Tanbina Akter

Tanbina Akter আমার শহরে বেঈমান প্রবেশ নিষিদ্ধ
(10)

🥀🥀আমার মন খারাপ কারো হৃদয় স্পর্শ করে না! আমার চুপ থাকা কাউকে ভাবায় না! আমার দূরে সরে যাওয়াতে কারোর কিছু যায় আসে না! আমার...
17/12/2023

🥀🥀আমার মন খারাপ কারো হৃদয় স্পর্শ করে না! আমার চুপ থাকা কাউকে ভাবায় না! আমার দূরে সরে যাওয়াতে কারোর কিছু যায় আসে না! আমার হারিয়ে যাওয়াতে কাউকে কাঁদায় না!🥀🥀
আমি শুধু আমারই! আমার 'আমি' ছাড়া আর কেউ নেই!🥀🥀🥀🥀

13/12/2023

Metrorail Farmgate To Motijheel

12/12/2023

Metrorail New Video

11/12/2023

কিশোরগঞ্জে এমপি টিটু ভাইয়ের সমাবেশে ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করলাম
আওলাদ হোসেন চেয়ারম্যান
সভাপতি বোরহান উদ্দিন

নিয়তি কখন কোথায় কাকে নিয়ে পৌছে দিবে কেউ জানে না।
11/12/2023

নিয়তি কখন কোথায় কাকে নিয়ে পৌছে দিবে কেউ জানে না।

🍒 -'             ---আমি সেই গল্পের বই যে বই সবাই পড়তে পারলেও অর্থ বোঝার ক্ষমতা কারো নেই🥀💔☺️!!
10/12/2023

🍒 -'
---আমি সেই গল্পের বই
যে বই সবাই পড়তে পারলেও অর্থ বোঝার ক্ষমতা কারো নেই🥀💔☺️!!

হুট করে আপনার বাসায় গেলে কি খাওয়াবেন🥱?
10/12/2023

হুট করে আপনার বাসায় গেলে কি খাওয়াবেন🥱?

বিষয়ঃ- কবিতাশিরোনামঃ- মায়ার  বাঁধনকলমে :- সৈয়দ নায়েব আলীজড়ালেগো আজ আমায় তুমি শুুধুএ কেমন মায়ার শক্ত বাঁধনে,তোমার ঐ ডাগর ...
09/12/2023

বিষয়ঃ- কবিতা
শিরোনামঃ- মায়ার বাঁধন
কলমে :- সৈয়দ নায়েব আলী
জড়ালেগো আজ আমায় তুমি শুুধু
এ কেমন মায়ার শক্ত বাঁধনে,
তোমার ঐ ডাগর ডাগর হরিণি চোখ
দেখতে পাই যে স্বয়নে স্বপনে।
শুধু কি তাই?কাজল কালো চুলের ঘ্রাণ
ব'য়ে এনে দেয় দখিনা পবনে,
দূর ঐ নিল আকাশ পানে চেয়ে দেখি
তোমার ছবি ভাসে চাঁদ বদনে।
রক্ত গোলাপ লাল ঐ ঠোঁট দুটি তোমার
ভালোবাসা আর ভীরু আবরণে,
সারাবেলা সারাক্ষণ আমায় ডাকে আর
চুম্বকের মতো তব কাছে টানে।
না পেয়ে চোখের লোনা জলে ভেসে যায়
মনের জমিন তোমারই কারণে,
বুঝোনা কেনো ওগো সুন্দরী ললনা
বেঁচে থাকবো বলো কেমনে।

দুঃখের সাথে জানাচ্ছি সবাইকে মিষ্টি খাওয়ানোর ইচ্ছা ছিল কিন্তু পারিনাই তাই একটা ছবি তুলে দিলাম 🤣
09/12/2023

দুঃখের সাথে জানাচ্ছি সবাইকে মিষ্টি খাওয়ানোর ইচ্ছা ছিল কিন্তু পারিনাই তাই একটা ছবি তুলে দিলাম 🤣

