নিকলী প্রতিদিন

নিকলী প্রতিদিন WELCOME TO NIKLI UPAZILA
Nikli, Kishoregonj Nikli, Kishoregonj

01/12/2023

গ্রামের চায়ের দোকান গুলোতে সাধারন মানুষের চায়ের আড্ডায় দলের মনোনয়ন নিয়ে কারো মাথা ব্যাথা নেই, আলোচনায় স্বতন্ত্র প্রার্থী।

গত এক বছরে কিছু পণ্যের দামের পার্থক্য
30/09/2023

গত এক বছরে কিছু পণ্যের দামের পার্থক্য

23/09/2023

এক্সক্লুসিভ নিকলীতে দূর্গা প্রতিমা শিল্পীরা নির্ঘুম রাত কাটাচ্ছেন

15/08/2023

এক্সক্লুসিভ নিকলীতে মৃৎশিল্প ও শিল্পীরা কোনোরকমে টিকে আছে বাপ-দাদার পেশায়

নদী‌তে গোসল কর‌তে নে‌মে‌ছেন মা। শিশু‌টি শুক‌নো কাপড় নি‌য়ে অ‌পেক্ষা কর‌ছে। হাও‌রের চির‌চেনা দৃশ‌্য এ‌টি। ছ‌বি‌টি নিকলী ...
14/08/2023

নদী‌তে গোসল কর‌তে নে‌মে‌ছেন মা। শিশু‌টি শুক‌নো কাপড় নি‌য়ে অ‌পেক্ষা কর‌ছে। হাও‌রের চির‌চেনা দৃশ‌্য এ‌টি। ছ‌বি‌টি নিকলী উপ‌জেলার ছা‌তিরচ‌রে ঘোড়াউত্রা নদী থে‌কে ক‌্যা‌মেরাব‌ন্দি করা হ‌য়ে‌ছে।

ছ‌বি: নূর মোহাম্মদ।

কিশোরগঞ্জের মিটামইনের হাওরে ঘুরতে আসা ঝালকাঠির অন্তর চক্রবর্তী নামে নিখোঁজ এক পর্যটকদের লাশ দীর্ঘ ৪২ ঘন্টা পর আজ সকালে উ...
13/08/2023

কিশোরগঞ্জের মিটামইনের হাওরে ঘুরতে আসা ঝালকাঠির অন্তর চক্রবর্তী নামে নিখোঁজ এক পর্যটকদের লাশ দীর্ঘ ৪২ ঘন্টা পর আজ সকালে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।

দেশের মানুষের পাঁচটি মৌলিক চাহিদার সবকয়টি পূরণ করেছে বর্তমান সরকার। এই ধারাবাহিকতা ধরে রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে...
05/08/2023

দেশের মানুষের পাঁচটি মৌলিক চাহিদার সবকয়টি পূরণ করেছে বর্তমান সরকার। এই ধারাবাহিকতা ধরে রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে সাধারণ জনগণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল।

শনিবার (৫ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া বাজার এলাকায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে গণসংযোগের এক ফাঁকে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমান সরকারের উন্নয়নকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ। আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে ক্ষমতায় আনবে সাধারণ মানুষ।

এ সময় বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহ-সাধারণ সম্পাদক আতাউর রহমান উজ্জল, কিশোরগঞ্জ জেলা যুবলীগের সদস্য বাসির উদ্দিন রিপন, বাজিতপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, নিকলী সদর ইউনিয়নের চেয়ারম্যান যুবলীগ নেতা কারার শাহরিয়ার আহমেদ তুলিপ, হিলছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল হক নাহিদ, যুবলীগ নেতা এডভোকেট মোহাম্মদ আরকানসহ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

গত কয়েকদিন ধরে নিকলী ও বাজিতপুর উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের সুফল সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন সুব্রত পাল।

দেশের মানুষের পাঁচটি মৌলিক চাহিদার সবকয়টি পূরণ করেছে বর্তমান সরকার। এই ধারাবাহিকতা ধরে রাখতে আগামী জাতীয় সংসদ ....

