কিশোরগঞ্জ নিউজ ঈসাখাঁ

কিশোরগঞ্জ নিউজ ঈসাখাঁ সংবাদ প্রতিদিন

Permanently closed.
22/08/2022
কিনতে অডার করুন
22/08/2022

কিনতে অডার করুন

ধন্যবাদ,
22/08/2022

ধন্যবাদ,

28/07/2022

নতুন শিক্ষাক্রম অনুমোদন দিয়েছে সরকার, জানিয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি!
এক পলকে দেখে নিন পুরোটা:
>> ২০২৩ সাল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে (শুক্র ও শনিবার) দু’দিন ছুটি থাকবে।
>> পিইসি ও জেএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। অর্থাৎ, দশম শ্রেণির আগে কোনো কেন্দ্রীয় বা পাবলিক পরীক্ষা নেই।
>> তৃতীয় শ্রেণি পর্যন্তও কোনো পরীক্ষা থাকবে না।
>> চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ৪০ আর একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ৩০ শতাংশ মূল্যায়ন হবে শিক্ষাপ্রতিষ্ঠানে।
>> বিজ্ঞান, মানবিক ও বিজনেস স্টাডিজ বলতে মাধ্যমিকে কোনো বিভাগ থাকবে না। এটি চালু হবে এইচএসসিতে।
>> দশম শ্রেণির পাঠ্যসূচির উপরই বোর্ড পরীক্ষায় এসএসসির ফল হবে।
>> প্রাক্-প্রাথমিকের শিশুদের জন্য আলাদা বই থাকবে না, শিক্ষকেরাই শেখাবেন।
>> প্রাথমিকে পড়তে হবে আটটি বই।
>> নতুন শিক্ষাক্রমে প্রাক্-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত ১০ ধরনের শেখার ক্ষেত্র ঠিক করা হয়েছে।
এগুলো হলোঃ-
১) ভাষা ও যোগাযোগ,
২) গণিত ও যুক্তি,
৩) জীবন ও জীবিকা,
৪) সমাজ ও বিশ্ব নাগরিকত্ব,
৫) পরিবেশ ও জলবায়ু,
৬) বিজ্ঞান ও প্রযুক্তি,
৭) তথ্য ও যোগাযোগপ্রযুক্তি,
৮) শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সুরক্ষা,
৯) মূল্যবোধ ও নৈতিকতা
১০) শিল্প ও সংস্কৃতি।

বন্যার্তদের ত্রাণ বিতরণজাপা মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু করিমগঞ্জ উপজেলার বন্যা দুর্গতদের মাঝে ত্র...
22/06/2022

বন্যার্তদের ত্রাণ বিতরণ

জাপা মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু করিমগঞ্জ উপজেলার বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করছেন।

বুধবার (২২ জুন) সকাল ১০ টার দিকে গুনধর ইউনিয়নের ইন্দাচুল্লিতে নৌকায় করে বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দেন।

27/02/2021

█▒▒▒ Breaking News ▒▒▒█
স্কুল ও কলেজের ক্লাস শুরু হচ্ছে ৩০ মার্চ।
শিক্ষামন্ত্রী

05/02/2021

4 ফেব্রুয়ারি রাত্রে মথুরাপাড়া ( দক্ষিণ পাড়া )এক বাড়িতে বড় হাওরের ডাকাত সদ্দার ও জুয়ারি সসদ্দার ফরিদ ডাকাত এবং নাম করা জুয়ারিদের পুলিশ গ্রেপ্তার করেছে এই সময় নাম না জানা অনেক জুয়ারি টাকা নিয়ে পালিয়ে যায়,এরা সব সময় বড় হাওরে লাক্ষ টাকা জুয়া কেলে টাকা না থাকলে কৃষকদের মিশিন চুরি কে, এলাকা বাসি এদের শাস্তি দাবি করছে।ও করিমগঞ্জ থানার প্রশাসন পুলিশ ভাইদের ধন্যবাদ।

করিমগঞ্জ থানার জয়কা ইউনিয়ন কান্দাইল, কামারাটিয়া বড় হাওরে কিছু নাম করা জয়ারি রা প্রাকাশে লক্ষ  লাক্ষ টাকার জুয়া খেলচ্ছে প...
23/01/2021

