়স বাড়ানো বা কমানোর জন্য ...
09/12/2023

গুনধর ইউনিয়নের সকল সুশীল সমাজের লোকদের অবগতির জন্য জানানো যাচ্ছে অনুগ্রহ করে কেউ জন্ম নিবন্ধন বয়স বাড়ানো বা কমানোর জন্য অনুরোধ করবেন না। যেটা আইনত বিধান ও সিস্টেম নাই সেখানে সুপারিশ করে লাভ কি?? যারা জন্ম নিবন্ধন একবার করে বুঝে শুনেই করে। পরবর্তীতে বয়স সংশোধনের কোন সিস্টেম ও সুযোগ নাই। জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করেন একদম ফ্রি। জন্ম সত্য জন্ম তারিখও সত্য হবে। পরবর্তীতে সঠিক জন্ম তারিখ দিয়ে যা যা করার করুন। মিথ্যা জন্ম তারিখ থেকে বিরত থাকুন।

ধন্যবাদান্তে
সচিব
গুনধর ইউনিয়ন পরিষদ

09/12/2023

কুলিয়ারচরে চোরাই গরুসহ পিকআপ আটক
৪ চোরকে গ*ণ*ধো*লাই দিয়ে
পিকআপ ভ্যানে আ*গু*ন দেয় উত্তেজিত জনতা।

09/12/2023

কিশোরগঞ্জ জেলা

মজিবুল হক চুন্নুর ঋণ খেলাপি।
08/12/2023

মজিবুল হক চুন্নুর ঋণ খেলাপি।

08/12/2023

নাসিরুল ইসলাম খান আওলাদ।

08/03/2023

বর্তমানে

08/03/2023

সোনালী ফসল, মাশাল্লাহ,

Send a message to learn more

Address

Kishoreganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when গুনধর ইউনিয়ন বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গুনধর ইউনিয়ন বার্তা:

Videos

Share


Other News & Media Websites in Kishoreganj

Show All