বিশেষ স্বাক্ষাতকার, ৯টি স্বর্ণ ও ২টি জাতীয় রেকর্ড গড়া সেরা সাঁতারু আমিরুল ইসলাম জয়-এর
৩৫তম জাতীয় বয়স ভিক্তিক সাঁতার প্রতিযোগিতা ২০২২ এ বালকদের বিভাগে মঞ্জুর স্মৃতি সুইমিং ক্লাব, মুন্সীগঞ্জ এর পক্ষ থেকে অংশ নিয়ে আমিরুল ইসলাম জয় (১৮-২০বালক) ৯টি স্বর্ণ পদক সহ নতুন ২টি জাতীয় রেকর্ড গড়ে সেরা সাঁতারু নির্বাচিত হন।
কালের সাক্ষী হয়ে আছে নিকলীর চন্দ্রনাথ গোস্বামীর আখড়া।
কিশোরগঞ্জ জেলার সবচেয়ে প্রাচীন ও আয়তনে দীর্ঘ মঠের উচ্চতায় ঐতিহাসিক বিখ্যাত আখড়াটি নিকলীতে অবস্থিত।প্রাচীন এ স্থাপত্যটি সনাতন ধর্মের নাথযোগীদের প্রধান তীর্থ ছিল মধ্যযুগে।
তৎকালে সাধক চন্দ্রনাথ গোস্বামী নাথ সম্প্রদায়ের প্রধান ব্যক্তিত্ব ছিলেন। কালের পরিক্রমায় চন্দ্রনাথ গোস্বামীর আখড়া বাড়িটি জরাজীর্ন এক স্থাপত্য ও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।
কিশোরগঞ্জ নিকলী উপজেলায় ব্যবহার হচ্ছে বহু প্রাচীন একটি গুরুত্বপূর্ণ যন্ত্র।
বিশ্ব যখন আধুনিকতার ছোয়ায় অন্য এক রুপে বদলেছে ঠিক তখন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় ব্যবহার হচ্ছে বহু প্রাচীন একটি গুরুত্বপূর্ণ যন্ত্র। জলন্ত কয়লায় চলছে ঐতিহ্যের চিহ্ন বিদ্যুত বিহীন ইস্ত্রি (লন্ড্রী)
নিকলী গুরই ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধার বসু বাহিনী
নিকলী গুরই ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা বসু বাহিনী নিয়ে ৭১ টিভির প্রতিবেদন।
নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীতায় বাধা দেবে না বিএনপি।
স্বতন্ত্র প্রার্থীতায় বাধা দেবে না বিএনপি।
নিকলীর হাওর থেকে দুই পর্যটকের মহদেহ উদ্ধার।
নিকলীর হাওর থেকে দুই পর্যটকের মহদেহ উদ্ধার।
কিশোরগঞ্জ মিঠামইন নিকলী হাওরে, নির্মাণ হবে উড়ালসেতু।
কিশোরগঞ্জ মিঠামইনের হাওরে উড়ালসেতু, নির্মাণ হবে ।
অলস সময় কাটাচ্ছে প্রায় ৩শ নৌকার মাঝি।
পর্যটক নেই নিকলি হাওরে, অলস সময় কাটাচ্ছে প্রায় ৩শ নৌকার মাঝি।
কিশোরগঞ্জের মানুষ এখনো কিশোরই থেকে গেছে, মাননীয় প্রধানমন্ত্রী।
কিশোরগঞ্জ জেলার উন্নয়ন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য।