করিমগঞ্জ থানার জয়কা ইউনিয়ন কান্দাইল, কামারাটিয়া বড় হাওরে কিছু নাম করা জয়ারি রা প্রাকাশে লক্ষ লাক্ষ টাকার জুয়া খেলচ্ছে প্রশাসন নিচ্ছে না কোন ব্যবস্থা, আর ব্যবস্থা নিলেই কি হবে এক সাপ্তাহ হলেই আাবার জামিনে সেই আগের মত কৃষক জনতা কৃষি যন্ত্র পাতি রাকতে পারছে না মানুষ হতাস, বাংলাদেশের প্রধান মন্ত্রীর হস্তক্ষে ছাড়া এদের ব্যবস্থা, সুবিচার কোথাও পাবে না।

21/11/2020
স্টাফ রিপোর্টার:কিশোরগঞ্জের জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে জেলা সদরের বিভিন্ন বেসরকারী ক্লিনিক ও ডায়...
10/11/2020

স্টাফ রিপোর্টার:

কিশোরগঞ্জের জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে জেলা সদরের বিভিন্ন বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আজ (১০ নভেম্বর) মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে জেলা শহরের বটতলায় লাইসেন্স নবায়ন না থাকায় আল সাফি প্যাথলজি ও হাজী ডায়গনস্টিক সেন্টারকে মেডিক্যাল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এর ১৩(২) ধারা মোতাবেক পাঁচ হাজার করে অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়াও সিয়াম ডায়াগনস্টিক সেন্টার ও আপন ডায়াগনস্টিক সেন্টারে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধন ২০১০) এর ৬(গ) ধারায় যথাক্রমে পঞ্চাশ হাজার টাকা এবং ত্রিশ হাজার টাকা, শিখা ডায়গনস্টিক সেন্টারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অন্যান্যের মধ্যে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাসউদ, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমাণ্ডার এম শোভন খান, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক, কিশোরগঞ্জ পরিবেশ সংরক্ষণ অধিদপ্তরের পরিদর্শক, জেলা ক্যাব সভাপতি আলম সারোয়ার টিটুসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে

দয়া করে এড়িয়ে যাবেন না, আপনারা জানেন তার হাসির রহস্য, এড়িয়ে যাবেন সত্য ঘটনা, কিশোরগঞ্জ জেলাধীন করিমগঞ্জ উপজেলার জয়কা ইউন...
14/10/2020

দয়া করে এড়িয়ে যাবেন না,
আপনারা জানেন তার হাসির রহস্য, এড়িয়ে যাবেন সত্য ঘটনা, কিশোরগঞ্জ জেলাধীন করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের কান্দাইল কামারাটিয়া মাইজপাড়া বাড়ী,খুব গরীব ঘরে তার জন্ম, যা গ্রামের ভাষাই বলে দিনে আনে দিনে খায়, ছোট বেলা থেকে সোহেল নামে ঠাকে সবাই
অভাবের তাড়নাই সহ পরিবারে সবাই ঢাকাতে চলে যায়, মানুষের বাড়িতে কাজ কাম করে জীবিকা নির্বাহ করতো,কিন্তু হঠাৎ একদিন নিমে এলো তার উপরে বিপদ, ঢাকা পুরাতন এয়ারপোর্ট রোডে রাস্তা পার হওয়ার সময় একটি মাইক্রো এনে তুলে দেয় তার উপরে, চোখের সামনে মা বলে কথা চিৎকার দিয়ে ছেলেকে বাচাতে গিয়ে অন্য একটি গাড়ী তার মায়ের উপরে তুলে দেয় সাথে সাথে হাসপাতালে নিতে নিতে মায়ের প্রাণ ঝরে গেলো। কিন্তু ছেলেটা বেছে রইলো,নিষ্ঠুর কি পরিহাস তার মাথায় কপালে দাঘ দেখলে বয় লাগে, এখন কিছু দিন হলো তাকে জিনআছরা ধরে খুব অসুস্থত তার পিতা অন্য একটা বিয়ে করে ঢাকা থাকে তার সংসার চালানোর মত কোন শক্তি নেই ইউনিয়ন পরিষদ থেকে কোনো সাহায্য পায়না, কোনো ভাবে কেউ সাহায্য করতে পাড়লে ভালো হতো,মানবিকতা থেকে যদি কোন ভাবে সরকার সাহায্য সহয়োগিতা কর তো তাহলে খুব খুশি হতো।

