Media Team, Kishoreganj District Rover

Media Team, Kishoreganj District Rover Voluntary Organisation
(1)

03/07/2024

এক নজরে বাংলাদেশ স্কাউটস, কিশোরগঞ্জ জেলা রোভারের ২০২৩-২৪ অর্থবছরের কার্যক্রমের অংশবিশেষ.....

22 & 23 Course for Rover Mate.Organized by: Bangladesh Scouts, Kishoreganj District Rover 🗓️Date: 24-27th June 2024📍Venu...
27/06/2024

22 & 23 Course for Rover Mate.

Organized by: Bangladesh Scouts, Kishoreganj District Rover

🗓️Date: 24-27th June 2024
📍Venue: Hossainpur Adarsha Mohila Degree College, Hossainpur, Kishoreganj.

Media Team, Kishoreganj District Rover

২২ তম কোর্স ফর রোভারমেট এবং ২৩ তম কোর্স ফর রোভারমেট (গার্ল ইন) -২০২৪খ্রি: এর স্কাউট ওন।ভেন্যু - হোসেনপুর আদর্শ মহিলা ডিগ...
26/06/2024

২২ তম কোর্স ফর রোভারমেট এবং ২৩ তম কোর্স ফর রোভারমেট (গার্ল ইন) -২০২৪খ্রি: এর স্কাউট ওন।

ভেন্যু - হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ।
আয়োজনে :বাংলাদেশ স্কাউটস, কিশোরগঞ্জ জেলা রোভার।


26/06/2024
২২ তম কোর্স ফর রোভারমেট এবং ২৩ তম কোর্স ফর রোভারমেট (গার্ল ইন) -২০২৪খ্রি: এর দড়ির কাজ সেশন।ভেন্যু - হোসেনপুর আদর্শ মহিলা...
26/06/2024

২২ তম কোর্স ফর রোভারমেট এবং ২৩ তম কোর্স ফর রোভারমেট (গার্ল ইন) -২০২৪খ্রি: এর দড়ির কাজ সেশন।

ভেন্যু - হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ।
আয়োজনে :বাংলাদেশ স্কাউটস, কিশোরগঞ্জ জেলা রোভার।


26/06/2024

২২ তম কোর্স ফর রোভার মেট ও ২৩ তম কোর্স ফর রোভার মেট (গার্ল ) এর দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মহড়া থেকে লাইভ...

২২ তম কোর্স ফর রোভারমেট এবং ২৩ তম কোর্স ফর রোভারমেট (গার্ল ইন) -২০২৪খ্রি: এর উদ্ভোধনী অনুষ্ঠান। ২৪ জুন ২০২৪খ্রীঃ উদ্বোধন...
25/06/2024

২২ তম কোর্স ফর রোভারমেট এবং ২৩ তম কোর্স ফর রোভারমেট (গার্ল ইন) -২০২৪খ্রি: এর উদ্ভোধনী অনুষ্ঠান।

২৪ জুন ২০২৪খ্রীঃ উদ্বোধনী অনুষ্ঠানে হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোছলেহ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অনিন্দ্য মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা, হোসেনপুর উপজেলা প্রশাসন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: তানভীর হাসান জিকো, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা হোসেনপুর।

ভেন্যু - হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ।
আয়োজনে :বাংলাদেশ স্কাউটস, কিশোরগঞ্জ জেলা রোভার।


বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীতে কিশোরগঞ্জ জেলা রোভার এর সেবাদান। অদ্য ২৪ জুন ২০২৪খ্রীঃ কিশোরগঞ্জের পুরাতন স্টেড...
24/06/2024

বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীতে কিশোরগঞ্জ জেলা রোভার এর সেবাদান।

অদ্য ২৪ জুন ২০২৪খ্রীঃ কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে জেলা প্রশাসন কিশোরগঞ্জ ও ক্রিয়া পরিদপ্তর, যুব ও ক্রিয়া মন্ত্রণালয় এর যৌথ আয়োজনে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এর উদ্ভধনী অনুষ্ঠানে সেবা প্রদান করেছে বাংলাদেশ স্কাউটস কিশোরগঞ্জ জেলা রোভার এর রোভার স্কাউটবৃন্দ।

জেলা প্রশাসন, কিশোরগঞ্জ এর জেলা প্রশাসক জনাব আবুল কালাম আজাদ মহোদয় এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাজমুল হাসান পাপন এমপি, মাননীয় মন্ত্রী, যুব ও ক্রিয়া মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের মাননীয় এমপি জনাব জাকিয়া নুর লিপি।