১৯৮০ খ্রিস্টাব্দে নিকলীর সহরমূল গ্রামে খাল খননের সময় মাটির গভীরে পাওয়া কষ্টি পাথরের মুর্তি।তাৎক্ষণিক ভাবে নিকলী থানায় জম...
03/08/2023

১৯৮০ খ্রিস্টাব্দে নিকলীর সহরমূল গ্রামে খাল খননের সময় মাটির গভীরে পাওয়া কষ্টি পাথরের মুর্তি।তাৎক্ষণিক ভাবে নিকলী থানায় জমা রাখা হয়।কয়েক বছর পর বাংলাদেশ জাতীয় যাদুঘরে হস্তান্তর করা হয়।বর্তমানে জাতীয় যাদুঘরে সংরক্ষিত আছে।

উল্লেখিত মুর্তিটি গবেষনা করে "কিশোরগন্জের ইতিহাস" গ্রন্থে দুটি আর্টিকেল প্রকাশিত হয়।প্রথমটিতে গ্রন্থের সম্পাদক মুহাম্মদ সাইদুর ও মোহাম্মাদ আলী খান উল্ল্যেখ করেন মুর্তিটি ১৪০০সালের দিকে নির্মিত হতে পারে।
দ্বিতীয় মতটি জাতীয় যাদুঘরের প্রতিষ্টাতা পরিচালক নলিনী কুমার ভট্টাচার্য বলেন- সমগ্র ভারত ও বাংলাদেশ জুড়ে এ ধরনের তিনটি মুর্তির সন্ধান পাওয়া গেছে,যার বয়স প্রায় দুই হাজার বছর।

এ থেকে প্রতিয়মান হয় যে নিকলীর এ জনপদগুলো সুপ্রাচীন ও সমৃদ্ধ অঞ্চল ছিলো যার নুন্যতম বয়স ৭০০বছরের বেশী।

04/07/2023
দিলীপ কুমার সাহা (নিকলী) কিশোরগঞ্জ প্রতিনিধি
26/05/2023

দিলীপ কুমার সাহা (নিকলী) কিশোরগঞ্জ প্রতিনিধি

এক সময় গ্রামীণ হাটে দেখা মিলতো ভ্রাম্যমাণ নাপিতের। মোড়া কিংবা কাঠের তক্তা দিয়ে বানানো পিঁড়িতে বসে চুল কাটাতেন মা...

দিলীপ কুমার সাহা (নিকলী) কিশোরগঞ্জ প্রতিনিধি
25/05/2023

দিলীপ কুমার সাহা (নিকলী) কিশোরগঞ্জ প্রতিনিধি

16/05/2023

বিশেষ স্বাক্ষাতকার, ৯টি স্বর্ণ ও ২টি জাতীয় রেকর্ড গড়া সেরা সাঁতারু আমিরুল ইসলাম জয়-এর

৩৫তম জাতীয় বয়স ভিক্তিক সাঁতার প্রতিযোগিতা ২০২২ এ বালকদের বিভাগে মঞ্জুর স্মৃতি সুইমিং ক্লাব, মুন্সীগঞ্জ এর পক্ষ থেকে অংশ নিয়ে আমিরুল ইসলাম জয় (১৮-২০বালক) ৯টি স্বর্ণ পদক সহ নতুন ২টি জাতীয় রেকর্ড গড়ে সেরা সাঁতারু নির্বাচিত হন।

উঠছুইন নতুন বাসায় (কবিতা)ছাদেকুর রহমান রতন উঠছুইন আফনে নতুন বাসায়থাকবাইন ঠিহেই সুহেমাইঝে মাইঝে আইনযে বাড়িতদেখবো নানান লু...
26/04/2023

