Papia's Creation and Blog

Papia's Creation and Blog In this world everyone to be happy,
Thanks my Almighty to give me happiness.

27/12/2024

আফনানের সাথে অনেক গল্প করি,আমার ছোটবেলার কাটানো প্রতিটি জায়গা প্রতিটি সুন্দর মেমরি নিয়ে। তো সেই থেকে তার একটা আফসোস কাজ করতো আর বলতো আমাকে,মা আমি আরীজ কেনো তোমাদের মতো এতো সুন্দর সময় আর এতো মানুষ পাইনি। তোমাদের সময় যদি আমি থাকতাম কতো না মজা করতাম😌।

মাত্র এক ঘন্টা হলেও আমার আফনানের একটা শখ পূরণ করতে পারলাম। তার গ্রামীণ পরিবেশ দেখার খুব শখ ছিলো,তা পূরণ হলো সাথে অনেক বেশি আনন্দ করেছে ওর ভাই, বোন,আপু,খালামনি,আম্মী আর মায়ের সঙ্গে। আরীজ,ইয়াশফি,আরভীর আনন্দ দেখে আমরাও ভীষণ খুশী হয়েছি। ওদেরও খুব সুন্দর একটা মেমোরি হয়ে গেলো। আর আমরাও আমাদের সোনালী অতীত টাকেও এতো বছর পর খুব কাছ থেকে দেখে এলাম।

ধন্যবাদ Shanta Islam তোর জন্য যাওয়াটা হলো🤗🥰।

21/12/2024

এ যেনো আমার জন্যই বিজয়ের সকাল ছিলো। যেহেতু বাচ্চাদের নিয়ে বা রেখে একা আমি বান্ধবীদের সঙ্গে ঘুরতে বের হতে পারিনা তাই একমাত্র সকাল ছাড়া আমার পক্ষে সময় মিলানো পসিবল নাহ। অসংখ্য ধন্যবাদ Romana Mele, Tahmina Nipu সকালটা এতো বেশি সুন্দর করার জন্য। যার রেশ আগামী একবছর থাকবে।

নিপু তোকে আবারো স্পেশাল ধন্যবাদ আমাকে আর মিলিকে সাজেক,বান্দরবানের ভিউ এনজয় করার আর ঘোরার ফিলিং দেওয়ার জন্য। রানু সব মিস করলো। ২ টা ঘন্টার প্রতিটি সেকেন্ড এনজয় করেছি আমরা আলহামদুলিল্লাহ।

07/12/2024

আসসালামু আলাইকুম।
খুব সহজ ভাবেই জলপাই এর ঝুরি আচার বানিয়ে ফেললাম। এর চেয়ে সহজ আর কোনো আচার হতেই পারেনা। আপনারাও ট্রাই করতে পারুন।

05/12/2024

I gained 28 followers, created 19 posts and received 5 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

23/11/2024

প্রতিটি মায়ের জার্নি একেক বাচ্চা কে নিয়ে একেকরকম হয়ে থাকে। পজিটিভ কথা বলার চেষ্টা করুন।
আসসালামু আলাইকুম।
শুভ সকাল।

20/11/2024

বলেছিলাম কাজটি কমপ্লিট হলে শেয়ার করবো আপনাদের সাথে, আলহামদুলিল্লাহ কমপ্লিট। ওও হ্যা,কাজটিতে একটি ভুল হয়েছে।
কে বলতে পারবে ভুলটি কোথায় হয়েছে??
বলুন দেখি।

18/11/2024

আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিলাম আজকে। আমার কিছু কথা ছিলো আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। আশা করছি ছোট ভিডিও টি দেখবেন এবং আমার কথা শুনে আপনাদের মূল্যবান মতামত দিবেন।

17/11/2024

আচার বানানোতে এক্সপার্ট না হয়েও খুব সহজভাবে কিভাবে আচার বানানো যায় সেটা আমার এই ছোট ভিডিও দেখে করতে পারবেন, আমার মতো যারা আচার বানানোতে একদম আনাড়ি।
ভিডিও টা দেখে অবশ্যই কমেন্ট করে যাবেন😊।

সিজন চেঞ্জ হচ্ছে। শীতকাল এসে পড়েছে দুয়ারে! এই মুহুর্তে সর্দি-কাশির আশঙ্কা এড়াতে মেনে চলুন এই নিয়মগুলি -১. স্যুপজাতীয় ...
17/11/2024

সিজন চেঞ্জ হচ্ছে। শীতকাল এসে পড়েছে দুয়ারে! এই মুহুর্তে সর্দি-কাশির আশঙ্কা এড়াতে মেনে চলুন এই নিয়মগুলি -

১. স্যুপজাতীয় খাবার খান : গরম গরম স্যুপ খেতে পারলে শরীর গরম থাকবে এবং ঠাণ্ডা লাগার প্রবণতা কমবে।

২. হালকা গরম পানি পান করুন: সিজন চেঞ্জের সময় নিয়মিত পানি ফুটিয়ে খেলেও ঠাণ্ডা কম লাগবে।

৩. জাঙ্কফুড এড়িয়ে যান: এই সময় জাঙ্ক ফুড এড়িয়ে যেতেই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

৪. গোসলে গরম পানি: গোসলের সময় সরাসরি ঠান্ডা পানি ব্যবহার না করাই উত্তম। কুসুম গরম পানি ব্যবহার এসময় শরীরের জন্য উপকারী।

৫. শরীর চর্চা করুন: শরীর চর্চা করতে পারেন নিয়মিত। তবে শরীরে অতিরিক্ত ঘাম হলে দ্রুত মুছে ফেলাই শ্রেয়।

শুভ সকাল সবাই কে 🥰

😊সুন্দর ব্যবহার আপনার সঞ্চয়, যা কখনো কখনো অর্থের চেয়েও বেশি উপকারে আসে..!!!শুভ সকাল সবাই কে।
11/11/2024

😊সুন্দর ব্যবহার আপনার সঞ্চয়,
যা কখনো কখনো অর্থের চেয়েও বেশি উপকারে আসে..!!!
শুভ সকাল সবাই কে।

"আল্লাহর উপর ভরসা করো, কারণ তাঁর পরিকল্পনা আমাদের সবার চেয়ে শ্রেষ্ঠ।"শুভ সন্ধ্যা।
09/11/2024

"আল্লাহর উপর ভরসা করো, কারণ তাঁর পরিকল্পনা আমাদের সবার চেয়ে শ্রেষ্ঠ।"
শুভ সন্ধ্যা।

Address

Karampatty
Kishoreganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Papia's Creation and Blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Papia's Creation and Blog:

Videos

Share