কার্যক্রমে বাংলাদেশ স্কাউটস, কিশোরগঞ্জ জেলা রোভার এর প্রায় ৫০ জন রোভার স্বতঃস্ফূর্তভাবে সেবাপ্রদান করেন।


24/06/2024

📌📌 ২২ তম কোর্স ফর রোভারমেট এবং ২৩ তম কোর্স ফর রোভারমেট (গার্ল ইন) -২০২৪খ্রি: এর উদ্বোধনী অনুষ্ঠান থেকে লাইভ...

ভেন্যু - হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ।
আয়োজনে :বাংলাদেশ স্কাউটস, কিশোরগঞ্জ জেলা রোভার।

২২ তম কোর্স ফর রোভারমেট এবং ২৩ তম কোর্স ফর রোভারমেট (গার্ল ইন) -২০২৪খ্রি: এর প্রথম দিনের পতাকা উত্তোলন।ভেন্যু - হোসেনপুর...
24/06/2024

২২ তম কোর্স ফর রোভারমেট এবং ২৩ তম কোর্স ফর রোভারমেট (গার্ল ইন) -২০২৪খ্রি: এর প্রথম দিনের পতাকা উত্তোলন।

ভেন্যু - হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ।
আয়োজনে :বাংলাদেশ স্কাউটস, কিশোরগঞ্জ জেলা রোভার।


২২ তম কোর্স ফর রোভারমেট এবং ২৩ তম কোর্স ফর রোভারমেট (গার্ল ইন)  -২০২৪খ্রি: এর রেজিষ্ট্রেশন কার্যক্রম।ভেন্যু - হোসেনপুর আ...
24/06/2024

২২ তম কোর্স ফর রোভারমেট এবং ২৩ তম কোর্স ফর রোভারমেট (গার্ল ইন) -২০২৪খ্রি: এর রেজিষ্ট্রেশন কার্যক্রম।
ভেন্যু - হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ।
আয়োজনে :বাংলাদেশ স্কাউটস, কিশোরগঞ্জ জেলা রোভার।

বাংলাদেশ স্কাউটস কিশোরগঞ্জ জেলা রোভারের পক্ষ থেকে বিশ্ব স্কাউট পরিবারের সবাইকে জানাই পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা.......
16/06/2024

বাংলাদেশ স্কাউটস কিশোরগঞ্জ জেলা রোভারের পক্ষ থেকে বিশ্ব স্কাউট পরিবারের সবাইকে জানাই পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা.......

হোসেনপুর মহিলা আদর্শ ডিগ্রি কলেজে বাংলাদেশ স্কাউটস কিশোরগঞ্জ জেলা রোভার এর ২২ ও ২৩ তম কোর্স ফর রোভারমেট এর ভেন্যু পরিদর্...
11/06/2024

হোসেনপুর মহিলা আদর্শ ডিগ্রি কলেজে বাংলাদেশ স্কাউটস কিশোরগঞ্জ জেলা রোভার এর ২২ ও ২৩ তম কোর্স ফর রোভারমেট এর ভেন্যু পরিদর্শন এবং বাংলাদেশ স্কাউটস, কিশোরগঞ্জ জেলা রোভার এর সহ সভাপতি মুছলেহ উদ্দিন মহোদয়ের সাথে মেট কোর্স সম্পর্কিত আলোচনা।

বাংলাদেশ স্কাউটস কিশোরগঞ্জ জেলা রোভার এর সম্পাদক মহোদয়ের নির্দেশনায় ভেন্যু পরিদর্শন করেন শরফুদ্দিন আলম ভান্ডারী, সিনিয়র রোভার মেট প্রতিনিধি, বাংলাদেশ স্কাউটস কিশোরগঞ্জ জেলা রোভার।


Join us in welcoming the Association des Scouts et Guides du Mali as the 175th Member Organization of the World Organiza...
10/06/2024

Join us in welcoming the Association des Scouts et Guides du Mali as the 175th Member Organization of the World Organization of the Scout Movement. 🇲🇱

Scouting started in Mali in the 1930s and was re-established in 1994 after a 30-year break. We are excited to officially welcome their Scouts back to our global Movement!

