The Bangali binodon

The Bangali binodon Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The Bangali binodon, Digital creator, Kishoreganj.

নৌকা দিয়ে ঘুরতে আসলাম 🥰
22/10/2023

নৌকা দিয়ে ঘুরতে আসলাম 🥰

20/10/2023
My Best Photo                          #ছবিকথা  #ছবিটা  #কাশফুল
20/10/2023

My Best Photo
#ছবিকথা #ছবিটা #কাশফুল

***পিচ্চি বউ এর প্যারা***১ম পর্বলেখকঃসোহান(ক্ষু্দ্র লেখক)নিলাঃভাইয়া তুই কখন উঠবি তোর না অফিসের দেরী হয়ে যাচ্ছে।আমিঃসর তো...
14/10/2023

***পিচ্চি বউ এর প্যারা***

১ম পর্ব

লেখকঃসোহান(ক্ষু্দ্র লেখক)

নিলাঃভাইয়া তুই কখন উঠবি তোর না অফিসের দেরী হয়ে যাচ্ছে।

আমিঃসর তো ঘুমাতে দে আমায়।

নিলাঃআচ্ছা তুই ঘুমা আমি আব্বুকে গিয়ে বলি তুই অফিসে না গিয়ে ঘুমাবি।

কথাটা শুনে লাফ দিয়ে উঠলাম কারন আব্বুকে খুব ভয় পাই।

আমিঃওই কুত্তি শোন আমি যাবো অফিসে আব্বুকে কিছু বলিস না।

নিলাঃঠিক আছে তুই নিচে আয় আম্মু খাবার নিয়ে অপেক্ষা করছে।

আমিঃঠিক আছে যা।

কি আর করার উঠে ফ্রেশ হতে চলে গেলাম।

ততোক্ষনে পরিচয়টা দিয়ে দিই আপনাদের।আমার নাম সোহান মা বাবার ২ তম সন্তান আর একটু আগে যে কথা বললো সে এক মাত্র বোন আর আমি লেখাপড়া শেষ না হতেই আব্বুর অফিসে বসে পড়ি।

যাক ফ্রেশ টা হয়ে গেলাম রেডি হয়ে নিচে গেলাম দেখি সবাই বসে আছে আর সবাইকে কেমন খুশি কুশি লাগছে ব্যাপারটা বুঝালাম না খেয়ে অফিসে চলে গেলাম।

অনেক কাজের চাপ তাই কাজ করতে লাগলাম।কাজ করতে করতে দুপুর পার হয়ে গেলো তখনি বাসা থেকে ফোন আসলো আমায় নাকি এখনি যেতে হবে বাসায় আমি কারন জানতে চাইলে কিছু বললো না।আব্বু এক কথায় জানিয়ে দিলো এখনি নাকি বাসায় যেতে হবে আমিও হ্যাঁ বলে দিলাম।

অফিস থেকে বের হয়ে বাসায় চলে এলাম এসে দেখি সবাই রেডি হয়ে আছে।

আমিঃকি ব্যাপার।

আম্মুঃতোর আব্বুর বন্ধুর মেয়ের আজ বিয়ে।

আমিঃবিয়ে তো আমার কি।

আম্মুঃতুই ও যাবি।

আমিঃআমারে পাগল পাইছো??কাজ ফেলে রেখে আমি ওই বিয়ে দেখতে যাবো তুমি জানো না আমি বিয়ে বাড়ি যাইনা।

আব্বুঃযাস না এবার যেতে হবে।

আমিঃআব্বু আমি যেতে পারবো না।

আব্বুঃনা গেলে বুঝেছিস তো কি করবো মনে আছে তো ওই দিন।

আমি তকন ভাবতে লাগলাম ব্যাপারটা ভাবতেই গা শিউরে ওঠে একদিন ভুল করেছিলাম বলে আমায় গাছে চড়াইছিলো দৌড়ানি দিয়ে😭😭😭

আমিঃকি বলো আব্বু সে দিন ভোলার??আমি যাবো যাবো।

আব্বুঃএই তো চল এবার।

কি আর করার ওই অবস্থায়ই সবাই যেতে লাগলাম গাড়ির মধ্যে দেখলাম সবাই হাসতাছে নীলাও আমায় চোখ রাঙালো বুজতে পারলাম না কি হবে।

অবশেষে পৌছালাম দেখলাম বাড়িটা বেশ ভালোভাবেই সাজানো হয়েছে নেমে ভিতরে গেলাম আংকেলকে চিনি আমাদের দেখে আব্বুকে এসে হাত মিলিয়ে বললো আরে বেয়াই সাহেব যে।

বেয়াই সাহেব বললো কথাটায় কেমন যেনো প্যাচ আছে মনে হচ্ছে।

আমাদের একটা রুমে নিয়ে যাওয়া হলো গিয়ে একটু বসেছি তকন আব্বু বাইরে থেকে এসে হাতে একটা পান্জাবি ধরিয়ে দিয়ে বললো যা পড়ে নে।

আমিঃপান্জাবি পরবো কেনো আব্বু??

