15/01/2025
আজকাল বিয়ের পর ছেলের মা ই একটু বেশি নাক গলায় ছেলের সংসারে
বিয়ের পর প্রতিটি সিদ্ধান্তের জন্য যদি বাবা মা র কাছে যেতে হয় ,তাহলে আপনি বিয়ে করছেন ই বা কেনো ?
আপনার বিয়ে করার বয়স হয়েছে মানে সিদ্ধান্ত নেবার বয়স হয়েছে।
কিন্তু বিয়ের পর প্রতিটি সিদ্ধান্ত যদি মা বাবাকে জিজ্ঞেস করে নিতে হয়,তাহলে আপনি স্বামী হিসেবে স্ত্রীর কাছে মর্যাদা হারাবেন ।
স্ত্রীকে নিয়ে শশুরবাড়ি যাবেন কিনা ,স্ত্রী কোনো সিদ্ধান্ত নিতে চাইলে বার বার তাকে বলা মাকে জিজ্ঞেস করো 🙂
স্ত্রীকে নিয়ে বাইরে যাওয়ার আগে বারবার অনুমতি নেওয়া লাগলে এটার ফল আসলেই নেতিবাচক।
সাময়িক মনে হতে পারে কোনো অসুবিধা তো হচ্ছে না
কিন্তু আপনার স্ত্রীর মনে ক্ষোভ জন্ম নেয়,আপনার প্রতি তার সম্মানবোধ উঠে যায়।
মাঝে মধ্যে তার কিছু ইচ্ছে করলে আপনি বলেন .... দেখি মা কি বলে।তখন হয়তো সে কিছু বলে না ।
কিন্তু মা যদি না করেন ,মায়ের ওপর না বরং আপনার ওপরই তার রাগ হয় ।।
আপনি পারিবারিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অবশ্যই মা বাবার পরামর্শ নেবেন ,,তাদেরকে শ্রদ্ধা করবেন।
কিন্তু স্বামী হিসেবে আপনার যে কর্তৃত্ব আছে ,সেই কর্তৃত্বের চর্চা আপনিই করুন।
আপনার মা বাবা কে করতে দিবেন না।
স্ত্রীর কোনো আবদার নাকচ করতে চাইলে তাকে বুঝিয়ে আপনিই নাকচ করুন ।
নিজের মা বাবা কে involve করে যখন দাম্পত্য জীবনের সিদ্ধান্ত নিবেন ,কোনো এক সিদ্ধান্ত ভুল হলে স্ত্রী আপনার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলবে।।
ঠিক তেমনি স্ত্রীর বেলায়ও...
স্ত্রীরা বেশিরভাগ কথা তার মায়ের সাথে শেয়ার করে।
স্বামী কি করল কি বললো ,স্বামীকে এটা কিভাবে বলব ,স্বামীর কাছে কিভাবে চাইবে এগুলো নিয়ে সে মায়ের সাথে কথা বলে ।
মাও খুব আগ্রহ নিয়ে মেয়েকে বুদ্ধি দেন।
বিয়ের পর গুরুত্বপূর্ণ ইস্যু ছাড়া দৈনন্দিন এসব ব্যাপারে মেয়ের মা যত involve হবে,পারিবারিক অশান্তি তত বাড়বে।
মা যদি জিজ্ঞেস করে ,এটা বলার পর জামাই কি বললো ,স্ত্রীর তখন স্পষ্টভাবে বলা উচিত ,sorry মা ও আমাকে কি বলছে সেটা তোমাকে বলতে পারব না।।
একজন স্ত্রী হিসেবে স্বামীর প্রতি আপনার এই আত্মসম্মান থাকা উচিত ।
সম্পর্ক রক্ষার ক্ষেত্রে সুকৌশলী হওন, যাতে সাপ ও না মরে লাঠিও না ভাঙে।😊😊
copy