Congratulations Mali for joining officially to the Movement! ⚜️

Read more here: https://www.scout.org/news/mali-scouts-joins-wosm

https://youtu.be/TlVNremQXmg

ভূমিসেবা সপ্তাহ-২০২৪ এ কিশোরগঞ্জ জেলা রোভার এর অংশগ্রহণ। স্মার্ট ভূমিসেবা স্মার্ট নাগরিক এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জেলা...
08/06/2024

ভূমিসেবা সপ্তাহ-২০২৪ এ কিশোরগঞ্জ জেলা রোভার এর অংশগ্রহণ।

স্মার্ট ভূমিসেবা স্মার্ট নাগরিক এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জেলা প্রশাসন, কিশোরগঞ্জ এর আয়োজনে আজ ৮ জুন পালিত হয় ভূমিসেবা সপ্তাহ।


বাংলাদেশ স্কাউটস এর ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড পেলেন কিশোরগঞ্জের রোভার শরফুদ্দিন আলম ভান্ডারী। ডেইলি বাংলাদেশ এর নিউজ ল...
02/06/2024

বাংলাদেশ স্কাউটস এর ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড পেলেন কিশোরগঞ্জের রোভার শরফুদ্দিন আলম ভান্ডারী।
ডেইলি বাংলাদেশ এর নিউজ লিংক কমেন্টে...

প্রেসিডেন্ট'র রোভার স্কাউট (পি আর এস) অ্যাওয়ার্ড অর্জনের কৌশল সম্পর্কিত ওয়ার্কশপআয়োজনঃ- বাংলাদেশ স্কাউটস, কিশোরগঞ্জ জেলা...
01/06/2024

প্রেসিডেন্ট'র রোভার স্কাউট (পি আর এস) অ্যাওয়ার্ড অর্জনের কৌশল সম্পর্কিত ওয়ার্কশপ
আয়োজনঃ- বাংলাদেশ স্কাউটস, কিশোরগঞ্জ জেলা রোভার।


হজ্জ ক্যাম্প -২০২৪ এ কিশোরগঞ্জ জেলা রোভার এর সেবাদান। ঢাকার আশকোনায় অবস্থিত হজ্জ ক্যাম্প এ সম্মানিত হজ্জ যাত্রীদের সেবাদ...
16/05/2024

হজ্জ ক্যাম্প -২০২৪ এ কিশোরগঞ্জ জেলা রোভার এর সেবাদান।

ঢাকার আশকোনায় অবস্থিত হজ্জ ক্যাম্প এ সম্মানিত হজ্জ যাত্রীদের সেবাদান করেছে বাংলাদেশ স্কাউটস, কিশোরগঞ্জ জেলা রোভার এর ৩ জন রোভার স্কাউট লিডার এবং ১৫ জন রোভার ও গার্ল ইন রোভার।

হজ্জ ক্যাম্প-২০২৪ এ রোভারদের সেবাপ্রদান এর দ্বিতীয় শিফটে ১২-১৫ ই মে ২০২৪ কার্যক্রমে যুক্ত ছিলো কিশোরগঞ্জ জেলা রোভার এর রোভার ও গার্ল ইন রোভার বৃন্দ।

কিশোরগঞ্জ জেলা রোভার হতে বাংলাদেশ স্কাউটস কর্তৃক ২০২১ সালের অ্যাওয়ার্ড প্রাপ্ত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন...♦️লং ...
13/05/2024

কিশোরগঞ্জ জেলা রোভার হতে বাংলাদেশ স্কাউটস কর্তৃক ২০২১ সালের অ্যাওয়ার্ড প্রাপ্ত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন...

♦️লং সার্ভিস ডেকোরেশন অ্যাওয়ার্ড -
১. জনাব মুহাম্মদ কামরুল আহসান,
সম্পাদক, কিশোরগঞ্জ জেলা রোভার।
২. জনাব সালমা হক,
যুগ্ম-সম্পাদক, কিশোরগঞ্জ জেলা রোভার।
৩. জনাব শহিদুল হক,
ডিআরএসএল, কিশোরগঞ্জ জেলা রোভার।

♦️মেডেল অব মেরিট -
১. জনাব মাহমুদা বেগম,
সহ-কমিশনার, কিশোরগঞ্জ জেলা রোভার।

♦️ন্যাশনাল সার্টিফিকেট -
১. জনাব দীপা রাণী বর্মন,
ড. আব্দুল মান্নান মহিলা কলেজ।

♦️ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড -
১. নূর সাইফুল্লাহ আদর,
করিমগঞ্জ সরকারি কলেজ।
২. তানজিদুল ইসলাম,
গুরুদয়াল সরকারি কলেজ।
৩. নাজনীন সুলতানা লুবনা,
সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজ।