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের গোল্ডেন প্রফেসর  গুরুদয়াল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও ভাষা সৈনিক শ্রদ্ব...
29/09/2020

কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের গোল্ডেন প্রফেসর গুরুদয়াল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও ভাষা সৈনিক শ্রদ্বেয় অধ্যক্ষ আ,ফ,ম শামসুল হুদা স্যার আব্দুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ অবস্থায় ১২.৩০মিনিটে মৃত্যুবরন করেছেন। ( ইন্না-লিল্লাহ ওয়া ইন্নাইলাহি রাজিউন)
কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও কিশোরগঞ্জ জেলা অাইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি এবং গোল্ডেন কিশোরগঞ্জ এর সম্মানিত সদস্য অ্যাডভোকেট জালাল মুহাম্মদ গাউস ভাইয়ের পিতা মরহুম অা ফ ম শামসুল হুদা স্যারের মৃত্যুতে কিশোরগঞ্জ নিউজ ঈসাখাঁ প্রক্ষথেকে জানাই শ্রদ্ধা

27/09/2020

মরিচখালী রোড, সৈয়াবাড়ী,জয়কা অটোরিকশা সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু।

24/08/2020

পরিবেশ অনুকূলে এলেই সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া কথা চিন্তা করবে। এ কথা বলেছেন ডা. শিক্ষামন্ত্রী দীপু মনি। ত...

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুনধর ইউনিয়নের মদন গ্রামে আগুনে অসহায় দুই ভাইয়ের বসতঘর পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় দুই ভাইয়ের প...
18/08/2020

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুনধর ইউনিয়নের মদন গ্রামে আগুনে অসহায় দুই ভাইয়ের বসতঘর পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় দুই ভাইয়ের পরিবারের ঘরে থাকা সব কিছুই পুড়ে গেছে।
জানায়, প্রথমে আগুনের সুত্রপাত হয় গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে আজিজুল হকের বসত ঘর থেকে। পরে আগুন ছড়িয়ে যায় তার বড় ভাই মৃত নূরুল হকের ঘরে। তড়িঘড়ি করে মসজিদের ইমাম মাইকের মাধ্যমে ঘোষণা দিলে গ্রামবাসী জড়ো হয়ে আগুন নিভানোর চেষ্টা চালএলাকাবাসীায়।

17/08/2020
করোনাভাইরাস এ সময় বিনোদন দেখ ঘরে থাক
16/08/2020

করোনাভাইরাস এ সময় বিনোদন দেখ ঘরে থাক

15/08/2020
কিশোরগঞ্জ সদরের রশিদাবাদ সড়কে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত। নিজস্ব রিপোর্টার: এস কে সুমন
14/08/2020

কিশোরগঞ্জ সদরের রশিদাবাদ সড়কে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত। নিজস্ব রিপোর্টার: এস কে সুমন

14/08/2020

কিশোরগঞ্জ সদরের রশিদাবাদ সড়কে সিএনজি ও মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত।

13/08/2020

কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত দুই উপজেলা মিঠামইন ও অষ্টগ্রামে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তা, ব্রীজ, কালভার্ট এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। নিজস্ব রিপোর্টার: রবিউল ইসলাম,কিশোরগঞ্জ নিউজ ঈসাখাঁ

07/08/2020

টিকটক শান্ত

Eidmubarak
01/08/2020

Eidmubarak

সংবাদ প্রতিনিধি: এস কে সুমন,করিমগঞ্জ বিচিত্রা।  নিকলী বেড়িবাঁধ থেকে ১৯০০ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক (বুধবার) সন্ধ...
30/07/2020

সংবাদ প্রতিনিধি: এস কে সুমন,করিমগঞ্জ বিচিত্রা। নিকলী বেড়িবাঁধ থেকে ১৯০০ পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

(বুধবার) সন্ধ্যায় র্যাবের অভিযানিক টিমের হাতে আটক হয়।

 # সতর্কীকরণ  - বার্তা,                                                       ভারি বৃষ্টির কারনে বাড়ির চার পাশের পুকুর, ...
30/07/2020