ঢাকা-কক্সবাজার রুট প্রসঙ্গে কিছু কথা না বললেই নয়।১/ ভাড়া হওয়ার কথা ছিলো ৫৫০ সেখানে হলে ভ্যাটসহ ৭১৫ টাকা (একটুও অবাক হইনি...
06/12/2023

ঢাকা-কক্সবাজার রুট প্রসঙ্গে কিছু কথা না বললেই নয়।

১/ ভাড়া হওয়ার কথা ছিলো ৫৫০ সেখানে হলে ভ্যাটসহ ৭১৫ টাকা (একটুও অবাক হইনি)

২/ উক্ত ভাড়ায় কক্সবাজার এক্সপ্রেসকে ননস্টপ'র আওতায় এনে কীভাবে চট্টগ্রামে টিকিট বরাদ্দ থাকে মাথায় আসে না।

৩/ ট্রেনের রানিং টাইম ৮:৫০ মিনিট (আপনি কি মনে করেন ৮:৫০ মিনিটে পৌছাতে পারবে?? রানিং টাইম এভারেজ ১০ ঘন্টার মতো হয়ে যাবে)

৪/ ঢাকা-কক্সবাজার রুটে ননএসি বাসে ৯০০/১১০০ টাকায় যাওয়া। কিছু কিছু ইকোক্লাস এসিবাসে ১১০০/১২০০ টাকায় অনায়াসে ভ্রমন করা যায় এবং আরো মজার কথা হলো ১২০০/১৪০০ টাকায় স্লীপার বাসে যাতায়াত করা যায় আর সেখানে ট্রেনে ননএসি ৭১৫ টাকা ও এসিতে ১৩৪৫ টাকা।

৫/ বাসে রানিং টাইম ৮-৯ঘন্টার মতো সময় লাগে সেখানে ট্রেনে প্রায় ১০ ঘন্টা লেগে যাবে।

বিঃদ্রঃ আমি রেলওয়ের বিরুদ্ধে নই,,, তবে যেই ভাড়া প্রকাশ করেছিলো তার থেকে ৪০% ভাড়া বৃদ্ধির কারনে বিষয়টি অত্যান্ত খারাপ লেগেছে।

ভিক্ষা করে খাও তবে আত্মীয়র কাছে না যাও। মাংস ফোলা না খেয়ে পান্তা ভাত খাও,, তবু আত্মীয়র কাছে না যাও। তিন বেলা না খেয়ে এক...
02/12/2023

ভিক্ষা করে খাও তবে আত্মীয়র কাছে না যাও। মাংস ফোলা না খেয়ে পান্তা ভাত খাও,, তবু আত্মীয়র কাছে না যাও। তিন বেলা না খেয়ে এক বেলা খাও! তবু আত্মীয়র কাছে না যাও।😢😢 খিদার জ্বালায় চটপট করে মরে যাও তবু আত্মীয়র কাছে না যাও""😡 এই কথা গুলো মানে,,, তুমি তখন বুঝবে,, ১৭ বা ১৮ বয়স হলে তুমি বুঝতে পারবা।😔😔 মামা কালু চাচা প্রতিবেশি দূরসম্পর্কের ভাই,, এইরকম
নিকৃষ্ট আত্মীয় আছে।😡😡 তুমি গরিব তুমি অসহায়,, সেইদিন তাদের চেহেরাটার একটু থাকাও কত টা রাগ অবহেলা তোমার জন্য জমা আছে😢 সেইদিন তুমি তাদের আসল চেহারাটা দেখতে পারবা😡😡

অবিশ্বাস্য! ৪১তম বিসিএস রেজাল্ট দেয়ার ৪ মাস পর গতকাল জানতে পারলেন তিনি বিসিএস প্রশাসন ক্যাডার! পুলিশ ভ্যারিফিকেশান কর্মক...
02/12/2023

অবিশ্বাস্য!

