আজ হোসেনপুরে
মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
প্রধান অতিথি: বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম
প্রধান উপদেষ্টা আব্দুস সালাম সংসদ চেতনা বাংলাদেশ
বিশেষ অতিথি: ভারপ্রাপ্ত আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ
বেদে জিবন
HK MEDIA #বেদেজিবন
গ্রামে শীতে ঘন কুয়াশা আর কন কনে ঠান্ডা
#গ্রাম #হোসেনপুরনিউজ #কিশোরগঞ্জ #১নংজিনারী #ইউনিয়ন #দৃশ্য Jakariay Documentary
গ্রামে শীতে ঘন কুয়াশা আর কন কনে ঠান্ডা
#গ্রাম #হোসেনপুরনিউজ #কিশোরগঞ্জ #১নংজিনারী #ইউনিয়ন #দৃশ্য
গ্রামের খরের গাদা বা পুন্জি স্টক করে রাখছেন কৃষকরা এমন হয়তো আপনিও করেছেন,কমেন্ট করেন।
#গ্রাম JTV news HK MEDIA
আলেম ওলামাদের প্রতিবাদ,
হোসেনপুর উপজেলা, কিশোরগঞ্জ।
#হোসেনপুরনিউজ #কিশোরগঞ্জ।
হাজিপুর বাজারে বাদল ডেকোরেশন দোকানে আগুন।
১৭/১২/২০২৪
বিকাল৪:৩০মিনিটে হাজিপুর বাজারে বাদল ডেকোরেশনের দোকানে গ্যাসের বুতুল ও চুলা মেরামত কাজ করছিলেন বাদল মিয়া দোকানে ঔ অবস্থায় আগুন লেগেযায় গ্যাস ষ্টোবে পরে সামলাতে পারে না দোকান থেকে রাস্তায় আনা হয়।
স্বর্ণ ব্যবসায়ী বাতেন মিয়া বলেন,আমার ছেলে এদোকান থেকে বালতি নিয়ে আগুন নেবাতে সহযোগিতা করেন, আরও অনেকে আগুন নেবাতে এগিয়ে আসেন।
এ বাজারে বাদলের অনেক আইটেমের দোকান এলোমেলো তাই তার নাম লেবব্রা নামেও পরিচিত।
কামাল ব্যবসায়ী বলেন, বিকাল বেলা আগুন লেগেছে মানুষজন এসে আগুন নেভাতে সহযোগিতা করেছে যদি বেশি রাত্রে আগুন তাহলে হয়তো দূর্ঘটনা ঘটতো আল্লাহর রহমত।
উপজেলা ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হয় আসার আগে আগুন নেবানো হয়ে যায়।
গুরুদয়াল কলেজ মুক্তমঞ্চ।
হোসেনপুর উপজেলা ১৬ডিসেম্বর উদযাপন।
চাকচক্যময় শীতে সকাল বিকাল কৃষকের ব্যস্ত সময়
চরকাটিহারি ও সাহেবের চর।
#গ্রামের #ভাইরাল #হোসেনপুরনিউজ #কিশোরগঞ্জ