উঠছুইন নতুন বাসায় (কবিতা)
ছাদেকুর রহমান রতন

উঠছুইন আফনে নতুন বাসায়
থাকবাইন ঠিহেই সুহে
মাইঝে মাইঝে আইনযে বাড়িত
দেখবো নানান লুহে।

ফেটটা ফুড়ে আফনের লাগি
কইতাম দুইডে কথা
আত্কা বিত্কা মিঠামইনে
পাইলে যথাতথা।

আফনে আইলে রাইন্দে তয়াম
গুইঙ্গে মাছের ছানুন
অহন তো আর নাইকা জানি
আগের নিয়ম-কানুন।

দোয়া করি আল্লার কাছে
মেলা বছর বাছুইন
সাইডে সুইডে ধারদে গিয়া
কয়াম কেমন আছুইন?

আফনে কইবাইন বেপার কিরে?
চলোছ কিবায় কিতা?
মনডা আমার ভইরে যাইবো
যাইবোগা সব তিতা।

দিলীপ কুমার সাহা (নিকলী) কিশোরগঞ্জ প্রতিনিধি:
28/03/2023

দিলীপ কুমার সাহা (নিকলী) কিশোরগঞ্জ প্রতিনিধি:

28/03/2023

কিশোরগঞ্জ নিকলীতে ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক আটক

২২ তম রাষ্ট্রপতি পদে নির্বাচনে আ. লীগের মনোনয়ন পেলেন মোঃ সাহাবুদ্দিনতিনি সিনিয়র জেলা দায়রা জজ ও সাবেক দুদক কমিশনার।- জন্...
12/02/2023

২২ তম রাষ্ট্রপতি পদে নির্বাচনে আ. লীগের মনোনয়ন পেলেন মোঃ সাহাবুদ্দিন
তিনি সিনিয়র জেলা দায়রা জজ ও সাবেক দুদক কমিশনার।

- জন্মগ্রহণ করেন পাবনা জেলায় এবং সাবেক ছাত্রলীগ সভাপতি (পাবনা জেলা)

08/12/2022

এক্সক্লুসিভ ৬ লাখ টাকার ভারতীয় শাড়িসহ গ্রেফতার ১

13/11/2022

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নিকলীতে একটি পাইপগানসহ শাহজাহান কবির (৩৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাট...

10/11/2022

বিয়ের কথা বলে বুদ্ধি-প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, আসামি গ্রেপ্তার

দিলীপ কুমার সাহা, নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: নিকলী হাওরে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ৯৯৯ এ ফোন করলে উপজেলা প্রসাশন ও পুলিশ ঘটন...
27/10/2022

দিলীপ কুমার সাহা, নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: নিকলী হাওরে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ৯৯৯ এ ফোন করলে উপজেলা প্রসাশন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৩ জনকে উদ্ধার করেছে।

সোমবার (২৪ অক্টোবর) সন্ধায় ৬টায় জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল কল আসে মিঠামইন থেকে নিকলী আসার পথে একটি যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকা ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বৈরি আবহাওয়ার কারনে দূর্ঘটনার শিকার হয়েছে। যার ফলে ঘোড়াউত্রা নদীতে ঝড়ের কবলে আটকা পড়ে ১৩ জন।

সংবাদ পাওয়ার সাথে সাথে কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম বার এর দিক নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ শাকিলা পারভিন এবং নিকলী থানার অফিসার ইনচার্জ মনসুর আলী আরিফ ও নিকলী থানার ইন্সপেক্টর তদন্ত আক্তারুজ্জামান খানের নেতৃত্বে পুলিশ ঝড় বৃষ্টি উপেক্ষা করে রাতব্যাপী শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে তেরজন যাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