৪১তম বিসিএস রেজাল্ট দেয়ার ৪ মাস পর গতকাল জানতে পারলেন তিনি বিসিএস প্রশাসন ক্যাডার! পুলিশ ভ্যারিফিকেশান কর্মকর্তা ফোন দিয়ে তথ্য জানতে চাইলে তিনি আকাশ থেকে পড়েন এবং বলেন, "ভাই মজা করতেছেন আমার সাথে!"

দেখেন ভাগ্য কীভাবে লুকিয়ে ছিলো! ভাইভা ভয়ংকর খারাপ হওয়ায় নন ক্যাডার লিস্ট চেক করে ধরেই নিয়েছেন তিনি পাশ ই করেননি! তাই হতাশ হওয়ার কিছু নেই!
❝আল্লাহ হঠাৎ আপনার আশা পূর্ণ করে দিবেন যার জন্য আপনি দোয়া ও পরিশ্রম করে যাচ্ছেন❞

অভিনন্দন
আল ইমরান
৪১তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত।

28/11/2023

MetroRail New Video

26/11/2023

মেট্রোরেল ভ্রমনের অনুভূতি প্রকাশ

22/11/2023

অন্দরমহলে যাওয়ার সংযোগ সেতু টি অনেক সুন্দর

22/11/2023

১০০ বছর আগে রাজা এখানেই বসে খাবার খেতেন।

50k ফলোয়ার হলে আমার উদ্যোগ এর সকল পণ্যে অফার থাকবে.....🎉🎉কারন দিনশেষে আপনাদের জন্য আমার এই উদ্যোগ..... 🙏🙏হাটি হাটি করে আ...
15/11/2023

50k ফলোয়ার হলে আমার উদ্যোগ এর সকল পণ্যে অফার থাকবে.....🎉🎉
কারন দিনশেষে আপনাদের জন্য আমার এই উদ্যোগ..... 🙏🙏
হাটি হাটি করে আমার এই আইডি তে আজকে 43k ফলোয়ার
সবাইকে ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য.....💜🙏🥹

ধরো তুমি কোনো বড়ো আঘাত পেয়েছো, তারপরই ভাবলে এবার ঘুরে দাঁড়াতে হবেই । কিন্তু তোমার জীবনে একজন মানুষ এলো যে সব ক্ষত সারিয়ে...
13/11/2023

ধরো তুমি কোনো বড়ো আঘাত পেয়েছো, তারপরই ভাবলে এবার ঘুরে দাঁড়াতে হবেই । কিন্তু তোমার জীবনে একজন মানুষ এলো যে সব ক্ষত সারিয়ে তুললো । তুমি আবার সুস্থ হলে । সেই মানুষটাই হল তোমার ক্ষতেই ওষুধ ।

কিন্তু কিছু দিন বাদে দেখা গেলো সে আবার তোমার ঐ ক্ষত চিহ্নগুলোর পাশে আরও একটা বড়ো চিহ্ন এঁকে চলে গেলো । কিন্তু তুমি আবারও ঘুরে দাঁড়াতে চাইলে , তখনও কোনো এক বন্ধু এসে মলমের মতোন তোমার তোমার ক্ষত সারিয়ে তুললো । একই ভাবে সেও স্থায়ী হল না । ঐ আগের কাটা দাগগুলোর পাশে আরও একটা বড়ো দাগ উপহার দিয়ে রহনা দিল ।

ক্ষত ঠিকই সময়ের সাথে পাল্লা দিয়ে সেরে ওঠে । তবে চিহ্নগুলো অস্থায়ী ভাবে থেকেই যায় । তাই ঘুরে দাঁড়ানোর সময় ঘুরে দাঁড়িয়ো । দেরী করো না । কারোর সঙ্গ চেয়ো না । তোমার ওষুধ তুমি আর কেউই হতে পারে না ।

চাঁদ হবে না যে অন্যের আলোতে আলোকিত হবে । তুমি সূর্যের মতোন নিজেই জ্বলো । 👑

আপনার পছন্দের নায়িকা কে নিচে কমেন্ট করে জানান....
13/11/2023

আপনার পছন্দের নায়িকা কে নিচে কমেন্ট করে জানান....