# সতর্কীকরণ - বার্তা, ভারি বৃষ্টির কারনে বাড়ির চার পাশের পুকুর, জমি,নালায় অতিরিক্ত পানি বেড়ে যাওয়ায়, আপনি/ আপনার ছোট শিশু সন্তানদের প্রতি খেয়াল রাখুন, না হলে একটু অবহেলায় হয়ে যেতে পারে জীবনের, অপূরনিয় ক্ষতি। রিপোর্টর: sk sumon,করিমগঞ্জ বিচিত্রা।

14/07/2020

কিশোরগঞ্জের কবিতা

"হুনছো মায়া"

-------

হুনছ মায়া কিতা কয় অংকা
তোমরার জামাই?
আমারে বিলে খায়াইতো না
কইরে আর কামাই!

আমারে বিলে অহন তার
লাগে না আর বালা,
এল্লাগ্গেই তো দিনে রাইতে
দেয় এত জ্বালা।

সারাদিন কনো থাহে
যায় না কিস্তা কইয়া
রাইত ঐলেই টাস খেলে
হেড়া ঘরো বইয়া।

কইলাম কেতো আল বাইতে জাইন
পুহাইয়া যাইতাছে বিল,
মায়া গো মায়া, কইতেই পিঠটাত
ধুমবুরায়া মারছে কট্টি কিল।

কাডলের কোষ দে মেরা পিডে
কত বালা পাইতো?
অত কষ্ট কইরা পিডে বানাইলাম
একটা যুদো খাইতো!

পেইজ কাঁচামইচ দে কলাপাতায়
বানাইলাম খুদের বৌ পিডে,
একটু হাছামুছি মুহ দে কয়
লাগে বিলে মিডে!

চাউল বাইট্টে চডা বানাইছি
লগে চান্দা মাছের বিরান
কয় এইতা খাইতাম না অংকা
চালাইয়া দে একটা পিরান।

ভায়ু দিছিন নয়া তবনডা পিন্দে
পিরানডা লটকায়া কান্ধ,
কইলো আমারে আজ্জ একটু
ভালা কিস্তা রান্ধ।

আন্ডা গাওয়াইয়া বড়া করলাম
রানছি মাশ খেলাইর ডাইল,
বাইত আওনের খবর নাই
দিছে আমারে বাইল।

কইছিন চালাইয়া আইবো
থাকতাম একটু সাইজ্জে,
বেন্নাক্ত বাইত আইয়াই
লাইগ্গে পড়ছে কাইজ্জে।

আমারে আর রাখতে চায় না
পারে না মুহে কইতে,
খালি খালি দোষ ধরে
অংকা উঠতে বইতে!

বেহেই আমারে আটকুইরে কয়
পুলাপান কেরে অয় না,
মনডায় লয় ম‌ইরে যাইতাম
শ‌ইলডেত আর সয় না।

মাইর খায়া গয়াইল ঘরো
আছলাম আমি বইয়া,
কতক্ষান পরে দেহি হেইলা
আইছে নতুন বৌ লইয়া।

কও মায়া কিবে আমি
পতিনের ঘর করাম?
আবার যুদো যাইতে কও
বিষ খায়া মরাম।
লেখকঃ কিশোরগঞ্জ নিউজ ঈসাখাঁর এডমিন

বিশিষ্ট ব্যবসায়ী ও ফুটবল খেলোয়াড় জনাব মুখছেদুল হক মকসু ভাইকে কিশোরগঞ্জ বাসী পৌরসভার মেয়র হিসাবে দেখতে চায়, এটা পৌরবাসীর ...
12/07/2020

বিশিষ্ট ব্যবসায়ী ও ফুটবল খেলোয়াড় জনাব মুখছেদুল হক মকসু ভাইকে কিশোরগঞ্জ বাসী পৌরসভার মেয়র হিসাবে দেখতে চায়, এটা পৌরবাসীর প্রানের দাবি।

07/01/2020

স্কাউট ভোটার হালনাগাত চলছে

22/10/2019

ইসলামি সংগীত

Address

Kishoreganj
Kishoreganj
2300

Alerts

Be the first to know and let us send you an email when কিশোরগঞ্জ নিউজ ঈসাখাঁ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কিশোরগঞ্জ নিউজ ঈসাখাঁ:

Videos

Share