পুলিশ জনতা জনতাই পুলিশ এ কথা টি আবারো সত্য পরিণত হলো। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সারাদেশে ঝড় বৃষ্টি জলোচ্ছ্বাস হচ্ছে,যার ফলে কেও ঘর থেকে বের হতে পারছে না। আর বের হওয়া কারো জন্য নিরাপদ নয়। এমন ভয়াবহ অবস্থা থেকে পুলিশের সহায়তায় প্রাণে বেচে ফিরে নতুন জীবন পেয়েছেন বলে মনে করছেন ঘূর্ণিঝড় কবলে পড়া আক্রান্ত ব্যাক্তিরা।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী আরিফ ও ইন্সপেক্টর তদন্ত আক্তারুজ্জামান খান জানান, সোমবার সন্ধায় হঠাৎ জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে কল আসে মিঠামইন থেকে নিকলী আসার পথে যাত্রীবাহী একটি ইঞ্জিন চালিত নৌকা ঝড়ের কবলে পড়েছে। তাৎক্ষণিক পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে উপজেলা প্রসাশন ও আমরা রাতভর শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে ঝড়ের কবলে আটকা পড়াদের উদ্ধার করতে সক্ষম হই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছঃ শাকিলা পারভিন জানান, উপজেলা প্রসাশন ও নিকলী থানা পুলিশের চেষ্টায় ১৩ যাত্রীকেই অক্ষত অবস্থায় উদ্ধার করতে এই ঝড়ের মধ্যেও আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিলো। আল্লাহর রহমতে সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে পেরেছি।

কিশোরগঞ্জ নিকলী হাওরে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ৯৯৯ এ ফোন, উদ্ধার ১৩

নিকলী জি সি পাইলট উচ্চবিদ্যালয়ের আগের ভবন।নতুন বিল্ডিং করার জন্য বর্তমানে উক্ত ভবন গুলো ভেঙ্গে ফেলা হয়েছে।
24/09/2022

নিকলী জি সি পাইলট উচ্চবিদ্যালয়ের আগের ভবন।
নতুন বিল্ডিং করার জন্য বর্তমানে উক্ত ভবন গুলো ভেঙ্গে ফেলা হয়েছে।

 #নিকলীতে_কি_এক_খন্ড_জমি_হবে_না?!আসুন বিস্তারিত পড়ি।নাম মো: তাহের আলী।বয়স আনুমানিক ৫৫, বাড়ি - ভাটিবরাটিয়া, সিংপুর,নিকলী,...
11/09/2022

#নিকলীতে_কি_এক_খন্ড_জমি_হবে_না?!

আসুন বিস্তারিত পড়ি।
নাম মো: তাহের আলী।
বয়স আনুমানিক ৫৫, বাড়ি - ভাটিবরাটিয়া, সিংপুর,নিকলী, কিশোরগঞ্জ।

জনাব, তাহের আলী জন্মস্থান ভাটিবরাটিতেই। বেড়ে ওঠা, শৈশব ও পুরা কাল ভাটিবরাটিয়াতেই। আনুমানিক ২ বছর আগে নদী ভাঙনে হারিয়েছেন একমাত্র ভিটে বাড়িসহ ঘর!!!

বর্তমানে তার ঠায় হয়েছে একটি ছোট ডিঙি নৌকায়!!!
সবচেয়ে কষ্টকর বিষয় হল উনার স্ত্রী গত ৭ বছর যাবৎ প্যারালাইজড। এত এত অভাব অনটনের মাঝেও তাহের আলী তার প্রিয়তমা স্ত্রী কে একা ফেলে কোথাও পালিয়ে যান নি। অসুস্থ স্ত্রী কে নিয়ে এভাবেই একটি নৌকায় সংসার পেতেছেন এই অভাগা তাহের আলী!!
এই আধুনিক যুগে এটাও কি আদৌ ভাবা যায়??
একজন মানুষ থাকে নৌকায় তাও প্যারালাইজড স্ত্রী কে নিয়ে???