বাংলাদেশের নাম্বার ওয়ান ইনশাআল্লাহ তানবিনা হেয়ার অয়েল।সারা পৃথিবীর মানুষ ব্যবহার করে উপকার পাচ্ছে।চুল পড়া বন্ধ হবেনত...
13/11/2023

বাংলাদেশের নাম্বার ওয়ান ইনশাআল্লাহ তানবিনা হেয়ার অয়েল।
সারা পৃথিবীর মানুষ ব্যবহার করে উপকার পাচ্ছে।
চুল পড়া বন্ধ হবে
নতুন চুল গজাবে
চুল ঘন হবে লম্বা হবে
দাড়ি এবং চুল গজিয়ে প্রচুর পরিমাণে ঘন হবে
খুশকি দূর হবে১০০ % প্রমাণিত।
পুরোপুরি টাক মাথায় চুল গজাবে প্রমাণিত ইনশাআল্লাহ।
দাড়ি এবং চুল ঘন হবে ইনশাআল্লাহ। শরীরের রেসপন্স ভেদে কেউ তাড়াতাড়ি রেজাল্ট পাচ্ছে কারো বা একটু দেরি হচ্ছে তবে ধৈর্য ধরে ব্যবহার কলে ইনশাআল্লাহ হান্ডেট পার্সেন্ট রেজাল্ট পাবেন ই।
পেজের রিভিউ গুলো অবশ্যই পড়ে দেখবেন।
লাখ লাখ মানুষের রিভিউ স্ক্রিনশট ভিডিও এবং তাদের নিজেদের আইডি থেকে পেজ মেনশন করে দেওয়া আছে।
যেখানে কোন মিথ্যার ছোঁয়া নেই ইনশাআল্লাহ।
চুল পড়া বন্ধ চুল ঘন এবং গজাতে চাইলে লম্বা করতে চাইলে অবশ্যই দুই বোতল তেল ব্যবহার করবেন। ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট পাবেন। আর যখন ভালো রেজাল্ট পাবেন তখন বলতে হবে না আসলে কয় বোতল ব্যবহার করা উচিত।
লাখ লাখ রিপিট কাস্টমার আপনি ও আমার রিপিট কাস্টমার হতে বাধ্য ইনশাআল্লাহ।

চলো ফুচকা খেয়ে আসি...
13/11/2023

চলো ফুচকা খেয়ে আসি...

12/11/2023

রাতের ঢাকা শহর

২২বছর বয়সী এক যুবক ট্রেনের জানালা দিয়ে বাইরে দেখছিল আর চিৎকার করে বলছিলো“বাবা, দেখো গাছগুলো সব পিছনের দিকে চলে যাচ্ছে” ব...
12/11/2023

২২বছর বয়সী এক যুবক ট্রেনের জানালা দিয়ে বাইরে দেখছিল আর চিৎকার করে বলছিলো“বাবা, দেখো গাছগুলো সব পিছনের দিকে চলে যাচ্ছে” বাবা হাসছিলো এবং পাশের সিটে বসা দুই মেয়ে যুবকটির এমন বাচ্চা সুলভ আচরণ সহানুভুতি নিয়ে দেখছিল।

হঠাৎ করে ছেলেটি আবারও চেঁচিয়ে উঠল-“ বাবা, দেখো মেঘগুলো আমাদের সাথে দৌড়াচ্ছে”।
মেয়ে দুটি আর নিরব থাকতে পারলো না, বৃদ্ধ বাবাকে বলে ফেললো-“আঙ্কেল আপনি
আপনার ছেলেকে কেন কোন ভালো ডাক্তারকে দেখাচ্ছেন না?
উত্তরে যুবকটির বাবা হেসে বললো-‘আজই আমি দেখিয়েছি, এখন আমরা হাসপাতাল থেকেই আসছি, আমার ছেলে জন্ম থেকেই অন্ধ, আজকেই সে তার চোখের আলো ফিরে পেয়েছে, আজকেই আমার ছেলে সবকিছু নতুন করে দেখতে পাচ্ছে।