আব্বুঃপরে নে আজ তোর বিয়ে।

কোথাটা শুনে বুঝতে পারলাম শেষ মেষ আমার পেছনেই বাশ টা যাচ্ছে।আগেই বোঝা উচিত ছিলো আমায় বাশ উপহার দেওয়া হবে।

কি আর করার বাশটা এখন দিয়েছে যখন না খেয়ে তো আর পারবো না পান্জাবিটা পড়ে বিয়ের পিরিতে বসলাম মেয়েটাকে একন পর্যন্ত দেখিও নাই সে কেমন বজ্জাত কাজির দ্বারা বিয়েটা হয়ে গেলো তখন একা থাকলে কাজিটাকে গুলি করে মারতাম।

অবশেষে বিয়ে সম্পূর্ণ হলো বউকে নিয়ে যাওয়ার পালা আম্মুরা আরেকটা গাড়িতে বসলো আর আমাদের জন্য আলাদা গাড়িতে দেখলাম মেয়েটা অনেক কাদছে এতো কাদতে পারে একটা মেয়ে ভাবি নাই গাড়িতে এসে বসলো আমার পাশে তবুও দেখি ফুফিয়ে কান্না করছে আমি রুমালটা বের করে দিলাম চোখের জ্বল মোছার জন্য সে বাচ্চাদের মতো চোখের জ্বল মুছে নাক ঝেড়ে তারপর দিলো ভাব বুঝে মনে হলো পিচ্চি গাড়িটা আমাদের বাসার সামনে এসে থামলো মেয়েটাকে আমার রুমে নিয়ে যাওয়া হলো আমি ছাদে গিয়ে একটা সিগেরেট ধরালাম।

এইযে কেউ ভাববেন না ছ্যাকা খেয়েছি এটা এমনি খাই।
১২ টা পর্যন্ত ছাদে থাকার পর মাত্র ঘুরে ফিরেছি দেখি আমার জম দারিয়ে আছে আমি ভয় পেয়ে গেলাম যে সব দেখলো নাকি।

আব্বুঃএখনি রুমে যা।

আব্বুর কথা শুনে চলে গেলাম নিজের রুমে দেখি ফুল দিয়ে সাজানো খাট দরজা লাগিয়ে মনে হচ্ছে মেয়েটা ঘোমটা দিয়ে বসে আছে খাটের মাঝখানে।

কাছে গিয়ে সব ভুল ভেঙ্গে দিয়ে দেখতে পারলাম মেয়েটা আরামে ঘুমাচ্ছে। কেমনডা লাগে তাহলে।
আরো একটা জিনিস দেখলাম যার সাথে বিয়ে হয়েছে সে একটা পিচ্চি মেয়ে তার পিচ্চি মায়াবী মুখটা দেখতে অনেক সুন্দর লাগছিলো আমি একটু দেখে সোফায় গিয়ে শুয়ে পড়লাম মোবাইল বের করে গেম খেলতে লাগলাম কখন ঘুমিয়ে গেছি ঠিক নাই,,,,,,,,,,,,,,,,,,

বাকিটুকু কাল বলবো কেমন,,,,,,,

চলবে,,,,,,,,

খারাপ লাগলে বলবেন।।
ভুল ত্রুটি মার্জনীয়।

ভালো সারা পেলে পরের পর্ব লিখবো।।
Crash Queen
The Bangali binodon

13/10/2023

"ঠেলার নাম বাবাজি” ১০০০+ পৃথিবীর পাঠ চুকিয়েছে..... মাত্র গুটি কয়েক মিনিটের হামলায় জায়োনিস্ট ইসরাইলীরা প্রাণপণে পলায়ন করছে..... আল্লাহ আমাদের তাওফিক দিন,, সমস্ত ইহুদি একদিন মসজিদুল আকসা ও গোটা ফিলিস্তিন ছেড়ে এভাবেই পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ...

13/10/2023

ফিলিস্তিনের মুজাহিদরা প্যারাসুট এর মাধ্যমে আকাশ থেকে আবাবিল পাখির মত উড়ে যাচ্ছে শত্রু ঘাঁটিতে আক্রমনে। তাদের ফেরার চান্স কতটুকু! নিজেকে ঐখানে বসিয়ে একটু চিন্তা করে দেখুন তো- আপনার আমার অবস্থান কোথায়! শহীদ হবার তামান্না যাদের শিরায় তাদের রুখবে কে !

13/10/2023

ইসরায়েলি সৈন্যরা জোর করে ইসরায়েলি সৈন্যকে যুদ্ধে টেনে নিয়ে যাচ্ছে কিন্তু সে কাঁদছে আর বলছে- না, আমি মরতে চাই না!!

13/10/2023

গাজা থেকে ইজ*/ রায়েল অভিমুখে শতশত মিসা*/ ইল নিক্ষেপ

মিসা*/ ইলের মুহুর্মুহু শব্দে ইহুদিদের ঘুম হারাম।

আলহাম*/দুলিল্লাহ।

13/10/2023

পূর্ব ঘোষণা অনুযায়ী ঠিক বিকেল ৫টা থেকেই আশকেলনে রকেট হামলা শুরু করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধারা

13/10/2023

Address

Kishoreganj
2390

Alerts

Be the first to know and let us send you an email when The Bangali binodon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share