নিকলী কি তাকে এক খন্ড ভূমি ও একটি ঘর দিতে পারে না??
নাকি এই তাহের আলী ঘর বাড়ি পাওয়ার যোগ্যতা রাখে না???

কবে আমরা মানুষের মতো মানুষ হবো?
কবে মানবিক মানুষ হবো?

প্রশাসন ও স্হানীয় নেতৃবৃন্দদের কাছে আকুল আবেদন এই তাহের আলীকে এক খন্ড ভূমি দেন, অন্তত বাকী জীবন টা যেন মাটির উপরে থেকে কাটাতে পারেন। মরলে তো মাটির নিচেই যাবে অন্তত বাঁচার আগে মাটির উপরে বাঁচার সুযোগ টুকু দিন।

হে নিকলী ধনাঢ্য ব্যক্তিবর্গ, যুবসমাজ, তরুণসমাজ
আসুন আমরা সজাগ হই, যদি প্রশাসন কিছু না করে তাহলে অন্ততপক্ষে আমরা নিজেরা টাকা সংগ্রহ করে উনার পাশে দাঁড়ায়।

কিশোরগঞ্জের নিকলী উপজেলার ঘোড়াউত্রা নদীতে নৌপথে চাঁদাবাজি করার সময় একটি ইঞ্জিনচালিত নৌকাসহ ৫ চাঁদাবাজকে আটক করেছে নিকলী ...
30/08/2022

কিশোরগঞ্জের নিকলী উপজেলার ঘোড়াউত্রা নদীতে নৌপথে চাঁদাবাজি করার সময় একটি ইঞ্জিনচালিত নৌকাসহ ৫ চাঁদাবাজকে আটক করেছে নিকলী থানার পুলিশ।

রবিবার (২৮ আগষ্ট) বিকেলে উপজেলার ঘোড়াউত্রা নদীর বরুলিয় খালের সামনে এলাকায় মাল বোজাই নৌকা ও বাল্কহেড থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের সময় নিকলী থানার পুলিশ তাদের আটক করেছে। আটককৃতদের কাছ থেকে চাঁদা আদায়ের কাজে ব্যবহৃত ১ ইঞ্জিন চালিত নৌকা, নগদ টাকা জব্দ করে নিকলী থানার পুলিশ।

আটককৃতরা হলো- নিকলী উপজেলার সদর ইউনিয়নের পূর্বগ্রামের ইদ্রিছ আলীর ছেলে মোঃ ইমন (২৭), পূর্বগ্রাম সর্দার হাটির মোখলেছুর রহমানের ছেলে চয়ন মাহমুদ জেরিন (২৮),পূর্বগ্রাম দরগাহাটির সোনালী সর্দারের ছেলে মোঃ ফজর আলী (২৪), পূর্বগ্রাম সর্দার হাটির ইকবাল হোসেনের ছেলে সাব্বির হোসেন পিয়াস ও টিক্কল হাটির আব্দুর রউফ এর ছেলে মোঃ সানি (১৯)।

মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ ঘোড়াউত্রা নদীতে প্রকাশ্যে চাঁদাবাজি করছে তারা। কিন্তু এতোদিন তারা ধরা ছোঁয়ার বাইরে ছিল। নিকলী থানার এসআই মোঃ তারিকুল ইসলাম গোপন সংবাদে সঙ্গীয় র্ফোসদের দূরদর্শিতায় চাঁদাবাজদের গ্রেফতার করেছে।

ঘোড়াউত্রা নদীর বরুলিয়া খাল এলাকায় মালবাহী নৌকা থেকে ২০০ টাকা ও বালুর বাল্কহেড থেকে ১০০ টাকা এবং ছোট নৌকা থেকে ৫০ টাকা করে জোরপূর্বক চাঁদা আদায় করতো তারা।