শিক্ষাঃ- পৃথিবীতে প্রতিটি মানুষের একটি গল্প থাকে। কাউকে ভালোভাবে না জেনে তার সম্পর্কে কিছু বিচার করে ফেলা ঠিক না। সত্যিটা হয়তো আপনাকে চমকে দিতে পারে!

Minhajul Abadin

12/11/2023

আমাদের ধান কাটার মেশিন কারো লাগলে জানাবেন

11/11/2023

আমাদের গ্রাম, আমাদের বরিশাল।
ভিডিও টি পাঠিয়েছেন বরিশাল থেকে মোঃ সোহেল রানা। আপনিও আপনার গ্রামের ভিডিও আমাকে পাঠাতে পারেন।

11/11/2023

তেজগাঁও রেলওয়ে স্টেশন

09/11/2023

রাজার বাঈজীদের দেখুন যারা টাকার বিনিময়ে নাচ গান করতো।

"ক" ব্যবহার করে দীর্ঘ লেখা... ( ক দিয়ে কমেন্ট করুন।)কিশোরগঞ্জের কটিয়াদী কলেজের কনিষ্ঠ কেরাণী কার্তিক কুমার কর্মকারের ক...
09/11/2023

"ক" ব্যবহার করে দীর্ঘ লেখা... ( ক দিয়ে কমেন্ট করুন।)

কিশোরগঞ্জের কটিয়াদী কলেজের কনিষ্ঠ কেরাণী কার্তিক কুমার কর্মকারের কোকিল কন্ঠী কন্যা কপিলা কর্মকার কাশিতে কাশিতে করুণ কন্ঠে কমল কাকাকে কহিল, "কাকা, কড়ি কাঠের কেদারা কিংবা কারখানার কাপড় কেনাকাটায় কৃষাণীরা কিছুটা কৃচ্ছতা করিলেও কলকাতার কিশোরী কন্যাদের কাছে কুষ্টিয়ার কুচকুচে কালো কাতান কাপড়ের কদর কল্পনাতীত। কীর্তিমান কতিপয় কলাকুশলী কিংবা কিশোর কবিরাও কালি-কলমের কল্যাণে- কদরের কিছু কার্যকর কথা কৌশলে, কখনো কবিতার কিতাবে, কখনো 'কালের কন্ঠ' কাগজের কলামে কহিয়াছেন।

কিন্তু কাকা, কষ্মীনকালে কেউ কী কখনো কহিয়াছেন? কী কারণে, কিসের কারসাজিতে, কেমন করিয়া কোথাকার কোন কাশ্মিরী কম্বল কিংবা কর্ণাটকের কমলা কাতানের কাছে কালক্রমে কুলীন কূলের কায়িক কৃষাণীদের কাঙ্খিত কালজয়ী কারুকার্যময় কাতান কাপড়ের কদর কমিল ? কাজে কর্মে কুশীলব কিন্তু কেবলই কৌতুহলী কপিলা কর্মকারের কঠিন কথায় কিঞ্চিত কর্ণপাত করিয়া ক্লান্ত কাকা কুষ্টিয়ার কিংবদন্তি কালো কাতানের ক্রমেই কদর কমার কয়েকটি কারণ কোমল কন্ঠে কপিলার কানে কানে কহিলেন।