বাংলাদেশ স্কাউটস, কিশোরগঞ্জ জেলা রোভারের আয়োজনে ৩৩ তম জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ ও রোভার প্রোগ্রাম বাস্তবায়ন বিষয়ক কর্মশ...
13/05/2024

বাংলাদেশ স্কাউটস, কিশোরগঞ্জ জেলা রোভারের আয়োজনে ৩৩ তম জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ ও রোভার প্রোগ্রাম বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়........

আজ ১৩ মে ২০২৪খ্রিঃ রোজ সোমবার বাংলাদেশ স্কাউটস, কিশোরগঞ্জ জেলা রোভারের আয়োজনে জেলা স্কাউটস ভবনে ৩৩ তম জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ ও রোভার প্রোগ্রাম বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার(সংগঠন) ও ট্রেজারার, শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় জনাব প্রফেসর মোঃ ইমান আলী, সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস, কিশোরগঞ্জ জেলা রোভারের সম্পাদক জনাব মুহাম্মদ কামরুল আহসান (এএলটি), ওয়ার্কশপ পরিচালনা করেন জেলা রোভার লিডার জনাব শহিদুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রোভারের সহ-সভাপতি জনাব মুসলে উদ্দিন খান, সহ-কমিশনার জনাব শামসুল আলম, সহ-কমিশনার সুলতানা রাজিয়া, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা রোভারের যুগ্ম-সম্পাদক জনাব সালমা হক।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা রোভারের নির্বাহী কমিটির সদস্য জনাব পারভীন আক্তার (এএলটি), জনাব মোয়াজ্জেম হোসেন (এএলটি), জনাব নাহিদ সুলতানা স্বর্ণা, জনাব শামীমা বেগম, জনাব মীর আশরাফুল হক চঞ্চল, জনাব মশিউর রহমান তালুকদার সহ কিশোরগঞ্জ জেলা রোভারের বিভিন্ন ইউনিট হতে রোভার স্কাউট লিডার ও গার্ল ইন রোভার স্কাউট লিডারবৃন্দ অংশগ্রহণ করেন।


কিশোরগঞ্জ জেলা রোভারের আয়োজনে অনুষ্ঠিত হয় গার্ল-ইন- রোভারিং সম্প্রসারণ বিষয়ক কর্মশালা....আজ ১১মে ২০২৪খ্রিঃ রোজ শনিবার বা...
11/05/2024

কিশোরগঞ্জ জেলা রোভারের আয়োজনে অনুষ্ঠিত হয় গার্ল-ইন- রোভারিং সম্প্রসারণ বিষয়ক কর্মশালা....

আজ ১১মে ২০২৪খ্রিঃ রোজ শনিবার বাংলাদেশ স্কাউটস, কিশোরগঞ্জ জেলা রোভারের আয়োজনে অনুষ্ঠিত হয় গার্ল-ইন-রোভারিং সম্প্রসারণ বিষয়ক কর্মশালা।
কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস, কিশোরগঞ্জ জেলা রোভারের সহ-কমিশনার (গার্ল-ইন-রোভার) জনাব সেলিনা হক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্পাদক জনাব প্রফেসর এনামুল হক খান (এলটি), প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সহ-সভাপতি জনাব প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরী (এলটি), উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, কিশোরগঞ্জ জেলা রোভারের সম্পাদক জনাব মুহাম্মদ কামরুল আহসান (এএলটি), যুগ্ম-সম্পাদক জনাব সালমা হক, রোভার লিডার প্রতিনিধি জনাব নাহিদ সুলতানা স্বর্ণা, সহযোজিত সদস্য জনাব শামীম বেগম, রোভার স্কাউট লিডার জনাব মোয়াজ্জেম হোসেন (এএলটি), মাহমুদা খাতুন, সুমি আক্তার ও দীপা রাণী বর্মন উপস্থিত ছিলেন।
উক্ত কর্মশালায় কিশোরগঞ্জ জেলা রোভারের বিভিন্ন ইউনিটের সিনিয়র গার্ল-ইন-রোভার মেটবৃন্দ অংশগ্রহণ করেন।


কিশোরগঞ্জে গুচ্ছ-'এ' এবং 'বি' ইউনিটের ভর্তি পরিক্ষায় সেবাপ্রদানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট ...
03/05/2024

কিশোরগঞ্জে গুচ্ছ-'এ' এবং 'বি' ইউনিটের ভর্তি পরিক্ষায় সেবাপ্রদানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ....