নৌকা মালিক ও বাল্কহেড মালিকরা জানান, চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে নৌকার মাঝি দেরকে মারধর করে। তারা নদীতে চাঁদাবাজি করে রাতারাতি আঙুল ফুলে কলাগাছ বনে গেছে বলে জানান তারা।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনসুর আলী আরিফ বলেন, নৌপথে চাঁদাবাজি হচ্ছে এমন সংবাদ পেয়ে এস আই মোঃ তারিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম ঘোড়াউত্রা নদীতে অভিযান চালিয়ে ৫ চাঁদবাজকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে রবিবার রাতেই নিকলী থানায় চাঁদাবাজির মামলা করা হয়েছে। নৌপথে কোন অপ্রতিকার ঘটনা যাতে না ঘটে সেজন্য আমরা সর্বদা প্রস্তুত আছি।

কিশোরগঞ্জ নিকলীতে ৫ চাঁদাবাজ আটক

দিলীপ কুমার সাহা, কিশোরগঞ্জ (নিকলী) প্রতিনিধি: কিশোরগঞ্জের নিকলী উপজেলার পুজা উদযাপন পরিষদের উদ্যোগে গতকাল শুক্রবার মহাব...
19/08/2022

দিলীপ কুমার সাহা, কিশোরগঞ্জ (নিকলী) প্রতিনিধি: কিশোরগঞ্জের নিকলী উপজেলার পুজা উদযাপন পরিষদের উদ্যোগে গতকাল শুক্রবার মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী নিকলীতে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।

এ উপলেক্ষে নিকলী উপজেলা পুজা উদযাপন পরিষদের বিপুল দেবনাথ ও সাধারণ সম্পাদক কার্তিক সুত্রধরের নেতৃত্বে ও সনাতন ধর্মাবলম্বী সকল ভক্ত-বৃন্দ নিকলী কেন্দীয় হরিসভা থেকে একটি শোভাযাত্রা বাহির হয়।

শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিকলীর সনাতন ধর্মাবলম্বীদের র্তীথ স্থান নিকলী চন্দ্র নাথ গোস্বামীর আখঁড়ায় এসে শেষ হয়। এর পর হরি সভায় সনাতন ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা সভা ও ধর্মীয় সংকীর্ত্তনের আয়োজন করা হয়।

এক্সক্লুসিভ নিকলীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

13/08/2022

কিশোরগঞ্জ নিকলীতে ৪ জুয়াড়ি গ্রেপ্তার

22/07/2022

কিশোরগঞ্জের নিকলীতে হাওরে বেড়াতে এসে পানিতে ডুবে একজন পর্যটকের মৃত্যু হয়েছে। নিহত পর্যটকের নাম মো. আকাশ (২৬)। তিন....

29/06/2022

কিশোরগঞ্জের নিকলীতে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে স্বামীসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। সোমবার ...

28/06/2022

এক্সক্লুসিভ নিকলীতে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্টিত

27/05/2022

কিশোরগঞ্জ নিকলীতে ধারালো কিরিচের আঘাতে যুবক খুন, আটক ৬

25/05/2022

এক্সক্লুসিভ নিকলীতে ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার বিতরণ

19/05/2022

নিকলী (কিশোরগঞ্জ) :শহীদ স্বরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবনের ছাদে ইএসইএটি যন্ত্র স্হাপন করা হচ্ছে —ইত্তেফাক ম .....

12/05/2022

এক্সক্লুসিভ নিকলীতে হারিয়ে যেতে বসেছে করাতি পেশা, বদল করছেন পেশা

09/05/2022

কিশোরগঞ্জ নিকলী পরিক্রমা'র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

12/04/2022

কিশোরগঞ্জ নিকলিতে পুলিশের দেয়া ঘরে মাথা গোঁজার ঠাঁই হয়েছে প্রতিবন্ধী খুশেদা বেগমের

07/04/2022

কিশোরগঞ্জ নিকলীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

Address

Kishoreganj
2360

Website

Alerts

Be the first to know and let us send you an email when নিকলী প্রতিদিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share