কৃষ্ণকায় কাকাকে কাপড়ের কষ্টের কিচ্ছা কাহিনী কহিয়া কপিলা কর্দমাক্ত কলস কাঙ্খে করিয়া কালোকেশী কাকিকে কহিল, কাবেরী কোলের কেয়া- কুঞ্জে কোয়েলের কলকা কলি কিংবা কেতকী কদম কুসুম কাননে কোকিলের কন্ঠে কুহু কুহু কুজনের কতই কারিশমা! কিন্তু কাকী, কদর্য কাক কী কারণে কর্কশ কন্ঠে কানের কাছে কেবল কা-কা করে ?কাঁচের কংকন করিয়া কিংকর্তব্যবিমূঢ় কাকী কিলানো কাঁঠালের কদলি কচলাইতে কচলাইতে কহিলেন, কুৎসিত কেতাদুরস্ত কাকের কাজই কা-কা কলরবে কোলাহল করিয়া কেরামতির কৃতিত্ব কুড়ানো"। কদমার কদর কল্পনাতীত! ©

বাংলাদেশের নাম্বার ওয়ান ইনশাআল্লাহ তানবিনা আক্তার হেয়ার অয়েল।সারা পৃথিবীর মানুষ ব্যবহার করে উপকার পাচ্ছে। চুল পড়া বন...
08/11/2023

বাংলাদেশের নাম্বার ওয়ান ইনশাআল্লাহ তানবিনা আক্তার হেয়ার অয়েল।
সারা পৃথিবীর মানুষ ব্যবহার করে উপকার পাচ্ছে।

চুল পড়া বন্ধ হবে
নতুন চুল গজাবে
চুল ঘন হবে লম্বা হবে
দাড়ি এবং চুল গজিয়ে প্রচুর পরিমাণে ঘন হবে
খুশকি দূর হবে১০০ % প্রমাণিত।

পুরোপুরি টাক মাথায় চুল গজাবে প্রমাণিত ইনশাআল্লাহ।
দাড়ি এবং চুল ঘন হবে ইনশাআল্লাহ। শরীরের রেসপন্স ভেদে কেউ তাড়াতাড়ি রেজাল্ট পাচ্ছে কারো বা একটু দেরি হচ্ছে তবে ধৈর্য ধরে ব্যবহার কলে ইনশাআল্লাহ হান্ডেট পার্সেন্ট রেজাল্ট পাবেন ই।

পেজের রিভিউ গুলো অবশ্যই পড়ে দেখবেন।
লাখ লাখ মানুষের রিভিউ স্ক্রিনশট ভিডিও এবং তাদের নিজেদের আইডি থেকে পেজ মেনশন করে দেওয়া আছে।
যেখানে কোন মিথ্যার ছোঁয়া নেই ইনশাআল্লাহ।

চুল পড়া বন্ধ চুল ঘন এবং গজাতে চাইলে লম্বা করতে চাইলে অবশ্যই দুই বোতল তেল ব্যবহার করবেন। ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট পাবেন। আর যখন ভালো রেজাল্ট পাবেন তখন বলতে হবে না আসলে কয় বোতল ব্যবহার করা উচিত।
লাখ লাখ রিপিট কাস্টমার আপনি ও আমার রিপিট কাস্টমার হতে বাধ্য ইনশাআল্লাহ।

07/11/2023

অত বরো ফেন তরা জিবনে দেকসস কেও?
পিতিবির সবচে বরো ফেন এঠা না দেকলে মিস করবা

07/11/2023

আমাদের পুকুরের মাছ

07/11/2023

বরিশাল এ কারো ধান কাটার মেশিন ভাড়ায় লাগলে আমাকে জানাবেন। ধন্যবাদ।

06/11/2023

আমাদের ধান কাটার মেশিন কারো লাগলে আমাকে জানাবেন। ধন্যবাদ।

06/11/2023

দেশের অর্থনীতির প্রাণ নারায়নগঞ্জ জেলা কেন সেরা?
শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন প্লিজ

Address

Kishoreganj, Dhaka
Kishoreganj
2300

Alerts

Be the first to know and let us send you an email when Tanbina Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tanbina Akter:

Videos

Share

Category



You may also like