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জে গুচ্ছ-'এ' এবং 'বি' ইউনিটের ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়। পরিক্ষা কেন্দ্রের সার্বিক সকল পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা রোভারের যুগ্ম-সম্পাদক জনাব সালমা হক, রোভার স্কাউট সদস্যদের সকল নির্দেশনা প্রদান করেন জনার হুমায়ূন কবির স্যার (লেকচারার গনিত বিভাগ) এবং রোকসানা পারভীন ম্যাম (লেকচারার হিসাব বিজ্ঞান বিভাগ)।

মহান মে দিবস ২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় কিশোরগঞ্জ জেলা রোভার....আজ ০১ মে ২০২৪খ্রিঃ রোজ বুধবার মহান মে দ...
01/05/2024

মহান মে দিবস ২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় কিশোরগঞ্জ জেলা রোভার....

আজ ০১ মে ২০২৪খ্রিঃ রোজ বুধবার মহান মে দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় বাংলাদেশ স্কাউটস, কিশোরগঞ্জ জেলা রোভারের অংশগ্রহণ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের সম্মানিত জেলা প্রশাসক জনাব আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ রাসেল শেখ, সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক জনাব রুবেল মাহমুদ।
উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা রোভারের সম্পাদক জনাব মুহাম্মদ কামরুল আহসান (এএলটি), কিশোরগঞ্জ জেলা স্কাউটের সম্পাদক জনাব আব্দুল আওয়াল মুন্না (এএলটি), জেলা স্কাউট লিডার জনাব আনোয়ার সাদাত বিদ্যুৎ, জেলা কাব লিডার জনাব কহিনূর বেগম, করিমগঞ্জ উপজেলা সম্পাদক এমদাদুল হক, এছাড়া উপস্থিত ছিলেন ডলি রানী ভৌমিকসগ আরও অন্যান্য লিডারবৃন্দ উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ জেলা স্কাউটের স্কাউট ও জেলা রোভারের রোভার ও গার্ল-ইন-রোভারবৃন্দ উপস্থিত ছিলেন।

“শ্রমের প্রকৃত মূল্য পেয়ে সম্মানজনক হোক শ্রমিকের জীবন”বাংলাদেশ স্কাউটস, কিশোরগঞ্জ জেলা রোভারের পক্ষ থেকে সকল শ্রমজীবি মা...
30/04/2024

“শ্রমের প্রকৃত মূল্য পেয়ে সম্মানজনক হোক শ্রমিকের জীবন”
বাংলাদেশ স্কাউটস, কিশোরগঞ্জ জেলা রোভারের পক্ষ থেকে সকল শ্রমজীবি মানুষকে জানাই গভীর শ্রদ্ধা, সম্মান ও ভালোবাসা...


২৮ এপ্রিল ২০২৪খ্রিঃ রোজ রবিবার জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে বাংলাদেশ স্কাউটস, কিশোরগঞ্জ জেলা রোভারের...
29/04/2024

২৮ এপ্রিল ২০২৪খ্রিঃ রোজ রবিবার জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে বাংলাদেশ স্কাউটস, কিশোরগঞ্জ জেলা রোভারের অংশগ্রহণ......

বিস্তারিত:- dev-dailykishoreganjrover1990.pantheonsite.io/?p=213
24/04/2024

বিস্তারিত:- dev-dailykishoreganjrover1990.pantheonsite.io/?p=213

অতিরিক্ত গরমে করণীয় :
21/04/2024

অতিরিক্ত গরমে করণীয় :

20/04/2024

স্মার্ট স্কাউটিং, স্মার্ট সিটিজেন ❤️
বাংলাদেশ স্কাউটস দিবস ২০২৪ উদযাপন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী সকল শিক্ষার্থীকে স্কাউট আন্দোলনের সাথে সম্পৃক্তত হওয়ার আহবান করেন....

Address

Puratan Court Road, Alor Mela
Kishoreganj

Telephone

+8801718078857

Website

Alerts

Be the first to know and let us send you an email when Media Team, Kishoreganj District Rover posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Media Team, Kishoreganj District Rover:

Videos

Share